বর্তমান টেলিভিশনে বিভিন্ন ধরনের প্যানলের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। যেমন প্লাজমা,এলসিডি,সিআরটি,এলইডি,আইপিএস, কিউএলইডি এবং ওএলইডি। তবে আপনাকে বেছে নিতে হবে সেরা প্যানেল প্রযুক্তি। কেননা একটি টিভি আপনার বাড়িতে, বিনোদনের মাত্রা দ্বিগুন বাড়িয়ে দিতে পারে। তাই সেরা প্যানেল প্রযুক্তি আপনার জন্য হতে পারে, অনেক বেশি আনন্দের।
তাই টিভি ক্রয় করার সময় সব দিক বিবেচনা করেই টিভি ক্রয় করা উচিত। 24 ইঞ্চি এলইডি টিভির দাম নিয়ে অনেকেই ইন্টানেটে অনুসন্ধান করে থাকেন। যদি সত্যিই ভালো মানের টিভি কিনতে চান,তাহলে আপনি এলইডি টিভি কিনতে পারেন। কেননা এলইডি টিভি বর্তমানে অনেক জনপ্রিয়। এবং সর্বাধিক ব্যবহৃত হয়ে আসছে।
24 ইঞ্চি এলইডি টিভির দাম কত
বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের এলইডি টিভি পাওয়া যায়। তবে আপনাকে ভালো ভাবে পর্যালোচনা করে এলইডি টিভি কিনতে হবে। বাজারে 24 ইঞ্চি, ১৭ ইঞ্চি 18 ইঞ্চি ১৪ ইঞ্চি ইত্যাদি এলইডি টিভি পাওয়া যায়। ২৪ ইঞ্চি এলইডি টিভি মোটামুটি সব জায়গায় ব্যবহারযোগ্য। বিশেষ করে বাড়িতে ব্যবহারের জন্য 24 ইঞ্চি এলইডি টিভি একদম পারফেক্ট। আর এই এলইডি টিভির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে।
যেমন এটির ডিসপ্লে সুন্দরভাবে আলোকিত করে। এটি বিদ্যুৎ সাশ্রয়ী এবং অধিকতর উজ্জ্বল আলো প্রদান করে। এবং দেখতেও মোটামুটি স্লিম। এলইডি টিভি অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায় এবং এটি বাস্তবধর্মী ছবি প্রদর্শন করতেও সক্ষম। এর দাম মোটামুটি তুলনামূলকভাবে অনেক কম দামে পাওয়া যায়। আবার অনেক বেশি টাকা দিয়েও কিনে নেওয়া যায়। আর বাংলাদেশে টিভির দাম ৪,৫০০ টাকা থেকে শুরু করে প্রায় লাখ টাকা দিয়ে ক্রয় করা যায়।
বর্তমানে এলইডি টিভির দাম কম দাম থেকে শুরু করে প্রায় লাখ টাকা পর্যন্ত হয়। আজকে শুধু ২৪ ইঞ্চি এলইডি টিভি নিয়ে আলোচনা করেছি। সকল ২৪ ইঞ্চি টিভির দাম আজকের এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন।
এলইডি টিভির দাম কত বাংলাদেশ ২০২৪
বাংলাদেশে এলইডি টিভির দাম ৪৫০০ টাকা থেকে শুরু করে ১ লাখ, ২ লাখ,৩ লাখ টাকা দিয়েও কিনে ফেলা সম্ভব। যত দিন যাচ্ছে,এইসব এলইডি টিভি ততটাই আপডেট হচ্ছে। তত সুন্দর বাস্তবমুখী ছবি প্রদর্শন করছে। এলইডি টিভি ক্রেতারাও কিনতে পছন্দ করছেন।এলইডি টিভি কিনতে বাজারে বিভিন্ন ধরনের ক্রেতা আসেন। অনেকে রয়েছেন যারা ২৪ ইঞ্চি এলইডি টিভি কিনতে চান। তবে এক একজন মানুষের এক এক রকম বাজেট হয়ে থাকে।
যেমন ধরুন আপনি যদি 24 ইঞ্চি এলইডি টিভি কিনতে চান তাহলে আপনাকে কমপক্ষে 10-15 হাজার টাকা বাজেট রাখতে হবে। ২৪ ইঞ্চি এলইডি টিভির মধ্যে দামের অনেক পার্থক্য রয়েছে। কেননা দামের উপর টিভির কোয়ালিটি নির্ভর করে। তাই যদি ২৪ ইঞ্চি এলইডি টিভি কিনতে চান ভালো মানের,তাহলে আপনার বাজেট রাখতে হবে কমপক্ষে 12000-15000 হাজার টাকা।
ওয়ালটন টিভি 24 ইঞ্চি প্রাইস
২৪ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি অনেক ভালো একটি ইলেকট্রনিক পণ্য। বর্তমান সময়ে বাংলাদেশের ওয়ালটন টিভি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের প্রায় সকল মানুষ এই ওয়ালটন এলইডি টিভি ব্যবহার করছে। ব্যবহারের সময় যদি সমস্যা হয়ে থাকে,তা কোম্পানি থেকে ঠিক করে দেওয়া হয়।আর যদি ঠিক না হয় তাহলে টিভি পরিবর্তন করে দেওয়া হয়। তাই বাংলাদেশের এক নাম্বার ওয়ালটন কম্পানি ।
বেশিরভাগ মানুষ ২৪ ইঞ্চি ওয়ালটন টিভি ব্যবহার করছেন। ওয়ালটন এলইডি টিভি ব্যবহার করে ক্রেতাগণ বেশ সুবিধা পাচ্ছে। এই Walton এলইডি টিভির অনেক ফিচার রয়েছে। ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা হচ্ছে,এ ওয়ালটন এলইডি টিভি দাম জানার পাশাপাশি ওয়ালটন 24 ইঞ্চি এলইডি টিভিতে কি কি ফিচার থাকছে সেগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন। বর্তমান বাজারে ওয়ালটন ২৪ ইঞ্চি ওয়ালটন টিভির রয়েছে ১ জিবি র্যাম ও ৮ জিবি রম। বর্তমান সময়ে এই টেলিভিশনের বাজার মূল্য ১৩,৯০০ টাকা। তবে একই টিভি ভিন্ন মডেলের কারণে দাম কম বা বেশি হতে পারে। ২৪ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি প্রায় বাজারেই 12000-13000 টাকার মধ্যে ভালো মানের পেয়ে যাবেন।
24 ইঞ্চি ভিশন এলইডি টিভির দাম ২০২৪
আপনার চাহিদা অনুযায়ী 24 ইঞ্চি ভিশন এলইডি টিভি কিনতে পাবেন অল্প খুব অল্প দামে। ভিশন এলইডি টিভি বর্তমান বাজারের চাহিদা রয়েছে অনেক। বাসাবাড়ি বা অফিসের জন্য 24 ইঞ্চি এলইডি টিভি নির্বাচনে আপনার জন্য সঠিক হতে পারে। বর্তমানে ভিশন এলইডি টিভি 14400 টাকা থেকে শুরু করে প্রায় 3 লাখ টাকা পর্যন্ত এই ভিশন টিভি পাওয়া যায়। বর্তমান বাজারে 24 ইঞ্চি ভিশন এলইডি টিভির দাম 14,400 টাকা। তবে মাঝেমধ্যে বিভিন্ন আনুষ্ঠানিকভাবে কোম্পানি থেকেই ভিশন এলইডি টিভির ছাড় দেওয়া হয়। তবে এর বাজার মূল্য 14400 টাকা।
Sony 24 ইঞ্চি এলইডি টিভির দাম কত
সনি 24 ইঞ্চি এলইডি টিভি বাংলাদেশের প্রায় সব বাজারে পাওয়া যায়।আগের থেকে এখন ফুল এইচডি রেলেশন বাজারে পাওয়া যায়। এবং এর বিভিন্ন মডেলও বাজারে পাওয়া যায়। মডেলের ভিন্নতার কারণে দাম ও ভিন্ন হয়ে থাকে। সনি 24 ইঞ্চি এলইডি টিভি কিনলে সাথে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যায়। তবে এর বর্তমান বাজার মূল্য পড়বে 9000-10000 টাকা।
24 ইঞ্চি মিনিস্টার এলইডি টিভির দাম ২০২৪
বিভিন্ন টিভির পাশাপাশি মিনিস্টার টিভি ধীরে ধীরে অনেক উন্নত হচ্ছে। মানুষের কাছে বেশ জনপ্রিয়। এ টিভির সার্ভিস ওয়ারেন্টি প্রায় সাত বছর হয়ের্ থাকে। মিনিস্টার টিভি অনেকেই ক্রয় করে থাকেন। তবে 24 ইঞ্চি মিনিস্টার এলইডি টিভির দাম বর্তমান বাজারে প্রায় 15000 টাকা। তবে আরো কিছু মডেল রয়েছে যাদের মুল্য প্রায় 20 হাজার টাকা।
সিঙ্গার ২৪ ইঞ্চি এলইডি টিভির দাম
সিঙ্গার এলইডি টিভি বাজারে এখন অনেক পাওয়া যায়। বিভিন্ন এলইডি টিভির পাশাপাশি বাড়িতে দেখা যায়। সিঙ্গার টিভি ব্যবহার করে মানুষ বেশি সুবিধা পাচ্ছে। সুন্দর বাস্তবমুখী ছবির প্রদর্শনী বেশ উন্নত। টিভির রেজুলেশন আগের থেকে উন্নত হয়েছে। এই সিঙ্গার টিভি বর্তমানে 24 ইঞ্চি সিঙ্গার এলইডি টিভির দাম 11000 টাকা। বিভিন্ন ডিসকাউন্টের কারণে এর দাম কম বেশি হতে পারে।
শেষ কথা
বর্তমানে বিভিন্ন কোম্পানির এলইডি বিভিন্ন দোকানে টিভি পাওয়া যায়। বাংলাদেশের ওয়ালটন এলইডি টিভি বেশ জনপ্রিয়। ওয়ালটন টিভি ব্যবহার করে বাংলাদেশের মানুষ অনেক সুবিধা পেয়ে থাকে। চাহিদা অনুযায়ী বাজেটের মধ্যে ওয়ালটন টিভি করা সম্ভব হয়। পাশাপাশি বিভিন্ন কোম্পানির অনেক ভালো মানের এলইডি টিভি পাওয়া যায়। বিভিন্ন সাইজের এলইডি টিভি বিভিন্ন দামে বাজারে পাওয়া যায়। তাই উপরে 24 ইঞ্চি এলইডি টিভির দাম ২০২৪ নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করা যায় সম্পুর্ন পোস্ট করলে সকল এলইডি টিভির সঠিক দাম জেনে নিতে পারবেন।