গিজার এর দাম কত টাকা ২০২৩

শীতের মৌসুমে ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পণ্য হচ্ছে গিজার। সহজ সহজ ভাবে বুঝাতে বলতে এ যন্ত্র দিয়ে ঠান্ডা পানি কে গরম করতে ব্যবহার করা হয়। শীতকালে গরম পানির ব্যবহার সবাই করতে চায়। কিন্তু সবসময়ই শীতকালে ঠান্ডা পানি পাওয়া যায়। তবে ঠান্ডা পানিকে খুব সহজে এবং অতীত দ্রুত গরম করার জন্য বর্তমান আধুনিক যুগে গিজার নামের একটি যন্ত্র পাওয়া যায়। তবে অনেকেই এ গিজার এর দাম জেনে থাকেন না।

বর্তমানে সারা বিশ্বে এই যন্ত্রটির ব্যাপক চাহিদা রয়েছে। নিম্নমানের থেকে শুরু করে অনেক উন্নত মানের এই যন্ত্রটি বাজারে পাওয়া যায়। আবার কম দাম থেকে শুরু করে অনেক বেশি দামে এই যন্ত্রটি পাওয়া যায়। সর্বনিম্ন ৩০০ টাকা দিয়ে নরমাল একটি গিজার ব্যবহার উপযোগী পণ্য কিনতে পারবেন। কিন্তু সেই যন্ত্রটি গিজার নয়, এত অল্প দামে হিটার পাওয়া যায়। তবে আসল গিজারের মূল্য সাধারণত ১৯৫০ টাকা থেকে ৫০০০০ টাকা হতে পারে। অতএব গিজার এর দাম বিস্তারিত জানতে এই পোস্ট অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

গিজার এর দাম

এ গিজার সাধারণত গোসলখানা বা বাথরুমে লাগানো হয়। অর্থাৎ ঠান্ডা পানি কি গরম করার কাজে ব্যবহার করা হয়। তবে এই গিজারের দাম অনেক বেশি। তবে সর্বনিম্ন নর্মাল একটি গিটার কিনতে পারবেন ১৫০০ থেকে ১৯০০ টাকা দিয়ে। আর সর্বোচ্চ ভালো মানের একটি গিজার কিনতে পারবেন প্রায় ৩০ থেকে ৫০ হাজার টাকা দিয়ে।

তবে এই গিজার এর দাম একটু বেশি হয় অনেকে ৩০০ থেকে ৫০০ টাকা দিয়ে পানি গরম করার হিটার কিনে থাকেন। তবে এসব ব্যবহারে অনেকটা ঝুঁকি থাকে। তবে নিরাপদ ভাবে পানিকে গরম করার জন্য সবথেকে এই গিজার সেরা। এই গিজারের বিস্তারিত আরো দাম জানতে আরেকটু নিচে প্রবেশ করুন।

গিজার এর দাম বাংলাদেশ

বাংলাদেশের বিভিন্ন কোম্পানির গিজার পাওয়া যায়। যেমন আরএফএল কোম্পানির গিজার, ওয়ালটন কোম্পানির গিজার, এবং ভিশন কোম্পানির গিজার এছাড়াও সিঙ্গার কোম্পানির গিজার পাওয়া যায়। তবে বাংলাদেশে এ সকল গিজারের গড় মূল্য আপনাদেরকে সহজ ভাবে জানিয়ে দেওয়ার জন্য উপস্থাপন করেছি। অর্থাৎ গিজারগুলো সর্বনিম্ন ১৯৫০ টাকা হয়। বা ২০০০-২৫০০ টাকায় পেয়ে যাবেন।

আর সর্বোচ্চ এ গিজার পেয়ে যাবেন ২০ থেকে ২৫ হাজার। এবং ৩০ থেকে ৪০ হাজার টাকা। তবে সাধারণ মানুষ ৪-৫ হাজার টাকা দিয়েই গিজার বেশি ক্রয় করে থাকেন। নিচে কয়েকটি গিজার এর দাম  উল্লেখ করা হলো। তবে তার আগে স্বল্পমূল্যের এই Portable Instant Water Geyser এর দাম ১৯৫০ থেকে ২ হাজার টাকা। এছাড়াও এই Electric Instant Hot Water Tap মূল্য ৩৪০০ টাকা।

  • Automatic 45L Electric Geyser এই মডেলের দাম ৫০০০ টাকা।
  • Midea MIH 407 Instant Water Heater এই গিজারের দাম ৫২০০ থেকে ৫৫০০ টাকা।
  • Midea MHG 50L Water Heater এই মডেলের দাম ১৪৪০০-১৫০০০ টাকা।
  • Panasonic DH-3MS1 Non-Jet Pump Home Shower Water Heater একটু উন্নত মানের গিজার, অর্থাৎ এর দাম ২০০০০ থেকে ২২০০০ টাকা।
  • Electric Geyser Glitter 20L এর দাম ১০ হাজার টাকা।
  • Electric Geyser Glossy 67L এই গিটারের দাম ৮৫০০ টাকা।
  • Electric Geyser Robot 30L RC NRG Saving এর দাম ১২ হাজার থেকে ১৩ হাজার টাকা।

RFL গিজার এর দাম

বাংলাদেশের অন্য একটি বিশ্বস্ত কোম্পানী আরএফএল। অনেক ভালো মানের পন্য বাংলাদেশের জনগণকে দিয়ে থাকেন। এই rfl কোম্পানি গিজার তৈরি করেছে। যা মানে এবং ব্যবহারে অনেকটাই ভালো। যদি আরএফএল গিজার ক্রয় করতে চান ৫০০০-৬০০০ টাকা দিয়ে rfl গিজার ক্রয় করতে পারবেন। এবং সর্বোচ্চ প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা। নিচে কয়েকটি গিটারের দাম এবং মডেল উল্লেখ করা হলো।

  • RFL Electric Geyser Glossy 30L এর দাম ৭২৫০ টাকা।
  • RFL Electric Geyser Glossy 45L এই মডেলের দাম ৮ হাজার ৩০০ টাকা।
  • RFL Electric Geyser Robard 10L ৭৫০০ থেকে ৮ হাজার ৩০০ টাকা।

অতএব যদি আরএফএল গিজার কিনতে চান তাহলে ৮০০০ থেকে ১২০০০ টাকায় অনেক ভালো মানের একটি গিজার কিনতে পারবেন।

ওয়ালটন গিজার এর দাম ২০২৩

 যদি ওয়ালটন গিজার কিনতে চান তাহলে সর্বনিম্ন মূল্য আপনি ১৫০০ থেকে ২০০০ টাকায় কিনতে পারবেন। তবে এই ওয়ালটন গিজার এর সাম্প্রতিক মূল্য ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। যদি ওয়ালটনের গিজার কিনতে চান তাহলে ৫ থেকে ৭হাজার টাকা সেরা বাজেট হবে আপনার জন্য। ওয়ালটন গিজার শক্তি 4500 W এবং বর্তমান: 20 A ওয়ালটন গিটারের মূল্য ৭৫০০ থেকে ৮ হাজার টাকা।

গাজী গিজার এর দাম কত ২০২৩

যদি গাজী গিজার ক্রয় করতে চান তাহলে আপনি ৭ থেকে ৮ হাজার টাকার ভালো একটি গাজী গিজার কিনতে পারবেন। তবে ১০ থেকে ১৫ হাজার টাকা হলে সেরা একটি গিজার ক্রয় করতে পারবেন। যদি Gazi Geyser-35 Litre 35Y2B  এই মডেলের গিটার কিনতে চান তাহলে এর মূল্য হবে সর্বোচ্চ ৯০০০-১০০০০ টাকা।

ভিশন গিজার এর দাম কত ২০২৩

ভিশন অনেক জনপ্রিয় একটি কোম্পানি। এই কোম্পানির টুকটাক পণ্য অনেকে ব্যবহার করে থাকেন। তবে এ গিজার বহুদিন আগেই এই ভিশন কোম্পানি তৈরি করেছেন। তবে আপনি যদি ভিশন কোম্পানির  গিজার কিনতে চান তাহলে ৬৩০০ টাকা থেকে শুরু করে ১২ থেকে ১৫ হাজার টাকায় কিনতে পারবেন। নিচে কয়েকটি ভিশন গিজারের দাম এবং মডেল দেওয়া হল।

  • Vision Electric Geyser 45 Liter Elite এই মডেলের দাম  ১৪৩০০ টাকা।
  • Vision Electric Geyser 45 Liter Classic এই গিজারের দাম ৯৫০০ টাকা।
  • Vision Electric Geyser 35 Litre Elite এটার দাম ১২ হাজার থেকে ১৩ হাজার টাকা।
  • Vision Electric Geyser RAC – 30 Litre – Classic এর দাম ৮৫০০ থেকে ৯০০০ টাকা।
  • VISION Geyser 67 Liters Regular এই গিজারের দাম ৮৫০০ থেকে ৮৭০০ টাকা। 

অ্যারিস্টন গিজার এর দাম

বাংলাদেশের যে সকল গিজার পাওয়া যায়, তার মধ্যে এই অ্যারিস্টটন গিজার সাথে কি দামি। এবং সব থেকে ভালো মানের। তারা নিঃসন্দেহে এই গিজা যেকোন ঝুঁকি ছাড়া ব্যবহার করতে পারেন অনেকদিন পর্যন্ত। খুব দ্রুত আপনার ঠান্ডা পানিতে গরম করে দেবে। এবং আপনি আপনার ইচ্ছামত এটি নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে চলুন নিচে কয়েকটি গিজারের দাম এবং মডেল দেখে নেওয়া যাক।

  • Ariston Geyser 100L Pro R 100H এই অ্যারিস্টন গিজার এর দাম ৪০০০০-৪২ হাজার টাকা।
  • Ariston 80L Pro R 80H Geyser এর দাম ৩৪-৩৫ হাজার টাকা।
  • Ariston 50L Pro R 50H Geyser এই গিজারের দাম ১৯৪০০ থেকে ২০ হাজার টাকা।
  • Ariston 10L Geyser Andris Rs 10 Ltr এটির দাম ১১০০০ থেকে ১১৫০০ টাকা।
  • Ariston 50L Pro-R50V Titanium Tank এটির দাম ১৮৫০০ টাকা।
  • Ariston 15L Water Geyser এই মডেলের দাম ১৩০০০ থেকে ১৩৫০০ টাকা।
  • Ariston 30L Water Geyser এটার দাম ১৫০০০ টাকা।

১০ লিটার গিজার এর দাম কত

বিভিন্ন কোম্পানির গিজার পাওয়া যায়। আর প্রতি কোম্পানি লিটার অনুযায়ী ভাগ হয়ে থাকে। এবং এ লিটার অনুযায়ী এই গিজারের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। আপনার কতটুকু পানি গরম করতে গিজার প্রয়োজন হবে তা নির্বাচন করুন। অর্থাৎ আপনি যদি ১০ লিটারের একটি গিজার ক্রয় করতে চান তাহলে সর্বনিম্ন ৮ থেকে ৯ হাজার টাকায় পেয়ে যাবেন। আর ১০ লিটারের একটি গিজার মূল্য সর্বোচ্চ ১৫ থেকে ২০ হাজার টাকা হয়।

গিজারের পানি কি গোসল করা নিরাপদ?

এই গিজারে দাহ্য গ্যাসে দ্বারা জড়িত যা যা এ পানি ব্যবহারে অনিরাপদ করে তোলে। তবে এই গিজার গুলো বৈদ্যুতিক হলে তা বিভিন্নভাবে সুরক্ষা প্রদান করা থাকে অর্থাৎ এটি ব্যবহারে একদম নিরাপদ। তবে সতর্ক থাকা উচিত। অতএব এই গিজারের মূল্য কত টাকা বিস্তারিত সম্পূর্ণ পোস্ট পড়ুন।

বাংলাদেশের সেরা ওয়াটার গিজার কোনটি?

আপনি ওয়ালটন, আরএফএল এবং গাজী গিজার গুলো ব্যবহার করতে পারেনG বাংলাদেশে এই কোম্পানির গিজারগুলো সর্বোচ্চ সেরা এবং ভালো মানের পাওয়া যায়। এমনকি এই গিজারগুলো অনেকদিন পর্যন্ত গ্যারান্টি এবং ওয়ারেন্টি থাকে। অতএব আপনি এই কয়েকটি কোম্পানির গিজার নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন।

শেষ কথা

আশা করতেছি এই পোস্ট থেকে গিজার এর দাম ২০২৩ জানতে পেরেছেন। পুরো চেস্টা করেছি আপনাদের সঠিক তথ্য জানিয়ে দেওয়ার। তাই গিজার কেনার পূর্বে অবশ্যই আমাদের এই পোস্ট প্রথম থেকে শেষ পযর্ন্ত এই পোস্ট পড়ুন। যদি এই পোস্ট আপনাদের কাছে ভালো থাকে তাহলে অবশ্যই আপনার আশে পাশের ব্যাক্তিদের কে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

Foysal Ahmed

আমি মোঃ ফয়সাল আহমেদ। দীর্ঘদিন যাবত আমি অনলাইন কাজের সাথে জড়িত। আজকের দাম কত সাইটে আমি আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যের দাম নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আমাদের সাইট থেকে প্রায় সকল ধরনের জিনিসের দাম সম্পর্কে অবগত হতে পারবেন।

https://ajkerdamkoto.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *