আজকের আলুর বাজার দর আগের থেকে বেড়েছে। বর্তমানে প্রতি কেজি আলুর দাম ৬ থেকে ১০ টাকা বেড়েছে। শিতের সিজনে বাজারে নতুন আলু এসেছে। কিন্তু এখনো আলুর দাম কমেনি। বাজারে পাওয়া যাচ্ছে নতুন সাদা এবং লাল আলু। যেখানে লাল আলু ৬০ টাকা কেজি এবং নতুন সাদা আলু ৫০ টাকা কেজি। সাদা আলুর তুলনায় লাল আলুর চাহিদা অনেকটা বেশি এবং দামও বেশি। এছাড়া বাজারে আগের পুরাতন আলু বিক্রি করা হচ্ছে। পুরাণ আলু কেজিতে ৩০ এবং ৪০ টাকা করে খুচরা বিক্রি করা হচ্ছে।
এখনো আলুর বাজার কমার সম্ভাবনা নেই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজকের আলুর দাম কত তা তালিকা আকারে শেয়ার করেছি। ১ কেজি উন্নতমানের আলুর দাম কত? তার সঠিক মূল্য সংগ্রহ করেছি। নিচের অংশে আজকের আলুর বাজার দর ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এজন্য আজকের পোস্ট টি শেষ পর্যন্ত পড়ুন।
আজকের আলুর বাজার দর
প্রথম দিকে বাজারে নতুন আলু ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করা হতো। এর কারণ পর্যাপ্ত পরিমাণে নতুন আলু বাজারে পাওয়া যেত না। তবে এখন এর দাম অনেকটা কমানো হয়েছে। ৬০ থেকে ৮০ টাকার মধ্যে ১ কেজি নতুন লাল আলু কিনতে পাওয়া যাচ্ছে। ৫ কেজি নতুন আলু ৩০০ টাকায়। সাদা আলুর দাম ৫০ থেকে ৬০ টাকা করে হয়েছে। নতুন আলু বাজারে আসা স্বত্বেও পুরাণ আলুর দাম কমছে না। বরং আগের চেয়ে ১০ টাকা কেজিতে মূল্য বৃদ্ধি পেয়েছে।
আজকের আলুর বাজার দর কত
বাজারে কয়েক প্রজাতির আলু পাওয়া যাচ্ছে। তার উপর নির্ভর করে বাংলাদশ ব্যবসায় সমিতি বিভিন্ন আলুর দাম নির্ধারন করে দিয়েছে। এখন নতুন লাল ও সাদা এবং পুরাতন আলু ও বিদেশি হাইভিট আলু পাওয়া যাচ্ছে। তবে নতুন আলুর দাম কিছুটা কমে বিক্রি করা হচ্ছে। পুরাতন আলু প্রায় শেসের দিকে। তাই এখনো আগের দামেই পুরাতন আলু বিক্রি করা হচ্ছে। নিচের তালিকা থেকে আজকের আলুর বাজার দর কত দেখেনিন।
- ১ কেজি নতুন আলু ৪০ টাকা (লাল)
- ৫ কেজি নতুন আলু ২০০ টাকা (লাল)
- ১০ কেজি নতুন আলু ৪০০ টাকা (লাল)
- ৪০ কেজি বা ১ টন নতুন আলু ১৬০০ টাকা (লাল)
- ১০০ কেজি নতুন আলু ১৬০০০ টাকা (লাল)
- ১ কেজি নতুন আলু ২০ টাকা (সাদা)
- ৫ কেজি নতুন আলু ১০০ টাকা (সাদা)
- ১০ কেজি নতুন আলু ২০০ টাকা (সাদা)
- ৪০ কেজি নতুন আলু ৮০০ টাকা (সাদা)
- ১০০ কেজি নতুন আলু ২০০০ টাকা (সাদা)
আজকের আলুর বাজার দর ২০২৪
আগের বছর গুলোতে ১ কেজি আলুর দাম ছিলো ২০ টাকা থেকে ২৫ টাকা। ৫ কেজি আলু পাইকারি দামে ৮০ টাকায় পাওয়া যেতো। কিন্তু এখন আলুর দাম তার চেয়ে অনেক বেশি হয়েছে। সাধারণত ২০২৪ সালের ১ কেজি আলুর দাম ৪০ থেকে ৪৫ টাকা। সেখানে ৫ কেজি আলুর দাম ২০০ তাড়াকর মতো। তবে আশা করা যাচ্ছে আগের দামে আর কোঁখ আলু কিনতে পাওয়া যাবে না। আলুর উৎপাদন খরচ আগের তুলনায় অনেকটা বেড়েছে। যার কারণে আলু বাজারজাতক্রিত করতে বেশি খরচ হচ্ছে। তাই বাজারে আলুর দাম বেড়েছে।
১ কেজি নতুন আলুর দাম কত?
নতুন আলু ১ কেজির দাম ৪০ টাকা। আগে ছিলো ৬০ টাকা। বর্তমানে ২০ টাকা প্রতি কেজিতে কমেছে। সাদা আলু নতুন ১ কেজির দাম ২০ টাকা। ৫ কেজি নতুন আলুর দাম ২০০ টাকা। পাইকারি দাম ২৮৫ থেকে ২৯০ টাকা। খুচরা দাম ২৯৫ টাকা। পুরাতন আলু ৫ কেজি দাম ১৫০ টাকা। বিদেশে মোটা আলুর দাম ২৫ টাকা ১ কেজি। ৫ কেজির দাম ১২৫ টাকা। পাইকারি ৫ কেজি আলুর দাম ২২০ টাকা।
এক বস্তা আলুর দাম কত
এক বস্তা আলুর দাম ৩০০০ টাকা। তবে পুরাতন আলুর দাম অনেক কম। ১ বস্তা পুরাতন আলুর দাম ১৫০০ টাকা। খুচরা বাজারে এসে সে আলুর দাম আরও বেড়ে যাচ্ছে। খুচরো ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজার থেকে তাঁদের খুচরো বাজারে এনে বিক্রি করতে পরিবহন খরচ বেশি লাগছে। যার কারণে খুচরা আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে।
ভারতে আলুর দাম
বাঙ্গালদেশের তুলনায় ভারতে আলুর দাম বেশি। আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৭ রুপি। তার মানে আলুর দাম আমাদের দেশের চেয়েও বেশি ভারতে। ভারতে এক বছরে আলুর দাম বেড়েছে ৯২ শতাংশ। প্রতি কুইন্টাল (১০০০ কেজি) বিক্রি হয়েছে ৩ হাজার ৬৩৩ রুপি। এক বছর আগেও এর দাম ছিল ১ হাজার ৭৩৯ রুপ। এই সময়ে ভারতে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।
শেষ কথা
আলু এক প্রাকারের সবজি এবং কাচা পণ্য। তাই যেকোনো সময় এর দাম কম বা বেশি হতে পারে। তাই আমার দেওয়া দামের সাথে মিল নাও পাওয়া যেতে পারে। এই পোস্টে আপনাদেরকেআজকের আলুর বাজার দর সম্পর্কে সঠিক তথ্য দিয়েছি। বাজার দর সম্পর্কে বিভিন্ন তথ্য আমার এই ওয়েবসাইটে শেয়ার করে থাকি। তাই প্রতিদিনের বাজার দর নিয়ে আপডেট তথ্য জানতে আমার ওয়েবসাইট টি ভিজিট করতে পারবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
আরও দেখুনঃ
আজকের তেলের বাজার দর – ১ কেজি সয়াবিন তেলের দাম কত?
আজকের ধানের দাম কত ২০২৪ – এক মন ধানের দাম জানুন