ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত ২০২৪

আপনারা ঘরে বসেই নিজে নিজে ডায়াবেটিস পরীক্ষা করতে পারবেন। জরুরি মুহূর্তে ডায়াবেটিস বেড়ে গেলে এই মেশিনের মাধ্যমে পরীক্ষা করে ওষুধ সেবন করতে পারবেন। এই পোস্টে কয়েকটি উন্নতমানের ডায়াবেটিস মাপার যন্ত্র নিয় আলোচনা করেছি। এই মেশিন গুলো অল্প ধাপে কিনতে পারবেন। সাধারণত ডায়াবেটিস মাপার মেশিনের দাম ২০০০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। এর চেয়ে কম দামেও ভালো মানের মেশিন পাওয়া যায়।

নিচে কয়কটি মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যেগুলো খুব কম ধামে কিনতে পারবেন। মেশিন গুলো যেভাবে ব্যবহার করতে হয়, সেই পদ্ধতি গুলোও দেখানো হয়েছে। আপনারা বর্তমানে ১৫০০ টাকার মধ্যে মেশিন গুলো কিনতে পারবেন। তাছাড়া অনলাইন থেকেও ক্রয় করতে পারবেন। আরও জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।

ডায়াবেটিস মেশিন কি?

যে যন্ত্রের সাহায্য রক্তের চাপ এবং গ্লুকোজের পরিমাণ নির্নয় করা হয় তাকে ডায়াবেইস মাপার যন্ত্র বলে। বাজারে কমে দামে ভালোমানের অনেক মেসি পাওয়া যায়। যেগুলো ববহ করে ঘরে বসেই বিনা খরচে ডায়াবেটিস এর পরিমাণ মাপা যায়। এই মেশিন আবিষ্কারের পর থেকে স্বাভাবিক ভাবেই ডায়াবেটিস রোগ পরিমাপ করতে পারতেছে। নিচে কয়ক ধরনের ডায়াবেটিস পামার যন্ত্রের দাম ও এর ব্যবহার বিধি দেওয়া আছে।

ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত

বাজারে কয়েক ধরনের মেশিন পাওয়া যায়। ৮০০ থেকে শুরু করে ২০০০ হাজারের মধ্যে ডায়াবেটিস রোগ নির্নয়ের যন্ত্র কিণটা পাওয়া যায়। ২ হাজারের বেশি মূল্যও ডায়াবেটিস মাপার অনেক মেশিন কিনতে পারবেন। তবে আপনাদের কে কম দামে উন্নতমানের ডায়াবেটিস মাপার ডিজিটাল মেশিন গুলোর দাম সম্পর্কে জানাবো। নিচে কয়কটি মেশিন এর দাম ও এর বিস্তারিত শেয়ার করেছি দেখেনিন।

মূল্যঃ ১৪০০ টাকা

বিস্তারিতঃ

  • 10-test strips & 10-lancets are free
  • Micro USB data transfer port
  • Approx 47g weight with batteries
  • 5 – 45°C operating temperature
  • 0.6-33.3 mmol/L measurement range

মূল্যঃ ১৪০০ টাকা

বিস্তারিতঃ

  • Fast and accurate data measurement, mg / dL unit supported, 20-600 mg / dL test range,
  • 5-second quick test time, FAD-GDH testing system, test strip slot, power button, battery case, CE certification.

মূল্যঃ ২৪০০ টাকা

ডায়াবেটিস মাপার যন্ত্রের নাম

উপরের দেওয়া যন্ত্র গুলো ছারাও আরও অনেক ডায়াবেটিস মাপার যন্ত্র রয়েছে। যন্ত্র গুলোর দাম মডেল অনুসারে হয়ে থাকে। একেক মডেলের ডায়াবেটিস মাপার যন্ত্র থেকে একেক ধরনের সুবিধা রয়েছে। নিচে নির্ভুল ভাবে ডায়াবেটিস মাপার জন্য যন্তের নাম ও মডেল দেওয়া আছে। এগুলো কম দামে কিনতে পারবেন। এবং দির্ঘ সময় ব্যবহার করতে পারবেন।

  • VivaChek Ino Blood Glucose Monitoring দাম :৮৯৯ টাকা
  •  Sinocare Safe AQ Diabetes Test Machine দাম : ১৩৭০ টাকা
  • GlucoLeader Enhance Blue Blood Sugar Tester Machine দাম : ১০৫০ টাকা
  • Accu Chek Active Blood Sugar Tester Machine দাম :২৪০০ টাকা
  • Quick Check Blood Glucose Monitor দাম : ১২০০ টাকা

ঘরে বসে ডায়াবেটিস পরীক্ষা

কিছু সহজ পদ্ধতিতে ঘরে বসে ডায়াবেটিস পরীক্ষা করা সম্ভব। এই প্রক্রিয়ায় গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস মাপতে হবে। যন্ত্র টি ডায়াবেটিস পয়েন্ট আকারে দেখাবো। এই পয়েন্টের মাধ্যমে আপনাকে ডায়াবেটিস সনাক্ত করতে হবে।  এই পদ্ধতিতে ডায়াবেটিসের পরীক্ষা করতে রোগীর এক ফোটা রক্ত প্রয়োজন হবে। আরও কিছু উপকরণ লাগবে, যেগুলো নিচে দেওয়া আছে।

ঘরে বসে ডায়াবেটিস  পরীক্ষা করতে প্রয়োজনীয় উপকরণ

  • রক্তের সুগার মাপার মেশিন বা গ্লুকোমিটার
  • জীবাণুমুক্ত ল্যানসেট
  • ল্যানসেট বসানোর প্লাস্টিকের কলম
  • টেস্ট স্ট্রিপ
  • এগুলো সব ফার্মেসিতে পেয়ে যাবেন।

ঘরে বসে ডায়াবেটিস পরীক্ষার নিয়ম গ্লুকোমিটার  এর সাহায্য

ঘরোয়া উপায়ে রক্তের সুগার মাপার সাতটি ধাপ এখানে তুলে ধরা হলো—

১. সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে শুকিয়ে নিন।

২. গ্লুকোমিটারের নির্ধারিত স্থানে একটি টেস্ট স্ট্রিপ প্রবেশ করান।  স্ট্রিপ নকল অথবা মেয়াদোত্তীর্ন কি না সেই বিষয়েও খেয়াল রাখতে হবে।

৩. প্লাস্টিকের কলমের ভেতরে একটি ল্যানসেট সংযুক্ত করুন এবং ল্যানসেটের ঢাকনা সরিয়ে ফেলুন।

৪. এখন কলমটি আঙুলের একপাশে ধরে সুঁই দিয়ে আঙুলের অগ্রভাগে ছিদ্র  করুন।

৫. এখন গ্লুকোমিটারে লাগানো টেস্ট স্ট্রিপে রক্তের ফোঁটা দিতে হবে। আঙুলটি এমনভাবে ধরতে হবে যেন রক্তের ফোঁটা টেস্ট স্ট্রিপের নির্ধারিত অংশকে পূর্ণ করে। রক্তের পরিমাণ খুব কম হলে ভুল রিডিং আসতে পারে অথবা গ্লুকোমিটারের পর্দায় এরর (ERROR) দেখাতে পারে।

৬. কয়েক সেকেন্ডের মধ্যেই গ্লুকোমিটারের পর্দায় রক্তের সুগারে তথা ডায়াবেটিসের পয়েন্ট দেখা যাবে। হিসাবটি সাধারণত mmol/l (মিলিমোল/লিটার) এককে দেখানো হয়। পর্দায় যদি কারও রিডিং 6 mmol/l আসে তাহলে সেই সময়ে ডায়াবেটিস বা রক্তের সুগারের লেভেল ৬ পয়েন্ট ধরা হয়।

৭। অবশেষে ব্যবহৃত সুঁই ও স্ট্রিপ ময়লার ঝুড়িতে ফেলে দিন। নিয়মিত গ্লুকোমিটারের যত্ন নিন এবং নির্দেশনা অনুযায়ী পরিষ্কার ও জীবাণুমুক্ত করে রাখুন।

সুস্থ মানুষের জন্য রক্তের সুগারের স্বাভাবিক মাত্রা খালি পেটে ৪ থেকে ৬ পয়েন্ট হবে। যদি খাবার খেয়ে থাকে সেক্ষেত্রে ৮ এর নিচে হবে। ডায়াবেটিসের রোগীদের জন্য রক্তের সুগারের স্বাভাবিক মাত্রা খালি পেটে ৪ থেকে ৭ পয়েন্ট এবং খাবার খাওয়ার ২ ঘণ্টা পরে ৮ থেকে ৯ পয়েন্ট।

ডায়াবেটিস কত হলে নরমাল

আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী এইচবিএ১সির মান ৫.৭-এর নিচে থাকলে তাকে স্বাভাবিক ডায়াবেটিস ধরা যায়। তবে এটি ৬.৫-এর বেশি হলে ডায়াবেটিস আছে বলে ধরা হবে। এই ডায়াবেটিসের মান ৫.৭ থেকে ৬.৫-এর মধ্যে থাকলে প্রি-ডায়াবেটিস বা ডায়াবেটিসের পূর্বাবস্থা হিসেবে বিবেচনা করা হবে।

ডায়াবেটিস মাপার সফটওয়্যার

নির্ভুল ভাবে ডায়াবেটিস মাপার জন্য আপনাকে যন্ত্রের সাহায্য নিতে হবে। গুগল প্লে স্টোরে এই রকম অনেক অ্যাপ রয়েছে, কিন্তু এগুলো কাজের নয়। এর অ্যাপ গুলো দিয়ে নির্ভুল ভাবে ডায়াবেটিস নির্নয় করা সম্ভব নয়। কারণ ডায়াবেটিস পরীক্ষা করতে যন্ত্রের সাথে শরীরের কানেকশনের প্রয়োজন হয়। যা মোবাইল আপের মাধ্যমে করা সম্ভব নয়। মোবাইল ডায়াবেটিস মাপার একটি সফটওয়ার রয়েছে, এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। Sugar Test By Finger History। এই অ্যাপ টি ব্যবহার করে দেখুন। এই রকম আরও কিছু অ্যাপ গুগলে পেয়ে যাবেন।

শেষ কথা

আপনাদের কে কম দামে ভালোমানের ডায়াবেটিস মাপার যন্ত্রের নাম ও দাম সম্পর্কে সঠিক তথ্য দিয়েছি। বেশি সুবিধা পেতে উন্নতমানের যন্ত্র গুলো ব্যবহার করতে পারেন। এগুলো ২০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আশা করছি এই পোস্ট থেকে ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত এবং কিভাবে পরীক্ষা করতে হয় এই সম্পর্কে জানতে পেরেছেন। বিভিন্ন বাজার দর সম্পর্কিত আপডেট তথ্য জানতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটে প্রতিনিয়ত বিভিন্ন দাম সম্পর্কে আপডেট তথ্য শেয়ার করে থাকি। সম্পূর্ণ পোস্ট টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

About Foysal Ahmed

আমি মোঃ ফয়সাল আহমেদ। দীর্ঘদিন যাবত আমি অনলাইন কাজের সাথে জড়িত। আজকের দাম কত সাইটে আমি আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যের দাম নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আমাদের সাইট থেকে প্রায় সকল ধরনের জিনিসের দাম সম্পর্কে অবগত হতে পারবেন।

View all posts by Foysal Ahmed →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *