বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য কোম্পানি কর্তৃক এক ঘোড়া দুই ঘোড়া বা এর চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন সাবমারসিবল পাম্প তৈরি করে। থাকে বর্তমানে আরএফএল এসিআই সাজি কোম্পানির সাবমারসিবল পামগুলো বেশ জনপ্রিয়। তবে বিভিন্ন কোম্পানির সাবমারসিবল পাম্পের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে। আনুমানিকভাবে হিসাব করলে এ সকল এক ঘোড়া সাবমারসিবল পাম্পের দাম ১৫০০০ টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে।
তবে অবশ্যই বিশ্বস্ত কোন ইলেকট্রনিক এর দোকান থেকে অথবা কোম্পানির নির্দিষ্ট শোরুম থেকে এ সকল সাবমারসিবল পাম্প ক্রয় করা উচিত। প্রতিটি পাম্পের সাথে এক বছর বা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে। সুতরাং সাবমারসিবল পাম্প ক্রয়ের সময় অবশ্যই ওয়ারেন্টি কার্ডটি সংগ্রহ করে নেন।
সাবমারসিবল পাম্প এর দাম কত
এই সাবমারসিবল পাম্পকে পানির নিচের পাম্প ও বলা হয়ে থাকে। এছাড়াও একটি সাবমার্সিবল পাম্প যার সাহায্যে মাটির গভীরতম জায়গা থেকে খুব সহজেই পানি তুলতে সক্ষম। আর এ সাবমারসিবল পাম্প দিয়ে পানিকে অনেক উচ্চতায় পর্যন্ত তোলা সম্ভব। এখন আপনি যদি এই পাম্পকে আপনার বাসা বাড়িতে ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই এটি ক্রয় করতে হবে।
তবে ক্রয় করা পূর্বে প্রত্যেক ব্যক্তির উচিত এই সাবমারসিবল পাম্প এর দাম সম্পর্কে জেনে নেয়া উচিৎ। আপনার নিকটস্থ যে কোন ইলেকট্রনিক্স এর দোকান থেকে ১৫ হাজার টাকার আশেপাশে খরচ করলেই সাবমারসিবল পামগুলো ক্রয় করতে পারবেন।
আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম কত ২০২৪
বাংলাদেশের অনেক পরিচিত একটি কোম্পানি হচ্ছে আর এফ এল। এর বিভিন্ন আসবাবপত্র ও ব্যবহারিক জিনিসপত্র এই আরএফএল কোম্পানি উৎপাদন এবং তৈরি করে থাকেন। তবে এ ক্ষেত্রে আর এফ এল সাবমারসিবল পাম্প তৈরি করতে সক্ষম। এছাড়াও এই আরএফএল সাবমারসিবল পাম্প অনেকটা ভালো মানে হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে কত টাকায় এই সাবমারসিবল পাম্পগুলো পাওয়া যায়। তবে এই আরএফএল সাবমারসিবল পাম্পের দাম সর্বনিম্ন ৩০০০ টাকা হয় এবং সর্বোচ্চ প্রায় ৯-১০ হাজার টাকা হয়। যেমনঃ
- মডেল RFL ওয়াটার পাম্প সেন্ট্রিফিউগাল WP- 1 ″ X1 ″- 1HP( XPART 10M)
- কোড 801214
- মূল্য 9075 টাকা
- পাওয়ার( HP)1.0 হর্স পাওয়ার
- শক্তি( কিলোওয়াট)0.75 কিলোওয়াট
- ভোল্টেজ 220 ভোল্ট( একক ফেজ)
আপনার প্রত্যেক আরএফএল সাবমারসিবল পাম্পগুলো আলাদা বৈশিষ্ট্য বহন করে। এবং আলাদা মডেল উৎপন্ন করে। এর জন্য এই সাবমারসিবল পাম্প গুলোর দাম ভিন্ন হয়ে থাকে। তাই নিকটস্থ দোকানে গিয়ে স্বচক্ষে সাবমারসিবল পাম্প গুলো দেখে এখান থেকে দাম জেনে নিয়ে ক্রয় করুন।
১ ঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম কত
এই সাবমারসিবল পামগুলোর বিভিন্ন প্রকারভেদ হয়ে থাকে। যেমন এই সাবমারসিবল পাম্পগুলোর হর্স পাওয়ার বা ইঞ্জিনের শক্তির পার্থক্য হয়ে থাকে। অর্থাৎ এই সাবমারসিবল পাম্পগুলোর ক্ষমতার পার্থক্য হয়ে থাকে। তেমনি এ পাম্পগুলোর পার্থক্যের মধ্যে আপনি এক ঘোড়া পাম্প ক্রয় করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এক হর্স পাওয়ার এর সাবমারসিবল পাম্প ক্রয় করতে চান তাহলে প্রায় 8 থেকে 10 হাজার টাকা আপনাকে খরচ করতে হবে। অতএব একটি মডেল দামসহ উল্লেখ করা হলোঃ
- মডেল RFL ওয়াটার পাম্প সেন্ট্রিফিউগাল WP- 1 ″ X1 ″- 1HP( RAC 158)
- কোড ৮৫০০৫
- এই পাম্পের মূল্য ৯৭০০ টাকা
- এর ব্র্যান্ড আরএফএল
- পাওয়ার( HP)1.0 হর্স পাওয়ার
- শক্তি( কিলোওয়াট)0.75 কিলোওয়াট
- ভোল্টেজ 220 ভোল্ট( একক ফেজ)
এছাড়াও আপনি আরএফএল সাবমারসিবল পাম্পগুলোর মধ্যে এই ১ হর্স পাওয়ার এর বিভিন্ন পাম্প ক্রয় করতে পারবেন। এছাড়াও কিছু মডেল রয়েছে আর এফ এল সাবমারসিবল পাম্পের। যেগুলোর মূল্য প্রায় ১১ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। তবে এই rfl পাম্পগুলোর দাম ৩ থেকে ৫ হাজার টাকা হয়।
গাজী সাবমারসিবল পাম্প এর দাম কত
গাজী অনেক পরিচিত একটি নাম এবং জনপ্রিয় একটি কোম্পানি। গাজী কোম্পানির ভালো মানের পণ্য হিসেবে বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি পরিচিত এবং জনপ্রিয়। এখন আপনি যদি সাবমারসিবল ওয়াটার পাম্প ক্রয় করতে চান।
অতএব গাজী সাবসিবল পাম্প গুলো আপনি সর্বনিম্ন ৭ হাজার টাকায় ক্রয় করতে পারবেন। এই ৭ হাজার টাকার একটি গাজী সাবমারসিবল পাম্পের মডেল হচ্ছে 3SDM-3.5-6। এই মডেলের পাম্পের হর্সপাওয়ার ০.৩৩। এছাড়াও বিভিন্ন মডেলের এবং আলাদা বৈশিষ্ট্যের অনেকগুলো গাজী সাবমারসিবল ওয়াটার পাম্প ক্রয় করতে পারবেন। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গাজী সাবমারসিবল পাম্প এর দাম এবং মডেল উল্লেখ করা হলোঃ
- 3SDM-3.5-9 এই মডেলের গাজী সাবমারসিবল পাম্পের বর্তমান দাম ৮৫০০ টাকা।
- 3SDM-3.5-16 এই মডেলের দাম ১০ হাজার ৯০০ টাকা।
- আবার 4SDM-612 এই মডেলের সাবমারসিবল পাম্প এর দাম ১৩২০০ টাকা।
- SDM-10-10 এই মডেলের সাবমারসিবল পাম্প এর দাম ১৪০০০ টাকা।
এসিআই সাবমারসিবল ওয়াটার পাম্পের দাম
এসিআই হচ্ছে বাংলাদেশের একটি মোটর কোম্পানি। আপনি বাংলাদেশে এই এসিআই কোম্পানির বিভিন্ন পণ্য পেয়ে যাবেন। এর মধ্যে অন্যতম হচ্ছে সাবমারসিবল ওয়াটার পাম্প গুলো। এখন আপনি যদি এই এসিআই কোম্পানির সাবমারসিবল পাম্প ক্রয় করতে চান তাহলে এর মূল্য পড়বে সর্বনিম্ন ৯-১০ হাজার টাকা। আর সর্বোচ্চ এ পাম্পগুলোর উৎপাদন ক্ষমতা এবং বৈশিষ্ট্যের অনুযায়ী দাম হয় প্রায় ৫০-৬০ হাজার টাকা। নিম্নে কিছু এসিআই সাবমারসিবল ওয়াটার পাম্প এর মডেল এবং দাম উল্লেখ করা হলোঃ
- ACI-4Sm-0.5-6/5 এই মডেলের 0.5 হর্স পাওয়ার এর দাম ৯৮০০ টাকা।
- ACI-3Sm-1.0-3/21 এই মডেলের (S) হর্স পাওয়ার এর দাম ১০৮৫০ টাকা
- ACI-4Sm-2.0-16/6) এই মডেলের 2 হর্স পাওয়ার এর দাম ১৬০০ টাকা।
- ACI-6Sm-3.0-25/2 এই মডেলের 3 হর্স পাওয়ার এর দাম ২৬৪০০ টাকা
- ACI6-500B-502-SP এই মডেলের 5.5 হর্স পাওয়ার এর দাম ৬০৫০০ টাকা।
সাবমারসিবল পাম্প কোনটা ভালো
এই সাবমারসিবল পাম্পগুলোর আলাদা বৈশিষ্ট্যের কারণে এর কার্যের বিভিন্ন পার্থক্য হয়ে থাকে। বাংলাদেশে অনেক বেশি ব্যবহৃত আর এফ এল সাবমারসিবল পাম্প আপনি চাইলে অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। তবে এর মধ্যে কোন সাবমার্সিবল পাম্প সব থেকে ভালো তাই এখানে আপনাদের জানাবো। অর্থাৎ প্রায় সবগুলো সাবমারসিবল পাম্প অনেক বেশি ভালো হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য মডেল গুলো হচ্ছে
- 100QRm3/ 08- A
- XPART সাবমারসিবল পাম্প 75XPTm2
- 75QRm4/ 09A
- WP- 1 ″ X1 ″- 1HP( XPART 10M
বাংলাদেশের সেরা সাবমারসিবল পাম্প কোনটি
আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশে উৎপাদিত সাবমারসিবল পাম্পগুলোর বিভিন্ন কোম্পানি অবস্থিত রয়েছে। তবে এর মধ্যে উল্লেখযোগ্য আরএফএল,গাজী,এসিআই ইত্যাদি অনেক বেশি পরিচিত। তবে আপনি যদি বাংলাদেশের সেরা সাবমারসিবল পাম্প ক্রয় করতে চান। তাহলে আপনাকে আমি সাজেস্ট করব আরএফএল অথবা গাজী সাবমারসিবল পাম্প ব্যবহার করুন।
অর্থাৎ বাংলাদেশের সেরা সাবমারসিবল পাম্পের মধ্যে আরএফএল সাবমারসিবল পাম্প গুলো অনেক বেশি ভালো। আপনি অনায়াসে এ কোম্পানির সাবমারসিবল পাম্পগুলো অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
শেষ কথা
বর্তমানে প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবনধারা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আগে সাধারণত জেট পাম্প ব্যবহার করে ভূগর্ভস্থ হবে পানি উত্তোলন করা হতো। তবে এটি বিদ্যুৎ সাশ্রয়ী হতো না। কারণ ভূগর্ভস্থ হতে পানি উত্তোলন করতে হলে বেশ সময় লেগে যেত। কিন্তু বর্তমানে সাবমারসিবল পাম্প এর কল্যানে বেশ উচ্চ গতিতে পানি উত্তোলন করা যায়। তাই অবশ্যই বাজার থেকে ভালো মানের একটি সাবমারসিবল পাম করবেন।