কক্স বাজার একটি বিশাল সমুদ্র সৈকত। এটি চট্টগ্রাম বিভাগে অবস্থিত। এখানে প্রতি দিন দেশ বা বিদেশ হতে অনেক পর্যটক বেড়াতে আসে। তাই তাদের এখানে থাকার জন্য রুমের প্রয়জন হয়। শুধুমাত্র কক্স বাজেরের নির্দিষ্ট কয়েকটি স্থানে পর্যটকদের জন্য হোটেল তৈরি করা হয়েছে। এই হোটেল গুলোতে বিভিন্ন ধরনের রুম ভাড়া দেওয়া হয়। এই রুমের উপর কক্সবাজার হোটেল ভাড়া কত টাকা তা নির্ভর করে।
এই পোস্টে কক্স বাজারের সকল ছোট-বড় বা উন্নতমানের হোটেলের রুম ভাড়া-সার্ভিস ও ঠিকানা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যোগযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া আছে। এই পোস্ট থেকেই জানতে পারবেন কক্সবাজার রুম বুকিং কত টাকা? রুম প্যাকেজের দাম কত ও কম খরচে ভালো মানের হোটেল সম্পর্কে।
কক্সবাজার হোটেল ভাড়া কত
উপরে কয়েকটি হোটেল এর তালিকা শেয়ার করেছি। এই হোটেল গুলো কক্স বাজার ও এর আশে-পাশের এলাকাতেই অবস্থিত। এখানে রুমের ধরনের উপর হোটেল ভাড়া নির্ভর করে থাকে। এই সব হোটেলে ২০০০ থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত রুম ভাড়া রয়েছে। নিচের দিকে কক্সবাজার হোটেল ভাড়া কত টাকা তা বিস্তারিত শেয়ার করেছি। সেখান থেকে সকল হোটেলের ভাড়া ও বুকিং সম্পর্কে জেনে নিবেন।
কক্সবাজার হোটেল
সবার পছন্দের একটি ভ্রমণের স্থান কক্স বাজার। যেখানে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করতে আসে। কক্স বাজারে ঘুরতে এসে অবশ্যই আপনাকে একটি হোটেল ভাড়া করতে হবে। কিন্তু আপনাদের জানা নেই কোথায় কোথায় হোটেল রয়েছে এবং এর ভাড়া কত টাকা। এজন্য এখানে এই বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেছি। এখানে শত শত হোটেল রয়েছে। আপনার চাহিদা মতো যেকোনো ধরনের হোটেল পেয়ে যাবেন। ছোট হোটেল থেকে শুরু করে এখানে ফাইভ স্টার হোটেল পাওয়া যাবে। তবে উন্নতমানের হোটেলের ভাড়া ৫ থেকে ১০ হাজার টাকা। এর ১০,০০০ এর উপরের অনেক হোটেলের রুম ভাড়া দেওয়া হয়।
যদি আপনি কম বাজেটের মধ্যে রুম ভাড়া নিতে চান, তাহলে ১০০০ হাজার টাকা লাগবে। ১৫০০ থেকে ২০০০ টাকায় সাধারণ মানের একটি রুম ভাড়া নিতে পারবেন। এখানে ১০ হাজার টাকায় হোটেল প্যাকেজ পাওয়া যাবে। এখানেই থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে। অনেক হোটেলে এসি সার্ভিস চালু আছে, যার রুম ভাড়া ৫ হাজার থেকে ১০ হাজার টাকা লাগবে। ২থেকে ৩ হাজার টাকায় ৩ বেডের রুম পাওয়া যাবে।
নিচে কয়েকটি হোটেলের তালিকা দেওয়া আছে। এখান থেকে হোটেলের না গুলো দেখেনিন।
- সায়মন বিচ রিসোর্ট
- ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট
- হোটেল সী প্যালেস
- সার্ফ ক্লাব রিসোর্ট
- হোটেল সী কক্স
- লং বিচ হোটেল
- প্রাসাদ প্যারাডাইস
হোটেল সায়মন কক্সবাজার
এটি ছিল শহরটির প্রথম ব্যক্তিগত মালিকানাধীন হোটেল, এক্কসযা ১৯ ৬৪ সালে তৈরি করা হয়েছে। কক্স বাজারের বেশ জনপ্রিয় একটি হোটেলের নাম হোটেল সায়মন। যেখানে সব ধরনের রুম পাওয়া যাবে। কলাতলী বিচের মেরিন ড্রাইভে ২২৮ টি অভিজাত রুম সম্বলিত ফাইভ স্টার মানের সমুদ্রতীরবর্তী এই রিসোর্টে রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। ১৬ টি প্যানারমা ওশান স্যুট, ৩৬ টি ডিলাক্স স্যুট এবং ১৭৬ টি সি-ভিউ রুমে রয়েছে এলসিডি টিভি, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত কনভেশন হল। এখানে রুম ভাড়া ৫ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত।
সায়মন বিচ রিসোর্ট হোটেল রুম ভাড়া কত
এই হোটেল গুলো সমুদ্র সৈকতের কাছা-কাছি অবস্থিতও। এই হোটেল গুলো উন্নতমানের। কক্সবাজারের ইনানী বিচে এই হোটেল টি তৈরি করা হয়েছে। এটি একটি ফাইভ স্টার হোটেল। যেখানে এক রাতের ভাড়া ১২ হাজার থেকে ১ লাখ ১০ হাজার পর্যন্ত। এখানে বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে। থাকার পাশা-পাশি এখানেই খাওয়ার সকল ব্যবস্থা করা আছে। প্রতি রুমে এসি সার্ভিস প্রদান করা হবে। যোগাযোগ করতে ০১৯৭০৬৬০০৬৬ এই নাম্বারে কল করুন।
ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট রুম ভাড়া
এই হোটেল টি কলাতলিতে অবস্থিতও। এটিও এক ধরনের উন্নতমানের হোটেল। তবে এখানে আগের হোটেলের মতো লাখ টাকার প্রয়োজন নেই। এই হোটেলে এক দিনের রুম ভাড়া ৮০০০ থেকে ১৭০০০ টাকা পর্যন্ত। এখানেও আপনাদের খাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হবে। সকল রুমেই এসি সার্ভিস রয়েছে। এখানে প্যাকেজ আকারেও রুম ভাড়া দেওয়া হয়। এই হোটেলে এক রুমে ৩ বেডের রুম পাওয়া যাবে। অগ্রিম বুকিং করতে ০১৯৩৮৮৪৬৭৬১ এই নাম্বারে যোগযোগ করুন।
হোটেল সী প্যালেস রুম ভাড়া
এই হোটেল টি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রায় ৩ কিলোমিটার দুরে তৈরি করা হয়েছে। এখানে কম দামে রুম ভাড়া নিতে পারবেন। তবে এই হোটেলের সর্বনিম্ন রুম ভাড়া ৩০০০ টাকা। এখানে ৫০০০ হাজার টাকায়ও ভালো মানের একটি রুম পাওয়া যাবে। এই হোটেলে প্রতিটি রুমের ভাড়া ১৭০০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। যোগাযগের মোবাইল নাম্বার: ০১৭১৪৬৫২২২৭।
সার্ফ ক্লাব রিসোর্ট রুম ভাড়া কত টাকা
এখানে ছোট-বড় উভয় ধরনের রুম ভাড়া দেওয়া হয়। একটি ছোট রুমের ভাড়া ১৫০০ থেকে ২০০০ টাকা। ৩ হাজার টাকায় ৩ থেকে ৪ টি বেডের এর রুম এই হোটেলে পাওয়া যায়। রুমের ধরনের উপর ভিত্তি করে এখানে প্রতি দিনের রুম ভাড়া ৬০০০০ টাকা পর্যন্ত। আরও জানতে ০১৭৭৭৭৮৬২৩২ নাম্বারে যোগযোগ করবেন।
হোটেল সী কক্স রুম ভাড়া কত টাকা
এটি একটি উন্নতমানের হোটেল। তাই এখানে প্রতি রুমের ভাড়া একটু বেশি হয়ে থাকে। এখানে সর্বনিম্ন ৩০০০ টাকা রুম ভাড়া দেওয়া হয়। এখানে সকল ধরনের রুম রয়েছে। এখানে রুম ভাড়া প্রতি রাতের জন্য ভাড়া ৩০০০ থেকে শুরু করে ৮,০০০ টাকা পর্যন্ত। অনেক রুমে এসি সার্ভিস চালু আছে। যোগযোগের নাম্বার ০১৮৪০৪৭৭৭০৭।
লং বিচ হোটেল রুম ভাড়া
এটি কলাতলি সমুদ্র সৈকতের পাশে অবস্থিত। এই হোটেলের সকল রুম উন্নতমানের এবং এখানে সব রুমে এসি সার্ভিস চালু আছে। লং বিচ হোটেল কম দামে কোনো রুম ভাড়া পাওয়া যাবে না। এই হোটেলের এক দিনের রুম ভাড়া ৬৫০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত। ১৫০০০ থেকে ২০,০০০ এর মধ্যেই ভালো ধরনের এসি যুক্ত রুম ভাড়া নিতে পারবেন। যোগযোগের নাম্বার ০১৭৫৫৬৬০০৫১।
প্রাসাদ প্যারাডাইস হোটেল রুম ভাড়া
এখানে সকল ধরনের রুম ভাড়া দেওয়া হয়। নিউ বীচ রোডে এই হোটেল টি অবস্থিত। এই হোটেলেপ্রতিদিনেরভারা ৪,৫০০টাকা। ৬০০০ থেকে ১০০০০ টাকার মধ্যেও অনেক রুম ভাড়া পাওয়া যাবে এই হোটেল থেকে। এখানে এসি সার্ভিস চালু আছে। অগ্রিম রুম ভাড়া নিতে ০১৫৫৬৩৪৭৭১১ এই নাম্বারে যোগযোগ করুন।
হোটেল সী ক্রাউন রুম ভাড়া
মেরিন ড্রাইভ রোডের পাশে হোটেল সী ক্রাউন অবস্থিত। এখানে সাধারণ ও উন্নতমানের সকল ধরনের রুম ভাড়া পাওয়া যায়। এই হোটেলের ভাড়া ৪০০০ থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত। থাকার পাশা-পাশি এই হোটেলেই খাওয়ার ব্যবস্থা আছে। এর সাথে সব সময় এসি সার্ভিস চালু আছে। মোবাইল: ০১৮৩৩৩৩১৭০৩।
মোটেল প্রবাল রুম ভাড়া
এখানে বিভিন্ন ধরনের রুম পাওয়া যাবে। ছোট বড় রুমের ভাড়া এক এক রকমের। নিচে এই হোটেলের রুম ভাড়া সম্পর্কে একটি ছক দেওয়া আছে। সেখান থেকে বিস্তারিত জেনে নিন।
স্থান | ইউনিট | কক্ষ সংখ্যা | বেড সংখ্যা | নিয়মিত কক্ষ ভাড়া | ডিসকাউন্টসহ কক্ষ ভাড়া |
আবাসিক কক্ষ | এসি কাপেল বেড | ০৪ | ০৮ | ৳ ২,৫০০.০০ | |
এসি টুইন বেড | ০২ | ০৪ | ৳ ২,৫০০.০০ | ||
নন এসি টুইন বেড | ১৭ | ৩৪ | ৳ ১,৮০০.০০ | ||
নন এসি কাপেল বেড | ১৩ | ২৬ | ৳ ১,৮০০.০০ | ||
ইকোনমি রুম (টুইন বেড) | ০৯ | ১৮ | ৳ ৫০০.০০ | ||
ডরমেটরি (৮ বেড) | ২০ জন | – | ৳ ৪,৫০০.০০ | ||
“ | ৩০ জন | – | ৳ ৬,০০০.০০ | ||
“ | ৪০ জন | – | ৳ ৭,৫০০.০০ | ||
“ | ৫০+ জন | – | ৳ ৯,০০০.০০ |
সায়মন বিচ রিসোর্ট রুম ভাড়া
সায়মন বিচ রিসোর্ট কলাতলী মেরিন ড্রাইভ রোডে অবস্থিত। এখানে দেশি ও বিদেশি পর্যটকদের জন্য রুম ভাড়া দেওয়া হয়। ১ দিনের জন্য রুম ভাড়া ১০৫০০ থেকে ৪৪,০০০ টাকা পর্যন্ত। এখানে এসি সহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। যোগযোগের জন্য ০১৭৫৫৬৯১৯১৭ এই নাম্বারে কল করবেন।
কক্সবাজার হোটেল বুকিং
এই হোটেল গুলো উন্নতমানের। তাই রুম বুকিং এর ক্ষেত্রে বেশ সুবিধা রয়েছে। অনেক হোটেলে অনলাইনে রুম বুকিং দেওয়া হয়। এছাড়া তাদের অফসিয়াল ওয়েবসাইট আছে, যেখান থেকে রুম চেক করতে পারবেন, রুমের বিস্তারিত জানতে পারবেন হোটেলের সুযোগ সুবিধা বা সার্ভিস সমূহ দেখতে পারবেন। এরপর হোটেল পছন্দ হলে অনলাইনে বুকিং নিতে পারবেন। রুম ভাড়া বুকিং এর সময় দেওয়া থাকবে।
শেষ কথা
কক্স বাজারে আরও অনেক হোটেল পাওয়া যাবে। এই পোস্টে শুধু মাত্র ভালো মানের কয়েকটি হোটেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। যারা কক্স বাজারে ভ্রমণ করতে যাবেন, তারা অবশ্যই এই হোটেল গুলো ভাড়া নেওয়ার চেষ্টা করবেন। এই পোস্টে রুম ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছি। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে কক্সবাজার হোটেল ভাড়া কত? কম খরচে হোটেল রুম বুকিং সম্পর্কে জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে ও দাম সম্পর্কে জানতে আমার সাথেই থাকবেন।