১ ডলার বাংলাদেশের কত টাকা ২০২৪

সরকার কর্তিক ও দেশের অর্থনৈতিক সংস্থা অনুযায়ী সকল দেশের টাকার রেট নির্ধারন করা হয়েছে। এই অনুযায়ী এক এক দেশের টাকার রেট এক এক রকমের হয়ে থাকে। ২০২৪ সালের নতুন করে আমেরিকান বা মার্কিন ডলারের নতুন রেট নির্ধারিত করেছে বাংলাদেশে সরকার। সেই অনুযায়ী ১ ডলার বাংলাদেশের কত টাকা তা এখান থেকে জানতে পারবেন।

প্রতি বছর বাংলাদেশের অর্থনীতিতে মার্কিন ডলারের প্রভাব পড়তেছে। প্রবাসী বা দেশের ফ্রিলান্সারের ডলার বাংলাদেশ ব্যাংকে জমা হচ্ছে। তবে এই ডলারের মূল্য সময়ের পরিবর্তনে এক এক রেটে বিক্রি হচ্ছে। আজকে ১ ডলারের দাম বাংলাদেশে প্রায় ১১০ টাকার আশে পাশে। এর আগের মাস গুলোতে ১০৮ -১০৯ টাকা ডলার রেট ছিলো। এই পোস্ট থেকে আমেরিকায় ১ ডলারের দাম কত? বাংলাদেশে ১ ডলার কত টাকায় বিক্রি করা হয় তা বিস্তারিত জেনেনিন।

১ ডলার বাংলাদেশের কত টাকা

ডলার বা টাকা মূলত একই। তবে ১ ডলারের দাম বাংলাদেশে ১০৮ থেকে ১১০ টাকার মধ্যে। প্রতিদিন ডলারের দাম পরিবর্তন হয়ে থাকে। আজকে ১১০ টাকায় ১ ডলার হলে, কালকে এই ১ ডলারের মূল্য ১১১ টাকাও হতে পারে। এই রেটের পার্থক্য সময়ের ব্যবধানে হয়। আজকে ১ ডলার বাংলাদেশের ১১০ টাকা প্রায়। গত মাসে এই ডলারের রেট ছিলো ১০৯ টাকা। আগের মাসে ১ ডলারের দাম আরও কম ছিলো। তখন ১০৮ টাকায় ১ ডলার পাওয়া যেতো।

১ ডলার বাংলাদেশের কত টাকা ২০২৪

বিশ্ব বাজারে ডলারের দাম বৃদ্ধি করা হয়েছে। আগের সময়ে ১ ডলারের দাম ছিলো সর্বোচ্চ একশত আট টাকা। কিন্তু ২০২৪ সালের শুরু থেকেই অতিমাত্রায় ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাস থেকে ডলারের রেট বাড়তে শুরু করে। আবার এপ্রিল মাসের শেষের দিকে অর্থাৎ মে মাসের শুরুতে ডলারের রেট ২ থেকে ৩ টাকা কমে যায়। এপ্রিলের ৩০ তারিখে ডলারের দাম ছিলো ১০৪ টাকা। আবার মে মাসের শেষের দিকে ডলারের রেট ৩ টাকার মতো বৃদ্ধি পায়। কিন্তু বর্তমান সময়ে ডলারের দাম অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি এক ডলারের দাম বাংলাদেশি টাকায় প্রায় ১১০ টাকার আশেপাশে।

আজকে ১ ডলারের দাম কত টাকা?

প্রতিনিয়ত ডলারের রেট পরিবর্তন করা হয়। তাই আপনাদের কে প্রতিদিনের ডলারের মূল্য গুগল থেকে জেনে নিতে হবে। এছাড়া ব্যাংক থেকে আজকে ডলারের দাম কত তা জানতে পারবেন। আজকে ১ ডলারের দাম ১১০ টাকা। এই রেটে শুধুমাত্র আজকে ডলার কিনতে পারবেন। সময়ের সাথে এর রেট আবার পরিবর্তন হতে থাকবে।

আমেরিকার ১ ডলার বাংলাদেশের কত টাকা

অনেকে ডলারকে মার্কিন ডলার নামে জেনে থাকে। ডলার শুধু আমেরিকায় পাওয়া যায় না। পৃথিবীর আরও অনেক দেশে ডলার ব্যবহার করা হয়। এই ডলারের রেট সকল দেশেই একই রকম। আমেরিকার ডলারের দাম বাংলাদেশে পরিবর্তন হয়েছে। আজকে আমেরিকার ১ ডলার বাংলাদেশের ১১০ টাকা। 

১০০ ডলার বাংলাদেশের কত টাকা

১ ডলারের রেটে ১০০ ডলার বিক্রি করা হয়ে থাকে। আজকে এক ডলারের মূল্য ১১০ টাকা। সেই অনুযায়ী ১০০ ডলারের দাম ১১০০০ টাকা। কিছুদিন আগে ১০০ ডলারের দাম ছিলো ১০৮৯৭ টাকা। বর্তমানে প্রতি ১০০ ডলারের রেট বৃদ্ধি করা হয়েছে। আবার যেকোনো সময় এর দাম কমে যেতে পারে বা আরও বাড়তে পারে।

আজকে ডলারের রেট কত?

সারা বিশ্বে আগের তুলনায় ডলারের রেট অনেক বেড়েছে। ৯০ থাকা থেকে বর্তমান সময়ের সেই রেট এখন ১১০ টাকা পর্যন্ত। কিছু দিন থেকে ৩ থেকে ১০ পয়সা করে ডলারের রেট কমতেছে। তবে ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ২০ থেকে ২৭ টাকা ডলারের রেট বেড়েছে। আজকের ডলারের রেট ১১০ টাকা।

আমেরিকান ডলার টু টাকা কনভার্ট 

নিচে একটি ছক শেয়ার করেছি। এই ছকে বিভিন্ন পরিমাণ পরিমাণ ডলারের রেট দেওয়া আছে। যারা আমেরিকান ডলার টু টাকা কনভার্ট জানতে চান, এই অংশ থেকে জেনে নিবেন। তবে এই ছক টি কিছু সময়ের জন্য মিলবে। যেকোনো সময়ে ডলারের দাম ছকের দেওয়া দাম থেকে কম বা বেশি হয়ে যেতে পারে।

ডলার রেটবাংলাদেশী টাকা
১ আমেরিকান ডলার =১০৯ টাকা ৫০ পয়সা
১০ আমেরিকান ডলার =১০৯০০ টাকা
১০০ আমেরিকান ডলার =১০৯০৫ টাকা
১০০০ আমেরিকান ডলার =১০৯০৫০ টাকা

শেষ কথা

ডলার ক্রয় বা বিক্রয়ের পূর্বে গিগল থেকে প্রতিদিনের রেট জেনে নিবেন। আর ব্যাংক থেকে ডলার থেকে টাকা তুললে তাহলে ব্যাংক থেকেই আজকের রেট জানতে পারবেন। এই পোস্টে আমেরিকান ডলার বাংলাদেশে কত টাকা হয় তা বিস্তারিত শেয়ার করা হয়েছে। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এখান থেকে ১ ডলার বাংলাদেশের কত টাকা ২০২৪ জানতে পেরেছেন। এও রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

About Foysal Ahmed

আমি মোঃ ফয়সাল আহমেদ। দীর্ঘদিন যাবত আমি অনলাইন কাজের সাথে জড়িত। আজকের দাম কত সাইটে আমি আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যের দাম নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আমাদের সাইট থেকে প্রায় সকল ধরনের জিনিসের দাম সম্পর্কে অবগত হতে পারবেন।

View all posts by Foysal Ahmed →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *