বর্তমানে বাংলাদেশের সকল মানুষের গৃহে এই গ্যাসের চুলার ব্যবহার লক্ষ্য করা যায়। এই রান্না কে সহজলভ্য করার জন্য গ্যাসের চুলা অনেকে ক্রয় করে থাকেন। তবে এর সঠিক দাম সবার জেনে নেওয়া উচিত। আপনি বাংলাদেশের যে কোন বাজারে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কোম্পানির গ্যাসের চুলা পেয়ে যাবেন। তবে এই গ্যাসের চুলার সঠিক মূল্য জেনে নেওয়া সবার জন্য উচিত। না হলে দোকান ব্যবসায়ীদের সাথে প্রতারিত হতে পারেন।
তবে এই গ্যাসের চুলা গুলোর আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন চুলা গুলো আপনি সিঙ্গেল হিসেবে বাজারে পাবেন আবার ডাবল হিসেবেও বাজারে পাবেন। তবে এই সিঙ্গেল গ্যাসের চুলা এবং ডাবল গ্যাসের চুলার দামের পার্থক্য রয়েছে অনেক। তাই এই সিঙ্গেল চুলার দাম কত টাকা এবং ডাবল চুলার দাম কত টাকা তা নিয়ে আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করেছি।
গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২৪
প্রতিদিন বাংলাদেশের বহু মানুষ গ্যাসের চুলার দাম নিয়ে অনলাইনে অনুসন্ধান করে থাকেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্যাসের চুলার দাম বিভিন্ন রকম হতে পারে। তবে আপনাদেরকে সম্পূর্ণ এই পোস্ট থেকে ধারনা দেওয়ার চেষ্টা করব যে গ্যাসের চুলার দাম বাংলাদেশে কত টাকা হয়। এবং কত টাকা হলে বাংলাদেশ থেকে সিঙ্গেল গ্যাসের চুলা এবং ডাবল গ্যাসের চুলা কিনতে পারবেন। গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২৪অনুযায়ী সর্বনিম্ন আপনি ১২০০ টাকা দিয়ে কিনতে পারবেন। আর সর্বোচ্চ প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা দিয়ে একটি গ্যাসের চুলা কিনতে পারবেন। একটু নিচে প্রবেশ করে বিভিন্ন শ্রেণীর গ্যাসের চুলার দাম জেনে নিন।
সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত ২০২৪
বাংলাদেশের গ্রামে গঞ্জে এই গ্যাসের চুলার ব্যবহার দিন দিন বেড়েই চলছে। শুধু যে শহরে গ্যাসের ব্যবহার সীমাবদ্ধ তা নয়। প্রত্যেক ব্যক্তির বাড়িতে এখন লক্ষ্য করলে গ্যাসের চুলা দেখা যায়। তবে এই চুলা গুলোর বিভিন্ন দাম রয়েছে। কেউ অল্প টাকা দিয়ে একটি গ্যাসের চুলা ক্রয় করে থাকেন আবার বেশি টাকা দিয়ে ভালো মানের গ্যাসীয় চুলা ক্রয় করে থাকেন।
গ্যাসের চুলার মধ্যে অনেকেই সিঙ্গেল গ্যাসের চুলা ব্যবহার করতে পছন্দ করেন। এখন প্রশ্ন হচ্ছে সিঙ্গেল গ্যাসের চুলা গুলোর দাম কত টাকা করে। যদি আপনি আপনার নিকটস্থ বাজারে গ্যাসের চুলার দোকানে গিয়ে অনুসন্ধান করে দেখেন তাহলে জানতে পারবেন সিঙ্গেল গ্যাসের চুলার দাম বর্তমানে ১২০০-১৫০০ টাকা করে বিক্রি করছে। এই সিঙ্গেল গ্যাসের চুলাতে একটু ভালো মানের কিনতে চান তাহলে ২০০০-২৫০০ টাকা মধ্যেও কিনতে পারবেন।
ডাবল গ্যাসের চুলার দাম কত
এই ২০২৪ সালের বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির গ্যাসের চুলা বিদ্যমান রয়েছে। তবে প্রত্যেকটি কোম্পানির এই গ্যাসের চুলা গুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে। তবে প্রত্যেক কোম্পানির সিঙ্গেল গ্যাসের চুলা এবং ডাবল গ্যাসের চুলা উৎপাদন করে থাকেন। এখন সকল কোম্পানির এই গ্যাসের চুলা গুলোর গড় মূল্য হিসেবে যদি ডাবল গ্যাসের চুলার দাম জানতে চান তাহলে মোটামুটি ৩০০০ থেকে ১৫০০০ টাকায় ডাবল গ্যাসের চুলা ক্রয় করতে পারবেন।
আরএফএল গ্যাসের চুলার দাম কত ২০২৪
আপনি চাইলেই আরএফএল কোম্পানির গ্যাসের চুলা ক্রয় করতে পারেন। এই মডেলের RFL Single SS Auto Gas Stove LPG A-102 805073 এর দাম বর্তমানে ১৪০০ টাকা। AGS-103 এই মডেলের দাম ১৫০০ টাকা। এই মডেলের Topper Single SS Auto Gas Stove (PLG)A-113 দাম ২১৩৭ টাকা। এই মডেলের RFL Auto Gas Stove LPG 17 GN ২৮৫০ টাকা। আবার এই RFL Single Glass Gas Stove Rosee LPG- 828492 মডেলের আরএফএল গ্যাসের চুলার দাম ২৬০০ টাকা।
শরীফ গ্যাসের চুলার দাম কত
বাংলাদেশের বিভিন্ন পরিচিত গ্যাসের চুলা ব্র্যান্ডের পাশাপাশি শরীফ গ্যাসের চুলা অনেকটাই পরিচিত। আপনি চাইলে শরিফ গ্যাসের চুলা ব্যবহার করতে পারেন। গ্যাসের চুলার দাম বাংলাদেশ অন্যান্য ব্র্যান্ডের গ্যাসের চুলার মত এই শরীফ গ্যাসের চুলার কিছু বৈশিষ্ট্য রয়েছে। যে বৈশিষ্ট্যসহ এই শরীফ গ্যাসের চুলার দাম উল্লেখ করা হলোঃ
মডেল: লেপযুক্ত প্যানেল গ্যাস স্টোভ SH-GST620SX
- বডি/ টপ প্যানেল: নন-স্টিক প্যানেল
- গ্যাসের ধরন: এলপিজি
- দাম: ২৫০০ টাকা
মডেল: শরীফ ডাবল অটো গ্যাসের চুলা
- বার্নার টাইপ: ডাবল
- বডি/ টপ প্যানেল: মরিচা রোধক স্পাত
- গ্যাসের ধরন: এলপিজি
- অটো ইগনিশন: 50000 বার
- দাম: ৩৪৭০ টাকা
মডেল: শরিফ টেম্পারড গ্লাস গ্যাস স্টোভ -SH-GSG660D
- বার্নার টাইপ: ডাবল
- বডি/ টপ প্যানেল: মরিচা রোধক স্পাত
- গ্যাসের ধরন: এলপিজি
- অটো ইগনিশন: ৫০ হাজার বার
- দাম: ৩২৫০ টাকা
মডেল: শরিফ গ্যাস বার্নার ডাবল SH-GSG665D
- বার্নার টাইপ: ডাবল
- বডি/ টপ প্যানেল: টেম্পারড গ্লাস
- গ্যাসের ধরন: এলপিজি
- অটো ইগনিশন: 50000 বার
- দাম: ৪০০০ টাকা
মডেল: এসএস প্যানেল গ্যাস স্টোভ SH-GSS617D
- বার্নার টাইপ:ডাবল
- বডি/ টপ প্যানেল: মরিচা রোধক স্পাত
- গ্যাসের ধরন:এলপিজি
- দাম:৪৪৫০ টাকা
মিয়াকো গ্যাসের চুলার দাম কত ২০২৪
বর্তমানে বাংলাদেশের মিয়াকো গ্যাসের চুলার বেশ চাহিদা রয়েছে। এ সাপেক্ষে আপনি চাইলে মিয়াকো চুলা ব্যবহার করতে পারেন। নিজে আপনাদের জন্য মিয়াকো গ্যাসের চুলার দাম এবং মডেল উল্লেখ করব। যেগুলো বাংলাদেশে সবথেকে বেশি ব্যবহৃত হয়। অতএব এই মিয়াকো গ্যাসের চুলার বৈশিষ্ট্য সহ দাম উল্লেখ করা হলোঃ
মিয়াকো গ্যাসের চুলার মডেল: Miyako Gas Cooker MGS – 132DG Classic
- ডাবল বার্নার গ্যাস কুকার
- টুইন টিউব বার্নার
- বার্নার ক্যাপ প্রতিস্থাপন গ্যারান্টি
- বডি স্টেইনলেস স্টিল
- স্বয়ংক্রিয় টাইপ করুন
- ব্রাস বার্নার এবং হাড় বসানো স্ট্যান্ড 2 নমনীয়.
- ছোট, বড় পাত্র স্থাপন করা যেতে পারে। নীল আগুন আসে
- এর দাম ৪,২০০ টাকা
মিয়াকো গ্যাসের চুলার মডেল: Miyako Gas Cooker MGS – 132DG Rainbow
- স্টেইনলেস স্টিল কালো বডি
- ৫ ফিঙ্গার স্ট্যান্ড
- মরিচা পরবে না
- অটো ইগনিশন সিস্টেম
- স্টেইনলেস স্টীল বডি
- টুইন টিউব বার্নার
- এর দাম ৬,৫০০ টাকা।
মডেল: Miyako Gas Cooker MG -132 Classic
- রঙ:সিলভার
- উপাদান: স্টেইনলেস স্টীল প্যাকিং
- এর দাম ৫ হাজার ৪০০ টাকা।
মডেল: Miyako Gas Cooker MGS – 132DG RED
- বার্নারের_সংখ্যা: ২
- SKU: 233460980_BD-1176156804
- ডাবল বার্নার গ্যাস কুকার টুইন টিউব বার্নার বার্নার ক্যাপ প্রতিস্থাপন গ্যারান্টি স্টেইনলেস স্টিল স্বয়ংক্রিয়
গাজী গ্যাসের চুলার দাম কত
আপনি বাংলাদেশ গাজী গ্যাসের চুলা সিঙ্গেল এবং ডাবল ক্রয় করতে পারবেন। সিঙ্গেল গাজী গ্যাসের চুলার দাম বর্তমানে অনেক কম। কিন্তু ডাবল গাজী গ্যাসের চুলার দাম অনেকটাই বেশি। এই গাজী কোম্পানির সকল পণ্যগুলো অনেক মজবুত এবং টেকসই হয়ে থাকে। আপনি অনায়াসে যা জিজ্ঞেস করছিল অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে প্রত্যেকের জেনে রাখা উচিত এই গাজী গ্যাসের চুলা গুলোর দাম কত টাকা করে।
ভিশন গ্যাসের চুলার দাম কত
আমাদের বাংলাদেশ আমদানিকৃত সালের সিঙ্গেল ভিশন গ্যাসের চুলার দাম মোটামুটি ভাবে ২৫০০ টাকা থেকে প্রায় ৫০০০ টাকা পর্যন্ত ভালো মানের রয়েছে। এর মধ্যে অন্যতম Vision LPG single glass gas stove Sky 3D মডেল যার বর্তমান মূল্য ২৭০০ টাকা। এছাড়াও রয়েছে vision LPG single glass gas stove Tomatino 3D মডেল হঠাৎ এই মডেলের গ্যাসের চুলার বর্তমান মূল্য ২৫২৫ টাকা। আবার Vision LPG single glass gas stove Sun F 3D মডেলটির বাংলাদেশে মূল্য রয়েছে বর্তমানে ২৭০০ টাকা। অর্থাৎ স্বাভাবিকভাবে এই ভিশন গ্যাসের চুলাগুলো সকলে ব্যবহার করে থাকেন।
ওয়ালটন গ্যাসের চুলার দাম কত
বাংলাদেশের জনপ্রিয় এক কোম্পানি হচ্ছে ওয়ালটন কোম্পানি। এই কোম্পানির বেশিরভাগ ইলেকট্রনিক্স পণ্যগুলো অনেকটাই ভালো মানের হয়ে থাকে। ব্যবহারের দিক দিয়ে অনেকটাই সুবিধা পাওয়া যায়। তেমনি বেশিরভাগ পণ্যের ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকে। তবে যারা ওয়ালটন গ্যাসের চুলা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে বিশেষ কিছু সুবিধা। তবে জেনে নিন এই ওয়ালটন গ্যাসের চুলাগুলোর দাম কত টাকা করেঃ
সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম কত
এই বাংলাদেশের বিভিন্ন ধরনের সিলিন্ডার গ্যাস পাওয়া যায়। তবে এই সিলিন্ডার গ্যাসের দাম গুলোর বিভিন্ন পার্থক্য রয়েছে। বর্তমান বাজারে ১২ কেজি গ্যাসের দাম গড় মূল্য ১১০০ টাকা থেকে শুরু করে প্রায় ১৪০০ টাকা পর্যন্ত রয়েছে। ধরুন আপনি যদি Walton এই মডেলের WSG-SS2 (LPG) গ্যাসের চুলার সাথে একটি ১১০০ টাকার সিলিন্ডার গ্যাস ক্রয় করেন।
তাহলে এর সম্পূর্ণ মূল্য হবে ২৯৫০ টাকা।তবে যারা সিলিন্ডাসহ গ্যাসের চুলা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আপনার নিকটস্থ দোকানে গিয়ে দোকানে সাথে আলাপ করে ক্রয় করুন। কেননা এই সিলিন্ডার সহ গ্যাসের দাম না দাঁড়া থেকে অনেকটাই কম বেশি হতে পারে।
কোন গ্যাসের চুলা ভালো
আপনি বিভিন্ন ধরনের গ্যাসের চুলা পেয়ে যাবেন। লোহার গ্যাসের চুলা আবার অটো গ্যাসের চুলা ইত্যাদি। তবে এদের মধ্যে আমরা বিভিন্ন কোম্পানির গ্যাসের চুলা নিয়ে আলোচনা করেছি। তবে এর মধ্যে বাংলাদেশের বহুলব্যবহৃত একটি গ্যাসের চুলার নাম হচ্ছে আরএফএল গ্যাসের চুলা। এছাড়াও ওয়ালটন গাজী ইত্যাদি গ্যাসের চুলা বাংলাদেশের পেয়ে যাবেন। তবে বাংলাদেশে ব্যবহৃত গাজী গ্যাসের চুলা এবং আরএফএল গ্যাসের চুলা সব থেকে বেশি ব্যবহার হয় এবং মানের দিক দিয়ে ভালো। আপনারা চাইলে আরএফএল গ্যাসের চুলা ক্রয় করে ব্যবহার করতে পারেন।
শেষ কথা
সর্বশেষ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য এখানে উপস্থিত করতে সক্ষম হয়েছি। আশা করছি আপনারা এই পোস্ট থেকে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির গ্যাসের চুলার দাম সম্পর্কে জানতে পেরেছেন। যদি গ্যাসের চুলার দাম বাংলাদেশ এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে। আপনারা আশেপাশে নিকটস্থ যারা এই গ্যাসের চুলা ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে এই পোস্ট শেয়ার করে গ্যাসে চুলার দাম সম্পর্কে জানিয়ে দিন। ধন্যবাদ