সবাই কমবেশি ডিস লাইন ব্যবহার করে থাকে। তবে এই ডিস লাইন ব্যবহার করে গ্রাহকগণ সন্তুষ্ট নয়। বর্তমান সময়েও ডিস লাইনের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সমস্যা হয়ে থাকে যেমন চ্যানেল স্পষ্ট না হওয়া। সবগুলো চ্যানেল ঠিকমতো না দেখা। শব্দের মাসস ও ছবি অনেক নিম্নমানের ইত্যাদি। আর ডিসলাইনের হাই কোয়ালিটি না থাকায় বর্তমানে ডিস টিভির জনপ্রিয়তা কমে গেছে। জনপ্রিয়তা বেড়েছে নতুন ডিটিএইচ আকাশ টিভির। আপনি জানতে চেয়েছেন ডিশ টিভির দাম ২০২৪ সম্পর্কে।
বিভিন্ন দেশে টাটা স্কাই, এয়ারটেল ব্লাক, ডিশটিভি, ডিডি ফ্রি ডিশ, সান ডিরেক্ট এর মতো অনেকগুলো ডিটিএইচ প্রোভাইডার রয়েছে। নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানেও রয়েছে একাধিক ডিটিএইচ সার্ভিস। যেকারণে সেখানে সার্ভিস বেশ প্রতিযোগিতামূলক এবং কে কত সস্তায় দেয় তার প্রতিযোগিতা চলে। যদি আরও একাধিক কোম্পানি আসতো, তাহলেই দাম কমতো সেটটপ বক্স সহ আনুষঙ্গিক সরঞ্জামের। কিন্তু বাংলাদেশের একটিমাত্র ডিটিএইচ প্রোভাইডর রয়েছে তা আকাশ টিভি।
তাই আজকে আপনাদের বর্তমানের নতুন ডিস টিভির দাম ২০২৪ ও কোন ডিস টিভি বর্তমানে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়। এবং কিভাবে এই ডিশ টিভি ব্যবহার করা হয়, ও ব্যবহার করতে কি কি প্রয়োজন হয়,মাসিক বিল কত। তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আরো জানতে পারবেন বাংলাদেশের কত রকম ডিটিএইচ প্রভাইডার রয়েছে অথবা ডিস লাইন রয়েছে।
ডিস টিভির দাম
বাংলাদেশে ডিস লাইন রয়েছে,যেগুলো ব্যবহার করে বাংলাদেশের মানুষ কোনভাবে সন্তুষ্ট নয়। ডিস লাইনের চ্যানেলগুলো স্পষ্ট নয়। ছবি ও ভিডিও হাই কোয়ালিটি নয়। আর এই ডিস কেবল ব্যবহারে বেশি খরচ হয় না বললেই চলে। আপনাকে শুধু একটি টিভি কিনতে হবে।তারপর ডিস ক্যাবল লাইন দিয়ে আপনার টিভিতে সংযোগ করতে হবে। আর মাসিক বিল আপনাকে 100-150টাকা দিতে হবে। তবে কিছু অসাধু ডিস ক্যাবল ব্যবসায়ী রয়েছে যারা কোনো কোনো গ্রাহকের কাছ থেকে 200 টাকা পর্যন্ত নিয়ে থাকে। আরে ডিস লাইন ব্যবহার করে কোন সুবিধা নেই বরং অসুবিধায় বেশি। কোন অনুষ্ঠান হলে ঠিকমত দেখা যায় না। দেখতে পারলেও চ্যানেলগুলো অস্পষ্ট থাকে। আরো বিভিন্ন সমস্যা হয়ে থাকে।
তবে বাংলাদেশের নতুন ডিটিএইচ প্রোভাইডর আকাশ টিভি এসেছে। বাংলাদেশের মানুষকে খুব সহজেই ভালো মানের সার্ভিস দিয়ে যাচ্ছে। এটি প্রথম বাংলাদেশের বৈধ সার্ভিস প্রোভাইডার। তাই অনেকেই জানে না যে এই ডিস টিভির দাম কত। তবে এর মাসিক বিল সর্বনিম্ন 249 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত। এটি ধরতে গেলে সাধারন জনগনের কাছে প্রায় ব্যয়বহুল। তবে আকাশ টিভি অনেক ভালো এবং হাই কোয়ালিটি সার্ভিস দিয়ে থাকে পুরনো ডিস লাইন ক্যাবল এর থেকে।
আকাশ টিভির দাম কত
আকাশ (DTH) এর পূর্ণরূপ হল (ডাইরেক্ট টু হোম) যা বেক্সিমকো যোগাযোগ লিমিটেডের দেশের প্রথম বৈধ ডিস সার্ভিস প্রোভাইডার।যা বাংলাদেশের একটিমাত্র বৈধ সার্ভিস প্রোভাইডার । এটি তারবিহীন ডিটিএইচ প্রোভাইডার। স্যাটেলাইট থেকে সরাসরি কোন দেশের চ্যানেলসমূহ দেখা যায়। এটিই বাংলাদেশের সর্বপ্রথম বৈধভাবে ডিটিএইচ সার্ভিস চালু করে। বর্তমানে বাংলাদেশে এটি বেশ জনপ্রিয় একটি ডিটিএইচ সার্ভিস প্রোভাইডর।
তবে এই আকাশ টিভি ব্যবহার করার জন্য আপনাকে একটি সেট টপ বক্স কিনতে হবে। আর এই সেটটপ বক্সের দাম বর্তমান একটু বেশি।আকাশ টিভি দিয়ে দেশীয় 34 টি চ্যানেল আর দেশীয় চ্যানেল প্রায় 75 টির মধ্যে দেখা যায়। এ থেকেও বেশি চ্যানেল দেখা সম্ভব হয় আকাশ টিভি দ্বারা। সবগুলো চ্যানেল ফুল এইচডি রেজুলেশন। যদি আকাশ টিভি আপনি কিনতে চান তাহলে আপনাকে অনলাইনে থেকে অথবা আকাশ টিভির ডিলারদের সাথে যোগাযোগ করে প্যাকেজ কিনতে হবে।
তাদের সাথে যোগাযোগ করলেই আপনার বাড়িতে এসে সেই ডিশের লাইনের সংযোগ করে দিয়ে যাবে। আকাশ ডিটিএইচ এর পুরো মূল্য ৫৪৯৯ টাকা। সাথে থাকছে ৭ দিনের জন্য ফ্রি সাবক্রিপশন সুবিধা। অর্থৎ আপনি এই ৭ দিন ফ্রি ট্রায়ালের মাধ্যমে ব্যবহার করতে পারবেন কোনো ধরণের টাকা ছাড়াই।
ডিশ সেট টপ বক্স কি
ডিশ সেট টপ বক্স এক ধরনের রিসিভার। যা কেবল টিভির প্রান্তের কাছে থাকে । এই রিসিভারটা এনালগ সিগনাল কি ডিজিটাল সিগনাল রূপান্তর করে। অর্থাৎ আপনি যে সেট টপ বক্স দিয়ে টিভি দেখবেন সিটি ডিজিটাল সিগনালের। পূর্বে যে এনালগ সিগনাল এর ডিস লাইন ব্যবহার করতেন সেটি ছিল এনালগ সিগনালের। আর এই সেটটপ বক্স দিয়ে বর্তমানে এনালগ সিগনাল কে ডিজিটাল সিগন্যালে পরিবর্তন করা হয়। এজন্যই আমরা ডিজিটাল ছবি,ও হাই কোয়ালিটি ভিডিও দেখতে পাই। এটি হচ্ছে একটি সেট টপ বক্স। আরো বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে পেয়ে থাকি এই সেট টপ বক্স দিয়ে। যেমন
- পূর্বের ডিস লাইনের এনালগের মত এখন আর অস্পষ্ট ছবি প্রদর্শন করবে না।
- পছন্দ মত অনুষ্ঠান এবং চ্যানেলের তালিকা তৈরি করা হবে, যাতে করে দর্শক তার পছন্দের অনুষ্ঠান বা চ্যানেল সহজেই দেখতে পাবেন। বিভিন্ন প্যাকেজে ভাগ করা থাকবে। মানে যারা কম চ্যানেল দেখতে চায়, তারা কম বিল দিবে। আর যারা বেশি চ্যানেল দেখতে চায়, তারা বেশি বিল দিবে। এছাড়াও বাসায় ছোট বাচ্চা থাকলে অ্যাডাল্ট চ্যানেল/প্রোগ্রাম লক্ করে রাখার ব্যবস্থাও রয়েছে।
- বিদ্যুৎ চলে গেলেও ঘরে আইপিএস/জেনারেটর সংযোগ থাকলেও টিভি উপভোগ করা যাবে।
তবে এই সেটটপ বক্স ব্যবহার করার জন্য বাংলাদেশে বৈধ ভাবে একটিমাত্র টিভি রয়েছে তা হচ্ছে আকাশ টিভি।
ফ্রী সেট টপ বক্স
আকাশ ডিটিএইচ ব্যবহার করার জন্য আপনাকে একটি সেট টপ বক্স কিনতে হবে। তবে এই সেটটপ বক্স আপনাকে প্রথমে পুরো প্যাকেজ কিনতে ৫৪৯৯ টাকা লাগবে। তারপর আপনাকে ৭ দিন অথবা ১ মাসের জন্য ফ্রি সাবস্ক্রিপশন সুবিধা দিবে। আরে ফ্রী সেট টপ বক্স এর সাথে আরো কিছু ফ্রি সুবিধা পাবেন তা হচ্ছে একটি সেটআপ বক্স ,HDMI ও AVI ক্যাবল,দুটি ব্যাটারি সংযুক্ত একটি রিমোট। একটি ছাতা , ১৫ মিটার তার,১ বছরের ওয়ারেন্টি ইত্যাদি। আর প্রথমবার ইনস্টলেশনের জন্য ফ্রি। ফ্রী সাবস্ক্রিপশন এরপর আপনাকে প্রতি মাসে রিচার্জ করতে হবে। আপনার ব্যবহার অনুযায়ী চ্যানেল অনুযায়ী আপনার মাসিক বিল পে করতে হবে। সর্বনিম্ন ২৪৯ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত মাসিক বিল হয়।
সেট টপ বক্স এর দাম কত
সেট টপ বক্সের দাম বাজার ভেদে ১৬-১৮ শত টাকা থেকে ৫ হাজারের মধ্যে পড়ে। দামভেদে টিভির ছবি ও শব্দের মানের ভিন্নতা থাকে। সেট টপ বক্সের জন্য এককালীন কিংবা কিস্তিতে আলাদাভাবে অর্থ পরিশোধ করতে হবে। কিছু সেট টপ বক্সের দাম কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে। যেমন স্ট্যান্ডার প্যাকেজ দাম ৫০০০ টাকা। প্রিমিয়াম প্যাকেজের দাম ৮০০০ টাকা।
শেষ কথা
উপরে ডিস টিভির দাম কত ২০২৪ নিয়ে আলোচনা করা হয়েছে। আরো আলোচনা করা হয়েছে সেট টপ বক্সের দাম কত এবং আকাশ টিভির দাম কত। আশা করব এই পোস্ট থেকে বর্তমান ডিস টিভির দাম, এবং সেট টপ বক্সের দাম সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন এবং জানতে পেরেছেন। যদি কোন তথ্য ভুল হয়ে থাকে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ