চাকা জুতা দাম কত 2024

অবসর টাইমে স্কেটিং করতে অনেকে খুব বেশি পছন্দ করে। বিভিন্ন পার্কে ঘুরার ছলে এই স্কেটিং অনেকেই ব্যবহার করে থাকে। জীবনের গুরুত্বপূর্ণ সময়ের একটি অংশকে আনন্দদায়ক করার জন্যে কম বেশি সকলে স্কেটিং করে থাকে। আর স্কেটিং করার জন্য চাকা জুতা অপরিহার্য। আর এই চাকা জুতা নিয়ে অনেকের আগ্রহের যেন শেষ নেই। ছোট বড় অনেকে অনলাইনে এই জুতা নিয়ে অনুসন্ধান করে থাকেন।

এই জুতার দাম সম্পর্কে অনেকেই জানতে চান। শুধুমাত্র তাদের জন্য এই চাকা জুতা দাম নিয়ে আমরা এই পোস্ট উপস্থাপন করেছি। আপনার নিকটস্থ জেলা শহরের যে সকল দোকানগুলোতে খেলাধুলার সামগ্রী বিক্রি করা হয় সেই দোকানগুলোতে এই চাকা জুতা পাবেন। জুতার গুণগত মান এর উপর নির্ভর করে এর দাম ২ হাজার টাকা থেকে শুরু হয়ে থাকে।

চাকা জুতা দাম কত 2024

এই চাকা জুতা নিয়ে অনেকের আগ্রহ এবং অনেকের এ চাকা জুতা নিয়ে কোন ধারণা নেই। বিশেষ করে এর দাম সম্পর্কেও অনেকেই কিছুই জানেন না। তবে বাংলাদেশের অনেকেই এই চাকা জুতা কিনতে আগ্রহী। চাকা জুতার সঠিক দাম না জানা এবং এ চাকা জুতা সম্পর্কে কোন ধারণা না থাকায় সাধারণ জনগণ ভালো মানের কোন চাকা জুতা কিনতে পারেন না। আপনি যদি আগে থেকেই এ চাকা জুতার দাম সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনার চাকা জুতা ক্রয় করা অনেকটা সহজ হবে।

আর বাংলাদেশে চাকা জুতার বিভিন্ন ব্র্যান্ড পেয়ে যাবেন। বাংলাদেশের ব্রান্ডসহ নামিদামি বিশ্বের অন্যান্য ব্র্যান্ডের ভালো মানের চাকা  জুতা পেয়ে যাবেন। তবে সাধারণত এই চাকা জুতা গুলো কম টাকা থেকে শুরু করে অনেক বেশি টাকা দিয়ে কিনতে পারবেন। আর এই চাকা জুতোগুলোর বিভিন্ন প্রকার হয়ে থাকে, বাংলাদেশ আপনি দুই ধরনের চাকা জুতা পেয়ে যাবেন তা হচ্ছে

  • ইনলাইন রোলার স্কেটিং
  • চার চাকা বিশিষ্ট চাকা জুতা

ইনলাইন রোলার স্কেট সুজ লাল এবং সাদা কালার, পায়ের সাইজ ৩৬ থেকে ৩৮ একজোড়া জুতার দাম অনলাইনে অর্থাৎ দারাজে ২৪৫০ টাকা। আর এই জুতা যদি আপনার আশেপাশের এলাকার নিকটস্থ দোকান থেকে ক্রয় করতে চান তাহলে এই জুতার দাম ২ হাজার থেকে ২২৫০ টাকা দিয়ে কিনতে পারবেন।

রোলার স্কেটিং এর দাম কত

ইনলাইন রোলার স্কেট সবুজ,লাল, নীল এবং সাইজ অনুযায়ী এই জুতার দাম নির্ধারণ করা হয়ে থাকে। আপনি যদি চাকা জুতা কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই রং এবং সাইজ নির্বাচন করতে হবে। যেমন আপনার পায়ের মাপ যদি ৩৬ থেকে ৩৮ হয়ে থাকে তাহলে এর মূল্য ২০০০-২৫০০ টাকা। আর যদি আপনি অনলাইনে মাধ্যমে দারাজে কিনতে চান তাহলে সর্বনিম্ন ২৪৫০ টাকা দিয়ে এক জোড়া চাকা জুতা কিনতে পারবেন। রোলার স্কেট জুতা ইনলাইন (কালো এবং ধূসর)

  • পায়ের মাপ: ৩৫ থেকে ৩৯
  • অনলাইন মূল্য: ২৫০০ টাকা
  • ইনলাইন স্কেট জুতা নিয়মিত

ছেলেদের চাকা জুতার দাম বাংলাদেশ

বাংলাদেশেও পুরো বিশ্বে এই রোলার স্কেটিং করে থাকে। পূর্বে বিশ্বের অন্যান্য দেশগুলোতে রোলার স্কেটিং ছেলেমেয়েরা সব থেকে বেশি করতো। কিন্তু বর্তমানে বাংলাদেশে এর রোলার স্কেটিং লক্ষ্য করা যায়। বিশেষ করে বাংলাদেশের শহরগুলিতে রোলার স্কেটিং বেশি করতে দেখা যায়। বিশেষ করে এই রোলার স্কেটিং  ছেলেরা বেশি করে থাকে। ছোট শিশুরা থেকে শুরু করে যুবক বয়সী ছেলেরাও স্কেটিং করে থাকে।

যেমন ইনলাইন স্কেটিং জুতা নীল কালারের পায়ের মাপ ৩৯ থেকে ৪৩ হলে চাকা জুতার দাম ২৭৫৫ টাকা। তারপর ৩৯ থেকে ৪২ পায়ের মাপ যাদের তাদের জন্য চাকা জুতার দাম ২৪৯৯ টাকা। কালো কালারের জুতা ৩৪ থেকে ৩৮ এবং ৩৮ থেকে ৪২) দাম ২৯৫০ টাকা। আর অবশ্যই আপনার পায়ের মাপ অনুযায়ী কিন্তু তা ক্রয় করবেন।  কেননা এসব টাকা পায়ে ফিট না হলে পরিধান  করে থাকা অনেক মুশকিল। তবে অনলাইনে থেকে এই সব জুতা না ক্রয় করে আপনার নিকটস্থ দোকান থেকে জুতা ক্রয় করে নিন।

চাকা জুতা কোথায় পাওয়া যায়

বর্তমানে যে কোন মালামাল ও পণ্য ক্রয় করা অনেক সহজ। আপনি চাইলে ঘরে বসেই অনলাইনে এসব পণ্য খুব সহজেই কিনে নিতে পারেন। শুধুমাত্র একটি স্মার্টফোন এবং কম্পিউটার হলেই অনলাইন ব্রাউজ করে এসব যে কোন পণ্য ক্রয় করতে পারবেন। যেমন আপনি যদি অনলাইনে দারাজ এর মাধ্যমে এসব কিতা কিনতে চান তাহলে অনেকটাই স্বল্প মূল্যে এবং খুব সহজেই এই চাকা জুতা কিনতে পারবেন। অনলাইন মাধ্যমে যেমন বিডিস্টল, দারাজ ইত্যাদি অনলাইন প্লাটফর্ম। এছাড়াও আপনি চাকা জুতা শহরের যে কোন দোকানে গিয়ে পেয়ে থাকবেন।

শেষ কথা

আপনার যদি চাকা জুতা পরিধান করার শখ হয়ে থাকে তাহলে অবশ্যই পরামর্শ থাকবে ভালো মানের একটি চাকা জুতা কেনার। কারণ অল্প দামে জুতা গুলো ভালো হয় না। অপরদিকে এর থেকে ক্ষতির সম্ভাবনা থাকে। আপনার জেলা শহরের খেলাঘর গুলো থেকে এ সকল জুতাগুলো ক্রয় করতে পারবেন। তবে কেনার আগে অবশ্যই কয়েকটি দোকান যাচাই-বাছাই করে কিনবেন।

About Foysal Ahmed

আমি মোঃ ফয়সাল আহমেদ। দীর্ঘদিন যাবত আমি অনলাইন কাজের সাথে জড়িত। আজকের দাম কত সাইটে আমি আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যের দাম নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আমাদের সাইট থেকে প্রায় সকল ধরনের জিনিসের দাম সম্পর্কে অবগত হতে পারবেন।

View all posts by Foysal Ahmed →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *