রাউটারের দাম কত ২০২৪

যারা অনলাইনে রাউটারের দাম সম্পর্কে জানতে চাচ্ছেন। তারা আমাদের এই পোস্ট থেকে বিভিন্ন তথ্য জানতে পারবেন। বিশেষ করে রাউটারের দাম কত। তবে আপনাদেরকে জানিয়ে রাখি এসব রাউটারের দাম ব্র্যান্ডের উপর নির্ভর করে। আপনি বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের রাউটার পেয়ে যাবেন। তবে রাউটারগুলো আপনাকে বিভিন্ন মানের সার্ভিস প্রদান করবে। 

আর এই  রাউটার হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা একাধিক নেটওয়ার্ককে একসাথে সংযুক্ত করে থাকে। সহজ ভাষায় বলতে গেলেই ইন্টারনেট ব্যবহারের জন্য এই রাউটার অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান পুরো বিশ্বে এর রাউটারের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গ্রাম থেকে শহরে সকল জায়গায় এই রাউটার অনেক বেশি ব্যবহৃত হচ্ছে। তবে এর দাম গুলো বিভিন্ন রকমের হয়ে থাকে।

রাউটারের দাম কত ২০২৪

বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে মোবাইল নেটওয়ার্কিং সমস্যার কারণে অনেকে ইন্টারনেট ব্রাউজিং করতে  নানাবিধ সমস্যার সম্মুখীন হন। এজন্য অনেকেই প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই নেটওয়ারক ক্যাবল জুড়তে চান। এজন্য রাউটার অনেক গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রনিক পণ্য। অর্থাৎ এই রাউটার দ্বারা আপনি অনায়াসে ইচ্ছামত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে প্রত্যেককে জেনে রাখা উচিত এই রাউটার গুলোর দাম বাংলাদেশে কত টাকা করে বিক্রি করা হয়।

জেনে রাখা আবশ্যক বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের রাউটার পাওয়া যায়। এর মধ্যে অন্যতম টিপি লিংক রাউটার। এছাড়াও অন্যান্য ব্যবহৃত রাউটারগুলো হচ্ছে শাওমি রাউটার,টেনডা রাউটার,ডি লিংক রাউটার আরও ইত্যাদি। তবে এইসব আলাদা ব্র্যান্ডের কোম্পানির বিভিন্ন মানের এবং দামের পার্থক্য হয়ে থাকে। আসুন জেনে নেই  বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাউটারের দাম কত।

টিপি লিংক রাউটারের দাম কত 

বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের রাউটারের মধ্যে টিপি লিংক রাউটার অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে। কেননা অনেকের পরিচিত ব্যক্তিদের অভিজ্ঞতার সহিত জানা যায় দীর্ঘদিন ব্যবহারে অত্যন্ত টেকসই এই টিপি লিংক রাউটার। এমনকি আমি এই টিপি লিংক রাউটার গত দেড় বছর যাবত ব্যবহার করছি। কোনরকম সমস্যা ছাড়া দীর্ঘদিন এ টিপি লিংক রাউটার ব্যবহার করা যায়। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বাজারে এটিপি লিংক রাউটার গুলো কত টাকা করে পাওয়া যায়?

আপনি বাংলাদেশ বিভিন্ন দামের মধ্যে এ টিপি লিংক রাউটার পেয়ে যাবেন। সামান্য ৮০০ টাকা থেকে শুরু করে প্রায় ৫-৬ হাজার টাকা দিয়ে একটি টিপি লিংক রাউটার ক্রয় করতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় কয়েকটি টিপি লিংক রাউটারের মডেল এবং দাম উল্লেখ করা হলো।

  • Tp-Link TL-WR820N High-Speed এই ওয়াইফাই রাউটারের দাম বর্তমান বাজারে ১৩৫০ টাকা। অল্প দামের মধ্যে এই রাউটার বর্তমানে অনেক বেশি বিক্রি হচ্ছে। আপনি চাইলে দীর্ঘদিন ব্যবহারের জন্য এই রাউটার ক্রয় করতে পারেন।
  • TP-Link WR841N 300Mbps WiFi N Bandwidth Control Router এই ওয়াইফাই রাউটার দাম বর্তমান বাজার মূল্য ১৫০০ টাকা।  অল্প বাজেটের মধ্যে এই রাউটার অনেক বেশি ভালো।  চাইলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 
  • এছাড়াও TP-Link Deco E4 AC1200 Whole Home Mesh Wi-Fi Unit এই মডেল টিপি লিংক রাউটারের দাম ৩২৫০ টাকা।
  • TP-Link Archer C6 AC1200 Wi-Fi MU-MIMO Gigabit Router এ মডেলের রাউটারের দাম ৩৬০০ টাকা। এই মডেলের রাউটার গুলো আপনি দীর্ঘদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। 

শাওমি রাউটারের দাম কত

এছাড়া বাংলাদেশের উল্লেখযোগ্য আরেকটি রাউটার ব্র্যান্ড হচ্ছে শাওমি ব্র্যান্ড। টিপি লিংক এবং ডি-লিংক ইত্যাদি রাউটারের পাশাপাশি এই শাওমি ব্যবহার করতে দেখা যায়। তবে বাংলাদেশে এই মডেলের MI 4C R4CM ৪ এন্টেনা বিশিষ্ট রাউটারের দাম ১১৫০ টাকা। এছাড়াও আপনি  শাওমি রাউটার ৩ টাকা হাজার ৪ হাজার  টাকা দিয়ে ক্রয় করতে পারবেন।

  • Xiaomi Mi Smart Router 4C, 300 Mbps with 4 high-Performance Antenna & App Control, Single_Band, Wi-Fi, White এই মডেলের xiaomi রাউটারের দাম ১১০০ টাকা।

টেনডা রাউটার দাম ২০২৪

অনেককেই আবার  টেন্ডা রাউটার  ব্যবহার করতে দেখা যায়। তবে সাধারণত বাংলাদেশের বাজারে গুলো ১৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে পাওয়া যায়।  তবে সর্বোত্তম ভালো আপনি যদি নিকটস্থ দোকানে গিয়ে নিজের হাতে ভালো করে দেখে এর রাউটার গুলো ক্রয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য টেনডা রাউটারের একটি মডেল হচ্ছে Tenda F3 300Mbps Wireless WiFi Router. যার বর্তমান বাজার মূল্য ১৪০০ টাকা।

ডি লিংক রাউটারের দাম কত

আপনি কি অনলাইনে রাউটারের দাম অনুসন্ধান করছেন? তাহলে এখানেই ডি-লিংক রাউটার পেয়ে যাবেন। এছাড়া এখান থেকে ডি-লিংক রাউটারের মূল্য তালিকা জানতে পাবেন। বাংলাদেশের এই ডি-লিংক রাউটার বিভিন্ন জায়গা ব্যবহার করতে দেখা যায়। এখন আপনি যদি নরমাল  একটি ডি-লিংক  রাউটার ক্রয় করতে চান  তাহলে সর্বনিম্ন ৮০০ টাকা দিয়ে একটি ডি-লিংক রাউটার ক্রয় করতে পারবেন । 

  • D-LINK DIR-600M N150 ROUTER এ মডেলের ওয়াইফাই রাউটারের দাম বর্তমান বাজার মূল্য ৮৫০ টাকা। 
  • D-Link DIR-615X1 N300 300Mbps Wireless Router এর আদরের দাম ১০৫০ টাকা।
  • D-Link DIR-650IN N300 300Mbps Wi-Fi Router চার এন্টেনা বিশিষ্ট এই রাউটারের দাম ১৪০০ টাকা।
  • এছাড়া ভালো মানের মধ্যে ডি-লিংক  রাউটার উল্লেখযোগ্য হচ্ছে D-Link DSL-2750U Wireless N 300Mbps 2 Antenna ADSL Router যার বর্তমান বাজার মূল্য ২৬০০ টাকা।

৫০০ টাকার মধ্যে রাউটার

অনেকেই আবার খুব অল্প টাকার বাজেট ধরে একটি রাউটার কিনতে চান। তবে তো বাংলাদেশে ৫০০ টাকার ভিতরে নতুন কোন রাউটার নেই। তবে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি ৫০০ টাকার মধ্যে আপনারা পুরাতন রাউটার ক্রয় করতে পারেন। আপনার আশেপাশের নিকটস্থ ইলেকট্রনিক দোকানে গিয়ে আপনি এসব পুরাতন রাউটার ক্রয় করতে পারবেন। তবে আপনি ৫০০ টাকার ভিতরে পুরাতন অথবা নতুন পকেট রাউটার ক্রয় করতে পারবেন। 

১০০০ টাকার মধ্যে ভালো রাউটার

এসব রাউটারের বিভিন্ন ব্র্যান্ড হয়ে থাকে। তবে ব্র্যান্ড অনুযায়ী রাউটার গুলোর দামের পার্থক্য হয়। এখন আপনি যদি ১০০০ টাকার মধ্যে একটি ভালো রাউটার ক্রয় করতে চান। তাহলে আপনাকে অবশ্যই এই রাউটার গুলো রেঞ্জ সম্পর্কে অবগত হতে হবে। তবে যদি আপনি ১০০০ টাকার মধ্যে স্বাভাবিক ভালো মানের একটি রাউটার ক্রয় করতে চান তাহলে আপনি অবশ্যই টিপি লিংক রাউটার ব্যবহার করুন। ৯০০ টাকা দিয়ে একটি টিপি লিংক অর্ডার করতে পারবেন। যা কোনরকম সমস্যা ছাড়া দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।

সবচেয়ে ভালো রাউটার কোনটি

ব্যবহারের দিক দিয়ে সব থেকে একটি টিপি লিংক রাউটার এগিয়ে রয়েছে। দীর্ঘদিন  আপনি চাইলে এ টিপি লিংক রাউটার ব্যবহার করতে পারবেন। এছাড়া উল্লেখযোগ্য রয়েছে  ডি-লিংক এবং শাওমি রাউটার। তুলনামূলকভাবে আপনি ১৫০০- ২০০০ টাকা দিয়ে সবচেয়ে ভালো মানের একটি রাউটার  ক্রয় করতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রাউটারের মডেল এবং দাম হচ্ছে 

  • Tenda N301 দাম ১০০০ টাকা
  • DIR-615 N300 দাম ১২৫০ টাকা।
  • TP-Link TL-WR840N (V2) এর দাম ১৯৯০ টাকা।
  • TL-WR820N এর দাম ১০৫০ টাকা।
  • Netgear WNR614 এর দাম ১৪০০ টাকা।
  • TP LINK AC750 এর দাম ২১৯০ টাকা।

শেষ কথা

এখানে আজকের আলোচনার মূল বিষয় ছিল রাউটারের দাম কত ২০২৪। আমরা সর্বদা চেষ্টা করি আপনাদেরকে আপডেট তথ্য জানিয়ে দেওয়ার জন্য। তবে যারা অনলাইনে রাউটারের দাম সম্পর্কে অনুসন্ধান করছিলেন। আশা করছি তারা আমাদের এই পোস্ট পড়ে রাউটারের দাম কত জানতে পেরেছেন। যদি এই পোস্ট করে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশের ব্যক্তিদেরকে আমাদের এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিবেন।  ধন্যবাদ

About Foysal Ahmed

আমি মোঃ ফয়সাল আহমেদ। দীর্ঘদিন যাবত আমি অনলাইন কাজের সাথে জড়িত। আজকের দাম কত সাইটে আমি আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যের দাম নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আমাদের সাইট থেকে প্রায় সকল ধরনের জিনিসের দাম সম্পর্কে অবগত হতে পারবেন।

View all posts by Foysal Ahmed →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *