শিশুদেরকে ডায়রিয়ায় আক্রান্ত করার অন্যতম মারাত্মক একটি ভাইরাস হচ্ছে রোটা ভাইরাস। বিশেষ করে শীতকালে শিশুরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হয়ে থাকে। দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে। তবে দুই থেকে তিন ডোজ ভ্যাকসিন প্রদান করলে এই ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া যায়। সুতরাং অবশ্যই আক্রান্ত হওয়ার পূর্বেই শিশুদেরকে এই ভাইরাসের প্রতিষেধক প্রয়োগ করতে হবে।
বর্তমান বাজারে বিভিন্ন ধরনের রোটা ভাইরাসের ভ্যাকসিন রয়েছে। অনেকেই ইন্টারনেটে রোটা ভাইরাস টিকার দাম জানতে চাই। যেহেতু এটি একটি ভ্যাকসিন তাই তুলনামূলক এটির দাম একটু বেশি। বর্তমান বাজারে প্রতি ডোজ টিকা কিনতে গেলে দুই হাজার টাকার বেশি লাগতে পারে। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে এই ভ্যাকসিনের দাম জানানোর পাশাপাশি এই ভাইরাস সম্পর্কে আরো অনেক তথ্য জানাবো।
রোটা ভাইরাস টিকার দাম কত
অল্প বয়সী শিশুদেরকে ডায়রিয়া থেকে মুক্ত রাখার জন্য রোটা ভাইরাস এর টিকা প্রদান করা হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে দুই ধরনের রোটা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যায়। রোটা রিক্স ও রোটা টেক নামে দুই ধরনের ভ্যাকসিন রয়েছে রোটা প্রতিরোধে। অনেকে ইন্টারনেটে এই ভাইরাসের টিকার দাম কত তা খুঁজে থাকে।
প্রতিটি শিশুকে দুই থেকে তিন ডোজ এই টিকা প্রদান করতে হয়। বাজারে আপনি প্রতি এক ডোজ আকারে টিকা ক্রয় করতে পারবেন। হেলকেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত রোটা টেক নামক প্রতি ভ্যাকসিন এর দাম ২১৩৪ টাকা। যার প্রতি ডোজে ১.৫ মি.গ্রা রোটা ভাইরাস ভ্যাকসিন রয়েছে।
রোটা ভাইরাস টিকা কখন দিতে হয়
প্রতিটি শিশুকে রোটা ভাইরাস থেকে প্রতিরোধ করার জন্য দুই থেকে তিন ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়। তবে শিশুর জন্মের ৬ সপ্তাহের আগে এ ভ্যাকসিন নেওয়া যাবে না। প্রথম ডোজের ৪ সপ্তাহ পার হলেই পরবর্তী ডোজ নিতে হবে। তবে শিশুর বয়স ৬ মাস হওয়ার আগেই ভ্যাকসিনের ডোজ সম্পন্ন করতে হবে।
রোটা ভাইরাস টিকার পার্শ্বপ্রতিক্রিয়া
আইসিডিডিআরবির (আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) ক্লিনিক্যাল সার্ভিসের ইনচার্জ ও প্রধান চিকিৎসক ডা. প্রদীপ কে. বর্ধন বলেন, রোটা ভাইরাসের সংক্রমণে ডায়রিয়া হলে শিশুরা দুর্বল হয়ে পড়ে। এমনকি মৃত্যুও হতে পারে। তবে বর্তমানে রোটা ভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। তিনি বলেন, এ ভ্যাকসিন আটলান্টার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুমোদিত। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
রোটারিক্স ভ্যাকসিন এর দাম
Healthcare Pharmaceuticals Ltd. কোম্পানি কর্তৃক তৈরিকৃত রোটা ভাইরাসের ভ্যাকসিনের নাম RotaTeq। প্রতি এক ডোজ এই টিকার মূল্য 2134 টাকা।
রোটা ভাইরাসের টিকার নাম
ইতোমধ্যে আমরা রোটা ভাইরাস সম্পর্কে জেনেছি। অনেকেই রোটা ভাইরাসের টিকার নাম কি তা জানতে চায়। বাংলাদেশে দুই ধরনের রোটা ভাইরাসের টিকা পাওয়া যায়। যার নাম হচ্ছে রোটা রিক্স ও রোটা টেক।
শেষ কথা
যেহেতু ছোট শিশুরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হয়ে থাকেন তাই সবাইকে ভ্যাকসিন প্রদান করা হলেও সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে রোটা ভাইরাসের টিকার দাম কত তা শেয়ার করেছি। আশা করি ইতিমধ্যে আপনি এই প্রশ্নের মাধ্যমে এবং এই ভাইরাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। আজকের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।