লুমিনাস IPS 700VA এর দাম বাংলাদেশে ৯ হাজার থেকে ১১ হাজার টাকা। অর্থাৎ মডেলের উপর ভিত্তি করে লুমিনাস আইপিএস ন্যূনতম সাড়ে সাত হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ হাজার টাকায় পেয়ে যাবেন। লুমিনাস আইপিএস ওয়াট এবং ক্যাপাসিটর উপর ভিত্তি করে বিভিন্ন মডেল বিভিন্ন দামে পাওয়া যায়।
বর্তমানে বাংলাদেশে Luminous IPS এর প্রচুর চাহিদা এবং জনপ্রিয়তা রয়েছে। বেশিরভাগই বাংলাদেশী নাগরিক লুমিনাস IPS ক্রয় করে থাকেন। যেহেতু বিভিন্ন মডেলের লুমিনাস আইপিএস পাওয়া যায়। তাই অনেকের কাছে এর সঠিক দাম গুলো জানা থাকে না।
আর প্রতিবছর এ সকল আইপিএস এর দামের অনেকটা পরিবর্তন হয়। তাই এ বছর ২০২৪ সালের লুমিনাস আইপিএস এর দাম একদম সঠিক এবং সর্বশেষ আপডেট দাম জেনে নিন। এছাড়াও এখান থেকে জানতে পারবেন লুমিনাস আইপিএস সহ লুমিনাস ব্যাটারির দাম সম্পর্কে।
লুমিনাস আইপিএস এর দাম
বাংলাদেশের বিভিন্ন ধরনের আইপিএস পাওয়া যায়। এবং আপনার বাজেটের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাপাসিটির লুমিনাস আইপিএস কিনতে পারবেন। উন্নত প্রযুক্তি ও অধিক ক্যাপাসিটি সম্পন্ন লুমিনাস আইপিএস এর দাম বর্তমানে বাংলাদেশে পূর্বের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। লুমিনাস আইপিএস বর্তমানে ন্যূনতম ৭৫০০ টাকা থেকে ৯৫০০ টাকায় কিনতে পারবেন।
যেমন লুমিনাস জেলিও 1100, লুমিনাস আইপিএস 1050, লুমিনাস আইপিএস 1650, লুমিনাস অপটিমাস 1250 আইপিএস , লুমিনাস ইকো ওয়াট আইপিএস ইত্যাদি বর্তমানে বিভিন্ন দামে পাওয়া যায়। আর আজকে এসব মডেল এর লুমিনাস আইপিএস এর দাম বর্তমানে কত টাকায় বিক্রি হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই এই পোস্ট শেষ পর্যন্ত বিস্তারিত পড়ুন।
লুমিনাস আইপিএস এর বর্তমান দাম ২০২৪
এই লুমিনাস ব্র্যান্ডের ইকো ওয়াট নিও ৭০০ এর বর্তমান দাম ৯৭০০ থেকে ১০০০০ টাকা। এই আইপিএস এর লোড ক্ষমতা ৪৮০ ওয়াট। অর্থাৎ নতুন ৫০০ ওয়াট আইপিএস ৯০০০ থেকে ১১ হাজার টাকার মধ্যে অনেক ভালো কিনতে পাবেন। এ ৫০০ ওয়াট ক্যাপাসিটি লুমিনাস আইপিএস এর সাথে ১৫০ এএইচ ব্যাটারি ব্যবহার করলে ৩টি ফ্যান ও ৬ থেকে ৭ টি লাইট কমপক্ষে ২ ঘন্টা ব্যকআপ দিতে পারবে।
অর্থাৎ আইপিএস এর ব্যাটারির অ্যাম্পিয়ার যত বেশি হবে। ওয়াট অর্থাৎ লোড তত বেশি পাবেন, মানে দীর্ঘক্ষণ ব্যাকআপ পাবেন। তাই বেশি লোড ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাকে বেশি ক্ষমতা সম্পন্ন আইপিএস করে করতে হবে। তাই নিচে কম ক্ষমতা সম্পন্ন এবং বেশি ক্ষমতা সম্পন্ন Luminous IPS এর দাম জানুন।
- লুমিনাস ইকো ওয়াট নিও 700 12V IPS Inverter এর দাম ৮৬০০ থেকে ৯ হাজার টাকা।
- লুমিনাস প্রো 2250 VA এর ২১ হাজার থেকে ২২ হাজার ৫০০ টাকা ।
- লুমিনাস ইকো ওয়াট নিও ১৬৫০ ও ওয়েব স্কয়ার ইনভার্টার এর দাম ১৫ হাজার ৫০০ টাকা থেকে ১৬ হাজার টাকা।
- Luminous Shakti Charge Neo 1450+ IPS Cum UPS এর দাম ১৪০০০ থেকে ১৪৫০০ টাকা।
- Luminous Eco Watt Neo 1250 Square Wave IPS এর দাম ১৪ হাজার ৫০০ থেকে ১৫৬০০ টাকা।
- লুমিনাস জেলিও প্লাস ১১০০ আইপিএস এর দাম ১৩৫০০ থেকে ১৫ হাজার টাকা।
- Luminous Shakti Charge+ 1150 900VA IPS / UPS এর দাম ১১৫০০ থেকে ১২ হাজার টাকা।
- Luminous Eco Watt+ 1050 IPS Inverter Machine এর দাম ১০,০০০ থেকে ১১৫০০ টাকা।
- লুমিনাস NXG 1450 12 Volt Solar Hybrid IPS এর দাম ১৯৮০০ টাকা থেকে ২১ হাজার টাকা।
- লুমিনাস Zelio 1100 900 VA Home IPS এর দাম ১৪০০০ থেকে ১৬ হাজার টাকা।
- Luminous Optimus 1250 Pure Sinewave Inverter এর দাম ১৬৫০০ থেকে ১৭৬০০ টাকা।
- Luminous ICon 1100 Pure Sine Wave IPS এ দাম ২৩ হাজার থেকে ২৪ হাজার টাকা।
- লুমিনাস অপটিমাস 2800 Pure Sinewave IPS ৩২ হাজার টাকা থেকে ৩৪ হাজার টাকা।
লুমিনাস আইপিএস ব্যাটারির দাম কত ২০২৪
এই Luminous IPS এর সাথে লুমিনাস ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করতে পারেন। এছাড়াও Luminous IPS এর সাথে অন্যান্য কোম্পানির এবং অন্য ব্র্যান্ডের হ্যামকো অথবা রহিম আফরোজ ব্যাটারি ব্যবহার করতে পারেন। তবে বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরিতে Luminous আইপিএস এবং ইউপিএস ব্যাটারি তৈরি করা হয়।
যে Luminous ব্যাটারিগুলো আপনি যে কোন IPS এর সাথে ব্যবহার করতে পারেন। নূন্যতম ৪ এম্পিয়ার ব্যাটারী থেকে শুরু করে ২০০ অ্যাম্পিয়ার ব্যাটারি পেয়ে যাবেন। তবে আইপিএস এর জন্য লুমিনাস ব্যাটারী অবশ্যই ১০০ অ্যাম্পিয়ার থেকে ২০০ অ্যাম্পিয়ার ব্যবহার করতে হবে।
২০০ অ্যাম্পিয়ার লুমিনাস আইপিএস ব্যাটারির দাম ১৯ হাজার থেকে ২০ হাজার টাকা। এবং ১০০ অ্যাম্পিয়ার ব্যাটারির দাম খুচরা এবং পাইকারি কিনতে পারবেন ১২ হাজার থেকে ১৫ হাজার টাকায়। এছাড়াও যারা Luminous IPS এর সাথে অন্য কোম্পানির ব্যাটারি ব্যবহার করতে চাচ্ছেন। তারা ন্যূনতম ১০,০০০ থেকে ১৫,০০০ টাকায় ভালো ব্যাটারি কিনতে পারবেন।
লুমিনাস আইপিএস ও ব্যাটারির দাম কত
বিভিন্ন আইপিএস এর দোকান থেকে আপনি লুমিনাস আইপিএস এবং ব্যাটারির একটি প্যাকেজ কিনতে পারেন। যে প্যাকেজে লুমিনাস আইপিএস এবং ব্যাটারির দামের উপর ভিত্তি করে একটি দাম নির্ধারিত হয়। এক্ষেত্রে ১০০০VA Luminous IPS এর সাথে ভালো ব্যাটারি ২০০ এম্পিয়ার ব্যাটারির দাম হবে ২৮ হাজার থেকে ৩০ হাজার টাকা।
এছাড়াও আইপিএস এবং ব্যাটারি দুটোই লুমিনাস ব্যান্ডের হলে এর একটি প্যাকেজ নিতে পারেন ন্যূনতম ১৫০০০ থেকে ২৫ হাজার টাকায়। তবে অবশ্যই ভালো মানের ব্যাটারি এবং বেশি লোড বা ক্যাপাসিটি সমৃদ্ধ একটি আইপিএস ক্রয় করুন। অর্থাৎ ব্যাটারি এম্পিয়ার এবং আইপিএস এর ক্ষমতার উপর ভিত্তি করে Luminous IPS ব্যাটারির দাম নির্ধারিত হয়।
শেষ কথা
আশা করছি ইতিমধ্যে আপনার অনুসন্ধান করা তথ্যটি সঠিকভাবে জানতে পেরেছেন। বর্তমান সময়ে লোডশেডিং থেকে বাঁচতে অনেকেই আইপিএস ক্রয় করছেন। আশা করতেছি আপনি এই পোস্ট থেকে লুমিনাস আইপিএস এর দাম বিস্তারিত জানতে পেরেছেন। অতএব এই পোস্ট উপকৃত মনে হলে অন্যদেরকে শেয়ার করুন। ধন্যবাদ
আরও দেখুনঃ