ওয়ালটন আইপিএস এর দাম ২০২৪

ওয়ালটন হচ্ছে বাংলাদেশের সর্বাধিক ও প্রযুক্তিপূর্ণ একটি ব্র্যান্ড কোম্পানি। এ কোম্পানি দ্বারা তৈরি হয়  ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, হোম অ্যান্ড কিচেন সহ সকল ধরনের প্রয়োজনীয় প্রযুক্তিপণ্য। ওয়ালটন কোম্পানিটি ইলেকট্রনিক্স পণ্যের আওতায় আইপিএস সহ বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে থাকে।

কোম্পানিটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে ১৯৭৭ সালে। যা আজ পর্যন্ত ওয়ালটন কোম্পানি বাংলাদেশে সাধারণ জনগণের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে আসছেন। তাই বাংলাদেশের এই লোডশেডিং থেকে মুক্তি পেতে যারা ওয়ালটন কোম্পানির আইপিএস ক্রয় করার চিন্তাভাবনা করছেন।

তারা অবশ্যই এই পোস্ট থেকে ওয়ালটন আইপিএস এর দাম কত তা বিস্তারিত জেনে নিবেন। ২০২৩ সালে ওয়ালটন কোম্পানির সকল আইপিএস এর দাম কত টাকা ছিল। এবং বর্তমানে ২০২৪ সালে কত টাকায় আইপিএস গুলো বিক্রি করা হচ্ছে তা বিস্তারিত এই পোস্ট থেকে জেনে নিন। অতএব এই পোস্ট শেষ পর্যন্ত দেখুন।

ওয়ালটন আইপিএস এর দাম

বাংলাদেশের বিভিন্ন কোম্পানির আইপিএস পেয়ে যাবেন। তার মধ্যে ওয়ালটন কোম্পানির আইপিএস অন্যতম। অন্যান্য কোম্পানির আইপিএস ন্যূনতম ৬ থেকে ৭ হাজার টাকা হয়ে থাকে। কিন্তু মোটামুটি অনেক ভালো মানের ওয়ালটন আইপিএস ২০০০ থেকে ২৫০০ টাকায় কিনতে পারেন। যা অন্য কোন কোম্পানির আইপিএস কেনা সম্ভব না।

এছাড়াও স্টেবিলাইজার হিসেবে মাত্র ১২০০ টাকায় একটি একটি ওয়ালটন আইপিএস কিনতে পাবেন। মানের উপর ভিত্তি করে সর্বোচ্চ ১০ হাজার টাকা দিয়েও একটি ওয়ালটন আইপিএস কিনতে পারবেন। যার মডেল নিচে আপনাদের জন্য উল্লেখ করা হয়েছে। যেমন বর্তমানে এই মডেলের WVS-1000SD আইপিএসটি অনেক ভালো।

এতে রয়েছে মাইক্রো কন্ট্রোলার ডিজাইন। এবং অতিরিক্ত ভোল্টেজ দিতে সক্ষম। এছাড়াও আরো কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে এ আইপিএস এর মধ্যে রয়েছে ওভার লোড, অতিরিক্ত গরম ও শর্ট সার্কিট প্রটেকসন করার ক্ষমতা। অতএব বর্তমান বাজারে বাংলাদেশের ওয়ালটন কোম্পানির সকল আইপিএস এর দাম তালিকা আকারে নিচ থেকে বিস্তারিত জেনে নিন।

Walton IPS এর দাম বাংলাদেশ ২০২৪

এই ওয়ালটন কোম্পানির সকল আইপিএস এর আলাদা আলাদা বৈশিষ্ট্যের কারণে এর দাম এর অনেকটা পার্থক্য হয়ে থাকে। অন্যান্য ব্র্যান্ডের আইপিএস এর মতোই এ সকল আইপি যে ৫ থেকে ৬ ঘন্টা অনায়াসে বিদ্যুৎ ব্যাকআপ পেয়ে যাবেন। তাই ওয়ালটন আইপিএস এর দাম বিস্তারিত নিচের তালিকা থেকে সঠিক জেনে নিন।

  • WVP-SG15 এই মডেলের দাম ১,২০০ টাকা।
  • WVP-JV200 এই মডেলের দাম ১,৫০০ টাকা।
  • WVS-600 SD এই মডেলের দাম ৩,৩০০ টাকা।
  • SUPREME-2100JV এই মডেলের দাম ৩,৩৫০ টাকা।
  • WVS-1000HSD এই মডেলের দাম ৩,৪০০ টাকা।
  • SUPREME-2100JV80V এই মডেলের দাম ৩,৫৫০ টাকা।
  • WVS-1000SDR80V এই মডেলের দাম ৩,৯০০ টাকা।
  • WVS-1000SD এই মডেলের দাম ৪,৭০০ টাকা।

কম দামের ওয়ালটন আইপিএস এর তালিকা ২০২৪

বাংলাদেশের বেশিরভাগ নাগরিক, লুমিনাস আইপিএস, রহিম আফরোজ, লিনাক্স আইপিএস ক্রয় করে থাকেন। সব থেকে কম দামের মধ্যে যারা আইপিএস কিনতে চাচ্ছেন তারা অবশ্যই Walton IPS কিনতে পারবেন। অর্থাৎ ন্যূনতম ১২০০ টাকায় অনেক উন্নত মানের ওয়ালটন আইপিএস কিনতে পারবেন। আপনাদের পছন্দম নিচের তালিকা থেকে কম দামের ওয়ালটন আইপিএস সম্পর্কে জেনে নিন।

  • WVP-SG15 এই মডেলের ওয়ালটন আইপিএস এর দাম ১০৫০ থেকে ১১০০ টাকা।
  • WVP-JV200 এই মডেলের আইপিএস এর দাম ১৪৫০ থেকে ১৫৫০ টাকা।
  • WVS-600 SD এই মডেলের আইপিএস এর দাম মাত্র ৩২০০-৩৩০০ টাকা।
  • WVS-1000HSD (Mini Ips) এর দাম ১৫০০ থেকে ১৮০০ টাকা।
  • Walton WIP-400SS (SLIM IPS) এর দাম ১২০০-১৩৫০ টাকা।

শেষ কথা

আশা করতেছি ইতিমধ্যে আজকের এই আলোচনা থেকে সংক্ষিপ্ত পরিসরে ওয়ালটন আইপিএস এর দাম সম্পর্কে জানতে পেরেছেন। বাংলাদেশের অতি পরিচিত এবং জনপ্রিয় walton কোম্পানির মধ্যে আইপিএস অনেকটাই উন্নতমানের। অতএব এই পোস্ট আপনার কাছে ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ

About Foysal Ahmed

আমি মোঃ ফয়সাল আহমেদ। দীর্ঘদিন যাবত আমি অনলাইন কাজের সাথে জড়িত। আজকের দাম কত সাইটে আমি আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যের দাম নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আমাদের সাইট থেকে প্রায় সকল ধরনের জিনিসের দাম সম্পর্কে অবগত হতে পারবেন।

View all posts by Foysal Ahmed →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *