সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম কত ২০২৩

যারা গ্যাসের মাধ্যমে রান্না করার চিন্তাভাবনা করছেন তাদেরকে অবশ্যই গ্যাসের সিলিন্ডার সহ একটি  চুলা ক্রয় করতে হবে। আর বাংলাদেশে আপনি বিভিন্ন ধরনের গ্যাসের সিলিন্ডার পেয়ে যাবেন এবং বিভিন্ন কোম্পানির চুলা পেয়ে যাবেন। এখন যারা মোটামুটি নতুন ভাবে সিলিন্ডাসহ নতুন গ্যাসের চুলা ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের এই পোস্ট থেকে দাম জানতে পাবেন। সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম কত ২০২৩  জানতে এই পোস্টটি আর একটু বিস্তারিত পড়ুন।

বাংলাদেশের প্রায় সকল মানুষই এখন এই গ্যাসের চুলা ব্যবহার করছেন। এটি বর্তমানে রান্না করাকে অনেক সহজলভ্য  করে দিয়েছে। যে কোন মুহূর্তে  গ্যাসের মাধ্যমে চুলায় আগুন জ্বালিয়ে যে কোন রান্না মুহূর্তের মধ্যে সম্পন্ন করা যায়। অনেকে রয়েছেন শুধুমাত্র গ্যাসের চুলা ক্রয় করে থাকেন। আবার অনেকের এসএমএস সিলিন্ড দেয়া সহ গ্যাসের চুলা ক্রয় করে থাকেন। এখন এর দাম মোটামুটি অনেকে অনলাইনে জানার জন্য অনুসন্ধান দান করে থাকেন। এখন আপনি যদি  সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম কত ২০২৩ সঠিক এবং আপডেট জানতে চান তাহলে অবশ্যই আপনাকে এ পোস্ট সম্পন্ন পড়তে হবে। 

সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম কত ২০২৩

আপনি যদি নতুনভাবে সিলিন্ডারসহ গ্যাসের চুলা ক্রয় করতে চান তাহলে  একটু বেশি টাকা খরচ করতে হবে। কেননা আপনাকে সিলিন্ডার ক্রস করার সময় একটু বেশি টাকা খরচ করতে। যেমন ধরুন একটি সিলিন্ডার গ্যাসের দাম ১২ কেজি ১১৫০ টাকা। এখন আপনি যদি  সর্বপ্রথম নতুন একটি গ্যাসের সিলিন্ডার ক্রয় করতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন ১৬০০-১৭০০ টাকা দিয়ে  একটি নতুন গ্যাসের সিলিন্ডার ক্রয় করতে হবে।

সিঙ্গেল গ্যাসের চুলার দাম বর্তমানে ১২০০ টাকা দিয়েও ক্রয় করা সম্ভব। তো সব মিলিয়ে প্রথম অবস্থায় যদি নতুনভাবে  সিলিন্ডাসহ গ্যাসের চুলা ক্রয় করতে চান তাহলে আপনাকে মোটামুটি ভাবে ২৭০০ থেকে ৩২০০ টাকা খরচ করতে হবে। যদি একটু নিচে প্রবেশ করেন তাহলে সিলিন্ডার ও গ্যাসের চুলার দাম আলাদা ভাবে জানতে পারবেন।  অতএব একটু নিচে প্রবেশ করুন 

সিলিন্ডার ও গ্যাসের চুলার দাম কত ২০২৩

যদি সিলিন্ডার সহ গ্যাসের চুলা করা করতে চান তাহলে আপনি একটি দোকান থেকেই ক্রয় করতে পারবেন অথবা আলাদা আলাদা দোকান থেকে আপনাকে  সিলিন্ডার ও গ্যাসের চুলা ক্রয় করতে হবে। এখন বর্তমান আপডেট তথ্য অনুযায়ী বিভিন্ন প্রকার সিলিন্ডারের দামের মধ্যে সর্বনিম্ন  ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১১৫০ টাকা। একটু নিচে দেখে নিন বিভিন্ন প্রকারের দাম এবং বিভিন্ন প্রকার কোম্পানির গ্যাসের চুলার দামঃ

বিভিন্ন প্রকার সিলিন্ডারের দাম

বাংলাদেশের বিভিন্ন প্রকার সিলিন্ডারের মধ্যে অবস্থিত রয়েছে বসুন্ধরা এলপি গ্যাস। যমুনা এলপি গ্যাস,বেক্সিমকো এলপি গ্যাস,ইনডেক্স, বিএম,LAUGFS গ্যাস ,ও ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ইত্যাদি। তবে এসব বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গুলোর দাম বিভিন্ন রকম। বর্তমান বাজারে প্রতি কেজি পেট্রোলিয়াম গ্যাসের দাম ১০০ থেকে ১৫০ টাকা। সেই হিসেবে অনুযায়ী নিম্নে বিভিন্ন প্রকার সিলিন্ডারের দাম উল্লেখ করেছি

  • সাড়ে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডার দাম ৬৮৭ টাকা।
  • ১২ কেজি ওজনের সিলিন্ডার দাম ১০৭৪ টাকা।
  • সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডার দাম ১১০০-১২৬১ টাকা
  • ১৫ কেজি সিলিন্ডার দাম ১,৬৭৮ টাকা
  • ১৬ কেজি সিলিন্ডার দাম ১৭৯৮ টাকা
  • ১৮ কেজি সিলিন্ডার দাম ২১৪৮ টাকা
  • ২০ কেজি সিলিন্ডার দাম ২৩৯৭ টাকা
  • ২২ কেজি সিলিন্ডার দাম ২৬৪৭ টাকা
  • ২৫ কেজির সিলিন্ডার দাম ৩০২১ টাকা
  • ৩০ কেজির সিলিন্ডার দাম ৩৬৪৫ টাকা
  • ৩৩ কেজির সিলিন্ডার দাম ৪০২০ টাকা
  • ৩৫ কেজির সিলিন্ডার দাম ৪২৭০ টাকা
  • ৪৫ কেজির সিলিন্ডার দাম ৫৪১৮ টাকা 

বিভিন্ন কোম্পানিরর গ্যাসের চুলার দাম

যদি গ্যাসের চুলার প্রয়োজন তাহলে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির গ্যাসের চুলা পেয়ে যাবেন।  যেগুলোর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। কারো কাছে ওয়ালটন গ্যাসের চুলা পছন্দ। আবার কেউ গাজী গ্যাসের চুলা ব্যবহার করতে পছন্দ করেন। আবার কি ব্যবহার করছেন আরএফএল গ্যাসের চুলা। তবে চুলাগুলোর একটি নির্দিষ্ট দাম রয়েছে। যেমন বর্তমান বাজারে আপনি সর্বনিম্ন ১২০০ টাকা থেকে শুরু করে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত গ্যাসের চুলা ক্রয় করতে পারবেন। যেমন 

  • এই মডেলের গ্যাসের চুলার দাম WGS-SS1 (LPG) ১২৩২ টাকা এবং সিলিন্ডারের দাম ১৩৪০ টাকা। অর্থাৎ সিলিন্ডাসহ গ্যাসের চুলার মোট দাম ২৫৭২ টাকা।
  • এই মডেলের গ্যাসের চুলার দাম AGS-103  ১৫৪০ টাকা ও সিলিন্ডারের দাম  ১৫৫০ টাকা। অর্থাৎ সিলিন্ডাসহ গ্যাসের চুলার মোট দাম৩০৯০ টাকা
  • এই মডেলের গ্যাসের চুলার দাম 5 Star SS Single Auto Gas Stove ১৬৪৪ টাকা এবং সিলিন্ডারের দাম ১০২৯ টাকা। অর্থাৎ সিলিন্ডাসহ গ্যাসের চুলার মোট দাম ২৬৭৩ টাকা।
  • এই মডেলের গ্যাসের চুলার দাম RFL SS Auto Gas Stove  LPG A-102  ২০৪০ টাকা এবং সিলিন্ডারের দাম ১৪০০ টাকা। অর্থাৎ সিলিন্ডাসহ গ্যাসের চুলার মোট দাম ৩৪৫৪ টাকা।
  • এই মডেলের গ্যাসের চুলার দাম Miyako Portable Outdoor Gas Stv  ২৫৬৭ টাকা এবং সিলিন্ডারের দাম ১৮৯৯ টাকা। অর্থাৎ সিলিন্ডাসহ গ্যাসের চুলার মোট দাম ৪৪৬৬ টাকা।

সিলিন্ডারসহ ওয়ালটন গ্যাসের চুলার দাম কত ২০২৩

ইতিমধ্যে উপরে বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন ধরনের সিলিন্ডারের দাম উল্লেখ করা হয়েছে। এখন আপনাদের জন্য উল্লেখ করব ওয়ালটন গ্যাসের চুলার দাম কত টাকা। এবং বাংলাদেশে কোন কোন ধরনের ওয়ালটন গ্যাসের চুলা পাওয়া যায় এবং এর দাম কত রাখা হয়।

যেমন WGS-SSH90 (LPG) এই মডেলের মূল্য ১১৭০ টাকা । WGS-DSC2 LPG এই মডেলের মূল্য ২৪০০ টাকা । WGS-SGC1 (LPG) এই মডেলের মূল্য ২২৭৯ টাকা। Walton Gas Stove – WGS-SSH90 (LPG) গ্যাসের চুলার দাম ১৩৯৫ টাকা।  আবার Walton Gas Stove – WGS-SS1 (lpg)  ২৪৫০ টাকা। এছাড়াও রয়েছে Walton Gas Stove – WGS-DSC2 LPG ২৫০০ টাকা। 

সিলিন্ডার সহ আর এফ এল গ্যাসের চুলার দাম কত ২০২৩

আরএফএল গ্যাসের চুলা বাংলাদেশের প্রায় সকল মানুষই ব্যবহার করে থাকেন। এখন অনেকেই সিলিন্ডারসহ গ্যাসের চুলা ক্রয় করে থাকেন। এখন আপনি যদি ১২ কেজি পেট্রোলিয়াম গ্যাস ১১৫০ টাকায় ক্রয় করেন তাহলে একটি গ্যাসের চুলা ক্রয় করতে পারবেন ২৫০০ টাকা দিয়ে। আপনার বাংলাদেশের বাজারে সর্বনিম্ন আরএফএল গ্যাসের চুলা ১২০০-১৫০০ টাকার মধ্যে কিনতে পারবেন। আর সর্বোচ্চ সিলিন্ডারসহ একটি  আরএফএল গ্যাসের চুলার দাম হবে পাঁচ-সাত হাজার টাকা। আরএফএল গ্যাসের চুলার কয়েকটি মডেল এবং দাম উল্লেখ করা হলো

  • RFL Single SS Auto Gas Stove NG A-102 805072 এই গ্যাসের চুলার দাম ১২৫০ টাকা।
  • RFL Single SS Auto Gas Stove LPG A-102 805073 এই গ্যাসের চুলার দাম ১৪০০ টাকা।

আর এসব গ্যাসের চুলার দাম বর্তমানে ২৫০০ থেকে ৩০০০ টাকা হবে।

সিলিন্ডাসহ ডাবল গ্যাসের চুলার দাম কত ২০২৩

আমরা অনেকেই জেনে থাকি সিঙ্গেল গ্যাসের চুলা থেকে ডাবল  গ্যাসের চুলার দাম একটু বেশি হয়ে থাকে। সাধারণত যে কোন কোম্পানির ডাবল গ্যাসের চুলা ২৪০০ টাকা থেকে প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।  আবার কিছু কিছু গ্যাসের চুলা রয়েছে যেগুলোর বর্তমান মূল্য ১০ হাজার টাকা পর্যন্ত।  সে হিসেবে যদি  একটি সিলিন্ডারসহ গ্যাসের চুলা করেন। 

তাহলে একটি গ্যাসের চুলা সর্বনিম্ন ১২ কেজির ১১০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত যোগ করতে হবে। আর গ্যাসের চুলার বিভিন্ন মডেল এবং বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যেগুলোর দাম বিভিন্ন রকম হয়। তাই এসব সিলিন্ডার সহ গ্যাসের চুলা ক্রয় করার জন্য অবশ্যই নিকটস্থ দোকানে গিয়ে দাম দিয়ে নিবেন এবং ক্রয় করবেন। কারণ এগুলোর দাম প্রতিনিয়ত ওঠানামা করে থাকে।

সিলিন্ডার সহ গ্যাসের এক চুলার দাম কত ২০২৩

গ্যাসের এক চুলা বলতে সিঙ্গেল গ্যাসের চুলাকে বুঝানো হয়েছে। আপনাদের ইতিমধ্যে উপরে জানতে  সক্ষম হয়েছি যে সিঙ্গেল এক গ্যাসে চুলার দাম সর্বনিম্ন ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত হয়। তবে ভালো মানের বৈশিষ্ট্যের যদি গ্যাসে ব্যবহৃত এক চুলা ক্রয় করেন তাহলে ২০০০ থেকে ২৫০০ টাকা হবে। আর সেই সাথে যদি একটি সিলিন্ডার বোতল ক্রয় করে নেন। তাহলে এর দাম হবে সর্বমোট ৩৫০০-৪০০০ টাকা।

বিভিন্ন কোম্পানির আজকের সিলিন্ডার গ্যাসের দাম ২০২৩

ইতিমধ্যে উপরে আমরা বিভিন্ন কোম্পানির গ্যাসের সিলিন্ডারের দাম উল্লেখ করেছি।  আশা করছি আপনারা সেই সিলিন্ডার গ্যাসের পরিমাণ এবং মূল্য সম্পর্কে জানতে পেরেছেন। সেই সাথে নিচে আবারো আপডেট তথ্য নিয়ে আপনাদেরকে গ্যাসের পরিমাণ সহ মূল্য উপস্থাপন  করেছি। এই সিলিন্ডার গ্যাসের মূল্য তালিকার সাথে যদি উপরিউক্ত গ্যাসের চুলার মোট দাম  হিসাব করেন তাহলে  সিলিন্ডার সহ গ্যাসের যথাযথ দাম জানতে পারবেন।

গ্যাসের পরিমাণ ও মূল্য

  • ১২ কেজি সিলিন্ডার ১১৫০ টাকা
  • ১২.৫ কেজি সিলিন্ডার ১২০০-১৩০০ টাকা
  • ২৫ কেজি সিলিন্ডার ২,৫৭০ টাকা
  • ৩০ কেজি সিলিন্ডার ৩,৫০০ টাকা
  • ৩৩ কেজি সিলিন্ডার ৩,৩৯০ টাকা
  • ৩৫ কেজি সিলিন্ডার ৩,৫৯০ টাকা

শেষ কথা

আপনি বাংলাদেশের সব জায়গায় গ্যাসের চুলা এবং গ্যাসের সিলিন্ডার পেয়ে যাবেন। তবে প্রত্যেকের জেনে রাখা উচিত এই সিলিন্ডার এবং গ্যাসের দাম বাংলাদেশের বর্তমান মূল্য সম্পর্কে। ইতিমধ্যে যারা সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম কত ২০২৩ এই পোস্ট সম্পূর্ণ পড়ে নিয়েছেন আশা করছি তারা সিলিন্ডার সহ গ্যাসের চুলা ক্রয় করলে কত টাকা পড়বে তা জানতে পেরেছেন। যদি এই পোস্ট আপনার কাছে উপকৃত হয়ে থাকে তাহলে আপনার আশেপাশের ব্যক্তিদের কে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

Foysal Ahmed

আমি মোঃ ফয়সাল আহমেদ। দীর্ঘদিন যাবত আমি অনলাইন কাজের সাথে জড়িত। আজকের দাম কত সাইটে আমি আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যের দাম নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আমাদের সাইট থেকে প্রায় সকল ধরনের জিনিসের দাম সম্পর্কে অবগত হতে পারবেন।

https://ajkerdamkoto.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *