বাংলাদেশে ছোট বা বড় উভয় সাইজের তোতা পাখি পাওয়া যাচ্ছে। এদের দাম ওজন, সাইজ এবং জাতের উপরে নির্ভর করে। একটি তোতা পাখির দাম ১০০০ থেকে ১৫০০ টাকা। তবে ২ হাজার বা ৩ হাজারের মধ্যে বড় সাইজের এবং অধিক ওজনের তোতা পাখি পাওয়া যাচ্ছে।
অনেকেই শখের বসে পাখি পালন করতে পছন্দ করে। বাংলাদেশে বিভিন্ন প্রজাতির পাখি পাওয়া যায় যেগুলো অনেকেই বাসা বাড়িতে লালন পালন করে থাকেন। এ সকল পাখিগুলোর মধ্যে তোতা পাখি পালন অন্যতম। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে তোতা পাখি পালন করে আসছে লোকজন। আপনি যদি তোতাপাখি পালন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এই পোস্ট অনেক উপকারে আসতে পারে।
এই পোস্টে তোতা পাখির পালন পদ্ধতি, এক জোড়া পাখির মূল্য কত তা শেয়ার করেছি। সেই সাথে বাচ্চা সাইজের তোতা পাখির মূল্য এবং পাইকারি দাম কত তা এই পোস্ট থেকে জানতে পারবেন। এজন্য পোস্ট টি সম্পূর্ণ পড়ুন।
তোতা পাখির দাম
বড় সাইজের একটি তোতা পাখির দাম ১৫০০ থেকে ২০০০ হাজার টাকা। এর থেকে বেশি দামেও বাংলাদেশ বাজারের টিয়া পাখি বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৪০০০ টাকায়। ছোট সাইজের একটি তোতা পাখির মূল্য ৫০০ থেকে ৭০০ টাকা । প্রতি জোড়া বাচ্চা তোতা পাখির আজকের মূল্য ১৪০০ থেকে ১৫০০ টাকা। মাঝারি সাইজের প্রতি জোড়া তোতা বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ২০০০ টাকায়। একটি বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। তবে পাইকারি দামে এক জোড়া তোতা পাখির দাম ১০৫০ টাকা।
এক জোড়া তোতা পাখির দাম
ছোট, বড় বা মাজারি সাইজের উভয় পাখি জোড়া আকারেও বিক্রি করা হয়। একটি বাচ্চা পাখির জোড়ার দাম ১২০০ থেকে ১৫০০ টাকা। ৭০০ বা ৮০০ টাকায় মাঝারি আকৃতির একটি পাখির মূল্য ১০০০ টাকা এবং এক জোড়ার মূল্য ২০০০ টাকা। পাইকারি দামে ১৯০০ টাকা জোড়া বিক্রি করা হয়। ওজনে বেশি এবং সাইজে অনেক বড় এই রকম টিয়া পাখির প্রতি জোড়ার মূল্য ২ থেকে ৩ হাজার টাকা। ২৫০০ টাকা জোড়া এই দামেও বড় আকৃতির তোতা পাখি কিনতে পাওয়া যায়।
কাকাতুয়া পাখির দাম
বাংলাদেশের সকল জেলায় কাকাতুয়া পাখি দেখা যায়। তবে খুব বেশি পরিমাণে পাখি গুলো পাওয়া যায় না। অনেক শখের বসে অত্যাধিক মূল্য দিয়ে এই পাখি গুলো কিনে থাকে। দামের দিক থেকে ২০ হাজার থেকে শুরু হয়। এক জোড়া বাচ্চা পাখির মূল্য ২০ থেকে ৩০ হাজার টাকা। ৪০,০০০ টাকা জরাও কাকাতুয়া বাচ্চা বা ছোট পাখি গুলো বিক্রি করা হয়। এর সাথে ৪০ হাজারে একটি মাঝারি সাইজের পাখি কিনতে পারবেন। বড় ধরনের কাকাতুয়া পাখির আজকের দাম ৬০,০০০ থেকে ৮০,০০০ টাকার মধ্যে। একটি Umbrella Cockatoo পাখি ১,৩০,০০০ থেকে ১,৫০,০০০ এর মধ্যে বিক্রি করা হয়।
আরও দেখুনঃ কাকাতুয়া পাখির দাম কত ২০২৩
টিয়া পাখির দাম ২০২৩
২ থেকে শুরু করে ৫ হাজার টাকায় টিয়া পাখি কিনতে পারবেন। তবে জাতের ভিত্তিতে টিয়া পাখি কিনতে চাইলে ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা প্রয়োজন হবে। যেমন চন্দনা টিয়া পাখির দাম ১৫,০০০ টাকা। এই টিয়া পাখি কথাও বলতে পারে। মানুষের ভাষা নকল করতে সক্ষম হয়। বিভিন্ন অজ্ঞ বঙ্গেরা মাধ্যমে মাউনশকে আনন্দ দিতে পারে। বাসন্তী লটকন টিয়া পাখির দাম ১০০০ হাজার থেকে ২০০০ হাজার টাকা পর্যন্ত। আপনারা জানলে অবাক হবেন যে ৩০,০০০ হাজার টাকার মধ্যেও টিয়া পাখি পাওয়া যায়। এটি হচ্ছে হলুদ টিয়া, যার দাম ৩০ হাজার টাকা। এই টিয়া পাখিটি খুব কম দেখা যায়।
ঘুঘু পাখির দাম
আমাদের বাংলাদেশেই ঘুঘু পাখি রয়েছে। অনেকে এই পাখি গুলোকে বিভিন্ন ফাঁদে ফেলে ধরে। সেগুলো তারা শখের বসে পালন করে। কেউ আবার এই পাখি গুলোকে বাজারে বিক্রি করে। ঘুঘু পাখির মাংস খাদ্য উপযোগী। তাই অনেকে এই পাখির মাংস খাওয়ার জন্য কিনতে থাকে। এক জোড়া দেশি ঘুঘু পাখির দাম ৩০০ থেকে ৪০০ টাকা। একজোড়া সিলভার ডায়মন্ড ঘুঘু পাখির দাম ২০০০ থেকে ৩০০০ হাজার টাকা। অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির প্রতি জোড়ার দাম ২ থেকে ৩ হাজার টাকা। একজোড়া সাদা ঘুঘু পাখির বর্তমান দাম ৬০০০ টাকা।
ময়না পাখির দাম
এই পাখিকে কোয়েল পাখির মতো দেখতে। চারদিকে কালো এবং মুখের অংশে হাল্কা হলুদ রঙের। একটি ময়না পাখির দাম ৬০০০ টাকা। এক জোড়া ময়না পাখি ১২০০০ টাকায় বিক্রি করা হয়। পাইকারি দামে ১০০০ টাকা কমে ১১০০০ টাকায় ময়না পাখি কিনতে পারবেন। এক জোড়া বাচ্চা পাখির মূল্য ২০০০ হাজার থেকে ২৫০০ টাকা।
লাভ বার্ড পাখির দাম কত
এদের সাইজ, ওজন এবং জাত ভেদে মূল্য নির্ভর করে। তবে ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে একটি সাধারণ জাতের লাভ বার্ড পাখি কিনতে পারবেন। ছোট ছোট লাভ বার্ড পাখির মূল্য ৪০০ টাকার মতো। বাজারে জোড়ায় জোড়ায় লাভ বার্ড পাখির বাচ্চা বিক্রি হয়। এই বাচ্চা গুলো ৩০০ থেকে ৪০০ টাকায় কিনতে পারবেন। পরবর্তিতে ৪ থেকে ৫ মাস লালন পালন করে ১২০০ থেকে ১৬০০ টাকার মধ্যে বিক্রি করতে পারবেন। বড় সাইজের একটি লাভ বার্ড পাখির মূল্য ৯০০ টাকা। এক জোড়ার দাম ১৮০০ টাকা। পাইকারি মূল্য ১৭৫০ থেকে ১৮০০ টাকা। নিচে আরও কিছু লাভ বার্ড পাখির মূল্য বিস্তারিত দেওয়া আছে দেখেনিন।
শেষ কথা
এই পোস্টে তোতা পাখির মূল্য সম্পর্কে শেয়ার করেছি। আশা করছি এই পোস্ট থেকে তোতা পাখির দাম কত? এক জোড়া বাচ্চা পাখির দাম সম্পর্কে জানতে পেরেছেন। এই রকম আরও দাম সম্পর্কিত পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। প্রতিনিয়ত বাজার দর নিয়ে আপডেট তথ্য ajkerdamkoto এই ওয়েবসাইটে শেয়ার করে থাকি। পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আরও দেখুনঃ
তোতার বাচ্চা কোথায় পাবো?