২০২৪ সালের শুরু থেকেই আকিজ সিমেন্টের প্রতি বস্তার দাম বেড়েছে। প্রতি বস্তা সিমেন্টে ১০০ থেকে ১৫০ টাকা মূল্য বেড়েছে। এদিকে ১ কেজি সিমেন্টের দাম ১২ থেকে ১৫ টাকা। প্রতি কেজিতে ৩ থেকে ৫ টাকা দাম বাড়ানো হয়েছে। আজকের পোস্টে বাংলাদেশের উন্নতমানের সকল সিমেন্টের দাম সম্পর্কে আলোচনা করেছি।
সেই সাথে আকিজ সিমেন্টের গুনগত মান ও দাম শেয়ার করেছি। এই পোস্ট থেকে ১ বস্তা আকিজ সিমেন্টের দাম কত? প্রতি বস্তা সিমেন্টের দাম এবং ৫০ কেজি কত টাকায় বিক্রি করা হয় তা জানতে পারবেন। পোস্টের শেষের দিকে বসুন্ধরা কিং, হোলসিম সিমেন্ট, ফ্রেশ সিমেন্ট, টাইগার সিমেন্ট ও ইস্টার্ন সিমেন্ট প্রতি বস্তার দাম তালিকা আকারে প্রকাশ করেছি।
সিমেন্টের দাম
এখানে কোন সিমেন্টের কত দাম তা দেওয়া হয়েছে। প্রতি বস্তা সিমেন্টের দাম ৫০ থেকে ১০০ টাকার মধ্যে বেড়েছে। আজকে এক বস্তা সিমেন্টের দাম ৫৫০ টাকা। সাধারণ মানের সিমেন্টের দাম ৪৮০ টাকা। ৫২০ টাকা বস্তায় আর অনেক সিমেন্ট বিক্রি করা হয়। সেগুলো ব্যবহার করতে পারবেন। ১ কেজি সিমেন্টের দাম ১২ থেকে ১৫ টাকা। আকিজ সিমেন্ট প্রতি বস্তার মূল্য ৫২০ টাকা। রুবি সিমেন্ট ৪২০ থেকে ৪৬০ টাকায় পাওয়া যাচ্ছে। নিচে আরও বিভিন কোম্পানির সিমেন্টের দাম দেওয়া আছে, জানতে হলে নিচের ঠিকানায় ক্লিক করুন।
আকিজ সিমেন্ট দাম ২০২৪
বাংলাদেশের সকল উন্নতমানের সিমেন্টের মধ্যে আকিজ সিমেন্ট বেশ জনপ্রিয়। এই একটি সিমেন্টের নতুন ব্রান্ড। বর্তমানে প্রতি সিমেন্টের দাম ২০ টাকা করে বেড়েছে। তবে ২০২২ সাল থেকে ২০২৪ সালের মধ্যে প্রতি বস্তা সিমেন্টের মূল্য ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে বেড়েছে। ১ বস্তা সেভেন রিংস সিমেন্টের দাম বেড়েছে ৩০ টাকা। প্রতি কেজি আকিজ সিমেন্টের দাম ১৪ টাকা। আগের ছিলো ১০ থেকে ১২ টাকা। পাইকারি দামে আকিজ সিমেন্টের মূল্য ৫৩৫ থেকে ৫৪০ টাকা বস্তা। কেজিতে ১২ টাকা।
সিমেন্টের আজকের বাজার দর
দেশের মধ্যে সেরা সিমেন্ট হচ্ছে হোলসিম। বেশির ভাগ মানুষ তাদের বাসা বাড়িতে এই সিমেন্ট ব্যবহার করে থাকে। গত কয়েক দিনে সিমেন্টের দাম ২০ থেকে ৫০ টাকার মতো বেড়ে গেছে। এর কারণ হলো বাংলাদেশের অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি। সিমেন্ট তৈরিতে আগের তুলনায় অনেক বেশি পুঁজি দিতে হচ্ছে। তাই তাই প্রতি বস্তা সিমেন্ট এর দাম ২০ থকে ৫০ এবং ৪০ থেকে ৫০ টাকা হারে বৃদ্ধি করা হয়েছে। দেশের তৈরি সিমেন্ট এর পাশা-পাশি বিদেশ থেকে কিছু সিমেন্ট আমদানি করা হয়।
সেই আমদানি খাতে অনেক তা বেশি খরচ হয়ে থাকে। সব মিলিয়ে সিমেন্ট তৈরি থেকে শুরু করে সরবরাহ করা পর্যন্ত খরচ বেড়ে যাওয়ায় প্রত্যেক বস্তা সিমেন্টের মূল দাম থেকে ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যার দাম ১৫ দিন আগেও ৪৯০ থেকে ৫০০ টাকা। কোম্পানিসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন ডলারের দাম বেড়ে যাওয়ায় কাঁচামাল আমদানিতে খরচ ২০ থেকে ২৫ শতাংশ বেড়েছে।
১ বস্তা সিমেন্টের দাম কত
সিমেন্টের গুনগত মানের ভিত্তিতেে এর দাম নির্ভর করে। যেখানে অন্য যেকোনো ব্রান্ডের সিমেন্টের প্রতি বস্তার দাম ৫২০ থেকে ৫৩০ টাকা। সেখানে আকিজ সিমেন্টের ১ বস্তার দাম ৫৫০ টাকা। পাইকারি মূল্য প্রতি বস্তা আকিজ সিমেন্টের দাম ৫৪০ টাকা। প্রতিটি ডিলারের দোকানে আকিজ সিমেন্ট পাওয়া যাচ্ছে ৫৩৫ টাকায়। তবে সাধারণ দোকান থেকে ১ বস্তা সিমেন্টের মূল্য ৫৪৫ থেকে ৫৫০ টাকা। হোলসিম সিমেন্টের আজকের বাজার দর প্রতি বস্তা ৫৫৮ টাকা। ফ্রেশ সিমেন্টের বর্তমান বাজার মূল্য প্রতি বস্তা ৫৩০ টাকা। শাহ সিমেন্টের আজকের বাজার দাম প্রতি বস্তা ৫৩৫ টাকা। প্রতি বস্তা রয়েল সিমেন্টের দাম ৫১৬ টাকা। প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্টের মূল্য ৫৩০ টাকা।
এক কেজি আকিজ সিমেন্টের দাম
বাজারে বিভিন্ন দোকানে খুচরা মূল্য আকিজ সিমেন্ট বিক্রি করা হয়। ১ কেজি আকিজ সিমেন্টের দাম ১৩ টাকা। ৫৫০ টাকা বস্তা হলে সেই হিসেবে পাইকারি মূল্য ১১ টাকা। সেক্ষত্রে আপনাকে ৩ টাকা বেশি মূল্য ১ কেজি সিমেন্ট কিনতে হবে। খুচরা দামে ১৩ টাকা কেজি আকিজ সিমেন্ট এবং প্রতি বস্তার মূল্য ৬৫০ টাকা। এক কেজি বসুন্ধরা সিমেন্টের দাম ১১ টাকা। শাহ সিমেন্টের ১ কেজির দাম ১০.৭ টাকা। বাজারে খুচরা দাম ১২ টাকা।
প্রতি বস্তা সিমেন্টের দাম কত
আকিজ সিমেন্টের পাশা-পাশি বাজারে আরও অনেক সিমেন্ট রয়েছে। এখানে সেই সকল সিমেন্টের প্রতি বস্তার মূল্য দেওয়া হয়েছে। কনফিডেন্স সিমেন্ট ১ বস্তার দাম ৫২৫ টাকা। ১ বস্তা ক্রাউন সিমেন্টের দাম ৫৬০ টাকা। নিচে তালিকা আকারে আরও কিছু সিমেন্টের দাম দেওয়া আছে। নিচে থেকে দেখেনিন এদের বাজার মূল্য কত টাকা।
সিমেন্ট | মূল্য | |
সেভেন রিংস সিমেন্ট | ৫৪০ টাকা | |
বসুন্ধরা কিং সিমেন্ট | ৫৩৫ টাকা | |
হোলসিম সিমেন্ট | ৫৬০ টাকা | |
ফ্রেশ সিমেন্ট | ৫৩৫ টাকা | |
আকিজ সিমেন্ট | ৫৪৫ টাকা | |
শাহ্ সিমেন্ট | ৫৪৫ টাকা | |
ক্রাউন সিমেন্ট | ৫৬০ টাকা | |
শাহ পপুলার সিমেন্ট | ৫৩৫ টাকা | |
প্রিমিয়ার সিমেন্ট | ৫৪০ টাকা | |
টাইগার সিমেন্ট | ৫৩৫ টাকা | |
সেভেন হর্স সিমেন্ট | ৫৪০ টাকা | |
মেট্রো সিমেন্ট | ৫৩০ টাকা | |
ইস্টার্ন সিমেন্ট | ৫৩৫ টাকা | |
আনোয়ার সিমেন্ট | ৫৩৫ টাকা | |
স্কান সিমেন্ট | ৫৫৮ টাকা | |
বেঙ্গল সিমেন্ট | ৫২৫ টাকা | |
এংকর সিমেন্ট | ৫৩০ টাকা | |
গাজী সিমেন্ট | ৫৩৫ টাকা | |
আমান সিমেন্ট | ৫৩০ টাকা |
আকিজ সিমেন্ট দাম ২০২৪
আকিজ সিমেন্টের দাম ২০২৪ সালে অনেকটা বেড়েছে। কিছু দিন আগেও স্বল্প মূল্য আকিজ সিমেন্ট বিক্রি। এটি বাঙ্গালেধের একটি নতুন সিমেন্ট কোম্পানি। প্রতি বস্তা আকিজ সিমেন্টের দাম ১০০ টাকার মত বৃদ্ধি পেয়েছে। আকিজ সিমেন্ট এখন ৫৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। বাংলাদেশের সকল অঞ্চলে আকিজ সিমেন্ট পেয়ে যাবেন।
যোগাযোগের ঠিকানা
Address: Mofiz Chamber (4th Floor) 75, Dhaka 1000
Phone: 096 01711-555011
Facebook: https://web.facebook.com/AkijCement
Website: https://www.akijcement.com/
Email: [email protected]
রডের দাম
একটি ভবন তৈরি করতে রডের বিকল্প নেই। গত বছর থেকেই রডের দাম বেড়েই চলেছে। এই মাসেও রডের দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে বিভিন্ন কোম্পানির রড পাওয়া যাচ্ছে। এর উপর নির্ভর করে প্রতি টন রডের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সাধারণ ভাবে ১ টন রডের দাম ৯০,০০০ টাকার মতো। গত এক বছর আগের বাজারে রডের দাম ছিলো প্রতি কেজিতে ৭০ টাকার মতো। আজকের ১ কেজি রড বিক্রি করা হচ্ছে ৯১ টাকায়। যা আগে ছিলো ৮০ থেকে ৮৫ টাকার মতো। বর্তমানে একেএস রড প্রতি টন ৯১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ মানের ১ টন রডের দাম ৮২০০০ টাকা। ১ টন AKS রড বিক্রি করা হয় ৯১৫০০ টাকায়।
শেষ কথা
আকিজ সিমেন্টের দাম আবারো যেকোনো সময় বেড়ে যাবে। শিল্পের কাচা মালের দাম বেড়ে যাওয়ায় সিমেন্ট কোম্পানি গুলো তাদের সিমেন্টের দাম বৃদ্ধি করেছে। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে আকিজ সিমেন্ট দাম ও প্রতি বস্তা সিমেন্টের দাম কত তা জানতে পেরেছেন। বাজার দর সম্পর্কে আরও তথ্য জানতে আমার সাথেই থাকবেন। আজকেরদামকত এই ওয়েবসাইটে প্রতিনিয়ত দাম সম্পর্কে আপডেট তথ্য শেয়ার করে থাকি। সকল পণ্যর আপডেট দাম জানতে এই ওয়েবসাইট টি ঘুরে আসুন।