বাহরাইন মধ্যপ্রাচ্যের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ রাষ্ট্র। পারস্য উপসাগরের পশ্চিম অংশের ৩৬টি দ্বীপ নিয়ে বাহরাই গঠিত। এদেশের সবচেয়ে বড় দ্বীপটিও বাহরাইন নামে পরিচিত এবং এতে দেশটির বৃহত্তম শহর ও রাজধানী মানামা অবস্থিত। তো বাংলাদেশ থেকে অনেক মানুষ বাহরাইনে বসবাস করে| আবার ইতিমধ্যে অনেকেই বাহারাইন যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট ইত্যাদি করছেন| বাহারাইন যাওয়ার পূর্বে অনেকেই একটি বিষয় খুব গুরুত্ব সহকারে জানতে চান তা হচ্ছে বাহরাইন ১ টাকা বাংলাদেশের কত টাকা।
প্রত্যেকটি দেশের টাকার মান আলাদা আলাদা হয়ে থাকে। তবে বাহরাইনের টাকার সাথে বাংলাদেশের টাকার মানের বেশ তফাত রয়েছে। বর্তমানে বাংলাদেশে টাকায় বাহরাইন টাকার মূল্য ৩১২ টাকা। বাহরাইনের মুদ্রা কে দিনার বলা হয়, অর্থাৎ একদিন আর সমান বাংলাদেশি টাকায় ৩১২ টাকার সমান।
বাহরাইন ১ টাকা বাংলাদেশের কত টাকা
বৈদেশিক মুদ্রার বাজার সর্বদা উন্মুক্ত থাকে। আর এর ফলে প্রতিনিয়ত টাকার মান উঠানামা করছে। একটি দেশের টাকার মান তা দেশের অর্থনীতির উপর বিশেষভাবে নির্ভর করে। করে তবে বাংলাদেশের সাথে বাহরাইন দেশের টাকার অনেক পার্থক্য। এ কারণে অনেকেই বাহরাইন ১ টাকা বাংলাদেশের কত টাকা তা জানার খুব আগ্রহ দেখায়।
বর্তমানে যারা বাহরাইন প্রবাসী হিসেবে বসবাস করছেন তাদের এই পোস্ট অনেক গুরুত্বপূর্ণ। কেননা অনেক প্রবাসী বাহরাইন বসবাস করে বাংলাদেশে অনেক টাকা পাঠিয়ে থাকেন। পাঠানোর পূর্বে অবশ্যই টাকার রেট জেনে নেওয়া উত্তম। তা না হলে টাকা পাঠানোর সময় গোলমাল হতে পারে। বাহরাইন ১ টাকা বাংলাদেশের ৩১২ টাকার সমান।
বাহরাইন টাকার রেট বাংলাদেশ
বর্তমান বাহরাইন অঞ্চলে পূর্বে ব্রোঞ্জ যুগে দিলমুন নামক সভ্যতার অস্তিত্ব ছিল। সকল দেশেই বহুদিন আগে থেকেই রয়েছে। বর্তমানে টাকার রেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে। বর্তমানে আপডেট তথ্য অনুযায়ী বাহারাইন টাকা রেট হচ্ছে ৩১২ টাকা প্রায়।
বাহরাইন মুদ্রার নাম কি
অনেকে আবার বাহরাইনের মুদ্রার নাম জানেন না। যেমন বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। ঠিক তেমনি বাহরাইনের মুদ্রার নাম হচ্ছে দিনার। পুরো বিশ্বের সকল জায়গায় বাহরাইন এর মুদ্রা বাহরাইনি দিনার নামে পরিচিত। আর আমরা ১ দিনারে বাংলাদেশের কত টাকা হয় তা নিয়ে আলোচনা করছি। বর্তমানে বাহরাইনের মুদ্রার রেট বাংলাদেশের ৩১২ টাকা সমান।
বাহরাইন ১ দিনার বাংলাদেশের কত টাকা
আপনি যদি গুগলে বাহরাইন ১ দিনার বাংলাদেশের কত টাকা অনুসন্ধান করেন তাহলে প্রথমেই google থেকে আপনাকে একটি তথ্য প্রদর্শন করবে। যে প্রদর্শন বরাবরের মতো আপডেট এবং নিখুঁত হয়ে থাকে। আপনি এখান থেকে আমরা আপনাদেরকে আপডেট তথ্য সংগ্রহ করে জানিয়ে দিচ্ছি। আর আপনার সাথে প্রতিনিয়ত আমাদের এই সাইট থেকে আপডেট তথ্য জানতে পারবেন। অর্থাৎ বাহরাইনের এক দিনার বাংলাদেশের৩১২ টাকা।
বাহরাইন ১০০ টাকা বাংলাদেশের কত
আবার অনেকেই ১০০ দিনের সম্পর্কে জানতে চান। উপার্জনের জন্য অনেকেই বাহরাইন বর্তমানে বসবাস করছেন। তাদের উপার্জিত কিছু টাকা মধ্যে থেকে বাংলাদেশে পাঠাতে চান। তো টাকা পাঠানোর পূর্বে অনেকেই বাহরাইনের এক টাকা এবং বাংলাদেশের কত টাকা জানতে চান। অর্থাৎ বাহরাইনের ১০০ টাকা এবং বাংলাদেশের ৩১২০০ টাকা।
বাহরাইন ৫০০ টাকা বাংলাদেশের কত
বাংলাদেশের যেরকম ৫০০ টাকার নোটের প্রচলন রয়েছে ঠিক তেমনি বাহরাইনেও ৫০০ টাকার নোটের প্রচলন রয়েছে। তবে বাংলাদেশের ৫০০ টাকার তুলনায় বাহরাইনের ৫০০ টাকা বেশ দামী। কেননা যেখানে বাহরাইনের এক দিনার এর দাম বাংলাদেশে টাকায় ৩১২ টাকা সেখানে বাহরাইনের 500 দিনার তো অবশ্যই বেশি হবে। সর্বশেষ রেট অনুযায়ী বাহরাইনের ৫০০ টাকা সমান বাংলাদেশের ১৫৬০০০ টাকা।
বাহরাইন ১০০০ টাকা বাংলাদেশের কত
যারা বাহরাইন বসবাস করে ১ হাজার দিনার উপার্জন করেছেন তাদের ওই টাকায় বাংলাদেশী কনভার্ট করলে প্রায় ৩ লক্ষ ১২ হাজার টাকা হয়।
শেষ কথা
প্রতিনিয়তই বাহরাইন এর টাকার মান উঠানামা করে থাকে। তাই অবশ্যই আপনার কষ্টে অর্জিত বাহারাইন দিনার গুলো বাংলাদেশ পাঠানোর পূর্বে সর্বশেষ রেট জেনে নিন। সর্বশেষ আপডেট অনুযায়ী বাহরাইনের এক টাকা সমান বাংলাদেশের প্রায় 312 টাকার সমান।