অসামঞ্জস্য বিলাসের প্রতীক হচ্ছে ডায়মন্ড। হীরক বা হীরা হচ্ছে সর্বাপেক্ষা মূল্যবান একটি রত্ন। এই ডায়মন্ড বা হীরাকে পুরো বিশ্বের নামিদামি লোকেরা বিভিন্ন অলংকার তৈরিতে ব্যবহার করে থাকে। বাংলাদেশের হীরার কোন খনি না থাকলেও এই হীরা দিয়ে অলংকারের ব্যবহার প্রচলন রয়েছে। এই হীরার মূল পরিচয় জানতে গেলে বর্ণহীন এ রত্নটি একটি মাত্র বিশুদ্ধ উপাদান কার্বন থেকে সৃষ্ট।
এখন বাংলাদেশের প্রচলিত বিভিন্ন অলংকার হিসেবে ডায়মন্ডের ব্যবহার রয়েছে প্রচুর। এর মধ্যে অনেকেই ডায়মন্ডের নাকফুল বানাতে চান। এখন প্রশ্ন হচ্ছে এই ডায়মন্ডের নাকফুল বানাতে কত টাকা খরচ হবে। ইতিমধ্যে যারা ডায়মন্ডের নাকফুলের দাম অনলাইনে অনুসন্ধান করছিলেন তাদের জন্য এ পোস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
ডায়মন্ড নাকফুলের দাম কত ২০২৪
গহনা হিসেবে ডায়মন্ডের ইতিহাস প্রায় হাজার বছরের। সেই বহু প্রাচীনকাল থেকেই ডায়মন্ড কে ব্যবহার করে আসছেন। বৈজ্ঞানিকদের ধারণা এবং কথিত আছে ডায়মন্ড বা হীরা সর্বপ্রথম ভারতবর্ষে মূল্যবান হিসেবে খনি থেকে উত্তোলন করা হয় এবং তা ব্যবহার শুরু হয়। জানা যায় পৃথিবীতে প্রতি বছর প্রায় ২৬০০ কেজি হীরা বা ডায়মন্ড উত্তোলিত হয় যার মূল্য হিসেবে ১০ বিলিয়ন ডলার।
এখন পুরো বিশ্ব সহ বাংলাদেশ এর ডায়মন্ডের ব্যবহার রয়েছে। এখন আপনি যদি এটা এমন দিয়ে নাকফুল তৈরি করতে চান তাহলে এটা সম্ভব। যেগুলোর দাম অনেকটা ব্যয়বহুল। যেমন ৪ সেন্ট ওজনের ডায়মন্ড নাকফুলের দাম ৪০০০ টাকা। আবার ৭ সেন্ট ওজনের ডায়মন্ডের নাকফুলের দাম ৭০০০ টাকা।
ডায়মন্ড ওয়ার্ল্ড নাকফুল দাম
ডায়মন্ড ওয়ার্ল্ড এর বিভিন্ন অলংকার পুরো বিশ্বব্যাপী পরিচিত এবং জনপ্রিয়। ডায়মন্ড ওয়ার্ল্ড নাকফুল বাংলাদেশ অনেকে ব্যবহার করেন। বর্তমানে এ ডায়মন্ড ওয়ার্ল্ড নাকফুলের দাম হচ্ছে ১৭০০০ টাকা। আবার কিছু নাকফুল রয়েছে যেগুলোর দাম ১০ হাজার টাকা। আবার কিছু ফুল রয়েছে যার মুল্য ২০ হাজার টাকা।
হীরার নাকফুলের দাম কত ২০২৪
নাকফুল তৈরি করার জন্য ডায়মন্ডকে সেন্ট হিসেবে ব্যবহার করে তৈরি করা হয়। যেমন এক সেন্ট, দুই সেন্ট, তিন সেন্ট ,৪ সেন্ট, ৭ সেন্ট ইত্যাদি। আপনি ইত্যাদি সেন্টের পরিমাণ ডায়মন্ড নিয়ে নাকফুল তৈরি করতে পারবেন। তবে এর মূল্য তালিকা বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন ২৫০ মিলি ১৮ ক্যারেট সোনা সহ ১০ সেন্ট ডায়মন্ডের নাকফুলের দাম পড়বে ১০০০০ টাকা। আবার ৯ সেন্টের দাম ৯০০০ টাকা। ৫ সেন্টের দাম ৭০০০ টাকা আরও ইত্যাদি মূল্য রয়েছে।
শেষ কথা
ডায়মন্ড পুরো বিশ্বজুড়ে জনপ্রিয় এবং পরিচিত একটি রত্ন। এটি দিয়েই অনেক সুন্দর অলংকার তৈরি করা যায়। আর ইতিমধ্যে এই ডায়মন্ড দিয়ে যে অলংকার তৈরি করা যায় তার মধ্যে একটি অলংকারের মূল্য উল্লেখ করেছি। অর্থাৎ এখানে উল্লেখ করেছি ডায়মন্ড নাকফুলের দাম জানিয়ে দিয়েছি।