এয়ারটেল 4G সিমের দাম কত ২০২৪

বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি সিম কোম্পানি রয়েছে। এদের মধ্যে এয়ারটেল এবং রবি তাদের গ্রাহকদের জন্য বেশ সমগ্র এবং আকর্ষণীয় অফার প্রদান করে থাকে। পূর্বের তুলনায় বাংলাদেশ এয়ারটেল গ্রাহকের সংখ্যা অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণ হচ্ছে এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য খুব অল্প টাকায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে।

এত পরিমান সুযোগ সুবিধা উপায় নিতে দিন দিন নতুন নতুন এয়ারটেল গ্রাহক বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য কোম্পানির সিমের তুলনায় এয়ারটেল ফোরজি সিমের দামও তুলনামূলক কম। সাধারণত airtel সিমের দাম ২৫০ টাকা হলেও মাঝে মাঝে অফারের মাধ্যমে এই সিমগুলো ৫০ টাকার মধ্যেই কিনতে পাওয়া যায়। নতুন সিমের সাথে বেশ আকর্ষণীয় ইন্টারনেট ও মিনিট অফার দেওয়া হয়।

এয়ারটেল সিমের দাম কত

বর্তমানে airtel সিমের আজকের দাম ২৫০ টাকা। বিভিন্ন স্থানে এই সিম টি ২৮০ টাকাও বিক্রি করা হয়। ২০১৯-২০ সালের দিকে এই সিমের দাম ছিলো ১৫০ টাকা। ২১ সালে এর দাম হয়েছে ১৮০ টাকা। এই অপারেটরের সিম টি ২০২২ সালে ২২০ টাকায় বিক্রি করা হতো। বর্তমানে নতুন সিম গুলোর দাম ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। বিভিন্ন রিটেলারের দোকানে এয়ারটেল সিম বিক্রি করা হয়। এয়ারটেল সিমের দাম কত? দামের পার্থক্য ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে হয়ে থাকে।

এয়ারটেল 4G সিমের দাম ২০২৪

এয়ারটেল অন্যান্য অপারেটরের সাথে 4G নেটওয়ার্ক বিশিষ্ট সিম তৈরি করেছে। আগের সিম গুলোর তুলনায় এই সিমে আরও শক্তি শালী নেটওয়ার্ক পেয়ে যাবেন। ইন্টারনেট আরও দ্রুত গতিতে চলবে। এয়ারটেল 4G সিমের দাম ২৫০ টাকা। এই সিম টি ৩০০ টাকাও অনেক দোকানে বিক্রি হয়। কেউ কেউ এই সিম টি ৩৫০ টাকায় বিক্রি করে। বিভন্ন জেলার কাস্টমার কেয়ার এবং সাধারণ দোকানে সিম গুলো কিনতে পারবেন।

কম দামে এয়ারটেল সিম

সাধারণ তো ২৫০ থেকে ৩০০ টাকায় স্কিতো সিম বিক্রি হয়। তবে আপনারা এই সিম টি এর থেকে আরও অনেক কম দামে কিনতে পারবেন। অনেক সময় কোম্পানির প্রচারের জন্য বিভিন্ন স্থানে এয়ারটেল সিমের মেলা হয়। যেখানে ৫০ টাকায় এই সিম বিক্রি হয়। সাথে মিনিট এবং ইন্টারনেট অফার ফ্রিতে পেয়ে যাবেন। অনেক সময় ৬০ টাকা রিচার্জের মাধ্যমে এয়ারটেল সিম ফ্রিতে পাওয়া যায়। এই ৬০ টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে।

এয়ারটেল সিমের নতুন অফার

অ্যাক্টিভেশনের দিন থেকে ৩০ দিনের মধ্যে প্রথম ৪১ টাকা রিচার্জে ২৪ টাকা ক্যাশ ব্যাক পাবেন। সাথে ২০ মিনিট ১০ দিন মেয়াদ (*৭৭৮*২৫২৫#, এনি নেট)। ৩ জিবি ৭ দিন মেয়াদ (*৮৪৪৪*৮৮# অথবা *৩#) (যে কোনো সময়)। ১.৪৯ টাকা/মিনিট, ১০ সেকেন্ড পালস (যেকোনো অপারেটরে, যে কোনো সময়)। এসডি, ভ্যাট এবং এসসি প্রজোয্য।

অ্যাক্টিভেশনের দিন থেকে ৩০ দিনের মধ্যে প্রথম ৮২ টাকা রিচার্জে ৫ টাকা ক্যাশ ব্যাক দেওয়া হবে। ১০০ মিনিট ১৫ দিন মেয়াদ (*৭৭৮*২৫২৫#, এনি নেট)। ৬ জিবি ১৫ দিন মেয়াদ (*৮৪৪৪*৮৮# অথবা *৩#) (যে কোনো সময়)। ১.৪৯ টাকা/মিনিট, ১০ সেকেন্ড পালস (যেকোনো অপারেটরে, যে কোনো সময়)। এসডি, ভ্যাট এবং এসসি প্রজোয্য।  প্রথম এগারোবার ১৯ টাকা রিচার্জে প্রতিবার ২ জিবি ইন্টারনেট পেতে *১২১*৮৮৭# ডায়াল। প্রথম ১১ মাস চলাকালীন প্রতি মাসে ১ বার নিতে পারবেন। ৫৪ টাকা রিচার্জে ৩ জিবি ইন্টারনেট আনলিমিটেড প্রথম ৩ মাস যতোবার খুশি ততবার নেওয়া যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফার ২০২৪

  • ৭১২ এমবি ৩ দিন ৩৮ টাকা
  • ৪ জিবি + ৪৭৫ মিনিট, ৩০ দিন  ২৯৮ টাকা
  • ২৯৭ টাকায় ৩০ জিবি সরাসরি ২৯৭ টাকা রিচার্জ করুন।
  • ১১০ টাকায় ১০ জিবি ইন্টারনেট অফারটি চালু করার জন্য ডায়াল করুন *১২৩*১০১#
  • ৫৪ টাকায় পাচ্ছেন ৩ জিবি ইন্টারনেট ডায়াল করুন *১২৩*০৫৪#
  • ২ জিবি ইন্টারনেট অফারটি পেতে ডায়াল করুন *১২৩*০৪৪# অথবা ৪৪ টাকা রিচার্জ করুন।
  • ৩৮ টাকায় পাচ্ছেন ১.৫ জিবি ডায়াল *১২৩*০৩৮#
  • মাত্র ২২ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার চালু করার জন্য ডায়াল করুন *১২৩*০২২#
  • ১৭৯ টাকা রিচার্জ করলেই ৭ জিবি ইন্টারনেট মেয়াদ পাবেন ১০ দিন
  • ৯৯৮ টাকা রিচার্জ করলেই ৩০ জিবি ইন্টারনেট

এয়ারটেল ইউএসএসডি কোড

এখানে এয়ারটেল এর গুরুত্বপূর্ণ কোড গুলো দেওয়া আছে। এই কোড গুলো ডায়াল করে মোবাইলের অফার ও একাউন্ট সম্পর্কে জানতে পারবেন। নিচে তালিকা আকারে কোড গুলো দেওয়া আছে দেখেনিন।

একক ইউএসএসডি কোডসার্ভিস সমূহ
*০#মিনিট বান্ডেল
*১#ব্যলান্স চেক/বকেয়া বিল
*২#নিজ মোবাইল নাম্বার দেখা
*৩#ডাটা (এমবি) চেক
*৪#ইন্টারনেট প্যাক কেনা
*৫#জনপ্রিয় ভ্যাস বন্ধ ও চালু
*৬#নিজ প্যাকেজ ও কল ট্যারিফ
*৭#প্রমোশনাল এসএমএস বন্ধ ও চালু
*৮#ঝটপট ব্যালেন্স/এয়ার ক্রেডিট
*৯#সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধের রিকোয়েস্ট
*১২৩#সকল সার্ভিস দেখা

এয়ারটেল যোগাযোগের নামাব ও ঠিকানা

জরুরি মুহূর্তে এয়ারটেল কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন। এখানে অফিশিয়াল ফেসবুক একাউন্ট, ওয়েবসাইট ঠিকানা ও ইমেইল আইডি দেওয়া আছে। কথা বলার জন্য মোবাইল নামাবর দেওয়া আছে যোগাযোগ করুন।

  • ওয়েবসাইটঃ  http://www.bd.airtel.com/
  • ইমেইলঃ [email protected]
  • কাস্টমার কেয়ার নাম্বারঃ – 01678600786
  • হেল্পলাইন নাম্বারঃ- 121

শেষ কথা

এই পোস্টে সিম সম্পর্কিত সকল তথ্য শেয়ার করেছি। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে এয়ারটেলসিমের দাম কত এবং 4G সিমের আজকের দাম সম্পর্কে জানতে পেরেছেন। দাম সম্পর্কিত আরও আপডেট তথ্য জানতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটে বিভিন্ন জিনিসের দাম সম্পর্কিত আপডেট তথ্য শেয়ার করা হয়। শেষ পর্যন্ত পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আরও দেখুনঃ

বাংলালিংক সিমের দাম কত? বাংলালিংক নতুন 4G সিমের দাম

গ্রামীন সিমের দাম কত? গ্রামীণ নতুন 4G সিমের আজকের দাম

স্কিটো সিমের দাম কত। স্কিটো 4G সিম বিক্রয় কেন্দ্রের ঠিকানা।

রবি সিমের দাম কত? রবি 4G সিমের আজকের দাম

About Foysal Ahmed

আমি মোঃ ফয়সাল আহমেদ। দীর্ঘদিন যাবত আমি অনলাইন কাজের সাথে জড়িত। আজকের দাম কত সাইটে আমি আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যের দাম নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আমাদের সাইট থেকে প্রায় সকল ধরনের জিনিসের দাম সম্পর্কে অবগত হতে পারবেন।

View all posts by Foysal Ahmed →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *