১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪

গত এপ্রিল মাসে এলপি গ্যাস গুলোর দাম কমানো হয়েছিল, এরপর আবারো আজকে এলপি গ্যাস গুলোর দাম কিছুটা কমিয়ে আনা হয়েছে। এই আগস্ট মাসে প্রায় ১৪১ টাকা বাড়িয়ে গ্যাস গুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের ভোক্তা পর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাসের দাম কিছুটা কমেছে। আর জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ৯৮ টাকা ১৭ পয়সা নির্ধারণ করেছে। প্রতি মাস অন্তর সিলিন্ডার গ্যাস গুলোর দাম নির্ধারণ করে বিইআরসি। আর আজকে শুধু আলোচনা করব  ১২ কেজি এলপি গ্যাসের দাম ২০২৪। শুধু তাই নয়, এ পোস্ট থেকে বসুন্ধরা এলপি গ্যাসের দাম সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি যমুনা গ্যাস,ইন্ডেক্স এলপি গ্যাস, বিএম এলপি গ্যাস ইত্যাদি এ পোস্ট থেকে জেনে নিতে পারবেন।

১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪

এপ্রিল মাসের শুরুতেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ১২ কেজি এলপি গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত চলে এসেছে। গত মাস এর তুলনায় এই মাসে প্রায় ১৪১ টাকার মতো প্রতি  ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। অনেকে ইন্টারনেটে আজকে ১২ কেজি এলপি গ্যাসের দাম কত তা খুজে থাকে।

তাই এখন আমি আপনাদের সাথে বাংলাদেশ রেগুলেটর কমিশন করতে নির্ধারণকৃত ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম শেয়ার করব। গত মার্চ মাসে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭৪ টাকা। আগস্ট মাসের জন্য ১৪১ টাকা বাড়িয়ে ১১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সুতরাং ১২০০ টাকার মধ্যেই আপনি এখন একটি সিলিন্ডার গ্যাস ক্রয় করতে পারবেন।

সিলিন্ডার গ্যাসের দাম ২০২৪

বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওজনের সিলিন্ডার গ্যাস পাওয়া যায়। যেমন ৫ কেজি সিলিন্ডার গ্যাস, ১২ কেজি সিলিন্ডার গ্যাস,সাড়ে ১২ কেজি ,১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি সিলিন্ডার গ্যাস। ২০ কেজি ,২২ কেজি, ২৫ কেজি ,৩০ কেজি, ৩৩ কেজি ,৩৫ কেজি,৪৫ কেজি ইত্যাদি সিলিন্ডার গ্যাস বাজারে পাওয়া যায়। তবে এসব গেছে নির্ধার্ত মূল্য রয়েছে। তবে আজকে জানাবো ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম বর্তমান বাজারে কত? বর্তমান বাজারে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১০৭৪ টাকা বিক্রি হচ্ছে। আবার কোথা্ও 12 কেজি সিলিন্ডার গ্যাসের মূল্য রাখা হচ্ছে ১২০০-১৩০০ টাকা।

১২ কেজি বসুন্ধরা এলপি গ্যাসের দাম

বাংলাদেশে বহুল ব্যবহৃত এবং সুরক্ষিত এলপি গ্যাসের নাম হচ্ছে বসুন্ধরা এলপি গ্যাস। বিভিন্ন কোম্পানির পাশাপাশি অন্যতম জনপ্রিয় বসুন্ধরা গ্যাস। 12 কেজি বসুন্ধরা এলপি গ্যাসের দাম বর্তমানে কিছুটা কম হলেও কিছু কিছু দোকানে একটু বেশি দামে বিক্রি করা হচ্ছে। সরকার নির্ধারিত মূল্য ১১৭৮ টাকা হলেও বেশ কিছু দোকানে ১৩০০ টাকা মতন বিক্রি করা হচ্ছে। অর্থাৎ বর্তমানে ভারতে যে বসুন্ধরা এলপি গ্যাসের দাম প্রায় ১৪০০ টাকার মতো।

  • অন্যান্য কোম্পানির থেকে বসুন্ধরা গ্যাসের দাম একটু বেশি। বর্তমানে প্রায় ১২০০ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন দোকানে।

১২ কেজি যমুনা এলপি গ্যাসের দাম

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২২ এ যমুনা গ্যাস সেরা এলপিজি তালিকায় হয়েছিল। নতুন বছরেও আমি বেশ ভালো ব্যবহার হয়ে আসছে এ যমুনা গ্যাসের। এই গ্যাস রান্নায় অনেক সাশ্রয়ী । ভোক্তা পর্যায়ে ১২ কেজি যমুনা গ্যাসের দাম ১১৭৮ টাকা। যা পূর্বের তুলনায় এত অনেক কম দামে পাওয়া যাচ্ছে।

  • যমুনা এলপি গ্যাসের দাম প্রায় ১২০০  টাকা ।

১২ কেজি LAUGFS গ্যাসের দাম

বর্তমানে LAUGFS গ্যাসের দাম ১৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে ভোক্তা পর্যায়ে এর দাম কিছুটা কম। কিন্তু বর্তমান বাজারে খুচরা দোকানে এর বিক্রয় মূল্য ‘১৩৭০-১৩৮০ টাকা পর্যন্ত। তার প্রতি কেজিতে দাম বেড়েছিল ৪৬ টাকা। তবে বর্তমানে এর দাম কমিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে।

  • LAUGFS গ্যাসের দাম প্রায় ১২০০ টাকা ।

১২ কেজি বি এম এলপি গ্যাসের দাম

প্রতিটা পরিবারের ভালোবাসার গল্পে মিশে আছে বিএম এলপি গ্যাস। বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বিএম এনার্জি (বিডি) লিঃ সম্পূর্ণ অত্যাধুনিক পদ্ধতিতে বোতলজাত করছে বিএম এলপি গ্যাস। তাই বজায় থাকে সঠিক ওজন আর নিরাপদ থাকে সবার জীবন। জ্বালানি প্রয়োজনে , সবসময় সবখানে খুব সহজে পাওয়া যায়। বিএম এলপি গ্যাস বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত পরিবেশবান্ধব এলপি গ্যাস । এজন্য আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তবে এই বিএম এলপি গ্যাসের বর্তমান মূল্য ১২৩২-১২৫০ টাকা পর্যন্ত। খুচরা দোকানে এর থেকে একটু বেশি হতে পারে।

  • বি এম গ্যাসের দাম প্রায় ১২৫০  টাকা ।

১২ কেজি ইনডেক্স এলপি গ্যাসের দাম

অন্যান্য এলপি গ্যাসের মতো ইন্ডেক্স এলপি গ্যাস বহুল ব্যবহৃত। সকল এলপি গ্যাসের দাম নির্ধারিত হওয়ার পাশাপাশি ইনডেক্স গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে। 12 কেজি, 15 কেজি, 16 কেজি ইত্যাদি বাজারে ইন্ডেক্স এলপি গ্যাস পাওয়া যায়। তবে বর্তমান বাজারে ১২ কেজি এলপি গ্যাসের দাম ১২৩২ টাকা। খুচরা বাজারের দোকান ভেদে এই গ্যাসের দামের তারতম্য হতে পারে।

  • ইনডেক্স গ্যাসের দাম প্রায় ১২০০ টাকা ।

শেষ কথা

উপরের প্রতিবেদনে মূলত আজকে ১২ কেজি এলপি গ্যাসের দাম ২০২৪ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের এই পোস্টের বিভিন্ন এলপি গ্যাসের বর্তমান দাম নিয়ে আলোচনা করা হয়েছে। সরকার কর্তৃক দাম নির্ধারিত হলেও দেশের বিভিন্ন দোকানে এর দাম কম বেশি হতে পারে। যদি পোস্টটি ভারতের লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করবেন। যেন সবাই এলপি গ্যাস গুলোর দাম জানতে পারে। ধন্যবাদ

আরও দেখুনঃ

এলপিজি গ্যাসের দাম ২০২৪ [১ বোতল LPG গ্যাসের দাম কত?]

আজকের সিলিন্ডার গ্যাসের দাম ২০২৪- এলপিজি গ্যাসের দাম কত?

About Foysal Ahmed

আমি মোঃ ফয়সাল আহমেদ। দীর্ঘদিন যাবত আমি অনলাইন কাজের সাথে জড়িত। আজকের দাম কত সাইটে আমি আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যের দাম নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আমাদের সাইট থেকে প্রায় সকল ধরনের জিনিসের দাম সম্পর্কে অবগত হতে পারবেন।

View all posts by Foysal Ahmed →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *