
Oppo আবার দারুন চমক নিয়ে এসেছে। এইবার তারা global market-এ launch করলো Oppo Reno 14 5G, যেটা নতুন MediaTek Dimensity 8350 chipset-এর সাথে এসেছে। এই ফোনটি এখন শুধু China-তে নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে আসতে শুরু করেছে।
এই ফোনের processor, camera features, battery backup, design—all কিছু এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এটা mid-range category-র মধ্যেও premium experience দেয়।
চলুন এক নজরে দেখে নিই নতুন Oppo Reno 14 5G-এর সব highlight আর feature গুলো।
Dimensity 8350 Processor: Fast Performance er Promise
This Article Includes
- 1 Dimensity 8350 Processor: Fast Performance er Promise
- 2 Display: Eye-Catching AMOLED Panel
- 3 Camera Features: AI-Powered Stunning Photography
- 4 Battery and Charging: Fast and Long-Lasting
- 5 Design & Build Quality: Sleek and Stylish
- 6 Software Experience: ColorOS on Android 14
- 7 Memory & Storage Variants
- 8 Oppo Reno 14 5G-এর দাম ও availability
- 9 কে কিনবেন এই ফোন?
- 10 Final Verdict
এই নতুন ফোনটি এসেছে MediaTek-এর Dimensity 8350 chipset সহ। ইহা একটি 5G capable, 4nm architecture-based chip যা gaming, multitasking এবং everyday use-এর জন্য excellent performance দেয়।
এই processor-এর সাথে 8-core CPU রয়েছে—যা high-speed কাজ করার জন্য খুবই efficient।
Bangladeshi বা Indian users যারা budget-এর মধ্যে একটি fast ও lag-free ফোন চান, তাদের জন্য এটি একদম perfect।
Display: Eye-Catching AMOLED Panel
Oppo Reno 14 5G তে পাওয়া যাচ্ছে একটি 6.7-inch AMOLED display। এই ডিসপ্লেটি full HD+ resolution support করে, এবং সাথে থাকছে 120Hz refresh rate।
Scrolling, gaming, video watching—সবকিছু এখন হবে ultra smooth।
Display টা খুব vibrant এবং bright, মানে sunlight-এর নিচেও ভালোভাবে সব দেখা যায়।
Camera Features: AI-Powered Stunning Photography
এই ফোনটির back side-এ পাওয়া যাচ্ছে triple rear camera setup। যার মধ্যে main sensor হলো 50MP। এছাড়া থাকছে 8MP ultra-wide lens এবং 2MP macro lens।
Front camera হিসেবে আছে 32MP selfie shooter—যেটি AI beauty mode, portrait effects ইত্যাদির মাধ্যমে আপনাকে perfect shots দেবে।
Low light photography তেও এই ফোন খুব ভালো পারফর্ম করে।
Battery and Charging: Fast and Long-Lasting
Oppo Reno 14 5G তে রয়েছে 5000mAh battery—যা একবার চার্জ দিলে full day use করা যায়, even heavy users-এর জন্যেও।
এর সাথে থাকছে 67W SUPERVOOC fast charging, যা মাত্র 20-25 মিনিটেই 60-70% পর্যন্ত ফোন চার্জ করে দিতে পারে।
Quick charging যাদের দরকার, তাদের জন্য এটা অনেক বড় plus point।
Design & Build Quality: Sleek and Stylish
এই ফোনের design খুবই modern এবং premium look-এর মতো। Thin bezels, curved edges, and glossy finish—সব কিছু মিলিয়ে এটা দেখতে একদম flagship phone-এর মতো।
Phone টি দুটি trendy color-এ এসেছে—Twilight Purple এবং Moonlight Silver।
Hand-feel খুব smooth, এবং weight balanced—মানে long time ধরে use করলে হাত ব্যথা হওয়ার সম্ভাবনা কম।
Software Experience: ColorOS on Android 14

Oppo Reno 14 5G চলবে Android 14 এর উপর ভিত্তি করে তৈরি ColorOS 14 ইউআই-এর মাধ্যমে।
এই interface clean, smooth এবং অনেক customization-friendly। এছাড়া Oppo regular software updates দেয়, যা ফোনের performance ও security দুইটাই ভালো রাখে।
Memory & Storage Variants
এই ফোনটি পাওয়া যাচ্ছে 8GB RAM এবং 128GB/256GB storage অপশনে। RAM Expansion technology-এর মাধ্যমে RAM virtualভাবে 8GB পর্যন্ত বাড়ানো যায়, মানে আপনার ফোন আর slow হবে না।
Storage UFS 3.1 type-এর—যা faster read/write speed দেয়।
Oppo Reno 14 5G-এর দাম ও availability
Oppo এখনও global pricing officially announce করেনি, তবে leak অনুযায়ী এই ফোনের দাম হতে পারে approx ₹26,000–₹30,000 (INR) বা ৳35,000–৳38,000 (BDT) এর মধ্যে।
Phone টি প্রথমে Asia-র কিছু selected market এ launch হচ্ছে, এবং তারপর ধীরে ধীরে অন্যান্য দেশে available হবে।
কে কিনবেন এই ফোন?
Oppo Reno 14 5G তাদের জন্য perfect choice, যারা একটা stylish looking, powerful, এবং budget এর মধ্যে premium feature-packed ফোন খুঁজছেন।
Specially যারা heavy app user, gamer, বা photography/personal branding-এর জন্য ভালো camera phone চান, তাদের জন্য এটা value for money ফোন হতে পারে।
Final Verdict
Oppo Reno 14 5G হলো এমন একটা ফোন যেটা balanced specs এবং premium feel একসাথে নিয়ে এসেছে। Dimensity 8350 chip, AMOLED display, 50MP AI camera, আর 67W fast charging—সব কিছু মিলিয়ে এটাকে বলা যায় mid-range king।