আইপিএল হচ্ছে একটি ক্রিকেট টুর্নামেন্ট এর নাম, যা ভারতে আয়োজন করা হয়। IPL যার সম্পূর্ণ অর্থ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বর্তমানে এর স্পন্সর টাটা, যার কারণে একে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও বলা হয়। ২০০৮ সাল থেকে এর আসর শুরু হয়। বিশ্বের সকল ক্রিকেট জাতীয় দল থেকে প্লেয়ার ক্রয় করে নতুন নতুন টিম গঠন করা হয়। খেলা শেষে বিজয়ী দলকে একটি ট্রফি দেওয়া হয়। কিন্তু আপনারা কি জানেন আইপিএল ট্রফির দাম কত?
খেলা শেষে বিজয় দল ট্রফি লাভ করে ঠিক, কিন্তু তাদের কে প্রাইজমানি দেওয়া হয়। চ্যাম্পিয়ান থেকে শুরু করে সকল দল এখান থেকে প্রাইমানি পেয়ে থাকে। এই পোস্টে আইপিএল কাপের দাম কত? বিজয়ী দলকে কত টাকা দেওয়া হয় তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। ট্রফির দাম প্রতি বছর বৃদ্ধি পায় কিনা তা এই পোস্টে জানানো হয়েছে।
আইপিএল ট্রফির দাম কত
ক্রিকেট টুর্নামেন্ট এর কথা আসলেই সবার মনে আইপিএল এর কথা চলে আসে। যা প্রতি বছর ভারতে অনুষ্ঠিত করা হয়। এখানে বিভিন্ন স্পন্সর থাকে। বেশ কয়েকটি দল এই খেলায় অংশ নেয়। এখানে যেকোনো দেশের খেলোয়াড় যুক্ত হতে পারবে। আইপিএল খেলা শেষে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এজন্য তারা সোনালি রঙের একটি ট্রফি বানিয়েছে। যা মূলত সোনা দিয়ে তৈরি করা হয়েছে। আইপিএল ট্রফির দাম ৫ কোটি রুপি।
আইপিএল ট্রফির দাম কত ২০২৪
কোনো কোনো কারণে নতুন করে আইপিএল ট্রফি সংস্করণ করা হয়। যার কারণে সেখানে বাড়তি টাকা খরচ পড়ে। এই ট্রফি টি সোনা দিয়ে তৈরি করা হয়েছে। আগের থেকে সোনার দাম বেড়েছে। যার ফলে আগের থেকে খরচ বেড়েছে ট্রফিটি বানাতে। সেই হিসেবে ২০২৪ সালের আইপিএল ট্রফির দাম এর থেকে বেশি হবে। তাহলে ২০২৪ আইপিএল ট্রফির দাম ৫ থেকে ৫.৫ কোটি রুপি।
আইপিএল কাপের দাম কত টাকা
ট্রফি বা কাপ একই। কিন্তু অনেকে একে কাপ নামে চিনে থাকে। তাই তারা আইপিএল কাপের দাম কত টাকা তা জানতে চায়। যেহেতু আইপিএল ট্রফির মূল্য ৫ কোটি রুপি, সেহেতু এর কাপের মূল্য পাচ কোটি রুপি।
বাংলাদেশে আইপিএল ট্রফির দাম কত
এই খেলা বাংলাদেশে না হলেও, এর জনপ্রিয়তা বাংলাদেশে অনেক। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটার এই খেলায় অংশ নিতে পারে। উপরের অংশে ভারতীও মূল্য ট্রফির দাম বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের আইপিএল কাপের দাম কত টাকা তা অনেকের জানা নেই। বাংলাদেশের এই ট্রফির দাম প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকা।
আইপিএল চ্যাম্পিয়ান্দের প্রাইজমানি কত
খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি পুরস্কার দিতে দেখা যায়। তবে এই টফি ছাড়াও তাদেরকে প্রাইজ মানি দেওয়া হয়। এটি শুধু চ্যাম্পিয়ান্দের জন্য নয়, রানার্স আপ ও অংশগ্রহণ করা আরও অনেক দলকে প্রাইজ মানি দেওয়া হয়। তবে সেখানে প্রাইজমানি এক এক দলের জন্য এক এক রকমের। আইপিএল চ্যাম্পিয়ান্দের ২০ কোটি রুপি প্রাইজমানি দেওয়া হয়। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫ কোটি ৫৭ লাখ টাকা।
শেষ কথা
যেহেতু এটি ক্রিকেট সংস্থা দ্বারা পরিচালিত হয়, তাই তারা চাইলেই যেকোনো সময় কাপের দাম বাড়িয়ে দিতে পারবেন। ভবিষ্যতে হয়তো আরও উন্নতভাবে আইপিএল আয়োজন করা হবে এবং এই ট্রফিটির নতুন সংস্করণ করা হতে পারে। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে আইপিএল ট্রফির দাম কত ২০২৪ তা জানতে পেরেছেন। এই রকম দাম সম্পর্কিত পোস্ট পেতে আমার সাথেই থাকুন।