বাংলাদেশের বেকারত্বের হার কমানোর জন্য অনেকেই কাজের উদ্দেশ্যে ওমান পৌঁছে থাকে। ওমান হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি আরব দেশ। বর্তমানে বাংলাদেশ থেকে অনেক প্রবাসীগন ওমানে অবস্থান করতেছে। আবার নতুন করে অনেকেই কাজের ভিসা নিয়ে ওমান যেতে যাচ্ছে। এ সকল উদ্দেশ্যে অনেকেই ওমান টু বাংলাদেশ বিমান টিকেট দাম কত তা জানতে চায়।
কারণ আপনি যদি বাংলাদেশ থেকে ওমান কিংবা ওমান থেকে বাংলাদেশে আসতে চান তাহলে বিমান হচ্ছে একমাত্র মাধ্যম। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে ওমানের রাজধানী মাস্কাট এছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকেও বিভিন্ন এয়ারলাইন্স ছেড়ে যায়। বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির সেবার উপর নির্ভর করে এ সকল বিমান টিকেটের দাম নির্ধারণ করা হয়ে থাকে। তবে এ সকল টিকিটের মূল্য ৪০ হাজার টাকা থেকে শুরু হয়ে থাকে।
ওমান টিকেট দাম কত
প্রতিদিন বিভিন্ন দেশ থেকে ওমানে চাকরি বা ভ্রমণের জন্য যায়। যদিও বেশির ভাগ মানুষ কাজের জন্য ওমানে গমন করে। বাংলাদেশ থেকে ওমানে যেতে ভিসা বা পাসপোর্ট এর পাশা-পাশি বিমান টিকিট ক্রয় করতে হবে। এই টিকিটের মূল্য নির্ভর করে এয়ারলাইন্স এর উপরে। প্রতি দিন বা মাসেই ওমানের টিকিটের মূল্য কম বা বেশি হয়ে থাকে।
সাধারণ ভাবে ওমান টিকেট দাম কত ৪০০০০ থেকে ৫০০০০ টাকার মধ্যে। আগে ওমানের টিকিটের দাম ছিলো ৩৫০০০ টাকা। বর্তমান সময়ে টাকার রেট বাড়ানো হয়েছে। তাই এর সাথে টিকিটের দাম বেড়েছে। নিচের দেওয়া টেবিল থেকে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির টিকেটের মূল্য দেখে নিন।
ওমান বিমান টিকিটের নাম | মূল্য |
---|---|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ৫৩,৪২০ টাকা |
ইউ এস বাংলা এয়ারলাইন্স | ৪৮,২৫৩ টাকা |
ওমান এয়ারলাইন্স | ৫৪,৭২০ টাকা |
সালাম এয়ারলাইন্স | ৬৭,৯৯৩ টাকা |
ওমান টু বাংলাদেশ ফ্লাইট
বর্তমানে বাংলাদেশ থেকে ওমান যাওয়ার জন্য বেশ কয়েকটি এয়ারলাইন্স কোম্পানির বিমান রয়েছে। এ সকল এয়ারলাইন্স কোম্পানির বিমানগুলো বাংলাদেশের রাজধানী ঢাকা ও চট্টগ্রাম থেকে ছেড়ে যায়। বর্তমানে জনপ্রিয় ওমান টু বাংলাদেশ ফ্লাইট সমূহের তালিকা নিচে দেওয়া হল।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- ওমান এয়ারলাইন্স
- সালাম এয়ারলাইন্স
- ইউ এস বাংলা এয়ারলাইন্স
বাংলাদেশ টু ওমান টিকেট ভাড়া কত
ইতোমধ্যে আপনাদের সাথে প্রাথমিকভাবে বর্তমানে বাংলাদেশ টু ওমান টিকেট ভাড়া কত তা জানিয়েছিলাম। বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারলাইন্স কোম্পানির টিকেট কিনতে আপনাকে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হবে। তবে সেবার মানের উপর নির্ভর করে এর চেয়েও বেশি দামি টিকেট আপনি ক্রয় করতে পারবেন।
ওমান টু বাংলাদেশ টিকেটের দাম কত
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বেশি জরুরি ভিসা ও পাসপোর্ট। পাসপোর্ট ও ভিসা ছাড়া টিকিট ক্রয় করা যাবে না। তাই প্রথমে ভিসা বানাতে হবে। বাংলাদেশ টু ওমান টিকেট ভাড়া ৩০০০০ এর উপরে। টিকিটের দাম ও ভাড়া মূলত একই।
তবে অনলাইন থেকে টিকিট ক্রয় করলে বেশি টাকা খরচ হবে। Qatar Airways এর One-Stop টিকিট ভাড়া ৩৫,৬০০ টাকা এবং Arabia, One-Stop এর ক্ষেত্রে ১৭,১০০ টাকা। এছাড়া তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবেন।
ওমান এয়ার টিকেটের দাম কত
টিকিটের থেকে দ্বিগুণ বা তিনগুন দাম দিয়ে ভিসা বানাতে হয়। ভিসার মধ্যে বিভিন্ন ধরন রয়েছে। এই ধরনের ভিত্তিতে ভিসা বানাতে খরচ হবে। আপনি যেহেতু বাংলাদেশে থেকে ওমান যাবেন, তাই যাওয়ার আগে ওমানের জন্য ভিসা বানাতে হবে। ভিসা বানাতে খরচ হবে ২ লক্ষ্য টাকার উপরে। এজেন্সির মাধ্যম ওমান যেতে চাইলে ভিসা খরচ ৩ লাখ টাকা।
তাছাড়া অন্য কোনো মাধ্যমে ওমান যেতে চাইলে ভিসার দাম ৪ থেকে ৫ লাখ টাকা লাগবে। অনেক সময় সরকারি ভাবে ওমান যাওয়া যায়। তখন ভিসার দাম ১ থেকে ২ লাখ টাকার মধ্যে। তবে ভিসা খরচ এর থেকে কমও হতে পারে। সেটা নির্ভর করবে দেশের সরকারের উপও।
বাংলাদেশ টু ওমান এয়ার টিকেট প্রাইস
বাংলাদেশ কে ওমানের টিকিটের দাম অনেক সময় পরিবর্তিত হয়। আগে থেকে বর্তমান সময় বাংলাদেশ এয়ালাইন্স এর টিকিটের দাম বেড়েছে। ওমানের টিকিটের দাম ছিলো ৩৫০০০ টাকা। কিন্তু বর্তমানে ওমানের টিকিটের দাম বেড়েছে এবং তা ৫০০০০ টাকা পর্যন্ত হয়েছে। আজকে ওমানের টিকেটের মূল্য ৪০ থেকে ৫০০০০ টাকা। ওমান টিকেট প্রাইস ইন বাংলাদেশ ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকা।
মাস্কাট টু চট্টগ্রাম ফ্লাইট টিকেট দাম কত
বাংলাদেশে চট্টগ্রামে একটি বিমান বন্দর রয়েছে। এই বিমান এয়ালাইন্স থেকে ওমান যাতায়াত করা যাবে। বর্তমানে মাস্কাট টু চট্টগ্রাম ফ্লাইট চালু রয়েছে। এজন্য আপনাকে ভিসা ও পাসপোর্ট এর পাশা-পাশি টিকিট ক্রয় করতে হবে। চট্টগ্রাম এয়ারলাইন্স থেকে ওমানের টিকিটের দাম ৩৭ হাজার থেকে ৪৫ হাজার। অনলাইনে এই টিকিটের দাম ৪০,০০০ টাকার কাছা-কাছি হবে।
শেষ কথা
আশা করি যে সকল যাত্রীগণ ওমান যেতে প্রস্তুত তাদেরকে এই পোষ্টের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রদান করতে পেরেছি। সব সময় ভ্রমণের মিনিমাম ১৫ দিন আগে টিকিট ক্রয় করার চেষ্টা করবেন। সে ক্ষেত্রে তুলনামূলক আপনার টিকিটের মূল্য অনেক কম পড়বে। বিশ্বস্ত কোন এজেন্সি অথবা এয়ারলাইন্স কোম্পানি নিজস্ব ওয়েবসাইট থেকে ওমান টু বাংলাদেশ বিমান টিকেট কেনার চেষ্টা করবেন।
One Comment on “ওমান টু বাংলাদেশ বিমান টিকেট দাম কত”