এই জুতা মূলত উদ্ভাবন করা হয়েছিল পায়ের নিরাপত্তার জন্য। তবে বর্তমানে এই জুতা শুধু নিরাপত্তার জন্য নয়, বরং এ জুতাকে সাজসজ্জায় এবং ফ্যাশনের বিশেষ গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনি যতই ভালো এবং সুন্দর পোশাক পরিধান করুন না কেন, আপনার পায়ে জুতা পরিধান করা না থাকলে কোনভাবেই আপনাকে পারফেক্ট দেখাবে না। তবে পুরো বিশ্বে এই জুতার সকল জায়গায় চাহিদা। জুতা ছাড়া এখন মানুষ ঘর থেকে বের ই হয় না। তাই জুতার দাম জেনে নেওয়া অনেকটা গুরুত্বপূর্ণ। তবে আজকে আমাদের আলোচনাগুলো বিষয় হচ্ছে চায়না জুতার দাম কত ২০২৩।
বাংলাদেশ সহ পুরো বিশ্বে বিভিন্ন এ ধরনের কোম্পানি দ্বারা এ জুতা তৈরি হয়ে থাকে। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন দামে এবং বিভিন্ন ধরনের আপনি জুতা পেয়ে যাবেন। তবে বাংলাদেশে অনেকটা জনপ্রিয় একটি কোম্পানি রয়েছে সেই কোম্পানির নাম হচ্ছে চায়না। বাংলাদেশের সকল জায়গায় চায়না জুতা পাওয়া যায়। কম দাম থেকে শুরু করে অনেক বেশি দামে এই চায়না জুতা আপনি সংগ্রহ করতে পারবেন। তবে শুধুমাত্র আজকে আলোচনা করব বাংলাদেশে চায়না জুতার দাম কত ২০২৩। সম্পূর্ণ পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন।
চায়না জুতার দাম কত
সাধারণভাবে এবং ঐতিহ্যগতভাবে এই জুতা চামড়া,কাঠ অথবা canvas থেকে তৈরি করা হয়। তবে বর্তমানে রাবার প্লাস্টিক এবং অন্যান্য উপকরণ দিয়ে জুতা তৈরি করা হয়ে থাকে। তবে চায়না দেশ অনেকটা এগিয়ে সকল প্রকার প্রয়োজনীয় জিনিস উৎপাদনে। বিভিন্ন কোম্পানির তৈরি করা জুতার থেকে চায়না জুতা অনেকটা সুন্দর হয়ে থাকে। অর্থাৎ এই জুতার টেকসই না হলেও দেখতে অনেকটাই আকর্ষণীয় হয়।
তবে বর্তমানে অনেকেই খুব আকর্ষণীয় জুতা ক্রয় করতে চান। তাহলে আপনি চায়না জুতা ক্রয় করতে পারেন। তবে ক্রয় করার পর অবশ্যই আপনার এসব জুতার দাম সম্পর্কে ধারণা রাখতে হবে। না হলে অল্প টাকা জুতা আপনার কাছ থেকে অনেক বেশি টাকায় রাখতে পারে। তাই আজকের এই পোস্ট সম্পূর্ণ পড়ে চায়না জুতার দাম কত জেনে নিন।
ছেলেদের চায়না জুতার দাম কত
ছেলেদের চানা জুতার মধ্যে আপনি বাজারে সব থেকে আকর্ষনীয় কেডস এর জুতা গুলো পেয়ে যাবেন।সাধারণত ছেলেরা কেডস অনেক বেশি পছন্দ করে থাকেন। এছাড়াও বর্তমান মার্কেটে বিভিন্ন কোম্পানির জুতা রয়েছে যেমন চায়না জুতা, লোটো জুতা, বাটা জুতা, পান্ডা জুতা ইত্যাদি।
এখন আপনি যদি ছেলে হয়ে থাকেন, এবং বিভিন্ন ধরনের চায়না জুতা ক্রয় করতে চাচ্ছেন। তাহলে সর্বনিম্ন ৬০০ টাকা থেকে শুরু করে দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে কেডস জুতা ক্রয় করতে পারবেন। তবে এই চায়না জুতাগুলো বেশিদিন পর্যন্ত টেকসই হয় না। কিন্তু দেখতে অনেকটা আকর্ষণীয় হয়। তাই বাংলাদেশের জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
মেয়েদের চায়না জুতার দাম কত
মেয়েদের জন্যও চায়না জুতা বাংলাদেশের অহরহ পাওয়া যায়। বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ক্যাটাগরী এবং আকর্ষণীয়তার ভিন্নতা রয়েছে এই চায়না জুতার ভিতরে। এমন সব চায়না জুতা রয়েছে যেগুলোর মূল্য ১৯৯ টাকা থেকে শুরু করে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা রয়েছে।
তাই মেয়েদের যদি কেডস জুতা করতে চান তাহলে একটু বেশি দাম হবে। সুন্দর এবং টেকসই হওয়ার ভিত্তিতে কিছু চায়না জুতার মূল্য অনেকটা বেশি হয়। অর্থাৎ ১ হাজার টাকায় থেকে শুরু করে প্রায় ৩ হাজার টাকায় ভালো মানে জুতা পেয়ে যাবেন।
মাত্র ৬০০ টাকায় চায়না জুতা
শুধু ৬০০ টাকা নয় ২০০ থেকে ৩০০ টাকা দিয়েও আপনি চায়না জুতা ক্রয় করতে পারবেন। তবে ভিন্ন দোকানীরা কম টাকায় চায়না জুতা ক্রয় করে ক্রেতাদের কাছ থেকে অনেক বেশি দামে বিক্রি করে থাকেন। তা প্রত্যেক ব্যক্তির উচিত চায়না জুতা সম্পর্কে বিভিন্ন ধারণা রাখা। অর্থাৎ কোন জুতার কেমন দান হবে সে বিষয়ে জ্ঞান রাখা।
চায়না লোফার জুতার দাম কত
লোফার জুতা অনেকেই পছন্দ করেন। বিশেষ করে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য এই জুতা অনেকটা পারফেক্ট। আপনার নিকটস্থ দোকান থেকে চায়না লোফার জুতা ৬০০ টাকার সংগ্রহ করতে পারবেন। আবার একটু বৃদ্ধি পাওয়ার জন্য ১৫০০-১৬০০ টাকা থেকে প্রায় 2000 থেকে চার হাজার টাকায় পেয়ে যাবেন।
চায়না জুতার পাইকারি মার্কেট
বাংলাদেশের আনাচে-কানাচে চায়না জুতার পাইকারি মার্কেট দেখতে পারবেন। তবে সবথেকে ঢাকার বিভিন্ন অলিতে গলিতে এসব চায়না জুতার পাইকারি মার্কেট দেখতে পাওয়া যায়। ঢাকা গুলিস্তান সহ যাত্রাবাড়ীতে বিভিন্ন নামে চায়না জুতার পাইকারি মার্কেট দেখতে পারবেন।
শেষ কথা
জানা গিয়েছে ১৮০০ সালের আগে পর্যন্ত ইউরোপে নারী-পুরুষের জন্য আলাদা কোনো জুতা ছিল না। কিন্তু বর্তমানে নারী-পুরুষ আলাদা বাহারি রকমের জুতা পাওয়া যায়। বিভিন্ন আকর্ষণীয় হয়ে থাকে এসব জুতা। আর আশা করছি চায়না জুতার দাম কত ২০২৩ আপনারা জানতে পেরেছেন। সম্পূর্ণ তথ্য এখানে উপস্থাপন করা অসম্ভব। তাই চায়না এসব জুতার মূল্য কেমন হতে পারে, তা শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি।