খরগোশ এর দাম কত টাকা ২০২৪

সাধারণ খরগোশের বাচ্চার দাম এক জোড়া ৩০০ থেকে ৬০০ টাকা হতে পারে। এটা একটি আনুমানিক মূল্য। তবে ক্রেতা ও বিক্রেতারা ভেদে এই দামের অনেকটা পার্থক্য করে। তবে আপনি যদি একটু বয়সী খরগোশ কিনতে চান তাহলে আপনার খরচ হতে পারে ৮০০ থেকে ১৫০০ টাকা। আর আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছেই খরগোশ এর দাম নিয়ে আলোচনা করা।

খরগোশ এর দাম

বাড়িতে হাঁস-মুরগি কবুতর পালনের পাশাপাশি যদি খরগোশ পালন করতে চান। তাহলে এটা কি ভালো পদ্ধতি। এছাড়া যারা মাংস হিসেবে খেতে চাচ্ছেন এবং খরগোশ কিনতে যাচ্ছেন তাদের জন্যও এর দাম জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয়।আপনি যদি খুব অল্প দামের মধ্যে একটি খরগোশ কিনতে চান তাহলে মিনি লোপ খরগোশ এর মূল্য হতে পারে সর্বনিম্ন ৭০০ টাকা।

এবং সর্বনিম্ন হতে পারে ১২০০ থেকে ১৪০০ টাকা। তো সেটা নিয়ে সম্পূর্ণ নির্ভর করছে খরগোশের প্রজাতির উপর। বাংলাদেশের বিভিন্ন প্রজাতির খরগোশ পাওয়া যায়। খরগোশ এর দাম কত সহজ একটি উত্তর হচ্ছে এবং সর্বোচ্চ প্রায় ৭৫০০ থেকে ২০০০০ টাকা।

বাংলাদেশ খরগোশ এর দাম কত

এই বাংলাদেশে খরগোশের দাম আপনি এক জোড়া ৪০০ থেকে ৫০০ টাকা কিনতে পারবেন। তবে বাচ্চা খরগোশের দাম অনেক কম। ৩০০ টাকা হলেই একটি খরগোশ কেনা সম্ভব। তবে একটি বিষয়ে অবশ্যই লক্ষ রাখতে হবে। আপনি যে খরগোশ ক্রয় করছেন সেটি কোন উপজাতির খরগোশ।

কেননা খরগোশের প্রজাদের উপর এর দামের অনেক পার্থক্য। উদাহরণ হিসেবে লায়ন হেড খরগোশ প্রতিদিনের বাজার মূল্য ১০ হাজার থেকে ১৭ হাজার টাকা। আরেকটি উদাহরণ দিয়ে বলা যায় সোভিয়েত চিনচিলা খরগোশের বর্তমান মূল্য ২৫০০-৩০০০ টাকা। উদাহরণ হিসেবে নিচে কয়েকটি খরগোশের তালিকা উল্লেখ করা হলো।

  • দেশি খরগোশের দাম  ৫০০-১৪০০ টাকা।
  • মিনি লপ খরগোশের দাম ৭৫০-১২৫০ টাকা।
  • পোলিশ খরগোশের দাম ৬০০-১৫০০ টাকা।
  • Derp Hotter খরগোশের দাম ২৫০০-৩৪৮০  টাকা।
  • হারলেকুইন খরগোশের দাম ৩৩৩০-৪৬০০ টাকা।
  • এনগোরা খরগোশ এর দাম ৪০০০-৫৫০০ টাকা।
  • হল্যান্ড লুপ খরগোশের দাম ১৫০০-৪০০০ টাকা।
  • সিংহ মাথা খরগোশের দাম ৯০০০-২২০০০ টাকা।

খরগোশের বাচ্চার দাম কত

এই খরগোশের বাচ্চার দাম সর্বনিম্ন ২০০ টাকা হতে পারে।  আবার ২০০ থেকে ৪০০ টাকা হতে পারে। তবে কখনো এই খরগোশের নির্ধারিত মূল্য বলা সম্ভব না। বাংলাদেশের সকল জায়গায় এই খরগোশের বাচ্চা এবং বিভিন্ন ধরনের প্রজাতি পাওয়া যায়। আর স্থান বেধে এই সকল খরগোশের মূল্য অনেক কম অথবা বেশি। অতএব খরগোশের বাচ্চার দাম সর্বনিম্ন ৩০০ থেকে ৭০০ টাকা।

মিনি লোপ খরগোশ এর দাম কত

এ মিনি লোপ খরগোশের দাম বর্তমানে ৬০০-১৪০০ টাকার মধ্যে পাওয়া যায়। বাংলাদেশের প্রায় জায়গায় এ প্রজাতির খরগোশ আপনি দেখতে পারবেন। অতঃপর খরগোশ এর দাম আরো বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট দেখুন এবং একটু নিচে প্রবেশ করুন।

দেশি খরগোশ এর দাম কত

বাংলাদেশে আপনি ২০০ থেকে ৫০০ টাকায় খরগোশ পেয়ে যাবেন। বিদেশি খরগোশ গুলোর দাম অনেকটা বেশি। তবে আমাদের দেশি যে খরগোশগুলো পাওয়া যায় সেগুলো খুব স্বল্প দামে সংগ্রহ করা যায়। কিন্তু ভারতের সব খরগোশগুলো দাম অনেক বেশি হয়ে থাকে। স্বাভাবিক দাম ৭০০ থেকে ১৫০০ টাকা অনেক ভালো খরগোশ পেয়ে যাবেন।

পলিশ খরগোশ এর দাম

এ জাতের খরগোশের সেরা বৈশিষ্ট্য হচ্ছে তাদের ব্যক্তিত্ব। খুবই সহজে মানুষের সাথে মিশে যেতে পারে। খরগোশের গড় আয়ু ৫ বছর হয়ে থাকে। এবং বাংলাদেশের এর মূল্য হতে পারে ৪০০০ থেকে ৫ হাজার টাকা। কিন্তু ভারতে ৩ হাজার টাকায় পাওয়া যায়।

সাটিন খরগোশ এর দাম কত

এই সাটিন খরগোশের গড় আয়ু ৫ থেকে ৮ বছর। বাংলাদেশে এর মূল্য ৬০০০ থেকে ৬৫০০ টাকা। তবে অবস্থান অনুযায়ী এই খরগোশের দামের পরিবর্তন হতে পারে। এই খরগোশ অনেকটা কোমল স্বভাবের এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে। তবে শিশুদের সাথে এই খরগোশ অনেক ভালো মিলে।

আমেরিকান খরগোশের দাম কত

এই আমেরিকান খরগোশের প্রজাতির নাম লাইভস্টক ব্রিড কনজারভেন্সি। এই প্রজাতির খরগোশ খুবই শান্ত স্বভাবের। এই প্রজাতির খরগোশগুলো রং নীল এবং সাদা রঙের হয়ে থাকে। তবে ভারত এবং বাংলাদেশে এই প্রজাতির খরগোশের মূল্য হতে পারে ৫ থেকে ৬ হাজার টাকা। তবে বাংলাদেশে এই প্রতিটি খরগোশ বেশি পাবেন না। কিন্তু ভারতে অনেক পাওয়া যায়।

ডার্প হোটার খরগোশ এর দাম

বর্তমানে আপনি আপনার এলাকায় থেকে ডার্প হোটার খরগোশ কিনতে পারবেন। বাংলাদেশী মূল্য হতে পারে ২ হাজার থেকে ৩ হাজার টাকা। এছাড়াও এই খরগোশের মূল্য অনেকটা দামের পার্থক্য হতে পারে।  তা কি এবং কেমন দাম হবে সেটা নিয়ে সম্পূর্ণভাবে বাজারদর এবং স্থানের উপর।

হল্যান্ড লুপ খরগোশ এর দাম

এই খরগোশ দেখতে অনেকটা আকর্ষণীয়। যে কেউ এই খরগোশের দিকে তাকালে পছন্দ করে ফেলবে।  বাংলাদেশ এ খরগোশের দাম ৩ হাজার টাকা বা তার একটু বেশি হতে পারে। তো বাংলাদেশে এই খরগোশের প্রজাতির উপস্থিত থাকলে এর মূল্য হতে পারে ৪৫০০ থেকে ৫০০০ টাকা।

লায়ন হেড খরগোশ এর দাম

এ লায়ন হেড খরগোশের মাথায় সিংহ এর মতো পশমের মানি রয়েছে। যা অনেকটাই সিংহের মত,আর এটিই মানুষের কাছে অনেকটা জনপ্রিয়। এই খরগোশের গড় আয়ু ৭ থেকে ৮ বছর। ভারতে এর মূল্য ১৮০০ থেকে ২০০০ টাকা। কিন্তু বাংলাদেশে এর লায়ন খরগোশের বর্তমান মূল্য ২৫০০-৩০০০ টাকা।

হিমালয় খরগোশ এর দাম

এ জাতের খরগোশের জীবনকাল নয় বছর। বাংলাদেশে এর মূল্য হতে পারে ৩০০০ থেকে ৩৫০০ টাকা। তবে ভারতে এর মূল্য ২০০০ টাকা। এই প্রজাতির খরগোশ অনেকটা প্রাচীন। অনেকগুলি জাতের মধ্যে এই জাত অনেক অদ্ভূতপূর্ণ।

বামন খরগোশের দাম

এই প্রজাতির খরগোশ সাধারণত নেদারল্যান্ডের। এ খরগোশগুলো অনেক ছোট হয়ে থাকে। এ প্রজাতির খরগোশ খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে যা আপনার অতিরিক্ত উত্তেজনায় সৃষ্টি করবে। তবে এ প্রজাতির খরগোশ বাংলাদেশের পাওয়া যায় কিনা সঠিক বলতে পারছি না। তবে বাংলাদেশে পাওয়া গেলে এর মূল্য হতে পারে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। আবার এর থেকেও বেশি হতে পারে।

খরগোশ কত বছর বাঁচে

এই খরগোশের সাধারণত ৯-১০ বছর। অর্থাৎ ১০ বছর বলা চলে। তবে এই খরগোশ প্রাণী অনেক সময় হুট করে মারা যায়। আবার অনেকটা বয়স হওয়ার পূর্বেই এই খরগোশ বিভিন্ন ধরনের মারা যায়। তবে শুষ্ক আবহাওয়া বৈরী পরিবেশ ও সকল প্রতিকূলতার মাঝে খরগোশের আয়ু বেশী দিনের হয় না।

পৃথিবীতে কত প্রজাতির খরগোশ আছে

আমাদের এই পৃথিবীতে মোট ৩০৫ প্রজাতির খরগোশ হয়েছে। তবে এর মধ্যে এ গৃহপালিত কয়েকটি আর বাকি সব গৃহপাললনের অযোগ্য। তবে ল্যাগোমর্ফা বর্গের লেপরিডি গোত্রের ৫২ টি প্রজাতি অন্তর্ভুক্ত। এবং পূর্ব গোলার্ধে অন্যান্য  প্রজাতি সংখ্যা ২৮ ও পশ্চিম গোলার্ধে ২৪ প্রজাতি সংখ্যা।

শেষ কথা

আশা করতেছি আজকের article আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবং আশা করতেছি আপনারা আমাদের এই পোস্ট থেকে অনেকটা উপকৃত হয়েছেন। সম্পূর্ণ চেষ্টা করেছি আপনাদেরকে খরগোশ এর দাম বিস্তারিত জানিয়ে দেওয়া। যদি এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

About Foysal Ahmed

আমি মোঃ ফয়সাল আহমেদ। দীর্ঘদিন যাবত আমি অনলাইন কাজের সাথে জড়িত। আজকের দাম কত সাইটে আমি আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যের দাম নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আমাদের সাইট থেকে প্রায় সকল ধরনের জিনিসের দাম সম্পর্কে অবগত হতে পারবেন।

View all posts by Foysal Ahmed →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *