আপনি কি জানেন সবার পছন্দের লাভ বার্ড পাখির দাম কত? বর্তমানে ১০০০ টাকা থেকে শুরু করে লাভ বার্ড পাখি বিক্রি করা হয়। বাজারে বিভিন্ন জাতের লাভ বার্ড পাখি পাওয়া যায়। যার ধরন এবং কালার ভেদে এক এক পাখির এক এক রকমের দাম। Rosy-faced lovebird ৬০০ থেকে ৮০০ টাকা। এক জোড়া এই পাখির মূল্য ১৬০০ টাকা পর্যন্ত। এই পোস্টে বিভিন্ন জাতের লাভ বার্ড পাখির মূল্য এবং লালন পালন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি।
সেই সাথে লাভ বার্ড বাচ্চা পাখির মূল্য কত টাকা এবং এক জোড়া বড় সাইজের পাখির আজকের মূল্য কত তা শেয়ার করেছি। লাভ বার্ড পাখি বিক্রি করে কিভাবে আয় করতে পারবেন সেই বিষয় গুলো এখানে শেয়ার করেছি। তাই এই পাখির মূল্য সম্পর্কে জানতে আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন।
লাভ বার্ড পাখির দাম কত
এদের সাইজ, ওজন এবং জাত ভেদে মূল্য নির্ভর করে। তবে ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে একটি সাধারণ জাতের লাভ বার্ড পাখি কিনতে পারবেন। ছোট ছোট লাভ বার্ড পাখির মূল্য ৪০০ টাকার মতো। বাজারে জোড়ায় জোড়ায় লাভ বার্ড পাখির বাচ্চা বিক্রি হয়। এই বাচ্চা গুলো ৩০০ থেকে ৪০০ টাকায় কিনতে পারবেন। পরবর্তিতে ৪ থেকে ৫ মাস লালন পালন করে ১২০০ থেকে ১৬০০ টাকার মধ্যে বিক্রি করতে পারবেন। বড় সাইজের একটি লাভ বার্ড পাখির মূল্য ৯০০ টাকা। এক জোড়ার দাম ১৮০০ টাকা। পাইকারি মূল্য ১৭৫০ থেকে ১৮০০ টাকা। নিচে আরও কিছু লাভ বার্ড পাখির মূল্য বিস্তারিত দেওয়া আছে দেখেনিন।
লাভ বার্ড পাখি
আগাপোরনিস প্রজাতি থেকে লাভ বার্ড পাখির উৎপত্তি হয়েছে। এই পাখির পাখির গড় আয়ু প্রায় ২০ বছরের মতো। লম্বার দিক থেকে পাখি গুলো ৫ থেকে ৭ ইঞ্চির মতো হয়ে থাকে। পৃথিবীতে এখন পর্যন্ত ৯ জাতের লাভ বার্ড পাখি পাওয়া গেছে। এই পাখিগুলোকে বেশিরভাগ সময়ই চিল্লাচিল্লি করতে দেখা যায়। লাভ বার্ড পাখি গুলো সাধারণত কাউন, তিসি,সূর্যমুখী ফুলের বিচি,কুসুম ফুলের বিচি, সরিষা ধান, কচি ঘাসের পাতা এবং সবজি সহ অনেক ধরনের ফল খেয়ে থাকে। এদেরকে সিড মিক্স ও খাওয়ানো যায়। লাভ বার্ড পাখি একদিনে ৪০ থেকে ৭০ গ্রাম পর্যন্ত খাবার গ্রহণ করে থাকে। এদেকে খুব সহজেই চিনতে পারবেন। চেনার জন্য লাদা আলাদা লক্ষণ রয়েছে। লাভ বার্ড পাখি অনেকটা ভীতু স্বভাবের হয়ে থাকে। এই পাখির আকৃতি অনেকটা টিয়া পাখির মতো।
১ জোড়া লাভ বার্ড পাখির দাম
ছোট কিংবা বড় উভয় সাইজের লাভ বার্ড পাখি বাজার থেকেই কিনতে পারবেন। তবে ছট বাচ্চা গুলো কিনে বাড়িতে পালন করলে অনেকটা ভালো হয়। নিয়মিত যত্ন নিলে ৪ থেকে ৫ মাসেই ৪০০ টাকার পাখি ১২০০ থেকে ১৬০০ টাকায় পরিণত করতে পারবেন। এক জোড়া বাচ্চা পাখির দাম ৫০০ থেকে ৬০০ টাকা। মাঝারি সাইজের লাভ বার্ড পাখির প্রতি জোড়ার মূল্য ১১০০ থেকে ১২০০ টাকা। এবং বড় সাইজের ১ জোড়া লাভ বার্ড পাখির মূল্য ১৬০০ থেকে ১৮০০ টাকা। অনেক পাখি ২০০০ থেকে ২৬০০ টাকায়ও বিক্রি করা হয়। উন্নতজাতের লাভ বার্ড পাখির প্রতি জোড়ার দাম ৩ হাজার টাকার মধ্যে হয়ে থাকে।
লাভ বার্ড পাখির আজকের দাম কত
এখানে আরও কিছু ভিন্ন জাতের লাভ বার্ড পাখির মূল্য সম্পর্কে আলোচনা করেছি। পাখি গুলোর দাম ১২০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। নিচে একটি তালিকাতে সকল ধরনের লাভ বার্ড পাখির মূল্য দেওয়া আছে দেখেনিন।
- Rosy-faced lovebird এক জোড়া পাখির দাম ১২০০ টাকা থেকে ১৬০০ টাকা। এবং একটি পাখির মূল্য ৬০০ থেকে ৮০০ টাকা।
- Green Orange Peach Faced Love Birds ১ জোড়ার মূল্য ১৪০০ থেকে টাকা থেকে ১৮০০ টাকা এবং একটির দাম ৭০০ থেকে ৯০০ টাকা।
- একটি Rosy Opaline Love Birds পাখির মূল্য ৯০০ থেকে ১১০০ এবং এক জোড়ার দাম ১৮০০ টাকা থেকে ২২০০ টাকা।
- একজোড়া Violet Peach Face Love Birds পাখির মূল্য ৫ হাজার থেকে ৮ হাজার টাকা। প্রতি টি পাখির মূল্য ২৫০০ থেকে ৪০০০ টাকা।
- ১ জোড়া Wild Mask Yellow Love Birds পাখির মূল্য ১২,০০০ থেকে ১৬,০০০ টাকা। প্রতি পিচের দাম ৬০০০ থেকে ৮০০০ টাকা।
লাভ বার্ড পাখির দাম ২০২৪
- গ্রিন ফিশার ও ইয়েলো ফিশার লাভ বার্ড পাখির দাম ৫২০০ থেকে ৫৫০০ টাকা।
- গ্রিন অপালাইন ফিশার লাভ বার্ড পাখির দাম আট থেকে দশ হাজার টাকা।
- ব্লু অপালাইন ফিসার লাভ বার্ড পাখির দাম ১০,০০০ থেকে ১২,০০০ টাকা।
- লোটিনো অপালাইন ফিসার লাভ বার্ড পাখির দাম ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা।
- লোটিনো পিচফেস লাভ বার্ড পাখির দাম ৪০০০ থেকে ৪৫০০ টাকা।
- পিচফেস লাভ বার্ড পাখির দাম ৩৫০০ থেকে ৪০০০ টাকা।
- লোটিনো পিচফেস অপালাইন লাভ বার্ড পাখির দাম ৫৫০০ থেকে ৬৫০০ টাকা।
- পারব্লু ফিশার লাভ বার্ড পাখির দাম ৬০০০ থেকে ৮০০০ টাকা।
শেষ কথা
আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে লাভ বার্ড পাখির দাম কত? এক জোড়া লাভ বার্ড পাখির আজকের মূল্য এবং লাভ বার্ড পাকি সম্পর্কে জানতে পেরেছেন। দাম সম্পর্কিত এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। দাম দর নিয়ে আপডেট তথ্য এই পোস্টে শেয়ার করে থাকি। শেষ পর্যন্ত পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আরও দেখুনঃ
টিয়া পাখির দাম কত? কথা বলা সবুজ ও চন্দনা টিয়া পাখির দাম
ককাটেল পাখির দাম ২০২৪। এক জোড়া ককাটেল পাখির দাম কত?
বাজরিগার পাখির দাম কত ২০২৪? খামার তৈরি, খাবার এবং পালন
তোতা পাখির দাম কত? এক জোড়া বাচ্চা পাখির দাম
কাকাতুয়া পাখির দাম কত ২০২৪। এক জোড়া বাচ্চা পাখির মূল্য জানুন