বিভিন্ন প্রকার নির্মাণ সামগ্রীর দাম সম্পর্কে এই পোস্টে আলোচনা করা হয়েছে। একটি সুন্দর ভবন তৈরি করতে প্রয়োজনীয় ইট, বালি, সিমেন্ট ও রড কিনতে মোট কত টাকা খরচ হবে তার একটি ধারনা পাবেন এখান থেকে। বর্তমানে প্রায় সকল জিনিসের দাম বেশি। তাই একটি সুন্দর ভবন তৈরি করতে আগের থেকে ১ থেকে ৩ লাখ টাকা খরচ বেশি হবে। এদিকে রডের দাম বেড়েছে। প্রতি টন রডের দাম ৯০,০০০ থেকে ৯৫,০০০ টাকার মধ্যে। সিম্নেতের প্রতি বস্তায় ৫০ থেকে ৮০ টাকা মূল্য বেড়েছে।
প্রতি ইটের দাম ৮ টাকা ছিলো। এখান ১০ টাকা করে বিক্রি করা হচ্ছে। ভালো সাইজের ইট গুলো ১২ টাকাও বিক্রি করা হয়। ১ তাক বালির দাম ছিলো ২০০০ হাজার টাকা। বর্তমানে যানবাহন খরচ বেড়ে যাওয়ায় ২৫০০ থেকে ৩০০০ হাজার টাকা ঘারই মোটা বালি বিক্রি করা হয়। বাড়িকে সাজাতে ঘরের মেঝে এবং দেওয়ালে টাইলস করতে হয়। প্রতি টাইলসের দাম আগের থেকে বেড়েছে। তাই সব মিলিয়ে একটি বিল্ডিং এর জন্য অনেক তা খরচ হবে। নিচে বিভিন্ন প্রকার নির্মাণ সামগ্রীর দাম বিস্তারিত দেওয়া আছে।
রডের দাম
একটি ভবন তৈরি করতে রডের বিকল্প নেই। গত বছর থেকেই রডের দাম বেড়েই চলেছে। এই মাসেও রডের দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে বিভিন্ন কোম্পানির রড পাওয়া যাচ্ছে। এর উপর নির্ভর করে প্রতি টন রডের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সাধারণ ভাবে ১ টন রডের দাম ৯০,০০০ টাকার মতো। গত এক বছর আগের বাজারে রডের দাম ছিলো প্রতি কেজিতে ৭০ টাকার মতো। আজকের ১ কেজি রড বিক্রি করা হচ্ছে ৯১ টাকায়। যা আগে ছিলো ৮০ থেকে ৮৫ টাকার মতো। বর্তমানে একেএস রড প্রতি টন ৯১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ মানের ১ টন রডের দাম ৮২০০০ টাকা। ১ টন AKS রড বিক্রি করা হয় ৯১৫০০ টাকায়।
সিমেন্টের দাম
এখানে কোন সিমেন্টের কত দাম তা দেওয়া হয়েছে। প্রতি বস্তা সিমেন্টের দাম ৫০ থেকে ১০০ টাকার মধ্যে বেড়েছে। আজকে এক বস্তা সিমেন্টের দাম ৫৫০ টাকা। সাধারণ মানের সিমেন্টের দাম ৪৮০ টাকা। ৫২০ টাকা বস্তায় আর অনেক সিমেন্ট বিক্রি করা হয়। সেগুলো ব্যবহার করতে পারবেন। ১ কেজি সিমেন্টের দাম ১২ থেকে ১৫ টাকা। আকিজ সিমেন্ট প্রতি বস্তার মূল্য ৫২০ টাকা। রুবি সিমেন্ট ৪২০ থেকে ৪৬০ টাকায় পাওয়া যাচ্ছে। নিচে আরও বিভিন কোম্পানির সিমেন্টের দাম দেওয়া আছে, জানতে হলে নিচের ঠিকানায় ক্লিক করুন।
1000 ইটের দাম কত
ইট তৈরি করা হয় জ্বালানি পুড়িয়ে। যেমন কাঠ, কয়লা ও পেট্রোল ইত্যাদি। আগের ১ টি ইটের দাম ছিলো ৮ টাকা। বর্তমানে সেই ইটের দাম ১০ থেকে ১২ টাকা হয়ে। সাইজে বড় এবং প্রসারিত ইটের দাম ১৫ টাকার মতো। ১০০০ ইটের দাম ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা। সিরামিক ইটের দাম ১৪ টাকা। ১০০০ হাজার সিরামিক ইটের দাম ১৪,০০০ টাকা। ১০ হাজার সিরামিক ইটের দাম ১,১৪,০০০ টাকা। বাংলাদেশের বাজারে বর্তমানে ১ সি এফ টি ইটের খোয়ার দাম ১১৫ টাকা করে। ঝামা ইটের দাম প্রতি হাজরে ৫০০০ টাকা থেকে শুরু করে ৭০০০ টাকার মধ্যে। ১ হাজার পিকেট ইটের দাম ৭০০০ টাকা থেকে শুরু করে ৮০০০ টাকা। প্রতি হাজার ব্লক ইটের দাম পড়বে ৩৫০০০ টাকা। একটি ব্লক ইটের সমান ৫ টি সাধারণ লাল ইট। প্রতি ব্লক ইটের দাম ৩৫ টাকা।
- কক্সবাজার ১ হাজার ইটের দামঃ ১৩,০০০ টাকা
- বগুড়ায় ১ হাজার ১ নাম্বার ইটের দামঃ ১৩,২০০ টাকা
- রংপুর বিভাগে ১ হাজার ১ নাম্বার ইটের দামঃ ১৩,০০০ টাকা
- রাজশাহী বিভাগে ১ হাজার ১ নাম্বার ইটের দামঃ ১১,৫০০ টাকা
- বরিশাল বিভাগে ১ হাজার ১ নাম্বার ইটের দামঃ ১২,৩০০ টাকা
- সিলেট বিভাগে ১ হাজার ১ নাম্বার ইটের দামঃ ১১,৭০০ টাকা
- নোয়াখালীতে ১ হাজার ১ নাম্বার ইটের দামঃ ১১,৫০০ টাকা
- খুলনা বিভাগে ১ হাজার ১ নাম্বার ইটের দামঃ ১১,৪০০ টাকা
- যশোর বিভাগে ১ হাজার ১ হাজার ১ নাম্বার ইটের দামঃ ১২,৩০০ টাকা
- চট্টগ্রাম বিভাগে ১ হাজার ১ নাম্বার ইটের দামঃ ১২,৫০০ টাকা
- সুনামগঞ্জ ১ হাজার ১ নাম্বার ইটের দামঃ ১২,৮০০ টাকা
- ময়মনসিংহ বিভাগে ১ হাজার ১ নাম্বার ইটের দামঃ ১২,১০০ টাকা
বালির দাম কত
ভবন তৈরি করতে সিমেন্টের সাথে লাল বা মোটা বালির প্রয়োজন। প্রতি তাক মোটা বালির দাম ২৫০০ থেকে ৩০০০ হাজার টাকা। আগে ২০০০ হাজার টাকার মধ্যে ভালো মানের মোটা বালি পাওয়া যেতো। তবে আপনার এলাকার উপর নির্ভর করে বালির দাম হবে। কোনো এলাকায় ৪ থেকে ৫ হাজার টাকা এক গাড়ি বালির দাম।
টিনের দাম
৬ থেকে শুরু করে ১১ বা ১২ ফিট পর্যন্ত টিন পাওয়া যাচ্ছে। টিনের গুন গত মান অনুযায়ী টিনের দাম নির্ভর করে। বাজারে বিভিন্ন কোম্পানি রয়েছে, যাদের ভিন্ন ভিন্ন তিন রয়েছে এবং এদের দাম আলাদা আলাদা। আবার টিনের মিলি এর উপরও এর দামে পার্থক্য দেখা যায়। ১৫০ মিলিমিটার পি এইচ পি এরাবিয়ান হর্স টিনের ১ বান টিনের দাম ৩৫০০ টাকা। ১২০ মিলিমিটার মোটা সাইজের পি এইচ পি এরাবিয়ান হর্স টিনের ১ বান টিনের দাম ২৭০০ টাকা। ১৯০ মিলিমিটার পি এইচ পি এরাবিয়ান হর্স টিনের ১ বান টিনের দাম ৪৪০০ টাকা। ১৩০ মিলিমিটার পি এইচ পি এরাবিয়ান হর্স টিনের ১ বান টিনের দাম ২৯০০ টাকা। টেউটিন ১ বান এর দাম ৩ হাজার থেকে ৭ হাজার টাকা। আবুল খায়ের গরু মার্কা ১ বান টিনের দাম সাইজ অনুযায়ী ২৬৫০ টাকা থেকে শুরু করে ৮২০০ টাকা।
- মুরগি মার্কা ঢেউটিন ১ বান এর দাম ৩১০০ টাকা থেকে শুরু করে ৯০০০ টাকা।
- ১ বান রঙ্গিন টিনের দাম সাইজ অনুযায়ী ৩০০০ হাজার টাকা থেকে ৯৮০০ টাকা
- গ্যালকো টিন প্রতি বানের দাম ৪৩০০ টাকা থেকে শুরু করে ৯২০০ টাকা
- ১ বান টিনের দাম সাইজ অনুযায়ী ২৬৫০ টাকা থেকে শুরু করে ৮২০০ টাকা
ইন্ডাস্ট্রিয়াল টিনের দাম
বর্তমানে জাপানি ইন্ডাস্ট্রিয়াল টিনগুলো বাজারে ৬৫ টাকা দরে পাওয়া যাচ্ছে। টাটা কোম্পানির টিন গুলো ১১০ থেকে ১৩০ টাকার মধ্যে বিক্রি করা হয়। এই তিন দিয়ে ছাদের কাজ করতে পারবেন। ফলে ছাদ আরও মজবুত হবে। এগুলো সাধারণত বিভিন্ন কোম্পানি তৈরি করতে ব্যবহিত হয়। বাসা বারিতে ছাদের জন্য ইট ব্যবহার করাই অনেক ভালো।
০.৩৬ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফুট ৪৮ টাকা।
০.৩৮ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফু ট৫০ টাকা।
0.৪০ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফুট ৫১টাকা।
০.৪২ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফুট ৫২ টাকা।
০.৪৫ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফুট ৫৪ টাকা।
০.৪৬ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফুট ৫৬টাকা।
০.৪৭ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফুট ৫৮ টাকা।
০.৫০ mm ইন্ডাস্ট্রিয়াল/প্রোফাইল প্রতি স্ক্যায়ার ফুট৬০ টাকা।
রং এর দাম
বাজারে বিভিন্ন কোম্পানির রং রয়েছে। যেগুলো এর ওজনের উপর দাম নির্ভর করে। সেরা রং এর মধ্যে বার্জার। এই রং এর দাম সাধারণ রং এর থেকে কিছুতা বেশি হবে। বার্জার ওয়েদার কোট ৩.৬৪ লিটার এর দাম ১৪৮৫ টাকা। ফ্লেক্সিবাল রুফ কম্পাউন্ড ০.৯ লিটার (LSE Metalic Gold Base) এর দাম ১৪৬০ টাকা। ০.৯ লিটার (LSE Metalic Silver Base) ১০৩৫ টাকা। এবং ০.৯ লিটার (LSE Metalic Bronze Base) ১০৩৫ টাকা। রেডিয়েন্স আরক্রায়লিক প্লাস্টিক পেইন্ট ০.৯০ লিটার ২২৪ টাকা, ৩.৬৪ লিটার ৮৩০ টাকা এবং ১৮ লিটার ৩৯০০ টাকা।
বিভিন্ন ধরনের রং এর দাম
- এশিয়ান প্লাস্টিক ইমালশান – ১০২০ টাকা (প্রতি গ্যালন)
- আরকে সিনথেটিক এনামেল – ১১৫০ টাকা (প্রতি গ্যালন)
- আরকে প্লাস্টিক ইমালশন – ৯৭০ টাকা (প্রতি গ্যালন)
- আল করিম সিনথেটিক এনামেল – ১০৮০ টাকা (প্রতি গ্যালন)
- আল করিম প্লাস্টিক ইমালশন – ৬৫০ টাকা (প্রতি গ্যালন)
- নিপ্পন সিনথেটিক এনামেল – ৯০০ টাকা (প্রতি গ্যালন)
- নিপ্পন প্লাস্টিক ইমালশন – ১০২০ টাকা (প্রতি গ্যালন)
- পেইলাক সিনথেটিক এনামেল – ১১৫০ টাকা (প্রতি গ্যালন)
- পেইলাক প্লাস্টিক ইমালশন – ৯৫০ টাকা (প্রতি গ্যালন)
- মুনস্টার সিনথেটিক এনামেল – ১১৩০ টাকা (প্রতি গ্যালন)
- মুনস্টার প্লাস্টিক ইমালশন – ৯৫০ টাকা (প্রতি গ্যালন)
- এলিট সিনথেটিক এনামেল – ১১৮০ টাকা (প্রতি গ্যালন)
- এলিট প্লাস্টিক ইমালশন – ৯৯০ টাকা (প্রতি গ্যালন)
- রক্সি সিনথেটিক এনামেল – ১১৮০ টাকা (প্রতি গ্যালন)
- রক্সি প্লাস্টিক ইমালশন – ৯৮৫ টাকা (প্রতি গ্যালন)
- বার্জার সিনথেটিক এনামেল – ১২৫০ টাকা (গ্যালন প্রতি)
- বার্জার প্লাস্টিক ইমালশন – ১০৪০ টাকা (প্রতি গ্যালন)
- রার্জার ওয়েদার কোট – ১৩৫০ টাকা (প্রতি গ্যালন) (শুধু দেয়ালের বাইরে দেয়ার রঙ)
- এশিয়ান সিনথেটিক এনামেল – ১২২০ টাকা (প্রতি গ্যালন)
টাইলস এর দাম এবং সাইজ
ঘরের মেঝে এবং দেয়াল আরও সুন্দর করতে টাইলসের ভূমিকা অনেক। বিভিন্ন ডিজাইনের টাইলস পাওয়া যাচ্ছে। এদের মানের উপর দাম নির্ভর করে। টাইলসের দাম প্রত্যেক স্কয়ার ফিট অনুযায়ী হিসেবে করা হয়। ৯৬ থেকে ১৩০ স্কয়ার ফিট পর্যন্ত এর মূল্য প্রায় ৩৫ টাকা থেকে ৭০ টাকা। মাঝারি সাইজ ১৯২ স্কয়ার ফিট থেকে ২৫৬ স্কয়ার ফিট এর দাম পড়বে মাত্র ৬০ টাকা থেকে ১০০ টাকা। বড় সাইজের টাইস স্কয়ার ফিটের দাম ৮৫ টাকা থেকে ১৬০ টাকা পর্যন্ত।
- মার্বেল টাইলস প্রতি বর্গফুটে ৩০ থেকে ২৫০ টাকা।
- চিনামাটি টাইলস ২৫ থেকে ১৮০ রুপি প্রতি বর্গফুট।
- বিডি প্রাইস টাইস প্রতি বর্গফুটে ১ থেকে ২০০ টাকা পর্যন্ত।
- ফ্লোর টাইলস এর সাইজঃ 12”x12”, 16”x16”, 20”x20”, 24”x24”, 32”x32”, 28”x28” ইত্যাদি।
- ওয়াল টাইলস এর সাইজঃ ৮”x১২”, ১০”x১৩”, ১০”x১০”, ১২”x১৮”, ১২”x২০”, ১২”x২৪”, ১২”x৪৮
শেষ কথা
এই পোস্টে একটি উন্নতমানের ভবন নির্মান করতে যা যা প্রয়জন তার দাম বিস্তারিত শেয়ার করা হয়েছে। সময়ের সাথে জিনিসের দাম কম বা বেশি হতে পারে। আশা করছি এই পোস্টে থেকে বিভিন্ন প্রকার নির্মাণ সামগ্রীর দাম ২০২৪ সম্পর্কে এবং রডের দাম, সিমেন্টের দাম ও প্রয়োজনীয় সকল জিনিসের মূল্য জানতে পেরেছেন। দাম সম্পর্কিত আরও তথ্য জানতে এই ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন। প্রতিনিয়ত সকল প্রয়োজনীয় জিনিসের আপডেট তথ্য এবং দাম এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়।