প্রতিনিয়ত ডলারের রেট বেড়েই চলেছে। ২০২২-২৩ সালের প্রায় ১০০ থেকে ১০৫ টাকা ডলারের দাম উঠেছিলো। ২০২১ সালের পূর্বের সময়ে ডলারের সর্বচ্চ দাম ছিলো ৮০ থেকে ৮৭ টাকার মধ্যে। তবে এর থেকে কম দামেই ডলারের রেট দেওয়া আছিলো। বর্তমান সময়ে ১০০ টাকার উপরে ডলারের দাম। তবে সময়ের সাথে প্রতিদিন এর মূল্য কম-বেশি হচ্ছে। ১০০ ডলার বাংলাদেশের কত টাকা তা বিশ্ববাজার সংস্থা থেকে জানতে পেরেছি।
এই পোস্টে ২০২৪ সালের একশ ডলারের মূল্য কত টাকা? ১ ডলারের দাম কত? বাংলাদেশে কত টাকা করে ডলার বিক্রি করা হয় তা শেয়ার করেছি। আজকে ডলারের রেট কত ও কিভাবে কম দামে ডলার পাবেন তা বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।
১০০ ডলার বাংলাদেশের কত টাকা
এক সময়ে ৮০ থেকে ৮৫ টাকা করে ডলার কেনা-বেচা হতো। তখন আন্তরজার্তিক বাজারে ডলারের রেট কম ছিলো। সময়ের পরিবর্তনে আজকে এই ডলারের রেট অনেক বেড়েছে। এখন দেখা যায় প্রায় সময় ৯০ টাকার উর্দ্ধে ডলারের রেট থাকে। ১০০ ডলার বাংলাদেশের টাকা ১০৯৫০ টাকা। তবে এক সক সময়ে ডলারের দাম এক এক রকম হয়। তাই অনেক সময় ১০৫০০ থেকে ১০৬০০ টাকায় ডলার বিক্রি করা হয়। ডলার কিনার পূর্বে আজকের তারিখ দিয়ে চেক করে নিবেন।
বাংলাদেশে ১০০ ডলার বাংলাদেশের কত টাকা ২০২৪
সময়ের সাথে সব কিছুর পরিবর্তন ঘটে। তেমনি প্রতিদিন ডলার, পাউন্ড, ইউরো ইত্যাদির রেট পরিবর্তিত হয়ে থাকে। ২০২৪ সালে এসে প্রতিনিয়ত ডলারের দাম বেড়েই চলেছে। তবে এখন পর্যন্ত প্রায় ১১০ টাকা পর্যন্ত ডলারের দাম উঠেছে। যে ডলার ৮৫ থেকে ৯০ টাকায় পাওয়া যেতো, তা এখন ১০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। ২০২৪ সালে ১০০ ডলারের দাম ১০৯০০ টাকার উপরে হয়েছে।
১ ডলারের দাম কত
ডলারের রেট ১ দিনের মধ্যেই পরবর্তন হতে পারে। খুইব কম সময় ডলারের রেট অপরিবর্তিত থাকে। তাই আজকে যে দামে ডলার কিনতে পারবেন, আগামী দিন সেই দামের থেকে বেশি দাম দিয়ে ডলার কিনা লাগতে পারে। ডলারের রেট কত টাকা তা অফিসিয়াল ভাবে নির্ধারিত করে দেওয়া হয়। সাধারণত ১ ডলারের দাম ১০৯ থেকে শুরু করে ১১০ টাকা। তবে এই দামের মধ্যে এক ডলার কিনতে পারবেন। অনেক আগে ৮০ থেকে ৮২ টাকা দিয়ে ডলার কেনা যেতো। এখন প্রায় ১০৮ থেকে ১১০ টাকার মধ্যেও ডলার কিনতে হচ্ছে।
আজকে ১০০০ ডলারের দাম কত
সাধারণত এক হাজার ডলারের দাম ১০৯০০০ থেকে ১১০০০০ টাকা পর্যন্ত। যেদিন ডলারের যে রেট থাকবে সেই অনুযায়ী এর দাম নির্ভর করবে। আজকে ১০০০ ডলারের দাম ১০৭৫৪২.৭০ টাকা। যেকোনো সম ১০০০ ডলারের মূল্য বেড়ে যেতে পারে।
১০ ডলারের দাম কত
অনেকে ১০ ডলারের দাম জানতে চান। আজকে ১০ ডলারের দাম ১০৯৫ টাকা ৫০ পয়সা। এর আগে ১০৬০ থেকে ১০৭০ টাকার মধ্যে ১০ ডলার পাওয়া যাএতো। কিন্তু বর্তমান সময়ে ১০ ডলারের দাম বৃদ্ধি করা হয়েছ।
বাংলাদেশের ডলারের রেট ২০২৪
ডলার কম বেশি হওয়ার একটি চার্ট বা চিত্র আছে। যেখানে দেখা যাচ্ছে প্রতি দিন ডলারের রেট পরিবর্তন হচ্ছে। সেই রেট অনুযায়ী এপ্রিল মাসের দিকে ১ ডলারের দাম ছিলো ১০৫ টাকা ১২ পয়সা। ১ দিনে অর্থাৎ তার পরের দিনে সেখানে আরও বেড়েছে। এই ভাবে এই মাসের দিকে প্রায় ৩ থেকে ৫ টাকা করে প্রতি ডলারের দাম বেড়েছে। এতে বোঝা যাচ্ছে প্রতিদিন ডলারের রেট বাড়তেছে। আজকে যে ডলারের রেট আছে, আগামী কালকে তার রহেকে বেশিও হতে পারে।
ডলার কেনো ব্যবহার করা হয়
বাংলাদেশের মুদ্রাকে টাকা বলা হয়। এই টাকা শুধুমাত্র বাংলাদেশেই ব্যবহার করা যাবে। কিন্তু অনেক দেশে যেমন ইউরোপের বিভিন্ন দেশে বা আমেরিকাতে মুদ্রা হিসেবে ডলার ব্যবহিত হয় । যখন বাইরের কোণ দেশে যেতে হয় বা সেখান থেকে কোনো পণ্য কিনতে হয়, তখন টাকার পরিবর্তে ডলারের প্রয়োজন। কিন্তু আপনারা কিভাবে ডলার পাবেন। তখন টাকা দিয়ে ডলার কিনতে হবে। এই ডলারের দাম এক এক সময়ে এক এক রেটে বিক্রি হয়।
শেষ কথা
ডলার কত টাকা তা নির্ভর করবে তার রেটের উপর। তাই যে দিন ডলারের রেট কম থাকবে সেদিন কম টাকায় ডলার কিনতে পারবেন। এই পোস্টে আজকের ডলারের মূল্য সম্পর্কে শেয়ার করা হয়েছে। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে ১০০ ডলার বাংলাদেশের কত টাকা ২০২৪। ১ ডলারের দাম কত? তা জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।