বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্ট এর মতো করে বাড়িতেও হালিম বানানো যায়। বাড়িতে বানানো হালিম খুব স্বাস্থ্য সম্মত হয় এবং খেতেও খুব মজা লাগে। যারা এর আগেও বাড়িতে হালিম বানিয়েছে, তারা আজকের এই উপাদান টি ব্যবহার করে দেখুন। আসল হালিমের স্বাদ পেতে রাধুনি হালিম মসলা ব্যবহার করুন। বাজারে ছোট ছোট প্যাকেটে হালিম তৈরির মসলা বিক্রি করা হয়। খুব কম দামে রাধুনি হালিম মিক্স পাওয়া যাচ্ছে। বর্তমানে এই মসলার দাম কত? ১ হালিম তৈরির ১ প্যাকেট মসলার দাম কত তা জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।
রাধুনি হালিম মিক্স
নাম দেখেই বুঝতে পারছেন এই মসলা তো অনেক ভালো হবে। কারণ এটি বাংলাদেশের রাধুনি কোম্পানি দ্বারা তৈরি। দেশের অঞ্চলে এই কোম্পানি টি রাধুনি হালিম মসলা বিক্রি করে থাকে। সকল হোটেলে হালিম তৈরি করতে এই মসলা ব্যবহার করে। তবে ছোট ছোট হোটেলে কম মানের হালিম মসলা দিয়ে থাকে। রাধুনি হালিম মিক্স মসলা ব্যবহারের কারণে বাড়িতে বানানো হালিমের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনার নিকটস্থ সকল দোকানেই রাধুনি হালিম মসলা পেয়ে যাবেন।
রাধুনি হালিম মিক্স এর দাম কত
এটি এক প্রকারের মসলা। যা হালিম তৈরি করতে ব্যবহিত হয়। একটি ছোট প্যাকেটে ২০০ গ্রাম রাধুনি হালিম মিক্স থাকে। তবে এর দামও খুব কম। এক প্যাকেট রাধুনি হালিম মিক্স এর দাম ৫৫ টাকা। যা দোকানে খুচরা দামে বিক্রি করা হয়। এর চাহিদা খুব কম। তাই এটি ছোট ছোট প্যাকেট জাত করে দোকানে বিক্রি হয়েছ থাকে। দোকানে পাইকারি দামে ৫২ টাকা পিচ বিক্রি হয় এবং তারা এই হালিম মসলা খুচরা মূল্য ৫৫ টাকা বিক্রি করা হয়।
২০০ গ্রাম রাধুনি হালিম মিক্স এর দাম কত
রাধুনি হালিম মিক্স এর শুধু মাত্র ২০০ গ্রামের প্যাকেটে পাওয়া যায়। এই মসলার বড় কোনো প্যাকেট নেই। তাই আপনারা ৫০০ গ্রাম বা ১০০০ গ্রামের রাধুনি হালিম মিক্স প্যাকেট ক্রয় করতে পারবেন। প্রতিটি ২০০ গ্রাম রাধুনি হালিম মিক্স মসলার দাম মাত্র ৫৫ টাকা। এর চেয়ে কম দামে খুচরা দামে বিক্রি করা হয় না। আগের এই রাধুনি হালিম মিক্স ৫০ টাকা করে বিক্রি করা হতো। বর্তমান সময়ে তা ৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
Product Type: Haleem Mix
Brand: Radhuni
Weight: 200gm
১২ টি রাধুনি হালিম মিক্স এর দাম
বাজারে ৫০০ বা ৭০০ গ্রামের কোনো রাধুনি হালিম মিক্স এর পাওয়া যায় না। তাই অনেকে এক সাথে ১২ টি বা এক ডজন হালিম মসলা কিনতে চায়। যারা নিয়মিত বাড়িতে হালিম বানান, তারা এক ডজন করে রাধুনি হালিম কিনতে পারেন। এতে করে কিছুটা কম দামে পাওয়া যাবে। দোকানে ১২ টি গ্রাম রাধুনি হালিম মিক্স এর দাম ৬৬০ টাকা। তবে যদি এক ডজন হালিম মিক্স লীনা হয়ে তাহলে পাইকারি দামে ৬২০ থেকে ৬৩০ টাকার মধ্যে পেয়ে যাবেন। সেক্ষত্রে প্রতিটি প্যাকেটের মূল্য ৫০.৫০ টাকা। এক সাথে এক ডজন রাধুনি হালিম মিক্স কিনলে প্রতি প্যাকে ২.৫০ টাকা কমে কিনতে পারবেন। এবং একসাথে ২৪০০ গ্রাম হালিমের মসলা পেয়ে যাচ্ছেন।
কম দামে রাধুনি হালিম মিক্স কিভাবে কিনবেন?
অনেক সময় এর থেকে কম দামেও রাধুনি হালিম মিক্স বিক্রি করা হয়। বর্তমানে অনলাইন মার্কেটপ্লেসে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে। তারা সেখানে ক দামে রাধুনি হালিম মিক্স বিক্রি করে থাকে। সাধারণত একটি দোকানে রাধুনি হালিম মিক্স এর মূল্য ৫৫ টাকা ২০০ গ্রাম। কিন্তু এই একই কোম্পানির হালিম মসলা আপনারা ৪৫ বা ৪৭ টাকার মধ্যে পেয়ে যাবেন। এজন্য আপনাকে অনলাইন থেকে রাধুনি হালিম মিক্স অর্ডার করতে হবে। সেখানে এক এক সময় এক দামে হালিম তৈরির মসলা গুলো কিনতে পারবেন।
শেষ কথা
যারা এখনো রাধুনি হালিম মিক্স ব্যবহার করে থাকেননি, অবশ্যই এক বার ব্যবহার করে দেখেন। এই পোস্টে আপনাদের কে মসলার দাম সম্পর্কে ধারনা দেওয়া হয়েছে। যেকোনো সময় এর দাম পরিবর্তিত হতে পারে। আশা করছি এই পোস্ট টি ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে রাধুনি হালিম মিক্স এর দাম কত এবং ২০০ গ্রাম হালিম মসলার কত টাকায় বিক্রি করা হয় তা জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকবেন।