Realme আবার একবার বাজিমাত করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Realme 15 Pro দিয়ে। এই ফোনটি আগামী 24 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে, আর আগেই leak হয়ে যাওয়া কিছু স্পেসিফিকেশন দেখে tech lovers দারুন excited।

স্মার্টফোনটির সবচেয়ে বড় হাইলাইট হল এর 144Hz refresh rate-এর ডিসপ্লে আর বিশাল 7000mAh ব্যাটারি – যা একেবারেই গেমিং ও হেভি ইউজারদের জন্য পারফেক্ট। এবার আমরা দেখে নিই এর সব গুরুত্বপূর্ণ ফিচার আর এই ফোন কেন আলাদা তা।

144Hz Ultra Smooth Display – দেখলেই মন ভরে যাবে

Realme 15 Pro আসছে একটি 6.7-inch AMOLED display নিয়ে, যা সাপোর্ট করে 144Hz refresh rate। এতো হাই রিফ্রেশ রেট মানেই scrolling, gaming, video watching সব হবে buttery smooth.

আর HDR10+ support থাকায় contrast আর color vibrancy একেবারে cinema-like feel দেবে। যারা Netflix, YouTube বা Instagram reels এ ঘণ্টার পর ঘণ্টা কাটান – তাদের জন্য এই ডিসপ্লে হবে একটা blessing।

7000mAh Battery – Powerhouse in Your Pocket

Realme এবার তাদের ব্যাটারি game-এ বড়সড় upgrade এনেছে। Realme 15 Pro-তে থাকছে massive 7000mAh battery যা সাধারনভাবে 2 দিন আর heavy usage-এ অন্তত 1.5 দিন চালাবে।

আর থাকছে 80W fast charging, যার সাহায্যে মাত্র 35 মিনিটেই ফোন 0 থেকে 100% চার্জ হয়ে যাবে। তো আর বারবার power bank খুঁজে বের করতে হবে না।

200MP Primary Camera – DSLR কে টক্কর দেবে?

Leaks অনুযায়ী, এই ফোনে থাকতে পারে একটি 200MP Samsung ISOCELL HP3 sensor। এর সাথে থাকবে ultra-wide এবং macro lens – making it a solid triple-camera setup।

Portrait mode, night mode, AI enhancements – সব latest features দেবে pro-level photography experience। আর যারা social media-তে photo/video upload করতে ভালোবাসেন, তাদের জন্য এটা হবে dream phone।

Processor & Performance – Snapdragon or MediaTek?

এখনও পর্যন্ত exact chipset confirm হয়নি, but reports বলছে এটি হয়ত Snapdragon 7 Gen 3 অথবা Dimensity 7050 দিয়ে আসবে।

এই দুইটাই mid-range segment-এ powerful processor হিসেবে পরিচিত। ফলে gaming, multitasking, video editing, সবকিছু smoothly চলবে।

আর থাকতে পারে 12GB RAM + 256GB storage এর variant, যা আপনার সব app, file আর photo/video store করতে যথেষ্ট।

Design – Slim, Stylish, and Stunning

Realme 15 Pro-এর design নিয়ে এখনই online এ অনেক buzz। ফোনটি হবে ultra-slim despite having a 7000mAh battery – এটা সত্যিই impressive।

Leaks বলছে, এতে থাকতে পারে vegan leather finish বা matte glass back, যা premium feel দেবে। আর color options-ও থাকবে multiple – including blue, black, and probably a special edition color.

Software & Features – Everything You Need

Phoneটি আসবে Android 14 with Realme UI 5.0 এর সাথে। এতে থাকছে in-display fingerprint sensor, stereo speakers, 5G support, WiFi 6 এবং IP54 water-dust resistance।

এগুলো সবই modern smartphones-এর expected features, এবং Realme এটাকে সম্পূর্ণ করছে একটি all-rounder device হিসেবে।

Expected Price – Budget Users খুশি হবেন?

Realme-এর pricing strategy সবসময়ই aggressive হয়। Realme 15 Pro-এর base variant (probably 8GB/128GB) দাম হতে পারে ₹18,999 থেকে ₹21,999 এর মধ্যে।

এত powerful features নিয়ে যদি এই রেঞ্জে আসে, তাহলে undoubtedly it’ll be a value-for-money beast।

Comparison with Other Phones

এই segment-এ Redmi Note 13 Pro, iQOO Z9, Samsung M14 এর মতো ফোন রয়েছে। কিন্তু 7000mAh battery আর 144Hz AMOLED ডিসপ্লে – এই combo এখনো কেউ দিচ্ছে না।

এই দুই features-ই Realme 15 Pro কে market-এ অনন্য করে তুলছে।

Launch Date & Availability

Realme 15 Pro লঞ্চ হবে 24 জুলাই, 2025। Flipkart বা Amazon ছাড়াও এটি Realme-এর official site এবং offline stores-এও পাওয়া যাবে।

Pre-booking হয়তো 20 জুলাই থেকে শুরু হবে, এবং প্রথম sale হতে পারে 26 বা 28 জুলাইয়ের দিকে।

Final Verdict

যদি আপনি একজন power user হন, যিনি অনেক game খেলেন, অনেক ছবি তোলেন, আর দিনে ফোন অনেকক্ষণ ব্যবহার করেন – তাহলে Realme 15 Pro আপনার জন্য একদম পারফেক্ট।

144Hz AMOLED display, 7000mAh battery, 200MP camera – সবকিছুই আছে। আর যদি দাম 22 হাজারের নিচে থাকে, তাহলে এই ফোন market-এ তোলপাড় করবে।