প্রচুর পরিমাণ লোডশেডিং এর কারণে স্বাভাবিকভাবে জীবন যাপন করা অনেকটাই কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে। দিনে এবং রাতে উভয় সময়েই বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। প্রচন্ড তাপদাহ ও গরমে সকলেরই অনেক খারাপ অবস্থা। এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য অনেকেই ওয়ালটন চার্জার ফ্যান খুঁজে থাকে। বিদ্যুৎ না থাকলেও যেন কিছু সময় অন্তত তারা ফ্যানের শীতল হওয়া উপভোগ করতে পারে এজন্য ওয়ালটন চার্জার ফ্যান খুঁজে বেড়ায়।
বর্তমান বাজারে ওয়ালটন এর বেশ কয়েক মডেলের চার্জার ফ্যান পাওয়া যায়। ইন্টারনেটে অনেকেই ওয়ালটন চার্জার ফ্যানের দাম কত তা খুজে থাকেন। আজকের এই পোস্টে আমি আপনার সাথে বর্তমান বাজারে পাওয়া যায় এরকম কিছু ওয়ালটন চার্জার ফ্যানের মডেল সহ দাম তুলে ধরব। সুতরাং এই গরমে অতিষ্ঠ না হয়ে আপনি যদি একটি চার্জার ফ্যান খুঁজে দেখেন তাহলে এই পোস্টটি আপনার জন্য উপকারী।
ওয়ালটন চার্জার ফ্যানের দাম কত ২০২৪
পণ্যের গুণগতমান এবং ব্যাকআপের উপর ভিত্তি করে ওয়ালটনের বেশ কয়েক ধরনের চার্জার ফ্যান বাজার রয়েছে। আপনি চাইলে ওয়ালটনের যেকোন শোরুম থেকে অথবা আপনার নিকটস্থ যেকোন ইলেকট্রিক দোকান থেকে এই ফ্যানগুলো ক্রয় করতে পারবেন। বর্তমান বাজারে ৪০০০ টাকা থেকে শুরু করে ৬৫০০ টাকা পর্যন্ত walton এর চার্জার ফ্যান ক্রয় করতে পারবেন। যেহেতু ওয়ালটন আমাদের দেশেও একটি কোম্পানি এর জন্য সকলেই দেশীয় পণ্য ব্যবহার করতে চায়।
আপনার বাজেট অনুযায়ী বাজার থেকে ওয়ালটনের ফ্যানগুলো ক্রয় করতে পারেন। কিন্তু আপনি কি জানেন কোন মডেলের ওয়ালটন চার্জার ফ্যানের দাম কত টাকা? আপনি যদি এখনো এই চার্জার ফ্যানগুলোর দাম না জেনে থাকেন তাহলে নিচের দেওয়া টেবিল থেকে তা খুব সহজেই জেনে নিতে পারবেন। আপনাদের বুঝার সুবিধার্থে নিচের একটি টেবিলের মাধ্যমে মডেল ওয়াইজ পণ্যগুলোর দাম উল্লেখ করে দিয়েছি। আপনার নিকটস্থ যেকোনো ওয়ালটনের শোরুমে এই পণ্য গুলো সহজেই খুঁজে পাবেন বা কিনতে পারবেন।
মডেল | দাম |
WRTF12A | 3,990 টাকা |
WRTF14A | 4,390 টাকা |
W17OA-EM-MS | 5,700 টাকা |
W17OA-MS | 6,100 টাকা |
W17OA-AS | 6,490 টাকা |
বি.দ্র: দামের কিছুটা তারতম্য হতে পারে। বর্তমান সময়ে সব পণ্যের দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাই উপরে উল্লেখিত মডেলের চার্জার ফ্যানগুলোর দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আরও দেখুনঃ ভিশন চার্জার ফ্যান এর দাম কত
ওয়ালটন চার্জার ফ্যান বাংলাদেশ প্রাইস কত?
বর্তমানে বাংলাদেশের সকল প্রকার ইলেকট্রিকবাদের দাম অধিকাংশই বৃদ্ধি পেয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা লোডশেডিং এর মাত্রা বেড়ে গেলেই বিভিন্ন চার্জার ফ্যানের দাম বাড়িয়ে দেয়। এজন্য সর্বদা চেষ্টা করবেন ওয়ালটনের নিজস্ব শোরুম থেকে এ ফ্যানগুলো ক্রয় করার জন্য। আমাদের মাঝে অনেকেই যারা ওয়ালটন চার্জার ফ্যান বাংলাদেশ প্রাইস কত টাকা তা খুঁজে বেড়ায়। তাদের জন্য আমি আজকের এই পোষ্টের মাধ্যমে ওয়ালটন চার্জার ফ্যানের দাম কত টাকা তা শেয়ার করেছি।
ওপরে উল্লেখিত টেবিলে দেখানো হয়েছে ওয়ালটনের বিভিন্ন মডেল অনুযায়ী ফ্যানের দাম গুলো। প্রতিটি ফ্যানের মূল্য আলাদা আলাদা হওয়ার কারণ হচ্ছে এর ক্যাপাসিটি এবং অন্যের গুণগত মানের উপর। আপনি যদি বেশিক্ষণ ব্যাকআপ দেবে এরকম একটি ওয়ালটন চার্জার ফ্যান ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওয়ালটনের সর্বোচ্চ যে দামি ফ্যানটি রয়েছে তা ক্রয় করতে হবে।
সর্বশেষ কথা
এই দাবদহ এবং অতিরিক্ত গরমে শিশুরা সহ বড়দের সকলেরই অনেক ধরনের অসুবিধা হচ্ছে। এই অসুবিধা থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য আপনি বাজার থেকে ওয়ালটনের একটি চার্জার ফ্যান ক্রয় করতে পারেন। আজকের এই পোস্টে আমি আপনার সাথে ওয়ালটন চার্জার ফ্যানের দাম কত তা জানানোর চেষ্টা করেছিলাম। আশা করি ইতিমধ্যে আপনি বর্তমান বাজারে ওয়ালটনের সকল চার্জার রয়েছে তার মডেল গুলো এবং দাম জেনে নিতে পেরেছেন।
আরও দেখুনঃ
আমার একটি দুটি পিস লাগবে
দেশের বাড়ি বি বাড়িয়া সদরে গ্রাম দরকার
আমি থাকি সৌদি আরব
কিভাবে পাইমু কিভাবে আপনার আমাকে দিবেন
চার্জ হতে কতো সময় লাগে আর কতোক্ষন চলবে?
model. W170A
গত রোজায় আমি একটা ওয়ালটন ফ্যান ক্রয় করেছিলাম এবং ভালো চলছে। আট ঘন্টা চার্জ দিলে প্রায় পাঁচ ঘন্টা চলে। আপনিও কিনতে পারেন। ওয়ালটন দেশীয় পণ্য।