
এই জুলাই মাসে যেসব মানুষ রোজকার কাজে যান, ট্রান্সপোর্টে চলাফেরা করেন বা দোকান-বাণিজ্য চালান, তাদের জন্য একটা ভালো খবর আছে। সরকার জানিয়েছে, জুলাই মাসেও জ্বালানির দাম অপরিবর্তিত থাকবে। ডিজেল, অকটেন, পেট্রোল আর কেরোসিনের দাম আগের মতোই থাকবে – এতে করে সাধারণ মানুষ একটু স্বস্তিতে থাকতে পারবেন।
Official Rates যা ঠিক করে রাখা হয়েছে:
This Article Includes
- Diesel: Tk 102 per litre
- Petrol: Tk 118 per litre
- Octane: Tk 122 per litre
- Kerosene: Tk 114 per litre
এই দামগুলো সরকারি ফিক্সড রেট, এবং জুলাই মাস জুড়ে এটাই মেনে চলা হবে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
কেন unchanged রাখা হলো দাম?
সরকার বলেছে, আন্তর্জাতিক বাজারে এখন তেলের দাম খুব একটা ওঠানামা করছে না। crude oil এর গড় মূল্য গত কয়েক সপ্তাহ ধরে বেশ স্থিতিশীল রয়েছে। তাই internal market-এ panic create না করে দাম আগের মতোই রাখা হচ্ছে।
এছাড়া, সরকারের তরফ থেকে আরও বলা হয়েছে, “আমরা চাই না সাধারণ মানুষকে বাড়তি খরচের চাপ দিতে। এখন যেহেতু বাজার কিছুটা স্ট্যাবল আছে, তাই আমরাও দাম পরিবর্তন করছি না।”
Transport সেক্টরেও বড় প্রভাব পড়বে না
যেসব বাস-ট্রাক-অটোচালকরা সবসময় fuel price এর ওপর নির্ভরশীল, তাদের জন্য এটা খুবই ভালো খবর। July মাসে তারা আগের মতোই খরচ করতে পারবে, নতুন করে কোনো বাড়তি burden আসবে না।
একজন রিকশাচালক হোসেন আলী বললেন, “প্রতিদিনের ইনকাম তো fix না, আর যদি জ্বালানির দাম বাড়ে, তাহলে কাস্টমার কমে যায়। এখন যদি দাম বাড়ে না, তাহলে আমাদেরও বাঁচা যায়।”
Small Business Owners এর মতামত
অনেক ছোট দোকানদার বা পার্সেল ডেলিভারি সার্ভিস চালানো লোকজন বলছেন, fuel price অপরিবর্তিত রাখা হলে তাদের profit margin safe থাকে। রানা নামে একজন কুরিয়ার চালক বলেন, “আমরা প্রতিদিন কমপক্ষে ৩০০ টাকার তেল খরচ করি। যদি দাম বেড়ে যেত, তাহলে আমাদের ইনকামে বেশ ধাক্কা লাগত।”
Energy Experts কী বলছেন?
Bangladesh Petroleum Corporation (BPC) এর কিছু কর্মকর্তা জানালেন, “আমরা আন্তর্জাতিক তেলের বাজারকে প্রতিদিন বিশ্লেষণ করি। যেহেতু current trends খুব বেশি volatile না, তাই এখনই দামের পরিবর্তনের দরকার পড়ছে না।”
Energy economist Dr. Farzana Karim বলেন, “Fuel price stability is a positive sign. এটা inflation-এর ওপরও প্রভাব ফেলে। যদি government price স্থির রাখে, তাহলে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও কম ওঠানামা করে।”
Future Plans – সামনের মাসে কী হতে পারে?
যদিও জুলাই মাসের দাম unchanged থাকবে, কিন্তু সামনের মাসগুলোয় পরিস্থিতি আবার পরিবর্তন হতে পারে। যদি global market-এ crude oil price বেড়ে যায়, তাহলে local market-এও তার প্রভাব পড়তে পারে। এজন্য সরকার প্রতি মাসে situation অনুযায়ী দাম ঠিক করে।
একজন senior official জানালেন, “আমরা প্রতি মাসের শেষে বৈঠকে বসে price structure review করি। public interest মাথায় রেখেই দাম নির্ধারণ করা হয়।”
Public Reaction – মানুষ কী বলছে?
ঢাকার এক অফিসযাত্রী সায়মা বলেন, “প্রতিদিন Uber আর CNG-তে যাই। যদি জ্বালানির দাম বেড়ে যেত, তাহলে ভাড়া বাড়ত। এখন unchanged আছে বলে budget handle করা সহজ হচ্ছে।”
Social media-তেও অনেকেই এই সিদ্ধান্তকে সাপোর্ট করছেন। একজন ফেসবুক ইউজার লিখেছেন, “Finally govt কিছু ভালো সিদ্ধান্ত নিচ্ছে। আগেই তো সব কিছু দাম বাড়ায়, এবার অন্তত জ্বালানিতে তো রেহাই মিললো।”
সারাংশে বললে
জুলাই মাসে জ্বালানির দাম অপরিবর্তিত থাকায় সাধারণ মানুষ, পরিবহন চালক, ব্যবসায়ী – সবাই একরকম রিলিফ পাচ্ছেন। এটা শুধু টাকা বাঁচানোর বিষয় না, বরং পুরো বাজার অর্থনীতিতেও stability আনার একটা বড় পদক্ষেপ।
এখন দেখা যাক, সামনের মাসগুলোয় সরকার কী সিদ্ধান্ত নেয়। তবে আপাতত এই জুলাই মাসটা কিছুটা আরামেই কাটাতে পারবে দেশবাসী।