বিশ্ব বাজারে রুপার দাম বেড়েছে। বাজারে বিভিন্ন ওজনের বা ক্যারেটের রুপা পাওয়া যায়। এই রুপার গুনগত মাপের উপর ভিত্তি করে এক তোলা রুপার দাম কত তা নির্ভর করে। তবে অরজিনাল রুপার দাম কিছুটা বেশি। ২ ধরনের রুপা পাওয়া যাচ্ছে। অনেক দোকানে পুরাতন রুপা পাওয়া যায়। নতুন রুপার থেকে পুরাতন রুপার দাম অনেক কম।
এই পোস্টে ২২ ক্যারেটের ১ তোলা রুপার মূল্য, ১ গ্রাম রুপা কত টাকায় বিক্রি করা হয় ইত্যাদি শেয়ার করা হয়েছে। বর্তমানে ২১ ও ১৮ ক্যারেটের রুপা কত টাকায় পাওয়া যাচ্ছে তা নিচের অংশে আলোচনা করা হয়েছে। নতুন রুপার দাম ও এক ভরি রুপার মূল্য সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।
এক তোলা রুপার দাম কত
১১.১৬ গ্রাম ওজনের রুপা হচ্ছে এক তোলা। এছাড়া গ্রাম, রতি, আনা বা ভরিতে রুপা বিক্রি করা হয়। ১ তোলা ও ১ ভরি রুপার ওজন একই। সবচেয়ে ভালো রুপা হচ্ছে ২২ ক্যারেটের, যার দাম ১৮০০ টাকা। ভালো মানের এক তোলা রুপার দাম ১৮০০ থেকে ১৭৫০ টাকা। ২১ ক্যরেটের ১ তোলা রুপার মূল্য ১৬০০ থেকে ১৭০০ টাকা। সবচেয়ে কম দামে ১৮ ক্যারেটের রুপা কিনতে পারবেন। যার প্রতি তোলার মূল্য ১৪০০ টাকা। অনেক দোকানে পুরাতন রুপা বিক্রি করে থাকে। সেখানে পুরাতন রুপা ১২০০ টাকায় ১ তোলা কিনতে পারবেন।
এক তোলা রুপার দাম ২০২৪
২০২৪ সালের দিকে নতুন ভাবে রুপার দাম নির্ধারন করা হয়েছে। ২০২১-২২ থেকেই রুপা ও সোনার মূল্য বেড়েছে। এর আগের বছর অর্থাৎ ২০২০-১৯ সালের দিকে রুপার দাম অনেক কম ছিলো। বর্তমানে প্রতি তোলা রুপার মূল্য ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেড়েছে। ডলারের রেট বাড়ায় বিশ্ব বাজারে রুপার মূল্য বৃদ্ধি পেয়েছে। এক তোলা রুপার দাম ২০২৪ সালে ১৪০০ থেকে ১৮০০ টাকা।
১ তোলা রুপার আজকের দাম কত
বর্তমানে বাজারে পুরাতন রুপা সহ মোট ৪ ধরনের রুপা পাওয়া যাচ্ছে। যার ১ম দুই টি রুপার মূল্য অনেক বেশি। পুরাতন ও সাধারণ মানের রুপার মূল্য অনেক কম। নিচে আজকের রুপার দাম কত তা তালিকা আকারে দেওয়া আছে। ১৮, ২১ ও ২২ ক্যারেটের ১ তোলা ও ১ ভরি রুপার মূল্য জেনে নিন।
- ২২ ক্যারেট ১ তোলা রুপার মূল্য ১৮০০ টাকা।
- ২১ ক্যারেট ১ তোলা রুপার মূল্য ১৭০০ টাকা।
- ১৮ ক্যারেট ১ তোলা রুপার মূল্য ১৪০০ টাকা।
- পুরাতন এক তোলা রুপার মূল্য ১২০০ টাকা।
- ১ ভরি রুপার দাম ১৩০০ থেকে ১৮০০ টাকা।
- ১৬ আনা রুপার মূল্য ১৮০০ টাকা।
২২ ক্যারেটের ১ তোলা রুপার দাম কত
ভালোমানের রুপা পাওয়া যায় এই ২২ ক্যারেট থেকে। এর দাম যেমন বেশি, রুপার গুন ততটাই ভালো। ২২ ক্যারেট রুপাকে অরজিনাল রুপা হিসেবে ধরা হয়। ২২ ক্যারেটের ১ তোলা রুপার দাম ১৮০০ টাকা। স্থানভেদে ১৭০০ থেকে ১৭৫০ টাকায় বিক্রি হয়ে থাকে। বিভিন্ন দোকানে ২২ ক্যারেটের রুপা পেয়ে যাবেন।
২১ ক্যারেটের ১ তোলা রুপার দাম কত
এই রুপার মানও অনেক ভালো। এর দাম কিছুটা কম হয়ে থাকে। ২১ ক্যারেটের ১ তোলা রুপার দাম ১৭০০ টাকা। এর আগের এর দাম ছিলো ১৪০০ থেকে ১৫০০ টাকা। এখন ২০০ টাকা বেশি মূল্য বিক্রি করা হচ্ছে।
১৮ ক্যারেটের ১ তোলা রুপার দাম কত
রুপার তুলানা অনুযায়ী এর মান একটু কম, তবে দাম আরও অনেক কম। যেখানে ভালো রুপা ১৮০০ টাকায় বিক্রি করা হচ্ছে, সেখানে এই রুপা আরও ৪০০ টাকা কম মূল্য পাওয়া যাচ্ছে। ১৮ ক্যারেটের ১ তোলা রুপার দাম ১৪০০ টাকা।
১ তোলা পুরাতন রুপার দাম
অনেক দোকানে পুরাতন রুপা পাওয়া যায়। এই পুরাতন রুপার মূল্য অনেক কম। ১ তোলা পুরাতন রুপার দাম ১২০০ টাকা। অনেকে ১১০০ টাকায় বিক্রি করতেছে। স্থানভেদে রুপার মূল্য ১০০ টাকার ব্যবধান থাকে।
এক তোলা রুপা সমান কত ভরি
রুপা তোলা ও ভরি উভয় ভাবে বিক্রি করা হয়। অনেকে জানেন না এক তোলা সমান কত ভরি বা কত গ্রাম। ১ ভরি রুপার দাম ১৪০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত। এক তোলা ওজনের রুপা হচ্ছে ভরি। আবার ১৬ আনাকে ১ ভরি বা ১ তোলা বলা হয়। ১৬ আনা রুপার মূল্য ১৮০০ টাকা। রুপার ধরনের উপর ভিত্তি করে এর দাম কম বেশি হয়ে থাকে।
এক ভরিতে কত গ্রাম রুপা থাকে
১১.১৬ গ্রামে এক ভরি। ১ গ্রাম রুপার মূল্য ১৫০ টাকা পর্যন্ত। ২২ ক্যারেটের রুপার মূল্য ১৪০ থেকে ১৫০ টাকা। ২১ ক্যারেতের ১ গ্রাম রুপার মূল্য ১৪০ টাকা। ১৮ ক্যারেটের এক গ্রাম রুপার দাম ১২০ টাকা। এদিকে পুরাতন রুপার প্রতি গ্রামের মূল্য ৯০ টাকা।
শেষ কথা
বাজারে যেকোনো সময় রুপার দাম কম বেশি জতে পারে। তাই এই পোস্টে দেওয়া দামের সাথে নাও মিলতে পারে। এখানে সকল ধরনের এক তোলা রুপা কত টাকায় বিক্রি করা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি এই পোস্ট থেকে এক তোলা রুপার দাম কত ২০২৪ তা জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।