অনেকেই শখ করে কবুতর লালন পালন করে থাকে। কবুতরকে একটি সুখ পাখি বলা হয়। কারণ কবুতর যেখানে সুখ পায় সেখানেই তারা থাকে। বিশেষ করে সবাই কবুতরকে খাঁচায় বান্দি রেখে বাসা বাড়িতে লালন পালন করে এবং মুক্ত ভাবে পালন করা যায়। কবুতরের মধ্যে অনেকগুলো জাত রয়েছে। অন্যান্য পাখির তুলনায় কবুতর দেখতে অনেক সুন্দর হয়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে রেসার কবুতর অনেক জনপ্রিয়।
শখের বসে অনেকেই রেসার জাতের কবুতর পালন করার জন্য দাম সম্পর্কে জানার চেষ্টা করে। কবুতরের কোয়ালিটি অনুযায়ী দাম নির্ধারিত হয়। তবে রেসার কবুতরের মধ্যে বিভিন্ন জাত রয়েছে। কিছু কিছু জাতের রেসার কবুতরের দাম খুব বেশি হয়ে থাকে আবার কিছু কিছু জাতের কবুতরের দাম হাতের নাগালেই রয়েছে।
রেসার কবুতরের দাম
কিছু নতুন উদ্যোক্তা রয়েছে তারা ব্যবসায়িক ক্ষেত্রে কবুতরের খামার করে থাকে। তাদের খামারে বিভিন্ন প্রজাতের কবুতর পাওয়া যায়। অনেকেই রেসার কবুতর লালন পালন করার জন্য দাম সম্পর্কে জানার চেষ্টা করে। বিশেষ করে সবাই শখ করে ঘরে খাঁচায় বন্দি রেখে রেশার কবুতর পালন করে থাকে।
আবার অনেকে মুক্তভাবে কয়েকটি জাতের রেসার কবুতর পালন করে। সবাই কবুতর কেনার আগে বর্তমান রেসার কবুতর এর দাম জানানোর চেষ্টা করে। অর্থাৎ কবুতরের ধরন অনুযায়ী দাম কম বেশি দামে বিক্রি হয়। একটি রেসার কবুতর কিনতে চাইলে সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে শুরু করে ১২ হাজার টাকা পর্যন্ত রেসার কবুতর কিনতে পারবেন।
অরজিনাল রেসার কবুতর
অন্যান্য কবুতরের তুলনায় অরজিনাল রেসার কবুতর এর দাম অনেক বেশি। অনেক সময় অরজিনাল রেসার কবুতর চেনা যায় না। রেশার কবুতর কেনার আগে অবশ্যই অরজিনাল কিনা ভালোভাবে চেক করে তারপর কিনতে হবে। আপনি যদি একটি অরজিনাল রেসার কবুতর কিনতে চান তাহলে সর্বনিম্ন ৭ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ হবে। এবং কিছু ক্ষেত্রে অরজিনাল রেসার কবুতর কিনতে আরো বেশি টাকা খরচ হতে পারে।
মিলি রেসার কবুতরের দাম
অনেকেই মিলি রেশার কবুতর লালন-পালন করে থাকে। কারণ মিলি রেশার কবুতর দেখতে অনেক সুন্দর হয়। সবাই এই জাতের কবুতর কেনার আগে মূল্য জানার চেষ্টা করে। কারণ আমাদের যদি সঠিক মূল্য জানা না থাকে তাহলে কবুতর কিনতে গিয়ে প্রতারিত হতে হয়। কারণ কিছু ব্যবসায়ীরা আছে তারা মিলি রেসার কবুতর এর দাম বেশি নিয়ে থাকে। অর্থাৎ আপনি যদি এক জোড়া মিলি রেসার কবুতর কিনতে চান তাহলে আপনার খরচ হবে সর্বনিম্ন ৪,৫০০ টাকা থেকে ৬০০০ টাকা।
রেসার কবুতরের খাবার তালিকা
রেশার কবুতর লালন-পালন করতে চাইলে অবশ্যই আপনাকে সঠিক খাবার খাওয়াতে হবে। কারণ এই কবুতর এর জন্য আলাদা কিছু খাবার নির্ধারণ করা আছে। যারা নতুন রেসার কবুতর কিনেছেন কিন্তু কি খাওয়াতে হবে তথ্য গুলো অনেকেই জানে না। উল্লেখযোগ্য কিছু কবুতরের খাবার রয়েছে।
এই খাবারগুলো নিয়মিত খাওয়ালে আপনার কবিতার অতি দ্রুত বেড়ে উঠবে এবং কি ভালো থাকবে। আপনি সবসময় রেসার কবুতরকে বিশুদ্ধ পানি সহ কাউন, চাউল, গম, চিনা সরিষা, বাজরা, বিভিন্ন বিজ , খুদ ,ডাবলি রেজা, এই খাবার গুলো নিয়মিত কবুতরের খাবারের তালিকায় রাখতে হবে।
শেষ কথা
আপনারা যারা ব্যবসা করার জন্য অথবা শখ করে বাসা বাড়িতে লালন-পালন করার জন্য রেসার কবুতর কিনতে চাচ্ছেন। অনেকেই কবুতর কেনার আগে অনলাইন এর মাধ্যমে সঠিক দাম জানার চেষ্টা করে। কারণ কিছু সময় আমাদের কবুতর কিনতে গিয়ে প্রতারিত হতে হয়। এইজন্য আমরা এই পোষ্টের মাধ্যমে রেসার কবুতরের দাম ও খাবার এর তালিকা গুলো বিস্তারিত জানিয়েছি। আশা করি আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। ধন্যবাদ