প্রতি বছর আমের সিজনে বাংলাদেশে দেশি ও বিদেশি আমের মেলা দেখা যায়। বিভিন্ন জাতের আম বিদেশ থেকেও আমদানি করে আনা হয়। বাংলাদেশে বর্তমান সময়ে বাইরের দেশের আমের বীজ দিয়ে বিভিন্ন জাতের আম গাছ তৈরি করা হয়। এরপর গাছ বড় হলেই বিভিন্ন প্রজাতির আম দেখা যায়। তেমনি আমের একটি নাম হচ্ছে মিয়াজাকি। মিয়াজাকি আমের দাম কত? কোথায় পাওয়া যায়। ১ কেজির দাম কত তা জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।
মিয়াজাকি আমের দাম কত
আমাদের জানামতে ১ কেজি আমায়ের দাম ২০০ টাকা, যদিও দেশি গাছের আম ৫০ টাকা কেজির উপর হবে না। কিন্তু মিয়াজাকি আমের দাম ধরা কল্পনার বাইরে। জাপানি এই আমের দাম ২ লক্ষ ৭০ হাজার টাকা। তবে আরও উন্নতমানের এই আম প্রায় ৩ লাখ টাকার কাছা-কাছি হয়ে থাকে। এই আম দেখতে অনেক সুন্দর খেতেও ভারি মিষ্টি। ৫০০ গ্রামের মিয়াজাকি আমের মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। এই দাম গুলো হচ্ছে আন্তরজার্তিক বাজার অনুযায়ী।
বাংলাদেশে মিয়াজাকি আমের দাম কত
এই জাতের আম বাংলাদেশে চাষ করা হয় না। তবে দ্রুত বাঙ্গালদেশেও এর ফলন শুরু হবে। বিদেশ থেকে প্রতি বছর মিয়াজাকি আম বাংলাদেশে আমদানি করা হয়। বেশির ভাগ আম জাপান থেকে আনা হয়। কারণ মিয়াজাকি আমের উৎপাদন জাপানে হয়ে থাকে। বাংলাদেশে মিয়াজাকি আমের দাম প্রতি কেজি প্রায় ১৫ হাজার টাকা। তবে এই আমাদের দাম ডলারের রেটের উপর নির্ভর করবে। কারণ বিদেশ থেকে ডলার দিয়ে পণ্য কিনতে হয়। ডলারের দাম বেড়ে গেলে এই আমাদের দাম ১৬ থেকে ১৭ হাজার টাকা হয়ে যাবে।
ভারতে মিয়াজাকি আমের দাম কত
ভারতে এই আমের চাষ শুরু হয়েছে। তাড়াও ২, ১ বছরের মধ্যে মিয়াজাকি আমের উৎপাদনে সফলতা লাভ করবে। এখনো ভারতে তেমন বেশি পরিমাণে মিয়াজাকি আম উৎপাদন না হওয়ায়, বেশির ভাগ ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করে আনা হয়। ভারতে ১ কেজি মিয়াজাকি আমের দাম ভারতীয় টাকা ১৩ থেকে ১৪ হাজার টাকা। অনেক সময় এই আম ১৫০০০ টাকা কেজি আমদানি করা হয়।
১ কেজি মিয়াজাকি আমের দাম কত ২০২৪
আম গুলোর দাম অনেকটা বেশি হলেও, দেখতে অনেক ছোট ছোট। ১ কেজিতে প্রায় ৭ থেকে ৮ টি আম পাওয়া যাবে। ১ কেজি মিয়াজাকি আমের দাম বাংলাদেশি টাকায় ১৫০০০। ভারতে ১ কেজি এই আমের মূল্য ১৪,০০০ টাকা। প্রতি আমের ওজন প্রায় ১৫০ থেকে ২০০ গ্রামের কাছা-কাছি হবে।
১ পিচ মিয়াজাকি আমের দাম কত টাকা
এটা বলা কিছুটা অন্যরকম হবে। এর কারণ আম গুলোর সাইজ এক নয়। আমায়ের সাইজের উপর এর ওজন নির্ভর করবে। আর সেই ওজনের উপর ১ পিচ মিয়াজাকি আমের দাম কত টাকা তা বলা যাবে। সেই অনুযায়ী একটি আমের ওজন ২০০ গ্রাম হলে। ১ পিচ মিয়াজাকি আমের দাম ১৫০০ টাকা। ওজনের উপর ভিত্তি করে ১ টি মিয়াজাকি আমের মূল্য ১৬০০ থেকে ১৭০০ টাকা হবে। বেশি ছর হলে ১২০০ টাকায় ১ টি আম পাওয়া যেতে পারে।
১ ডজন মিয়াজাকি আমের দাম কত
১২ টিতে এক ডজন হয়ে থাকে। কিন্তু এই আম ১ কেজিতে ৭ থেকে ৮ টি হতে পারে। যদি ১ কেজির দাম ১৫০০০ টাকা হয়। সেই অনুযায়ী ১ ডজনের ওজন প্রায় ১.৫ কেজি হবে। অনুমান অনুযায়ী ১ ডজন মিয়াজাকি আমের দাম ২২ থেকে ২৩ হাজার টাকা। আমায়ের সাইজ বেশি ছোট হলে ১৯ থেকে ২০ হাজার টাকায় এক ডজন আম পাওয়া যাবে। আর যদি একটি আমের ওজন ৪০০ গ্রামের মত হয়, তাহলে এক ডজনের দাম ৩০ হাজারের উপর হবে।
মিয়াজাকি কোথায় পাওয়া যায়
এই আমের উৎপাদন হয় জাপানে। জাপান থেকে সারা দেশে রপ্তানি করা হয়। বাংলাদেশে জাপান থেকে এই আমের আমদানি হয়ে থাকে। এরপর বাংলাদেশের আমের মোকামে সাপ্লাই করা হয়ে থাকে। এই আম আবার পাইকারি কিনা হয়। তারা বিভিন্ন বাজারে বা দোকানে কেজি হিসেবে বিক্রি করে থাকে। বড় বড় শহর গুলোতে মিয়াজাকি আম পাওয়া যাবে,
শেষ কথা
এই আমের দাম বেশি হওয়ার কারণ হলো এর মধ্যে অনেক ভিটামিন পাওয়া যায়। যা বিভিন্ন রগের বিরুদ্ধে কাজ কর থাকে। তাছাড়া সব দেশেই এই আমায়ের চাষ হওয়া না। যার কারণে এত দামে দিয়ে মিয়াজাকি আম কিনতে হচ্ছে। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এখান থেকে মিয়াজাকি আমের দাম কত ২০২৪ ও ১ কেজির দাম কত তা জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।