তেলাপোকা নিয়ে অনেকেই অসন্তুষ্ট। তেলাপোকার অনির্দিষ্ট চলাফেরা, পরিষ্কার সব জায়গা দূষিত করা ইত্যাদি অত্যাচারের ভুগছেন হয়তো অনেকেই। এই তেলাপোকা দমন করার জন্য অনেকেই ঘরোয়া উপায় ও বিভিন্ন স্প্রে ব্যবহার করে থাকেন। যেন এই তেলাপোকা থেকে রেহাই পাওয়া সম্ভব হয়।
বিভিন্ন উপায়ে তেলাপোকা দূর করার সম্ভব হয়। আপনি চাইলে বাড়িতে বসে ঘরোয়া উপায়ে তেলাপোকা দূর করতে পারবেন। আবার চাইলে দোকান থেকে বিভিন্ন স্প্রে বা ওষুধ কিনে তা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি কোম্পানির তেলাপোকা মারার স্প্রে কিনতে পাওয়া যায়। কোম্পানি ভেদে এই সকল স্পেইগুলোর দাম ১৫০ টাকা থেকে শুরু হয়ে থাকে।
তেলাপোকা মারার স্প্রে দাম
তেলাপোকার উপদ্রব কমানোর জন্য বিভিন্ন স্প্রে ব্যবহার করা যেতে পারে। এই স্প্রে ব্যবহার করে তেলাপোকা উপদ্রব কমানোর অন্যতম ভালো একটি পদ্ধতি। আপনার বাসা বাড়িতে যদি অতিরিক্ত তেলাপোকা বিচরণ থাকে। তাহলে আপনি দোকান থেকে তেলাপোকা মারার জন্য যে স্প্রে ব্যবহার করা হয় তা কিনে ফেলুন।
তারপর যে জায়গায় তেলাপোকার উপস্থিতি বেশি সেই জায়গাগুলোতে স্প্রে ব্যবহার করুন। অথবা তেলাপোকা মারার জন্য আপনি বিভিন্ন ঔষধ কিনতে পাবেন। যে ঔষুধগুলো বিভিন্ন খাবার বা বিভিন্ন স্থানে ব্যবহার করে তেলাপোকা মেরে ফেলা সম্ভব। এই স্প্রে গুলোর দাম ২০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে হয়ে থাকে।
চায়না তেলাপোকা মারার ঔষধ
কিছু তেলাপোকা রয়েছে সাদা ছোট জাতের( চায়না জাতের)। যেগুলোর উপদ্রব অনেকটাই বেশি। অনেকেই জানে না কিভাবে এই চায়না তেলাপোকা গুলো দূর করা সম্ভব। চায়না তেলাপোকা দূর দূর করার জন্য আপনি তো নিম পাতার ব্যবহার করতে পারেন। এসব চায়না তলার পোকা দূর করার জন্য নিমপাতা অন্যতম একটি পদ্ধতি। অথবা পেস্ট কন্ট্রোল করে আপনি চায়না তেলাপোকা দূর করতে পারেন। অন্যথায় রেড হিট ককরোচ কিলার স্প্রে ব্যবহার করতে পারেন।
তেলাপোকা মারার উপায়
কোন প্রকার ওষুধ বা স্প্রে ছাড়াই ঘোড়া উপায়ে তালপাতা দূর করতে পারবেন। তেলাপোকা মারার জন্য আপনি যেসব ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন তা হচ্ছে। একটি মগে এক লিটার পানি নিন এবং এতে একটি রসুনের কোয়া, একটি পেঁয়াজের পেস্ট এবং এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। তারপর যেসব জায়গায় তেলাপোকার উপস্থিতি বেশি সেই জায়গাগুলোতে স্প্রে করে দিন। অতঃপর দেখতে পারবেন আপনার বাসা থেকে তেলাপোকার উপদ্রব্য অনেকটাই কমে গিয়েছে।
তেলাপোকা মারার ঔষধের নাম
তেলাপোকা মারার জন্য বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়। যে ঔষুধগুলো দিয়ে অল্পদিনের মধ্যে খুব তাড়াতাড়ি তেলাপোকা বাসা থেকে দূর করা সম্ভব হয়। আর এই তেলাপোকা মারার ওষুধগুলোর নাম অনেকে জানেন না। ওষুধগুলোর নাম নিম্নে দিয়ে দিচ্ছি,যাতে আপনারা খুব সহজে ওষুধগুলো কিনে বাড়িতে তেলাপোকা দূর করার জন্য ব্যবহার করতে পারেন। ঔষুধগুলো হচ্ছে, তেলাপোকা মারার স্প্রে,তেলাপোকা মারার পাউডার,তেলাপোকা মারার চক ইত্যাদি।
- স্প্রের দাম ২৫০-৩৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
- পাউডারের দাম ৩০- ৪০ টাকার মধ্যে দোকানে পেয়ে যাবেন।
- চকের দাম ১৫-২০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
লাল হিট ব্যবহারের নিয়ম
লাল হিট ব্যবহার যেভাবে করবেন তা হচ্ছে ,যেসব স্থানে আমাদের থেকে এই তেলাপোকা লুকিয়ে থাকে। সেই সব স্থান গুলোতে লাল হিট স্প্রে করতে হবে। এই তেলাপোকা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে যেমন সিঙ্কের পাইপ, সিলিন্ডারের নিচে, ফ্রিজের নিচের স্থান, ইত্যাদি স্থানে লুকিয়ে থাকে। আর এই স্থানগুলোতেই ভালো করে স্প্রে করে দিতে হবে। আশা করা যায় ওইসব স্থানগুলোতে স্প্রে ব্যবহার করলে খুব সহজেই তেলাপোকা দমন করা সম্ভব হবে।
তেলাপোকার ঔষধ বা স্প্রে হতে সাবধান
এই আরশোলা বা তেলাপোকা দূর করার জন্য যেসব ওষুধ বা স্প্রে আমরা ব্যবহার করে থাকি। সেসব ওষুধ বা স্প্রে মানুষ বা গৃহপালিত পশুদের জন্য ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে ব্যবহৃত ওষুধ পোষা বিড়াল যদি মুখে দিয়ে ফেলে তাহলে বিপদের সম্মুখীন হতে পারে। তাই এই ওষুধগুলো ব্যবহারের সময় একটু সাবধানতা অবলম্বন করে ব্যবহার করা উচিত।
শেষ কথা
আরশোলা বা তেলাপোকা মানুষের জন্য অনেক বিরক্তিকর একটি প্রাণী। তেলাপোকা বাসা বাড়ির বিশুদ্ধ করে ফেলে। যেটা একজন মানুষের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। আর এ তেলাপোকা দূর করার জন্য বিভিন্ন ঔষধ বা ইচ্ছে ব্যবহার করা হয়। এই ওষুধ বা স্প্রেগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম। তবে স্প্রের দাম একটু বেশি, কিন্তু যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় তার তুলনামূলক অনেক কম হয়ে থাকে।