বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ২০২৪

বাংলাদেশের ব্যবহৃত অনেক বাইকের জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে বাইকের ডিজাইন এবং মডেল। তেমনি বাজাজ ডিসকভার 125 সিসি অনেক পুরনো একটি মডেল। যেটা বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে অনেক পছন্দের একটি ডিজাইন।

যারা এ বছর ২০২৪ সালের বাজার ডিসকভার 125 সিসি বাইক কিনতে চাচ্ছেন। তাদের জন্য রয়েছে এই বাইক নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই পোস্টে বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ছাড়াও এ বাইকের বিভিন্ন তথ্যাদি নিয়ে আলোচনা করব। তবে জেনে রাখা আবশ্যক বাজাজ ডিসকভার 125 সিসি বহু বছরের পুরনো একটি মডেল। যা পূর্বের থেকে বর্তমান এই বাইকটির দাম অনেকটাই পরিবর্তন হয়েছে।

বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ২০২৪ 

বর্তমানে বাজাজ কোম্পানির তৈরি ডিসকভার 125 সিসি মডেলের মোটরসাইকেলের দাম ১ লক্ষ ৬০ হাজার পাঁচশত টাকা। তবে বর্তমান সময়ে কিছু কিছু শোরুমে এই বাইকের উপর স্পেশাল ডিসকাউন্ট প্রদান করতেছে। ডিসকাউন্ট বাদে বাইকের দাম পড়বে ১ লক্ষ ৫৪ হাজার টাকার মত। ঠিক মাইলেজ ও হাতের নাগালে দাম হওয়ার কারণে অনেকেই পছন্দ করে থাকে।

আপনি যদি নিয়মিত যাতায়াত করার জন্য কিংবা অফিসিয়াল কাজের জন্য একটি বাইক কিনতে আগ্রহী হয়ে থাকেন। তবে আপনার জন্য ডিসকভার ১২৫ একটি সর্বোত্তম চয়েজ হতে পারে।

বাজাজ ডিসকভার ১২৫ সিসি ডিজাইন

আপনারা যদি অনলাইনে বা google এ বাজাজ ডিসকভার ১২৫ সিসি লিখে সার্চ করেন। তাহলে আপনারা এই বাইকের বিভিন্ন কালার এবং ডিজাইন দেখতে পারবেন। স্টাইলের জন্য এ বাইকটি অনেকটাই কার্যকরী। যদি এই  মোটরসাইকেলটির ডিজাইন এর হার জানতে চান  তাহলে  এই বাইকের রেটিং পেয়ে যাবেন ১০ এর মধ্যে ৯।

বাজাজ  ১২৫ সিসি রিভিউ

এ বাইকটি সম্পর্কে বিস্তারিত তথ্য না বলতে গেলে। এবার একটি ইঞ্জিন ১২৪.৫ সিসি। এবং এ বাইকের Maximum Torque 11 Nm@ 5500। টপ স্পিড ১১০ কিলোমিটার। মাইলেজ ৫৩ থেকে ৬০ কিলোমিটার প্রতি লিটারে পেয়ে যাবেন। এছাড়াও Maximum Power 11Ps@7500। এবং এ বাইকটির ওজন ১২১ কেজি। এই বাইকের ভিন্ন ভিন্ন কয়েক টি কালার রয়েছে। কালার গুলো হচ্ছেঃ কালো লাল, কালো নীল, কালো সবুজ, এবং লাল কালার। আর এসব কালারের  বাইকগুলো থেকে বাংলাদেশের মানুষের কাছে অত্যাধিক জনপ্রিয়।

বাজাজ  ডিসকভার ১২৫ সিসি নতুন মডেল

বাংলাদেশে বাজারে এ বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম বহুদিন ধরে জনপ্রিয় হয়ে আসছে। তবে সাম্প্রতিক ২০২৪ এ নতুন মডেল প্রকাশিত হয়েছে। পূর্বে দেওয়া মডেল  গুলোর মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষণীয়। তবে এর দাম বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৫৩ হাজার টাকা থেকে ১ লক্ষ ৫৭ হাজার টাকা। যা কয়েক মাস পূর্বে এর দাম অধিক হারে বৃদ্ধি পেয়েছে।

শেষ কথা

যারা বাইক কিনতে  চাচ্ছেন তাদের জন্য বাইকের সঠিক মূল্য জেনে রাখা অধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করছি আপনারা বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ২০২৪ এই পোস্ট করে এই মোটরসাইকেলটির সঠিক মূল্য জানতে পেরেছেন। যদি আমাদের এই পোস্ট করে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই মোটরসাইকেলটির দাম জানতে এই পোস্ট শেয়ার করে দিন। ধন্যবাদ

About Foysal Ahmed

আমি মোঃ ফয়সাল আহমেদ। দীর্ঘদিন যাবত আমি অনলাইন কাজের সাথে জড়িত। আজকের দাম কত সাইটে আমি আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যের দাম নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আমাদের সাইট থেকে প্রায় সকল ধরনের জিনিসের দাম সম্পর্কে অবগত হতে পারবেন।

View all posts by Foysal Ahmed →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *