এয়ার কুলার এর দাম কত ২০২৪

অনলাইনে অনেকেই এয়ার কুলারের দাম সম্পর্কে জানতে চান। তাই এয়ার কুলার এর দাম কত ২০২৪ আমরা এই পোস্টে উল্লেখ করেছি। তার আগে জেনে নেই এয়ার কুলার আসলে কি? এয়ারকুলার হচ্ছে এমন একটি কৃত্রিম ডিভাইস, যেটি জলকে বাষ্পে পরিণত করে, ঠান্ডা বাতাস সরবরাহ করে। গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের কারণে ঘরকে ঠাণ্ডা রাখতে এয়ার কুলার এর ব্যাবহার করা হয়। আর বর্তমানে এটির ব্যবহার অনেকটাই বৃদ্ধি পেয়ে গিয়েছে। আর অপরপক্ষে এয়ার কন্ডিশনার ব্যবহারে অনেক ব্যয়বহুল হওয়ার কারণে অনেকেই বর্তমানে বিকল্প পদ্ধতি হিসেবে এই এয়ারকুলার ব্যবহার করছেন।

তাই এই সাশ্রয়ী মূল্যের এয়ার কুলারের দাম বাজারে কত টাকা করে বিক্রি হয় তা নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। আপনিও চাইলে এই এয়ারকুলার খুব সহজে ক্রয় করতে পারবেন। এবং গরমের হাত থেকে খুব সহজে রেহাই পেয়ে যাবেন। তাই প্রচন্ড গরমে হাত থেকে রেহাই পেতে কিনে ফেলুন এয়ার কুলার।  আর যারা এয়ার কুলার  সত্যিই ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের এই পোস্ট থেকে এয়ার কুলার দাম বিস্তারিত জেনে নিন।

এয়ার কুলার এর দাম কত ২০২৪

এই এয়ার কুলার এর কাজ হলো ঘরকে ঠান্ডা রাখা। এয়ার কুলার ট্যাংকের মধ্যে রাখা জলকে বায়ু বাষ্পীভবন প্রযুক্তিতে, বাষ্পে পরিণত করাই হলো এই মেশিনটির কাজ। তবে সাধারণত বর্তমান বাজারে ৫ থেকে ১০ হাজার টাকা দিয়ে আপনি এই মহামূল্যবান এয়ার কুলার কিনতে পারবেন। যেটা এয়ার কন্ডিশনার থেকে মোটামুটি আরামদায়ক একটি পণ্য।

তবে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির এয়ার কুলার পাওয়া যায়।  তাই এয়ার কুলার ক্রয় করার পূর্বে আপনাকে অবশ্যই ভালো মানের কোম্পানির  এয়ারকুলার ক্রয় করতে হবে। তাই নিম্নে আমরা ভালো মানের এয়ার কুলারের মডেল এবং দাম উল্লেখ করেছি। এয়ার কুলার এর দাম কত ২০২৪ বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ৃুন।

কোন কোম্পানির এয়ার কুলার ভালো

বাংলাদেশে তো বিভিন্ন কোম্পানির এয়ার কুলার পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি এয়ারকুলার ক্রয় করতে চান তাহলে কোন কোম্পানির এয়ার কুলার  ক্রয় করবেন? আপনাদের এই প্রশ্নটি সহজ করার জন্য আমার নিম্নে উত্তরটি উল্লেখ করেছি। অসংখ্য কোম্পানি এবং অসংখ্য মডেলের মধ্যে যেসব কোম্পানির এয়ার কুলার গুলো ভালো এবং  ব্যবহারে সুনাম  অর্জন করেছে তা হচ্ছে গ্রি, ভিশন, ওয়ালটন, ভিগো, মিয়াকো, নোভা ইত্যাদি।

এয়ার কুলার ফ্যানের দাম কত

নিজের ঘরকে অতিরিক্ত গরম থেকে বাঁচাতে এবং নিজেকে ঠান্ডা রাখতে এয়ারকুলারের ব্যবহার বর্তমানে বেশ জাঁকজমক। এই এয়ারকুলার গুলো দামি কম হওয়ায় বাংলাদেশের প্রায় সকল বাসা বাড়িতে এই এয়ারকুলার ব্যবহার করতে দেখা যায়। এ থেকেও বেশি উল্লেখযোগ্য এয়ার কুলার ফ্যান। এখন আপনি যদি এয়ার কুলার ফ্যানের দাম জানতে চান তাহলে এখান থেকে জানতে পারবেন। অর্থাৎ বর্তমান বাজারে এই এয়ারকুলার ফ্যানের  দাম ২ হাজার টাকা থেকে প্রায় ৫০ হাজার টাকায় পেয়ে যাবেন। আর এসব এয়ার কুলার ফ্যানের দাম বিভিন্ন হওয়ার কারণ হচ্ছে এর বৈশিষ্ট্য এবং গুণগত মান।

ওয়াল্টন এয়ারকুলার এর দাম কত

বাংলাদেশের সকল মানুষের কাছে ওয়ালটন অনেক পরিচিত একটি ব্র্যান্ড। এ কোম্পানিকে ব্র্যান্ড হিসেবে বলা চলে। এ কোম্পানি বাংলাদেশের মানুষের কাছে অনেক জনপ্রিয় একটি কোম্পানি।  বাংলাদেশের সকল মানুষকে অনেক ভালো ভালো পণ্য উৎপাদন করে সেবা প্রদান করছেন। তবে এর মধ্যে ওয়ালটন এয়ার কুলার অন্যতম।

 বাংলাদেশের বাজারে ওয়ালটন এয়ার কুলার ও পাওয়া যাচ্ছে।  তবে নামগুলো ছোট থেকে অনেক বড় হয়ে থাকে। এখন আপনার চাহিদা অনুযায়ী আপনি যে কোন বাজেটের এই ওয়ালটন এয়ার কুলার ক্রয় করতে পারেন। যেমন ধরুন ওয়ালটন এয়ারকুলার দাম ৬০০০ টাকা থেকে ২০ হাজার টাকা হয়।

  • যেমন এই মডেলের (WEA -B168M) ওয়ালটন এয়ার কুলারের দাম এত টাকা ৬৫০০ টাকা।
  • WEA-J120C 13000 এই মডেলের ওয়ালটন এয়ার কুলারের দাম ১৩ হাজার টাকা।
  • WEA-V28R  7850 এই মডেলের ওয়ালটন এয়ার কুলারের দাম ৭৮৫০ টাকা।
  • WEA-B128R 9850 এই মডেলের ওয়ালটন এয়ার কুলারের দাম  ৯৮৫০ হাজার টাকা।
  • WEA-W18R 14000 এই মডেলের ওয়ালটন এয়ার কুলারের দাম ১৪ হাজার টাকা।

সিঙ্গার এয়ারকুলার এর দাম কত

অন্যান্য কোম্পানির মধ্যে সিঙ্গার কোম্পানি অন্যতম।  আপনি বাংলাদেশের বাজারে বিভিন্ন কোম্পানির এয়ারকুলারের পাশাপাশি সিঙ্গার কোম্পানির এয়ারকুলার পেয়ে যাবেন।  তবে এই  সিঙ্গার এয়ার কুলার দাম মোটামুটি ভাবে অন্যান্য এয়ার কুলারের থেকে একটু আলাদা। সিঙ্গার এয়ার কুলার করতে চান তাহলে সর্বনিমেষ ৭০০০ টাকা দিয়ে একটি  সিঙ্গার এয়ার কুলার কিনতে পারবেন।  নিম্নে মডেলসহ কয়েকটি সিঙ্গার এয়ার কুলারের দাম উল্লেখ করা হলোঃ

  • বাংলাদেশের উৎপাদিত বিভিন্ন সিঙ্গার এয়ার কুলার মডেলের মধ্যে VC-1824 মডেলটির দাম ৭৩০০ টাকা।
  • এছাড়াও এই Frosty Air Cooler 20 litre মডেলটির দাম ১৫৩০০ টাকা।
  • 20H 20 Ltr মডেলটির দাম ১৩৭০০ টাকা।
  • বর্তমান বাজারে  Air Cooler 7 litre মডেলটির দাম ৮৬০০ টাকা।
  • 10H 10 Ltr মডেলটির দাম ১১০০০ টাকা।

ভিশন এয়ারকুলার এর দাম কত

যারা ভিশন কোম্পানির এয়ার কুলার কিনতে চাচ্ছেন তারা আমাদের এখান থেকে ভিশন এয়ার কুলারের দাম জেনে নিন। অর্থাৎ আজকের বর্তমান বাজার ২০২৪ অনুযায়ী ভিশন এয়ারকুলার দাম সর্বনিম্ন ৮ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত।  এছাড়াও এ ভিশন এয়ার কুলারের এবং বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে দামের ভিন্নতা আসতে পারে। যেমন

  • Vision Air Cooler-20H (20ltr) মডেলটির দাম ১২২২৫ টাকা
  • এছাড়াও Vision Evaporative Air Cooler-35V (SLIM) মডেলটির দাম ১০৬২৫ টাকা
  • Vision Evaporative Air Cooler-30M (Icr Berg) মডেলটির দাম ১০৬২৫ টাকা।
  • Vision Evaporative Air Cooler-50M (Icr Berg) মডেলটির দাম ১১০৫০ টাকা।

মিনি এয়ার কুলার প্রাইস ইন বাংলাদেশ

আপনি বাংলাদেশের যে কোন বাজারে গেলে এসব এয়ারকুলার ক্রয় করতে পারবেন। বিশেষ করে আপনি চাইলে বাংলাদেশের অনলাইন প্লাটফর্ম ব্যবহার করেও এসব এয়ার কুলার ক্রয় করতে পারবেন। যেমন এইসব এয়ার কুলার গুলো বাংলাদেশের ভুল পরিচিত একটি অনলাইন প্লাটফর্ম হচ্ছে দারাজ।  এখানে আপনি অনুসন্ধান করলে মিনি এয়ার কুলার গুলো পেয়ে যাবেন। এছাড়া এখান থেকে আপনার অনুসন্ধান করা দামের ব্যাপারে জানতে পারবেন।

তবে এসব মিনি এয়ার কুলারের দাম অন্যান্য এয়ারকুলার থেকে অনেকটা কম। তবে যদি সব থেকে কম টাকা দিয়ে মিনি এয়ার কুলার কিনতে চান তাহলে নরমাল মিনি এয়ার কুলার গুলো ৯০০ থেকে ১৫০০ টাকা দিয়ে কিনতে পারবেন।  এছাড়া নরমালের মধ্যে একটু ভালো মানের প্রায় দুই থেকে চার হাজার টাকা দিয়ে একটি মিনিট এয়ার কুলার কিনতে পারবেন।

এয়ারকুলার এর সুবিধা অসুবিধা

সব কিছুরই সুবিধা এবং অসুবিধা রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ সুবিধার কথা চিন্তা করেই সকল  পণ্য ক্রয় করে থাকেন। তবে এয়ার কুলারের বিভিন্ন সুবিধা এবং অসুবিধা রয়েছে।  যেসব সুবিধা গুলো আপনি এয়ার কুলার থেকে পাবেন তা হচ্ছেঃ

  • এয়ার কন্ডিশনারগুলির তুলনায় অনেক কম ব্যয়বহুল
  • কোন রকম ইনস্টলেশন ঝামেলা নেই
  • বাড়ির মধ্যে কম জায়গা দখল করে থাকে
  • এয়ার কুলার এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে সরানো যায়
  • ভাড়া দিয়ে আয়ের রাস্তা খুলতে পারেন।

এছাড়াও এই এয়ারকুলারের যেসব অসুবিধাগুলো রয়েছে তা হচ্ছেঃ

  • আর্দ্র অবস্থায় কাজ করতে ব্যর্থ হয়
  • দুর্বল ভেন্টিলেশনে কাজ করতে ব্যর্থ হয়
  • এয়ার কন্ডিশনার এর মত শক্তিশালী নয়
  • হাঁপানি রোগীদের জন্য উপযুক্ত নয়
  • প্রতিদিন জল পরিবর্তন করতে হয়

শেষ কথা

বর্তমানে এয়ার কুলার অনেক ব্যবহৃত একটি পণ্য। তাই অনেকে এর সঠিক মূল্য জানতে অনলাইনে এসে অনুসন্ধান করে থাকেন। ঠিক তাদের জন্য ইতিমধ্যে আমরা এয়ার কুলার এর দাম কত ২০২৪ বিস্তারিত উপরে উল্লেখ করেছি। যারা ইতিমধ্যে এ পোস্ট সম্পূর্ণ করে নিয়েছেন আশা করছি তারা এখান থেকে সকল এয়ার কুলারের দাম জানতে পেরেছেন। যদি এই পোস্ট পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ

About Foysal Ahmed

আমি মোঃ ফয়সাল আহমেদ। দীর্ঘদিন যাবত আমি অনলাইন কাজের সাথে জড়িত। আজকের দাম কত সাইটে আমি আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যের দাম নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আমাদের সাইট থেকে প্রায় সকল ধরনের জিনিসের দাম সম্পর্কে অবগত হতে পারবেন।

View all posts by Foysal Ahmed →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *