মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ হচ্ছে ওমান। বাংলাদেশ ও ভারত থেকে প্রতিবছর অনেক লোকজন ওমানে কাজের উদ্দেশ্যে পাড়ি জমিয়ে থাকে। এছাড়াও প্রতিবছর অনেক পর্যটক ওমানের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করার উদ্দেশ্যে গিয়ে থাকে। ভ্রমণের উদ্দেশ্য হোক অথবা কাজের উদ্দেশ্যে হোক অনেকেই ওমান থেকেই স্বর্ণ ক্রয় করে নিয়ে আসতে চায়। কারণ ওমানে প্রচুর পরিমাণে খাঁটি বা বিশুদ্ধ স্বর্ণ খুবই স্বল্পমূল্যে পাওয়া যায়। যা বাংলাদেশ অথবা ভারতের তুলনায় অনেকটাই কম।
সকলেই অল্প দামের মধ্যে ভালো জিনিস পেতে চায়। সুতরাং আপনি যদি ওমানে গিয়ে থাকেন স্বর্ণ ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনি একটি উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু স্বর্ণ ক্রয় করার আগে অবশ্যই আপনাকে ওমান সোনার দাম কত টাকা তা অবশ্যই জেনে নিতে হবে। অনেকেই ইন্টারনেটে বর্তমানে বা আজকে ওমানে সোনার দাম কত তা খুঁজে বেড়ায়। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ওমানে স্বর্ণের দাম কত বা এক ভরি স্বর্ণ কিনতে ওমানের কত টাকা লাগবে তা জানানোর চেষ্টা করব।
ওমান সোনার দাম কত ২০২৪
বাংলাদেশের যে রকম স্বর্ণের দাম প্রতিনিয়তই কম বা বেশি হয়ে থাকে ঠিক তেমনি ওমানেও এই স্বর্ণের দাম ওঠানামা করে থাকে। স্বর্ণ উৎপাদন বা আমদানির উপর নির্ভর করে এই নামটি নির্ধারণ করা হয়। আপনি ওমান থেকে প্রতি এক গ্রাম হিসেবে আপনার সাধ্য অনুযায়ী স্বর্ণ ক্রয় করতে পারবেন। অনেকেই ওমানে ভ্রমণের সময় এক ভরি বা দুই ভরি স্বর্ণ ক্রয় করে নিয়ে আসে।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 11.66 গ্রাম স্বর্ণ সমান এক ভরি। সুতরাং আপনি যদি একবার স্বর্ণ ক্রয় করতে চান তাহলে এই সময় পরিমাণ স্বর্ণ আপনাকে কিনতে হবে। বর্তমানে ওমানে 1 গ্রাম স্বর্ণের দাম ২০ থেকে ২৫ রিয়াল এর মত। যা বাংলাদেশি টাকায় ৫৫০০ টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ইতোমধ্যেই আমরা জানি যে স্বর্ণের ক্যারেট এর উপর নির্ভর করে এর দাম নির্ধারিত হয়ে থাকে।
ওমানে আজকের সোনার দাম
যে সকল ইন্টারনেট ব্যবহারকারী অনলাইন থেকে ওমানে আজকে সোনার দাম কত তা জানতে ইচ্ছুক হয়েছেন তাদের জন্য নিচের একটি টেবিলে সম্পূর্ণ তথ্য শেয়ার করেছি। নিচের টেবিল হতে আপনি আজকে ওমানে 1 গ্রাম স্বর্ণের দাম ১০ গ্রাম স্বর্ণের দাম ও এক ভরি স্বর্ণের দাম কত রিয়াল তা জানতে পারবেন। উল্লেখ্য যে এই টেবিলে শুধুমাত্র ওমানের মুদ্রা ওমানের রিয়াল এর মাধ্যমে দেখানো হয়েছে। আপনি যদি বাংলাদেশী টাকা বা ইন্ডিয়ান রুপিতে ওমান থেকে স্বর্ণ প্রায় করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার নিজস্ব দেশের টাকার মানের সাথে কনভার্ট করে নিন।
সোনার ধরণ | ১ গ্রাম এর দাম | ১০ গ্রাম এর দাম | ১ ভরি এর দাম |
১৮ ক্যারেট | ১৯.৫ রিয়াল | ১৯৫ রিয়াল | ২২৭ রিয়াল |
২১ ক্যারেট | ২২.৫০ রিয়াল | ২২৫ রিয়াল | ২৬২ রিয়াল |
২২ ক্যারেট | ২৩.৭০ রিয়াল | ২৩৭ রিয়াল | ২৭৬ রিয়াল |
ওমানে এক ভরি স্বর্ণের দাম কত টাকা
বাংলাদেশ হতে বেশিরভাগ লোকজন একবারই হিসেবে স্বর্ণ ক্রয় করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে থাকে। কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুসারে স্বর্ণগুলো প্রতি গ্রাম হিসেবে ক্রয় বিক্রয় করা হয়। সাধারণত আন্তর্জাতিক নিয়ম অনুসারে 11.66 গ্রামে এক ভরি স্বর্ণ হয়ে থাকে। সুতরাং প্রতি এক গ্রাম স্বর্ণের দামের সাথে 11.66 গুণ করলে যে মূল্য আসে তাই হচ্ছে স্বর্ণের দাম।
বর্তমান বাজারে ওমানে স্বর্ণের দাম এর ক্যারেট এর উপর নির্ভর করে নির্ধারিত হয়ে থাকে। বর্তমান বাজারে ১৮ ক্যারেটের একবারই স্বর্ণের দাম ২২৭ রিয়াল, এছাড়াও ২১ ক্যারেট এর একবারই স্বর্ণের দাম ২৬২ রিয়াল এবং ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২৭৬ রিয়াল।
সর্বশেষ কথা
স্বর্ণ ক্রয় করার পূর্বে অবশ্যই এর দাম সম্পর্কে অবগত হয়ে নিবেন। অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যারা নকল সোনাকে খাঁটি স্বর্ণ বলে বাজারে বিক্রি করে থাকে। আজকের এই পোস্টে আমি আপনার সাথে ওমান সোনার দাম কত টাকা তা জানানোর চেষ্টা করেছি। আশা করি এই পোস্টের মাধ্যমে আপনি ইতোমধ্যেই আজকে ওমানে স্বর্ণের দাম কত বা একেবারে স্বর্ণের দাম কত টাকা তা জানতে পেরেছেন। এই পোস্টটি ভালো লেগে থাকলে সকলের সাথে শেয়ার করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখুন।