রহিম আফরোজ আইপিএস ও ব্যাটারির দাম কত ২০২৪

বাংলাদেশে বিভিন্ন কোম্পানির উন্নতমানের আইপিএস রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে রহিম আফরোজ আইপিএস। আইপিএস এর দামে চেয়ে ব্যাটারির দাম অনেক বেশি। এই পোস্টে সকল প্রকারের আইপিএস এর পাশা-পাশি দীর্ঘ মেয়াদি আইপিএস ব্যাটারির মূল্য সম্পর্কে আলোচনা করেছে। অধিষ্ঠের এই গরমে লোডশেডিং এর হাত থেকে পরিত্রাণ পেতে অনেকেই বাসা বাড়িতে আইপিএস ব্যবহার করে থাকে।

ভালো মানের আইপিএস থেকে বিদ্যুৎ না থাকলেও দীর্ঘ সময় ইলেকট্রিসিটি ব্যবহার করা যায়। তবে অবশ্যই এর সাথে ভালো একটি আইপিএস ও ভালো মানের একটি ব্যাটারি অবশ্যই ক্রয় করতে হবে। রহিম আফরোজ কোম্পানি পাওয়ার প্যাক নামে বেশ কয়েকটি মডেলের আইপিএস বাজারে ছেড়েছে। এর সাথে আইপিএস এর জন্য উন্নত মানের ব্যাটারি ও রহিম আফরোজ কোম্পানি থেকে কিনতে পারবেন।

রহিম আফরোজ আইপিএস এর দাম

বাজারে ১০ হাজার থেকে শুরু করে ৮০ হাজারের মধ্যে ভালো মানের আইপিএস পাওয়া যায়। অনেক আইপিএস ১ লাখ টাকার উপরেও রয়েছে। যেগুলো আপনারা দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন। একই সাথে কয়েকটি ফান, এলইডি বাল্ব বা লাইট, এলইডি ও স্মার্ট তিভি, ফ্রিজ ও ল্যাপটপ বা কম্পিউটার চালানো সম্ভব হবে। তবে একটি সাধারণ মানের আইপিএস মেশিন ১০ থেকে ২৫ হাজার টাকার মধ্যেই কেনা যায়।

রহিম আফরোজের Rahimafrooz 550VA এই মডেলের আইপিএস এর মূল্য ১২০০০ টাকা। যা বর্তমান সময়ে কম দামে ভালো মানের একটি আইপিএস। আইপিএস টাইপ ইলেকট্রিক। ইনভার্টার ক্যাপাসিটি (VA) ৫৫০ VA ও ডিসপ্লে এলসিডি। নিচের দিকে আরও কিছু আইপিএস এর মডেল, দাম ও এর কার্যক্রম বিস্তারিত আলোচনা করেছি।

রহিম আফরোজ আইপিএস ব্যাটারির দাম

আইপিএস এর জন্য একটি ভালো মানের ব্যাটারি রহিম আফরোজ কোম্পানি থেকেই কিনতে পারবেন। ২৫ হাজার থেকে ৩০ হাজারের মধ্যেই এই কোম্পানির উন্নতমানের ব্যাটারি পাওয়া যাচ্ছে। Rahimafrooz IPB-200 IPS Battery মূল্য ২৯৩০০ টাকা। এর ভোল্টেজ ১২ ভোল্ট এবং Capacity 200AH. IPB-120 IPS Battery এর দাম ২০৩০০ টাকা। ব্যাটারির ভোল্টেজ ১২ ভোল্ট।

Rahimafrooz IPB-100 IPS Battery দাম ১৬,৭০০ টাকা। Rahimafrooz IPB-150 IPS Battery ২৪৯০০ টাকা।  এছাড়া আরও অনেক ব্যাটারি পাওয়া যাবে। তাদের দাম ৪০ থেকে ৫০ হাজারের মধ্যে। আপনাদের সাথে কম দামে ভালো মানের ব্যাটারি গুলোর দাম শেয়ার করা হয়েছে।

রহিম আফরোজ টল টিউবলার ব্যাটারির দাম কত?

আইপিএস এর জন্য সবচাইতে উপযোগী ব্যাটারি হচ্ছে টিউবলার ব্যাটারি। এই ব্যাটারীগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং এটি শুধুমাত্র আইপিএস এর জন্য তৈরি করা। উন্নত প্রযুক্তি থাকার কারণে আইপিএস এর ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। বর্তমান বাজারে বেশ কয়েকটি কোম্পানির টিউবলার ব্যাটারি পাওয়া যায়। কিন্তু ট্রল টিউবলার ব্যাটারি মাত্র দুই তিনটি কোম্পানির রয়েছে। এর মধ্যে রহিম আফরোজ টল টিউবলার ব্যাটারি আই পি এস এর জন্য অনেক ভালো।

Rahimafrooz Tall Tubular RTB-200 AH Battery এই মডেলের ব্যাটারিটি বর্তমান বাজারে 26 হাজার টাকা থেকে 30 হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ২০০ এম্পিয়ার ছাড়াও আপনি ১৫০ এম্পিয়ার এবং ১৩৫ এম্পিয়ারের রহিম আফরোজ টল টিউবলার ব্যাটারি বাজারে কিনতে পারবেন।

শেষ কথা

এখানে রহিম আফরোজ ব্রান্ডের সকল ধরনের আইপিএস ও ব্যাটারির দাম শেয়ার করা হয়েছে। তবে স্থান ভেদে বা সময়ের পরিবর্তনের ফলে আইপিএস ও ব্যাটারির মূল্য ব্যবধান থাকতে পারে। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে রহিম আফরোজ আইপিএস এর দাম ও ব্যাটারির দাম কত তা জানতে পেরেছেন।

About Foysal Ahmed

আমি মোঃ ফয়সাল আহমেদ। দীর্ঘদিন যাবত আমি অনলাইন কাজের সাথে জড়িত। আজকের দাম কত সাইটে আমি আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যের দাম নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আমাদের সাইট থেকে প্রায় সকল ধরনের জিনিসের দাম সম্পর্কে অবগত হতে পারবেন।

View all posts by Foysal Ahmed →

6 Comments on “রহিম আফরোজ আইপিএস ও ব্যাটারির দাম কত ২০২৪”

  1. রহিম আফরোজ আইপিএস সম্পর্কে বিস্তারিত জানতে চাই রংপুর জেলার ফোন নাম্বার কথা বকতে চাই।

  2. Dear Concern,
    I hope you are well.

    I am looking for an IPS to use in my home. Can you help me find one?
    I will use 5nos fan and 5 nos light (Balb). Can you send me a quotation with a reasonable price? email address: [email protected]

    Your quick response will be highly appreciated.
    01622434121 it’s my WhatsApp no.

  3. আমি উপজেলা পর্যায়ের একজন অটোরিকশা ও অটওভ্যনএর ব্যটারি ও স্পেয়ার্স পার্টস বিক্রেতা । আমি আইপিএস ও আইপিএস এর ব্যাটারি উঠাতে চাইলে কি সরাসরি কোম্পানি থেকে প্রোডাক্ট পাব নাকি স্থানীয় কোন ডিলারের কাছ থেকে নিতে হবে?

    1. সরাসরি কোম্পানি অথবা ডিলার থেকেও নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *