সোলার প্যানেল এমন একটি ইলেকট্রনিক ডিভাইস, যার কাজ হচ্ছে সূর্যের আলোকে সরাসরি গ্রহণ করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। সরাসরি সূর্যের আলোকে গ্রহণ করতে ফোটোভোলটাইক সৌর প্যানেল ব্যবহার করা হয়। আর এটি শক্তির উৎস হিসেবে সূর্যের আলোকে শোষণ করে, তারপর সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়।
আজকে আপনাদের জানাবো, ১০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত। এই সোলার প্যানেল উৎপন্ন হওয়ার পর থেকে উৎপাদিত বিদ্যুতের খরচ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। এই সোলার প্যানেল ব্যবহার করলে দেশে বিদ্যুৎ খরচ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত বিদ্যুতের খরচ ও অনেক বেশি কমিয়ে আনা যাবে।
১০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
বাংলাদেশের বিভিন্ন ওয়াটের সোলার প্যানেল পাওয়া যায়। প্রতি ওয়াট সোলার ৩০ থেকে ৭০ টাকায় বিক্রি করা হয়। এরমধ্যে জার্মান সোলার প্যানেল সবথেকে ভালো, কিন্তু বাংলাদেশের সোলার প্যানেলের গুলোও অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। বাংলাদেশের এসব প্যানেলগুলোর দাম ৫০ থেকে ৭৫ টাকার মধ্যে হয়ে থাকে।
এই প্যানেলগুলো ওয়ারেন্টি ২০ থেকে ২৫ বছর পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে এসি সোলার প্যানেল এবং ডিসি সোলার প্যানেল, এই দুই ধরনের প্যানেল পাওয়া যায়। সৌর বিদ্যুৎ ১২v ও ২৪v দুই সিষ্টেমে ব্যাবহার করা যায়। তবে সব থেকে ১২ ভোল্ট বেশি ব্যবহার করা হয়। আপনি যদি ১০০ ওয়াট এর একটি সোলার প্যানেল ক্রয় করতে চান তাহলে ছোট একটি বা দুইটি ফ্যান ব্যবহার করতে পারবেন। কোম্পানির ভেদে ১০০ ওয়াট এর দাম পড়বে ৩ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত।
সৌর বিদ্যুতের দাম কত
বিদ্যুৎ উৎপাদনের অন্যতম একটি উৎস হচ্ছে সূর্যের আলো। এসবের আলো থেকে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আর এই সোলার প্যানেলগুলো পুরো বিশ্বের ব্যবহার হচ্ছে। এটি বিদ্যুৎ উৎপাদনে তুলনামূলক অনেক বেশি সাশ্রয়ী। এবং অনেকেই এ পোলার প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে নিজ বাড়িতেই। আপনাদের জানাবো সৌর বিদ্যুতের দাম কত হতে পারে।
পাশাপাশি জানাবো বিভিন্ন মানের সোলার প্যানেলের দাম। বাসা বাড়িতে ব্যবহারের জন্য ও বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য দুই ধরনের সোলার বাংলাদেশে পাওয়া যায়। সৌর বিদ্যুৎ সাধারণত প্রতি ওয়াট হিসাব করে বিক্রি করা হয়। যার দাম ৩০ টাকা থেকে শুরু হয়ে থাকে এবং সর্বোচ্চ 70 টাকা পর্যন্ত হতে পারে।
সৌর বিদ্যুৎ প্যানেল এর দাম
বাংলাদেশের বাজারে আপনার চাহিদা অনুযায়ী সোলার প্যানেল কিনতে পারবেন। ২০০০ টাকা দিয়ে কি সোলার প্যানেল কিনতে পারবেন। আবার চাইলে আপনি লাখ টাকা দিয়েও এ সোলার প্যানেল কিনতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন ওয়াটের সোলার প্যানেল পাওয়া যায়। বাংলাদেশের প্রতি ওয়াট সোলার প্যানেলের দাম ৩০ থেকে ৭৫ টাকা। তবে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি রয়েছে। মানের ভিত্তিতে প্রতি ওয়াট সোলার প্যানেলের দাম কম বা বেশি হতে পারে।
যদি ৭৫ টাকা হিসেবে প্রতি ওয়াট ধরা হয়, তাহলে ১০০ ওয়াট সোলার প্যানেলের প্রায় ৭৫০০ টাকার মতো হয়ে থাকে। তবে বাজারে আপনি এর থেকেও কমে কিনতে পারবেন। আবার এই দাম থেকে বেশি দাম দিয়েও কিনতে পারবেন। তবে চেষ্টা করবেন বেশি দাম দিয়ে একটু ভালো মানের সোলার প্যানেল কিনতে। যাতে করে ভোল্টেজ পরিমাণ মতো থাকে বা থাকতে পারে।
রহিম আফরোজ সোলার প্যানেলের দাম
রহিম আফরোজ বাংলাদেশের একটি কোম্পানি। আর এ কোম্পানি বিভিন্ন যন্ত্র সামগ্রী, ইলেকট্রিক্যাল যন্ত্র ,পাওয়ার এনার্জি,গাড়ির টায়ার ব্যাটারি সোলার প্যানেল ইত্যাদি নিয়ে ব্যবসা করে থাকে। আফরোজ ইন সোলার প্যানেল গুলোর দাম বাকি সোলার প্যানেলগুলোর মধ্যে পড়বে । রহিম আফরোজ ১০০ ওয়াট সোলার এর দাম প্রায় 7000 টাকার মত।
১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
সোলার প্যানেল ব্যবহারের অনেক সুবিধা বা অসুবিধা রয়েছে। তবে অসুবিধা থেকে সুবিধাই অনেক বেশি পাওয়া যায়। বিশেষ করে ১০০০ ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করে আপনি অনেক বেশি সুবিধা পাবেন। ছোট বড় যেকোনো কাজে এই সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।
ফ্যান, লাইট, টিভি, রেফ্রিজারেটর ইত্যাদি ব্যবহার করতে পারবেন খুব সহজেই। কেননা সোলার প্যানেল যত ওয়াট বেশি হবে কিন্তু বিদ্যুৎ উৎপাদন তত বেশি হবে। এবং এর চার্জ ধরে রাখার জন্য প্রায় ৪০০-৫০০ এম্পিয়ারের ব্যাটারি প্রয়োজন হবে। বাংলাদেশী ওয়াট মূল্যে ১০০০ ওয়াটের সোলার প্যানেলের ক্রয় মূল্য পড়বে প্রায় ৩০ হাজার থেকে ৭৫ হাজার টাকা।
ছোট সোলার প্যানেলের দাম কত ২০২৪
ছোট সোলার প্যানেল বলতে ১০ ওয়াট, ২০ ওয়াট, ৫০ ওয়াট এগুলোকে ধরা হয়েছে। এগুলো তুলনামূলকভাবে অনেক ছোট সোলার প্যানেল। যেমন ধরেন যে ২০ ওয়াট সোলার প্যানেল দিয়ে আপনার বাসা বাড়ির ছোট লাইট গুলো জালাতে পারবেন। প্রয়োজনের সম্প্রসারণ করতে পারবেন ইচ্ছামত। সহজে যে কোন জায়গায় স্থাপন করতে পারবে। এই ছোট সোলার প্যানেল গুলোর দাম তুলনামূলকভাবে ১০০০ টাকা থেকে শুরু করে প্রায় ৭০০০ টাকার মধ্যে পাওয়া যায়। তাই আপনি আপনার চাহিদা অনুযায়ী যেকোনো ওয়াটের সোলার প্যানেল ক্রয় করতে পারেন।
শেষ কথা
বর্তমান সময়ের সবকিছুর দাম বেশি। তাই সোলার প্যানেল কেনার সময় একটু ভালো করে দেখে যাচাই বাছাই করে নিবেন। তাহলেই ভালো সোলার প্যানেল কিনতে পারবেন। আর আজকের এই পোষ্টে তুলে ধরা হয়েছে ১০০ ওয়াট সোলার প্যানেলের দাম । পাশাপাশি বিভিন্ন ওয়াটের সোলার প্যানেলের মূল্য তুলে ধরা হয়েছে। যদি উপরোক্ত তথ্যে কোন ভুল হয়ে থাকে তাহলে দয়া করে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ