এশিয়া মহাদেশের অন্তর্গত মধ্যপ্রাচ্যের অন্যতম একটি দেশ হচ্ছে ওমান। আর এই দেশের রাজধানীর নাম হচ্ছে মাসকাট। প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক প্রবাসী গন ওমানের উদ্দেশ্যে পাড়ি জমিয়ে থাকে। শুরুতে তারা বাংলাদেশের রাজধানী শহর ঢাকা বিমানবন্দর থেকে ওমানের রাজধানী শহর মাসকাট গমন করে থাকে।
অর্থাৎ ঢাকা থেকে যেতে হলে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির বিমান রয়েছে। আপনাকে অবশ্যই বিমানে ওঠার নির্দিষ্ট দিন আগেই টিকিট সংগ্রহ করতে হবে। এয়ারলাইন্স কোম্পানি ভেদে এ সকল টিকিটের মূল্য বিভিন্ন রকমের হয়ে থাকে। বর্তমানে প্রায় ৫০ হাজার টাকা থেকে ৭০০০০ টাকা পর্যন্ত ঢাকা থেকে মাসকাট এর বিমান টিকেট কিনতে পাওয়া যায়।
ঢাকা টু মাসকাট
আপনি কি জানেন? ঢাকা থেকে মাস্কতে সরাসরি ফ্লাইট রয়েছে। তবে ফ্লাইট গুলো কয়েক ঘণ্টা পর পর। এয়ার এরাবিয়া এয়ারলাইন্স থেকে যাত্রা শুরু করলে ১১ থেকে ১২ ঘণ্টা পৌছাতে সময় লাগবে। আন্তরজার্তিক সময় অনুযায়ী 09:55 ফ্লাইট শুরু হবে এবং 19:10 মাস্কট বিমান বন্দরে বিমান পৌঁছাবে। এই সময়ের মাঝে এয়ার এরাবিয়া এয়ারলাইন্স ১ ঘণ্টা বিরতি নিবে। ঢাকা টু মাস্কটের ফ্লাইট মূল্য AED 2,050। যা বাংলাদেশি টাকায় 74223.32 টাকা। Air Arabia G9-515 Economy টিকিটের দাম 61986.50 টাকা।
ঢাকা টু মাসকাট টিকেট
এক এক ফ্লাইটের টিকেট মূল্য এক এক রকম। এবং ভিন্ন ভিন্ন সময়ে ঢাকা থেকে মাস্কটের উদ্দেশ্য বাংলাদেশ বিমান রউনা দিবে। আপনারা দুই ভাবে ঢাকা টু মাসকাট টিকেট ক্রয় করতে পারবেন। বর্তমানে অনলাইনে ই টিকেট ওয়েবসাইট আছে। সেখান থেকে ঢাকা থেকে যেকোনো দেশের টিকিটের মূল্য জানতে পারবেন এবং ফ্লাইট কয়টায় সে সব কিছু বিস্তারিত দেখতে পারবেন। সেই সাথে অগ্রিম টিকেট ক্রয় করা সম্ভব হবে। এছাড়া বাংলাদেশ এয়ালিন্স এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। যেখানে বিভিন্ন সার্ভিসের পাশা-পাশি অনলাইনে সকল দেশের ফ্লাইটের টিকেট বিক্রি করা হয়।
ঢাকা টু মাসকাট ফ্লাইট
বর্তমান সময়ে ঢাকা টু মাসকাট যেতে ৩ তা ফ্লাইট রয়েছে। এই ফ্লাইট গুলো ভিন্ন ভিন্ন সময়ে যাত্রা শুরু করে। তাই আপনারা নিচের দেওয়া বাংলাদেশ এয়ারলাইন্স অনুযায়ী যেকোনো একটি ফ্লাইট বেছে নিবেন। Biman Bangladesh 21 এই ফ্লাইট টি ১ম যাত্রা শুরু করে। 19:40 সময়ে মাস্কাট উদ্দেশ্য রওনা শুরু করে। যাত্রা পথে কোনো প্রকার বিরতি নিবে না। পৌছাতে 07h 00m সময় লাগে। ওমানের টাকা অনুযায়ী টিকেটের দাম AED 2,590 এবং বাংলাদেশ টাকা অনুযায়ী 74223.32 টাকা।
ঢাকা টু মাসকাট টিকেট দাম
এখানে ঢাকা টু মাসকাট টিকেট দাম সম্পর্কে শেয়ার করেছি। ফ্লাইটের ভিত্তিতে ঢাকা থেকে ওমানের মাস্কট যেতে টিকিটের মূল্য নির্ভর করবে। তাছাড়া বাংলাদেশ বিমানের ধরনের উপর টিকিটের রেট নির্ধারিত করা হয়। Air Arabia ফ্লাইট শুরু 09:55 এবং শেষ 19:10 যাতায়াত সময় 11h 15m মাঝখানে ১ ঘণ্টা বিরতি। টিকিট মূল্য AED 2,163 এবং বাংলাদেশ মূল্য 61986.50 taka. নিচে কয়েকটি ফ্লাইটের টিকিটের মূল্য বিস্তারিত দেওয়া আছে দেখেনিন।
flydubai টিকিটের মূল্য 86689.40 টাকা
Oman Av (SAOG) টিকিটের দাম 65912.60 টাকা
flydubai DAC → DXB → MCT টিকিটের দাম 90701.47 টাকা
flydubai DAC → DXB → MCT টিকিটের দাম 93567.23 টাকা
ঢাকা টু মাসকাট বিমান ভাড়া
উপরের অংশে বিমান ভাড়া সম্পর্কে বিস্তারিত শেয়ার করেছি। ঢাকা থেকে মাস্কট ভ্রমণ করতে অনেক টাকা খরচ হবে। টিকিটের দাম ব্যাতিতি এত অনেক খরচ রয়েছে পাসপোর্ট, ভিসা ইত্যাদি। তাছাড়া অনেক সময় টিকিটের মূল্য বেড়ে যায়। বর্তমানে ডলার রেট বেশি। তাই টিকিটের দাম বেড়ে যেতে পারে যেকোনো সময়। এজন্য ঢাকা টু মাসকাট বিমান ভাড়া সম্পর্কে নির্ধারিত তথ্য পাওয়া যায় না।
শেষ কথা
ডলারের রেট বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণের খরচ বেড়ে গেছে। তাই বেশি দাম দিয়ে টিকেট ক্রয় করতে হচ্ছে। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে ঢাকা টু মাসকাট টিকেট দাম এবং বিমান ভাড়া ও ফ্লাইটের সময় সূচি সম্পর্কে জানতে পেরেছেন। এই ওয়েবসাইটে সকল ধরনের দাম সম্পর্কে তথ্য শেয়ার করা হয়েছে। বিভিন্ন জিনিসের আপডেট তথ্য জানতে এই ওয়েবসাইটের সাথেই থাকেবেন। ধন্যবাদ।