আজকের সিলিন্ডার গ্যাসের দাম ২০২৪ – এলপিজি গ্যাসের দাম কত?

আজকের সিলিন্ডার গ্যাসের দাম ১১৪০ টাকা। এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম আগের তুলনায় ১৪১ টাকা বাড়ানো হয়েছে। সিলিন্ডারের ওজনের উপর নির্ভর করে যমুনা, বসুন্ধরা এবং এল পি গ্যাসের দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারন করে দিয়েছে। গত জুলাই মাসে ১২ কেজি এলপি গ্যাসের  সিলিন্ডারের দাম ৯৯৯ টাকা ছিলো। বাংলাদেশ জ্বালানি সংস্থা এই মাসের জ্বালানি গ্যাস গ্যাসের মূল্য অনেকাংশে কমিয়ে এনেছে।

এই পোস্টে আমি আজকে জ্বালানি গ্যাসের দাম কত টাকায় পাওয়া যাচ্ছে তা শেয়ার করেছি। আগামী মাসে গ্যাসের দাম যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পাবে তার তালিকা দিয়েছে। বাজারে বসুন্ধরা সিলিন্ডার গ্যাসের দাম ২০২৪ বাংলাদেশ মূল্য  কত টাকায় পাবেন টা দেখেনিন। ১২ কেজি এলপি গ্যাসের দাম কত টাকা বৃদ্ধি করা হয়েছে টা শেয়ার করেছি। নিচে থেকে প্রতি কেজি জ্বালানি গ্যাসের দাম ও বাজার ব্রিক্রয় মূল্য জেনেনিন।

আজকের সিলিন্ডার গ্যাসের দাম ২০২৪ বাংলাদেশ

প্রতিমাসেই সিলিন্ডার গ্যাসের দাম বাংলাদেশ বাজারে বৃদ্ধি পেয়ে থাকে। কয়েক মাস ধরে ভোক্তারা নির্ধারিত দামে এলপিজির কিনতে পারছেন না। এলপিজি গ্যাসের দাম নির্ধারিত না থাকার কারণে অনেক গ্রাহক ন্যায্য মূল্য জ্বালানি গ্যাস ক্রয় করতে পারতেছেন না। অনেক ব্রিক্রেতা বাজারে চড়া দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করার অভিযোগ করেছে অনেক ভোক্তা। তাদের এই সমস্যার সমাধানে সংবাদ সম্মেলনে ১২ কেজি প্রতিটি সিলিন্ডারের দাম ১১৪০ টাকা নির্ধারন করে দিয়েছে। আজকে থেকে বাজারে এই দামে ক্রেতারা সিলিন্ডার গ্যাস নিতে পারবেন। তবে বাজারে বেশ কয়েক ধরনের গ্যাস পাওয়া যাছে। তাই প্রতিটি সিলিন্ডার গ্যাসের ওজন এর উপর নির্ভর করবে গ্যাসের দাম।

বসুন্ধরা সিলিন্ডার গ্যাসের দাম ২০২৪ বাংলাদেশ

বাংলাদেশে বহুল ব্যবহিত জ্বালানি গ্যাস হচ্ছে বসুন্ধরা। অন্যান্য গ্যাসের তুলনায় এই গ্যাস বাজারে বেশি বিক্রি হয়ে থাকে। তবে এই গ্যাসের দাম অনেক টা বেশি। বর্তমান বাজারে ১২ কেজি বসুন্ধরা এলপি গ্যাস ১১০০ – ১২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। যেখানে অন্যান্য গ্যাস ১২০০ টাকায় পাওয়া যাচ্ছে। ৩০ কেজি বসুন্ধরা এলপি গ্যাসের দাম ৩৩০০ – ৩৫০০ টাকা নির্ধারন করা হয়েছে। এবং বাজারে ৪৬৬০ টাকায় ৪৫ কেজি বসুন্ধরা এলপি গ্যাস পাওয়া যাচ্ছে। তবে বাজার জাত ও বিভিন্ন খরচ মিলিয়ে পরবর্তিতে বসুন্ধরা গ্যাসের দাম বৃদ্ধি বা হ্রাস পেতে পারে।

১২ কেজি এলপি গ্যাসের দাম ২০২৪

বাংলাদেশে ১২ কেজি, ৩০ কেজি এবং ৪৫ কেজি এলপি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। ১২ কেজি এলপি গ্যাসের দাম আগে ছিলো ৯৯৯ টাকা। এখন তা ১৪১ টাকা বেড়েছে । এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে।  বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন  ১২ কেজি সিলিন্ডার গ্যাসের ২৪৪ টাকা মূল্য  কমানোর ঘোষণা দিয়েছে। বাজারে এখন ১১৪০ টাকায় এলপি জ্বালানি গ্যাস পাওয়া যাচ্ছে।

বাংলাদেশে এলপি গ্যাস কোম্পানি ঠিকানা

  • বসুন্ধরা এলপি গ্যাস লি.
  • ওজন : ১২, ৩০ এবং ৪৫ কেজি।
  • ঠিকানা: প্লট # 56/এ, ব্লক# সি, ২য় এভিনিউ, বসুন্ধরা আর/এ, ঢাকা 1229।
  • ফোন: +880 2 8431256, +880 2 8431257, 8431258, +88 01938-873244, 01938-878795, 01975-559914, 01938-878713
  • কারখানা: বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড, মংলা বন্দর শিল্প এলাকা, মংলা, বাগেরহাট, বাংলাদেশ।
  • ফোন: 04662-75377, 75134-5
  • হটলাইনঃ ১৬৩৩৯
  • অফিশিয়াল ওয়েবসাইট: www.bashundharalpgas.com

এলপি গ্যাস সিলিন্ডার ওজন এবং বিক্রয় মূল্য ২০২৪

এখানে সকল প্রকার এলপি গ্যাসের দাম এবং বিক্রয় মূল্য তালিকা দেওয়া আছে। এই তাইকা অনুসারে বিভিন্ন ওজনের এলপি, এলপিজি এবং বসুন্ধরা লিমিটেড এর জ্বালানি গ্যাস কিনতে পাওয়া যাবে। আমি সর্বশেষ বাজার মূল্য অনুসারে এলপি গ্যাসের আজকের দাম এবং প্রতি কেজি সিলিন্ডার গ্যাস নিচের তালিকায় যুক্ত করেছি। বাজার মূল্য সময়ের ব্যবধানে কম বা বেশি হতে পারে। নিচে থেকে তালিকা টি দেখেনিবেন।

সিলিন্ডারদাম
সাড়ে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডারদাম ৫৯৪ টাকা
১২ কেজি ওজনের সিলিন্ডারদাম  ১০৭৪ টাকা
সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারদাম ১৩৫১ টাকা
১৫ কেজি সিলিন্ডারদাম ১৬২১ টাকা
১৬ কেজি সিলিন্ডারদাম ১৭২৯ টাকা
১৮ কেজি সিলিন্ডারদাম ১৯৪৬ টাকা
২০ কেজি সিলিন্ডারদাম ২১৬২ টাকা
২২ কেজি সিলিন্ডারদাম ২৩৭৮ টাকা
২৫ কেজির সিলিন্ডারদাম ২৭০২ টাকা
৩০ কেজির সিলিন্ডারদাম ৩১২৮ টাকা
৩৩ কেজির সিলিন্ডারদাম ৩২৪৩ টাকা
৩৫ কেজির সিলিন্ডারদাম ৩৭৮৩ টাকা
৪৫ কেজির সিলিন্ডারদাম ৪৮৬৪ টাকা

ইন্ডিয়ান এলপিজি গ্যাস মূল্য ২০২৪

এখানে আমি ২০২৪ সর্বশেষ ইন্ডিয়ান এলপিজি গ্যাস মূল্য সম্পর্কে আলোচনা করেছি। ইন্ডিয়ার বিভিন্ন শহরে বিভিন্ন দামে এলপিজি গ্যাস বিক্রয় করা হচ্ছে। নিচে সেই তালিকাটি আমি দিয়ে দিয়েছি। তাদের এলপিজি গ্যাস এবং আমাদের বাংলাদেশের এলপিজি গ্যাস এর মূল্য কিছু ব্যবধান রয়েছে। সেগুলো নিচের তালিকা থেকে দেখনিতে পারেন।

CityLPG (₹/Cylinder)
কোলকাতা1,079.00
গুয়াহাটি1,102.00
পাটনা1,151.00
বেঙ্গালুরু1,055.50
মুম্বই1,052.50
দিল্লী1,053.00
রাঁচি1,110.50
মাইসুরু1,057.50
নাগপুর1,104.50
নাসিক1,056.50
নয়ডা1,050.50
পুণে1,056.00
রায়পুর1,124.00
রাজকোট1,058.00
লখনউ1,090.50
সালেম1,086.50
সিমলা1,098.50
শ্রীনগর1,169.00
সুরাট1,058.50
থানে1,052.50
তিরুঅনন্তপুরম1,062.00
বদোদরা1,059.00
বারাণসী1,116.50
বিশাখাপত্তনম1,062.00
গাজিয়াবাদ1,050.50
আহমেদাবাদ1,060.00
এলাহাবাদ1,105.50
ভূূবণেশ্বর1,079.00
চণ্ডীগড়1,062.50
চেন্নাই1,068.50
কোয়েম্বাতুর1,082.00
দেরাদুন1,072.00
এরোডে1,087.50
ফরিদাবাদ1,054.50
মাদুরাই1,094.00
গুরুগ্রাম1,061.50
হায়দরাবাদ1,105.00
জয়পুর1,056.50
জম্মু1,104.50
কানপুর1,068.00
কোলাপুর1,055.50
কোঝিকোড়1,061.50
আগ্রা1,065.50
লুধিয়ানা1,080.00

শেষ কথা

আজকের সিলিন্ডার গ্যাসের দাম কত? তা এই পোস্টে শেয়ার করেছি। বাজারে ১২ কেজি এলপি গ্যাসের দাম কত টাকা বৃদ্ধি করেছে বা বর্তমান মূল্য কত তা উল্লেখ করেছি। আশা করছি এই পোস্ট থেকে আজকের সিলিন্ডার গ্যাসের দাম ২০২৪ বাজার মূল্য জানতে পেরেছেন। আমি প্রতিদিনের সিলিন্ডার গ্যাসের মূল্য আপনাদের কে আপডেট জানাবো। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। এই রকম আরও তথ্য সম্পর্কিত পোস্ট পেতে ওয়েবসাইট টি বিজিট করবেন। ধন্যবাদ।

আরও দেখুনঃ

এলপিজি গ্যাসের দাম ২০২৪ [১ বোতল LPG গ্যাসের দাম কত?]

ফ্রিজের গ্যাসের দাম কত? কিভাবে ফ্রিজের গ্যাস পরিবর্তন করবেন।

১২ কেজি এলপি গ্যাসের দাম ২০২৪।বসুন্ধরা এলপি গ্যাসের দাম কত?

আজকের জ্বালানি তেলের দাম ২০২৪ – পেট্রোল,কেরোসিন,অকটেন

আজকের গ্যাসের দাম কত ২০২৪

About Foysal Ahmed

আমি মোঃ ফয়সাল আহমেদ। দীর্ঘদিন যাবত আমি অনলাইন কাজের সাথে জড়িত। আজকের দাম কত সাইটে আমি আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যের দাম নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আমাদের সাইট থেকে প্রায় সকল ধরনের জিনিসের দাম সম্পর্কে অবগত হতে পারবেন।

View all posts by Foysal Ahmed →

One Comment on “আজকের সিলিন্ডার গ্যাসের দাম ২০২৪ – এলপিজি গ্যাসের দাম কত?”

  1. আমি একজন বাংলাদেশী, আমার দেশে গ্যাস ভরপুর থাকা সত্ত্বে আমি এইমাত্র পদ্মা12.7kg ওজনের সিলেন্ডার দাম নিল 1550টাকা মাত্র। আফসোস লাগলো সোনার বাংলায় জন্ম না হয়ে যদি ইন্ডিয়ায় জন্ম নিতাম তারপরও আমি গৌরব করতাম যে আমি একজন ইন্ডিয়ান। ইন্ডিয়ানদের নিত্যে পন্যের দাম তাদের হাতের নাগালের মধ্যে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *