সাইন্টিফিক ক্যালকুলেটর বলতে বোঝায় বৈজ্ঞানিক ক্যালকুলেটর। মূলত জটিল হিসাব নিকাশ সমাধান করার জন্য এই সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা হয়। অর্থাৎ ক্যালকুলেটর বলতেই গণনাকারী যন্ত্রকে বোঝানো হয়। এই সাইন্টিফিক ক্যালকুলেটরকে মূলত গণিত, বিজ্ঞান প্রকৌশল সমস্যাগুলোকে সমাধান করার জন্য ডিজাইন করা হয়েছে। উচ্চশিক্ষার মতো কয়েকটি ক্ষেত্রে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার হয়।
এখন সর্বত্র সব জায়গায় সব ধরনের লোক সকল গাণিতিক ও জটিল হিসাব নিকাশ করার জন্য এই সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করছে। তাই যারা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করছেন বা ব্যবহার করতে চাচ্ছেন তাদের এই ক্যালকুলেটর গুলোর দাম সম্পর্কে জেনে রাখা উচিত। অর্থাৎ এই পোস্টের আজকের আলোচনার বিষয় সাইন্টিফিক ক্যালকুলেটর এর দাম কত ২০২৪। সম্পূর্ণ পোস্ট পড়ে জেনে নিন সাইন্টিফিক ক্যালকুলেটর এর দাম কত।
সাইন্টিফিক ক্যালকুলেটর এর দাম কত
এই সাইন্টিফিক ক্যালকুলেটর হিসাব নিকাশের জন্য এখন প্রায় সবাই ব্যবহার করে থাকে। শিক্ষার্থীদের কাছে এর ব্যবহার অনেক বেশি সহজ এবং সুবিধা জনক। লেখাপড়া সহজ করতে বা গাণিতিক ক্যালকুলেশন সহজ করতে এই সাইন্টিফিক ক্যালকুলেটর অনেক বেশি সাহায্য করে থাকে। এমনকি পরীক্ষার হলেও এই সাইন্টিফিক ক্যালকুলেটরগুলো অনেক বেশি সাহায্যকারী হয়ে থাকে।
বিশেষ কোনো জটিল সমীকরণ সহজ করতে এই ক্যালকুলেটর অনেকটুকু সময় বাঁচিয়ে দেয় এবং অনেক সাহায্য করে থাকে। যারা সাইন্টিফিক ক্যালকুলেটর দাম জানতে চান জানতে পারবেন। অনেক মডেল এবং কম দাম এবং বেশি দামে পাওয়া যায়। অতএব সাইন্টিফিক ক্যালকুলেটর এর দাম কত জেনে নিন।
কোন মডেলের ক্যালকুলেটর ভালো
বাজারে বিভিন্ন ধরনের ক্যালকুলেটর আপনি পেয়ে যাবেন। সাধারণ ক্যালকুলেটর থেকে শুরু করে ছোট নিম্নমানের ও ভালো মানের ক্যালকুলেটর পেয়ে যাবেন। বর্তমানে বৈজ্ঞানিক বা সাইন্টিফিক ক্যালকুলেটরগুলো অনেক বেশি ভালো এবং জনপ্রিয়। কেননা বর্তমানে সব থেকে বেশি ব্যবহার হচ্ছে এই সাইন্টিফিক ক্যালকুলেটর।
আবার এই সাইন্টিফিক ক্যালকুলেটর গুলোর মধ্যে বিভিন্ন মডেল লক্ষ্য করা যায়। মডেল অনুযায়ী এই সাইন্টিফিক ক্যালকুলেটর গুলোর দামের পার্থক্য হয়ে থাকে ও মানের পার্থক্য হয়ে থাকে। এখান থেকে জেনে নিন কোন মডেলের ক্যালকুলেটর অনেক বেশি ভালো এবং ব্যবহারের সুবিধা পাওয়া যায়।
আপনার বাড়ির পাশের নিকটস্থ দোকানে গেলেই সাইন্টিফিক ক্যালকুলেটর গুলোর মধ্যে আপনি অনেক মডেলের ক্যালকুলেটর পেয়ে যাবেন। তবে আপনার জন্য সাজেস্ট করব casio: fx-991EX মডেলের ক্যালকুলেটর কিনে ফেলুন।
যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন বা বড় বড় গাণিতিক কাজ সমাধান করতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যালকুলেটর অনেক বেশি উপযোগী। এটি একটি নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। আপনি চাইলে casio: fx-991ES plus এই মডেলের ক্যালকুলেটর ও ব্যবহার করতে পারেন। এটিও আপনার জন্য অনেক বেশি উপকারী এবং উপযোগী হবে।
কোন ব্র্যান্ডের ক্যালকুলেটর ভালো
আপনি যদি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র হয়ে থাকেন বা বেশি বেশি গণিত সমাধান করে থাকেন। তাহলে আপনার জন্য বৈজ্ঞানিক ক্যালকুলেটর বা সাইন্টিফিক ক্যালকুলেটর অনেক বেশি প্রয়োজনীয়। বিজ্ঞানের ছোট ছোট হিসাব খুব সহজে করা গেলেও বড় হিসাব নিকাশ আমাদের সমাধান করতে খুব বেশি কষ্ট হয়ে থাকে।
কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর বা বৈজ্ঞানিক ক্যালকুলেটর দিয়ে যে কোন বড় সমস্যা খুব সহজে সমাধান করা যায়। তাই এ সকল সমস্যা খুব সহজে সমাধান করার জন্য ভালো ব্র্যান্ডের ক্যালকুলেটর নির্বাচন করা অনেক বেশি জরুরী। আপনাকে সাজেস্ট করব Casio ক্যালকুলেটর কিনে ফেলুন। এটা অনেক জনপ্রিয় এবং ভালো মানের ক্যালকুলেটর।
বাংলাদেশ ও ভারতে Casio ক্যালকুলেটর অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। এবং সব থেকে বেশি ব্যবহার হয়। ছাত্র থেকে শুরু করে শিক্ষকরাও এই ব্র্যান্ডের ক্যালকুলেটর ব্যবহার করে থাকে। আপনি নিঃসন্দেহে এসব ব্র্যান্ডের ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। সর্বনিম্ন ভালো মানের ক্যালকুলেটর ২০০ টাকা থেকে শুরু করে হাজার টাকার উপরে হয়ে থাকে। সঠিক দাম নির্ভর করবে আপনি কোন মডেলের ক্যালকুলেটর কিনতে চাচ্ছেন।
Casio ক্যালকুলেটরের দাম কত ২০২৪
এই Casio ক্যালকুলেটর মডেলের অনুযায়ী দাম নির্ভর করে। আপনি চাইলে ২০০ টাকা দিয়েও একটি Casio ক্যালকুলেটর কিনতে পারবেন। আবার চাইলে আপনি ২০০০ টাকা দিয়েও একটি Casio ক্যালকুলেটর কিনতে পারবেন। যেমন CASIO fx-991cw ClassWiz এই মডেলটির দাম ২৩০০ টাকা।
এটি অনেক ভালো মানের একটি ক্যালকুলেটর আপনি চাইলে এই ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। আবারো বলি নিচ্ছি যদি ক্যালকুলেটর কিনতে চান তাহলে আপনি দোকানে গিয়ে ভালোভাবে দেখে তারপরে কিনে ফেলুন। তবে আমাদের দেওয়া উল্লেখিত মডেল অনুযায়ী আপনারা এই ক্যালকুলেটর কিনতে পারেন।
ছোট ক্যালকুলেটরের দাম কত ২০২৪
কম দামের ক্যালকুলেটর বা ছোট ক্যালকুলেটর বাজারে পাওয়া যায়। তবে বাজারে অল্প দামের ক্যালকুলেটরের চাহিদা একটু বেশি। যেমন লক্ষ্য করা যায় 100MS ক্যালকুলেটরে চাহিদা বেশি। FX-100MS মডেলের সাইন্টিফিক ক্যালকুলেটর কম দামে পাওয়া যায়। এর বাজার মূল্যও সর্বনিম্ন ২৫০ থেকে ৪০০ টাকা।
আবার কিছু ছোট ক্যালকুলেটর আছে যেটা ২০০ টাকা দিয়ে কিনতে পাবেন। হঠাৎ আপনি ছোট এবং কম দামের কিনতে চান তাহলে আপনাকে Fx-Ms ও Fx-ES সিরিজের ক্যালকুলেটরগুলো কিনতে হবে। এই ক্যালকুলেটর গুলোর দাম ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে হয়ে থাকে।
- Xiaomi Lemo Kaco Smart Desktop Electronic Calculator 12-digit LCD Display mart Desktop Calculator. এর দাম ৭৪৯ টাকা।
- KC-888 পকেট ক্যালকুলেটর এর দাম ১৫০ টাকা
- CT-720Li 12-Digits Small Size Calculator For Students এর দাম ২২০ টাকা।
ক্যালকুলেটর এর দাম কত ২০২৪
ইতিমধ্যে ক্যালকুলেটরের দাম কেমন হতে পারে তা আপনাদের ধারণা দেওয়া হয়েছে। এছাড়া কিছু মডেল উল্লেখ করা হয়েছে যেগুলো আপনাদের ব্যবহার উপযোগী। এবং দামে অনেক কম মূল্যে পাবেন। ভালো মানের ক্যালকুলেটর সাধারণত ৫০০ টাকার উপরে হয়ে থাকে। এক্সটা ভালো মানের ক্যালকুলেটর কিন্তু আপনাকে ২০০০ টাকার উপরে খরচ করতে হবে। তাই দোকানে গিয়ে ক্যালকুলেটরের মডেল দেখে কিনে ফেলুন।
- Scientific Calculator (FX-991ES Plus), 417 Functions. ৮২০ টাকা থেকে ১৬০০ টাকা।
- Fx-991ES PLUS 2nd Edition Scientificc Calculators. ৮০০ টাকা থেকে ১১০০ টাকা।
- Scientific Calculator FX-991ES plus. ৭৬৫-৮০০ টাকা।
- Casio FX-991ES PLUS-2 Solar and Battery Powered Scientific Calculator. ২০০০-২১১৯ টাকা।
সাইন্টিফিক ক্যালকুলেটর কোনটা ব্যবহারে ভালো
আপনি যদি একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। কেননা প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারে নিষিদ্ধ রয়েছে। তাই সাইন্টিফিক ক্যালকুলেটর গুলোর মধ্যে নন প্রোগ্রামেবল এবং প্রোগ্রামেবল ক্যালকুলেটর পাওয়া যায়। সাইন্টিফিক নন প্রোগ্রামেবল এবং প্রোগ্রামেবল ক্যালকুলেটর মধ্যে অনেকগুলো মডেল রয়েছে। যেগুলো ব্যবহার অনেক ভালো। সেই মডেল গুলো আপনাদের সুবিধার জন্য প্রকাশ করা হলো।
- fx-991 EX এবং fx-570 EX
- fx-991 ES, fx-570 ES এবং fx-100 ES
- fx-991MS / 570MS / 115MS / 100MS / 95MS / 85MS / 350MS / 82MS
- fx-991ES plus এবং fx-570ES plus
- fx-350ES plus, fx-95ES plus, fx-85ES plus, fx-82ES plus
শেষ কথা
সাইন্টিফিক ক্যালকাটা অনেক বেশি উপকারী। ব্যবহারে অনেক সুবিধা রয়েছে। তাই যারা এই সাইন্টিফিক ক্যালকুলেটর কিনতে আগ্রহী তারা এই পোস্ট থেকে সাইন্টিফিক ক্যালকুলেটর এর দাম কত ২০২৪ জেনে নিন। কেননা বাজারে সব ধরনের ক্যালকুলেটর পাওয়া যায়। তো কম দামের থেকে শুরু করে অনেক বেশি দামের এক ক্যালকুলেটর কিনতে পারবেন।
আর তাছাড়া ভালো মানের ক্যালকুলেটর কিনতে চান বা এসব ক্যালকুলেটরের দাম জানতে চান। তারা এই পোস্ট থেকে সঠিক ধারণা নিতে পারবেন। অতঃপর সম্পূর্ণ পোস্ট পড়ুন এবং এই পোস্ট অন্যদের মাঝে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ