বাজারে বিভিন্ন কোম্পানির টিন কিনতে পাওয়া যায়। তবে সেরা টিন হচ্ছে আরাবিয়ান হর্স কোম্পানির টিন। বিভিন্ন সাইজের এবং ওজনের টিন তৈরি করা হয় এই কোম্পানি তে। ৬ ফিট থেকে ১২ ফিট পর্যন্ত ঘরের চাল এবং বেড়া দেওয়ার জন্য এক প্রকারের মজবুত টিনের প্রয়োজন। আগের থেকে প্রতি টিনের মূল্য বেড়েছে। বর্তমানে ১ বান টিনের মূল্য ৮০০০ টাকা। হালকা মানের টিনের মূল্য ৩০০০ টাকা।
৬০০০ হাজার টাকার মধ্যে সাধারণ মানের টিন কিনতে পারবেন। এদিকে রঙ্গিন টিনের দামও বেড়েছে। আজকের পোস্টে ইন্ডাস্ট্রিয়াল টিনের দাম এবং আবুল খায়ের ও পিএইচপি টিনের মূল্য কত তা জানতে পারবেন। ১ বান টিনের মূল্য কত এবং কম দামে ১০ ফিট ভালো মানের টিনের দাম সম্পর্কে জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।
টিনের দাম কত
বাজারে বেশ কয়েক ব্রান্ডের টিন বিক্রি করা হয়। এদের মধ্যে আবুল খায়ের তিন, পিএইচপি এবং আরাবিয়ান হর্স ইত্যাদি। ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে রঙ্গিন টিন ব্যবহার করা হয়, যার দাম সাধারণ টিনের থেকে অনেক বেশি। আজকে টিনের মূল্য ৮০০০ টাকা বান। ৬ ফিট টিনে ১০ টিতে ১ বান ধরা হয়। ১০ ফিট টিনে ৬ টিতে ১ বান ধরা হয়। ১২০ মিলিমিটার মোটা সাইজের পি এইচ পি এরাবিয়ান হর্স ১ বান টিনের মূল্য ২৭০০ টাকা। ২৯০০ টাকায় পাওয়া যাচ্ছে ১৩০ মিলিমিটার পি এইচ পি এরাবিয়ান হর্স ১ বান টিন। ১৫০ মিলিমিটার ১ বান পি এইচ পি এরাবিয়ান হর্স টিনের মূল্য ৩৫০০ টাকা এবং ১৯০ মিলিমিটার পি এইচ পি এরাবিয়ান হর্স টিনের ১ বান টিনের মূল্য ৪৪০০ টাকা।
১ বান টিনের দাম কত
সকল ব্রান্ডের টিনের দাম ভিন্ন ভিন্ন। সাধারণ ১ বান টিনের দাম ৪০০০ থেকে ১০০০ হাজার টাকা। ৩০০০ টাকায় নিম্ন মানের টিন কিনতে পারবেন। ০.৩২ মিমি. বান টিনের মূল্য ৪৫০০ টা ০.৪২ মিমি. টিনের মূল্য ৬০০০ টাকা। ১৬ mm টিনের মূল্য প্রতি বান ২৬০০ টাকা। ১ বান গ্যালকো টিনের মূল্য ৪৩০০ থেকে ৯২০০ টাকা। আবুল খায়ের গরু মার্কা ১ বান টিনের মূল্য ৮২০০ টাকা। ১ বান রঙ্গিন টিনের দাম ৩০০০ থেকে ১০,০০০ পর্যন্ত। ২২ m.m এর ৭,৮,৯,১০,১২, ফুটের মূল্য ৫,০০০ টাকা। ২৬ মিমি. এর ৭,৮,৯,১০,১২, ফুটের মূল্য ৫,৫৫০ টাকা এবং ৩২ মিমি. এর ৭,৮,৯,১০,১২, ফুটের মূল্য ৬,৩০০ টাকা
আজকের টিনের দাম ২০২৪
৬ থেকে শুরু করে ১১ বা ১২ ফিট পর্যন্ত টিন পাওয়া যাচ্ছে। টিনের গুন গত মান অনুযায়ী টিনের মূল্য নির্ভর করে। বাজারে বিভিন্ন কোম্পানি রয়েছে, যাদের ভিন্ন ভিন্ন তিন রয়েছে এবং এদের দাম আলাদা আলাদা। আবার টিনের মিলি এর উপরও এর দামে পার্থক্য দেখা যায়। ১৫০ মিলিমিটার পি এইচ পি এরাবিয়ান হর্স ১ বান টিনের মূল্য ৩৫০০ টাকা। ১২০ মিলিমিটার মোটা সাইজের পি এইচ পি এরাবিয়ান হর্স ১ বান টিনের মূল্য ২৭০০ টাকা। ১৯০ মিলিমিটার পি এইচ পি এরাবিয়ান হর্স ১ বান টিনের মূল্য ৪৪০০ টাকা। ১৩০ মিলিমিটার পি এইচ পি এরাবিয়ান হর্স টিনের ১ বান টিনের মূল্য ২৯০০ টাকা। টেউটিন ১ বান এর মূল্য ৩ হাজার থেকে ৭ হাজার টাকা। আবুল খায়ের গরু মার্কা ১ বান টিনের মূল্য সাইজ অনুযায়ী ২৬৫০ টাকা থেকে শুরু করে ৮২০০ টাকা।
- মুরগি মার্কা ঢেউটিন ১ বান এর দাম ৩১০০ টাকা থেকে শুরু করে ৯০০০ টাকা।
- ১ বান রঙ্গিন টিনের দাম সাইজ অনুযায়ী ৩০০০ হাজার টাকা থেকে ৯৮০০ টাকা
- গ্যালকো টিন প্রতি বানের দাম ৪৩০০ টাকা থেকে শুরু করে ৯২০০ টাকা
- ১ বান টিনের মূল্য সাইজ অনুযায়ী ২৬৫০ টাকা থেকে শুরু করে ৮২০০ টাকা
ইন্ডাস্ট্রিয়াল টিনের দাম
বিভিন্ন কারখানা তৈরি করতে এই টিন গুলো ব্যবহার করা হয়। সাধারণ টিনের দাম থেকে এই টিনের মূল্য অত্যাধিক বেশি। বর্তমান বাজারে ইন্ডাস্ট্রিয়াল টিনের প্রতি বর্গ ফিটের মূল্য ৬০ থেকে ৬৫ টাকা। টাটা কোম্পানির টিনের মূল্য ১১০ থেকে ১৩০ টাকা। নিচে বিভিন্ন সাইজের ইন্ডাস্ট্রিয়াল টিনের মূল্য দেওয়া আছে দেখেনিন।
আবুল খায়ের টিনের দাম
বিভিন্ন সাইজের আবুল খায়ের টিন রয়েছে। টিনের গুন গত মানের ভিত্তিতে এই টিনের মূল্য নির্ধার করা হয়। ৬ থেকে ১০ ফিট আবুল খায়ের টিনের দাম ৯০০০ টাকা পর্যন্ত। নিচে বিভিন্ন সাইজের ও ওজনের প্রতি বান টিনের মূল্য দেওয়া আছে। এই তালিকা থেকে টিনের মূল্য দেখেনিন।
পিএইচপি টিনের দাম
বর্তমানে পিএইচপি টিনের দাম ৮০০০ টাকা বান। ৬০০০ হাজার টাকার মধ্যেও সাধারণ মানের পিএইচপি টিন পাওয়া যায়। ৬ ফিট থেকে শুরু করে ১২ ফিট পর্যন্ত পিএইচপি টিন তৈরি হয়ে থাকে। এর পাশা-পাশি পিএইচপি কালার টিন পাওয়া যায়। 0.৩২০ mm পিএইচপি ১ বান কালার টিনের মূল্য ৭৩৫০ টাকা। 0.৩৪০ mm পিএইচপি ১ বান কালার টিনের মূল্য ৭৯00 টাকা। 0.৪২০ mm পিএইচপি ১ বান কালার টিনের মূল্য ৯৫০০ টাকা।
পিএইচপি রঙ্গিন টিনের দাম টিনের দাম
বিভিন্ন ব্রান্ডের রঙ্গিন টিন পাওয়া যায়। প্রতি বান রঙ্গিন টিনের দাম ৮০০ থেকে ১৪০০০ টাকা পর্যন্ত। ৬০০০ টাকার মধ্যেও সাধারণ মানের কালার টিন পাওয়া যায়। নিচে থেকে বিভিন্ন সাইজের রঙ্গিন টিনের মূল্য দেখেনিন।
টালি টিনের দাম
টালি টিনে এবং প্রোফাইল টিন এগুলো স্কয়ার ফিট হিসেবে বিক্রি করা হয়। তবে কেজিতেও এই টিন গুলো অঙ্ক সময় বিক্রি করা হয়। ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন থেকে তালি টিন তৈরি করা হয়। তালি টিন ৩৪ থেকে ৩৬ ইঞ্চি চউরা হয়ে থাকে এবং ৩০ থেকে ৩৫ ফিট লম্বা। টিনের সাইজ এর উপর নির্ভর করে। এগুলো মোটা এবং চিকন উভয় পরিমাপে পাওয়া যায়। নিচে বিভিন্ন মিমি. এর তালি টিনের মূল্য দেওয়া আছে। সকল প্রকারের টালি টিন ৩০ থেকে শুরু করে ৮০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
শেষ কথা
বিভিন্ন কোম্পানির টিনের দাম সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ারকরেছি। যেকোনো সময় টিনের মূল্য আবারো পরিবর্তন হতে পারে। তাই আমার দেওয়া দামের সাথে টিনের মূল্য নাও মিলতে পারে। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে আজকে টিনের দাম কত তা জানতে পেরেছেন। এই রকম দাম সম্পর্কিত আরও তথ্য জানতে আমার সাথেই থাকবেন। দাম সম্পর্কে আরও অনেক পোস্ট এই ওয়েবসাইটে দেওয়া আছে, সেগুলো দেখেনিতে পারেন। পোস্ট টি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।