সব অঞ্চলেই গরুর খাটি দুধ পাওয় যায় না। আবার গাভীর দুধ দির্ঘ দিন ধরে সর্বক্ষণ করে রাখা সম্ভব না। তাই এর বিকল্প হিসেবে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গরুর খাটি দুধকে গুড়া বানিয়ে প্যাকেট জাত করা হয়। এজন্য বাংলাদেশে দুধ কোম্পানি তৈরি করা হয়েছে। যারা গরুর তরল দুধকে গুড়া বানিয়ে প্যাকেটের মাধ্যমে বিক্রি করে। এই গুড়া দুধের দাম একটি বেশি হয়ে থাকে।
এতে করে ২ থেকে ৩ বছর অনায়াসে এই দুধ সংগ্রহ করে রাখা যায়। এগুলো দোকানে বিক্রি করা হয় বলে, সকল অঞ্চলেই দুধের ঘাটতি কম দেখা যায়। আজকের পোস্টে নান দুধের দাম কত? এ কৌটা বা এক প্যাকেট ডানো দুধ কত টাকায় বিক্রি করা হয় ইত্যাদি তথ্য শেয়ার করেছি। সেই সাথে বাজারের সেরা একটি দুধ ফ্রেস ও পুষ্টি দুধের আজকের দাম কত টাকা তা বিস্তারিত দেওয়া আছে। এ সকল খাটি গুড়া দুধের মূল্য জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।
গুড়া দুধের দাম
গরুর দুধ এক প্রকারের হলেও, গুড়া দুধের মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে। এর মধ্যে নাস্তা, পায়েস বা মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য তৈরি করার জন্য বিভিন্ন ধরনের গুড়া দুধ বাজারে পাওয়া যায়। এদিকে এক থেকে বার মাস বা ৩৬ মাস বাচ্চাদের জন্য বাজারে আলাদা গুড়া দুধ রয়েছে। এই দুধের ধরনের উপরে গুড়া দুধ বিক্রি করা হয়। ছোট প্যাকের গুড়া দুধ বিক্রি করা হয় ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ৪০০ থেকে ৫০০ গ্রামের এক প্যাকেট গুড়া দুধ এর মূল্য ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। বাচ্চাদের জন্য তৈরিকৃত দুধ এর মূল্য ৩৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত।
কয়েক টি গুড়া দুধের কোম্পানিঃ
১। ডানো গুড়া দুধ
২। নান গুড়া দুধ
৩। ফ্রেশ গুড়া দুধ
৪। ডিপ্লোমা গুড়া দুধ
৫। মার্কস গুড়া দুধ
৬। প্রাইমা গুড়া দুধ
৭। নিডো গুড়া দুধ
৮। মিল্ক ভিটা
৯। লেক্টজেন
নান দুধের দাম কত
এটি এক প্রকারের গুড়া দুধ। তবে এটি বিশেষ করে শিশুয়ের জন্য তৈরি করা হয়। এই নান দুধের কয়েক টি গ্রুপ থাকে। যা শিশুর বয়সের উপর ভিত্তি করে খাওয়ানো হয়। তাই এর দামও এক এক রকমের হয়ে থাকে। কনটেইনার এ তৈরি ৪০০ গ্রাম নান পাউডার মিল্ক এর দাম ৮০০ থেকে ৮৫০ টাকা। ১২ থেকে ২৪ মাস বয়সী শিশুদের জন্য এই গুড়া দুশের দাম ১২০০ টাকার উপরে।
ডানো দুধের দাম কত
এটি এক প্রকারের গুড়া দুধ। তবে এটি শিশুদের জন্য তৈরি করা হয় নি। আপনি যেকোনো কাজে এটি ব্যবহার করতে পারবেন। ছোট ও বড় উভয় প্যাকেটের ডানো পাউডার মিল্ক রয়েছে। এই প্যাকেটের ভিত্তিতে এর দাম নির্ভর করে থাকে। একটি ছোট প্যাকেটের ডানো পাউডার দুধের দাম ১০ টাকা ও ২০ টাকা। ৫০ টাকায় ও একটি ছোট প্যাক বাজারে পাওয়া যায়। ডানো ১ কেজির একটি প্যাকেট আছে, যার মূল্য ৭১০ থেকে ৭৫০ টাকা। অনলাইনে এর দাম ৬০০ থেকে ৬৫০ টাকা।
ডিপ্লোমা দুধের দাম
বাজারে ডিপ্লোমা দুধের দুটি প্যাকেট রয়েছে। একটি ৫০০ গ্রাম ও একটি ১ কেজি। এক এক সময় এই দুধের মূল্য বাজারে এক এক রকম হয়ে থাকে। তবে বর্তমান সময়ে প্রতি প্যাকের গুড়া দুধের মূল্য বেড়েছে। ৫০০ গ্রামের ডিপ্লোমা দুধের দাম ৩৫০ টাকা। ১ কেজির একটি ডিপ্লোমা পাউডার দুধের দাম ৭০০ টাকা। অনেক সময় অনলাইনে কম দামে এই দুধ পাওয়া যায়।
মার্কস দুধের দাম
বাজারে ৩ টি প্যাকেতে মার্কস দুধ বিক্রি করা হচ্ছে। ৫০০ গ্রামের এক প্যাকেট মার্কস দুধের দাম ৪৩০ টাকা। ২৫০ গ্রামের এক প্যাকেট মার্কস দুধ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। ছোট প্যাকেট বা ৭৫ গ্রামের মার্কস দুধের দাম ৮০ টাকা। তবে আগের থেকে প্রতিটি কোম্পানির দুশের দাম ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
প্রাইমা দুধের দাম
প্রাইমা এই মা ও শিশুদের জন্য তৈরি করা হয়েছে। এই দুধের কয়েক টি ধরনের রয়েছে। শিশুর বয়সের সাথে সাথে প্রাইমা দুধের বিভিকত করা হয়েছে। প্রাইমা ২ এর দাম ৭৫০ টাকা। একই দামে প্রাইমা ১ বিক্রি করা হয়। এটি ০ থেকে ৬ মাস বয়সী শিশুদের জন্য প্রযোজ্য।
নিডো দুধের দাম কত
নিডো দুধ শিশুদের জন্য। এই দুধের দাম অন্যান্য গুড়া দুধ এর থেকে অনেক বেশি। তাই খুব কম পরিমাণে এই দুধ পাওয়া যায়। নিডো ওয়ান প্লাস ৪০০ গ্রাম ১২৫০ টাকা। ৯০০ গ্রামের দাম ৩৭৫০ টাকা। নিডো ৩ প্লাস ৪০০ গ্রামের মূল্য ৫১০০ টাকাএবং ৯০০ গ্রামের দাম ৩৭৫০ টাকা। ২৫০০ গ্রামে নিডো গুড়া দুধের মূল্য ৩৮৫০ টাকা। নিডো ৩ প্লাস ১৮০০ গ্রাম ৪৬০০ টাকা।
ফ্রেশ গুড়া দুধের দাম কত
ফ্রেশ দুধ তৈরি করা হয়েছে বিভিন্ন খদ্য তৈরি করতে। মিষ্টি জাতীয় পায়েস, সেমাই বা নাস্তা তৈরি করতে গরুর দুধের বিকল হিসেবে ফেশ গুড়া দুধ ব্যবহার করতে পারবেন। এছাড়া এই দুধ দিয়ে দুধ চা বানিয়ে বিক্রি করা হয়। ৫০০ গ্রাম ফেশ গুড়া দুধ এর মূল্য ৩৫০ টাকা। এটি ছোট প্যাকেটেও পাওয়া যায়। এক টি ছোট প্যাকেটের ফেশ দুধের মূল্য ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত।
মিল্ক ভিটা দুধের দাম কত
এটি এক প্রকারের তরল আকারের দুধ। তবে এই দুধ প্যাকেট জাত করে বিক্রি করা হয়। ১ লিটার মিল্ক ভিটা দুধের দাম ৮০ থেকে ৯০ টাকা। প্রতি কেজিতে বর্তমানে ১০ থেকে ২০ টাকা বৃদ্ধি করা হয়েছে। আগে এই দুধের মূল্য ছিলো কেজিতে ৭০ টাকা। ২০০ গ্রাম মিল্ক ভিটা দুধের দাম ২৫ টাকা। ৫০০ গ্রাম বা হাফ লিটার মিল্ক ভিটা দুধের দাম ৪০ থেকে ৪৫ টাকা।
প্যাকেট দুধের দাম
বাজারে বিভিন্ন প্ররকারের প্যাকেটের দুধ রয়েছে। এগুলো গুড়া দুধ নামে পরিচিত। কোম্পানির উপর ও প্যাকেটের ধরনের ভিত্তিতে প্যাকেট দুধের দাম নির্ভর করে। এক প্যাকেট দুধের দাম ১০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ৫০০ টাকায় অনেক কোম্পানির প্যাকেটের দুধ পাওয়া যাবে।
শেষ কথা
বাংলাদেশে প্রায় ১০ টির মতো পাউডার দুধ কোম্পানি রয়েছে। এই পোস্টে সেই সকল দুধের দাম সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়েছে। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে গুড়া দুধের দাম কত টাকা? নান, পুষ্টি ও ডান দুধের আজকের দাম জানতে পেরেছেন। সেই সাথে নিডো, ফ্রেশ, মিল্ক ভিটা ও প্রাইমা দুধের মূল্য জানতে পেরেছেন। দাম সম্পর্কিত এই রকম পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে নিত্যনতুন প্রয়োজনীয় জিনিসের আপডেট দাম শেয়ার করা হয়।
বাজারের বাস্তব তথ্যের সাথে অনেকটা মিল আছে। ধন্যবাদ জানায়। ক্রেতাদের যৌক্তিক হওয়ার জন্য ও বাজারে ভারসাম্য বজায় রাখতে এটা দরকার।