প্রাচীনতম সময় থেকেই বিশ্বের বিভিন্ন দেশে পাউন্ড ব্যবহৃত হয়ে আসছে। এর আরেকটি নাম হচ্ছে পাউন্ড স্টারলিং। এই মুদ্রাটি যুক্তরাজ্যে ব্যবহৃত হয়। যেহেতু বাংলাদেশের তুলনায় যুক্তরাজ্যের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত তাই এ দেশের টাকার মানও বেশ দামী। দিন দিন বাংলাদেশের টাকার মান কমে যাওয়ার কারণে পাউন্ডের দাম অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে।
অনেকেই আগ্রহের বসে অথবা কাজের উদ্দেশ্যে এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় কত টাকা তা জানার আগ্রহ প্রকাশ করে। বেশ কিছুদিন আগেও এক পাউন্ডের দাম বাংলাদেশি টাকায় ১৩০ টাকার মত ছিল। কিন্তু বর্তমান সময়ে তা বেড়ে প্রায় ১৫০ টাকার মতো হয়ে গিয়েছে। আজকের সর্বশেষ আপডেট অনুযায়ী 1 পাউন্ড সমান ১৪৯ টাকা ৪০ পয়সার সমান।
১ পাউন্ড সমান কত টাকা
বাংলাদেশের বসবাসকারী অনেকেই ১ পাউন্ড সমান কত টাকার জানতে চান। যে বিভিন্ন দেশের টাকার সাথে তো পার্থক্য করে বাংলাদেশে টাকার রেট জানতে চান। তাই তাদের জন্য এক পাউন্ড বা পাউন্ড রেট বাংলাদেশ কত তা উল্লেখ করেছি। আর এই পাউন্ড রেট সময় অনুযায়ী উঠানামা করে থাকে। তাই প্রতিনিয়ত এ পাউন্ড রেট আপডেট দেওয়া প্রয়োজন। আর এখানে আমরা আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত একক পদ্ধতিতে ভরের একক হিসাবে পাউন্ড ব্যবহৃত হয়। আর এই পাউন্ড কে ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরনের পাউন্ড ব্যবহার করা হয়, তবে সবচেয়ে বেশি প্রচলিত পাউন্ড হলো আন্তর্জাতিক আভইড্রুপইস পাউন্ড। পাউন্ড স্টার্লিং বা যুক্তরাজ্য পাউন্ড (মুদ্রা প্রতীক: £; ব্যাংক কোড: GBP) হচ্ছে যুক্তরাজ্যের মুদ্রা। লেবানন,মিশর,সুদান, আরো ইত্যাদি দেশে এ পাউন্ড মুদ্রা প্রচলিত। আর ২০২৪ সালের মে মাসের তথ্য অনুযায়ী এক পাউন্ড সমান ১৪৯ টাকা ৪০ পয়সা।
পাউন্ড রেট বাংলাদেশ
বাংলাদেশের অনেক মানুষ বিভিন্ন জায়গায় বসবাস করে থাকেন। বিশেষ করে যুক্তরাজ্যের অনেকগুলো দেশে বাংলাদেশের মানুষ বসবাস করে থাকেন। ঠিক তাদের মাঝে কিন্তু অনেকেই এই পাউন্ড রেট বাংলাদেশ অনুযায়ী কত তা জানতে চান। যুক্তরাজ্য টাকার হার অনুযায়ী বাংলাদেশের টাকার মানের অনেক পার্থক্য হয়ে থাকে। ব্রিটিশ এক পাউন্ডের বিপরীতে বাংলাদেশের প্রায় ১৫০ টাকা পাওয়া যায়।
১০ পাউন্ড সমান কত টাকা
যুক্তরাজ্যের বিভিন্ন দেশে অনেকেই বসবাস করে থাকেন। সেই সুবাদে বাংলাদেশের টাকা পাঠাতে অনেকেই পাউন্ড বাংলাদেশের রেট জানতে চান। অনেকেই অনলাইনে এসে অনুসন্ধান করেন। অর্থাৎ সবার কাছে সাধারণ একটি প্রশ্ন হচ্ছে ১০ পাউন্ড সমান কত টাকা। যে প্রশ্নটি লিখে সচরাচর অনেকে অনলাইনে অনুসন্ধান করে থাকে। যদি এখন ১ পাউন্ড সমান ১৪৯ টাকা ৪০ পয়সা হয়। তাহলে ১০ পাউন্ড সমান প্রায় ১ হাজার ৪৯৪ টাকা।
লন্ডন এক পাউন্ড সমান বাংলাদেশের কত টাকা
যারা লন্ডনের এক পাউন্ড সমান বাংলাদেশের কত টাকার জানতে চাচ্ছেন তারা এখান থেকে জানতে পারবেন। অর্থাৎ লন্ডনের ১ পাউন্ড সমান বাংলাদেশের ১৪৯ টাকা ৪০ পয়সা। তবে যে কোন সময় এর মান কম বা বেশি হতে পারে।
শেষ কথা
যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের পাউন্ডের টাকা সময় অনুযায়ী উঠানামা করে। প্রতিনিয়ত এ টাকার মান গুলো আপডেট হয়ে থাকে। তাই সম্পূর্ণ পোস্ট বিস্তারিত পড়ুন এবং আপডেট তথ্য জানতে আমাদের পাশে থাকুন। আশা করছি পোস্ট থেকে আপনারা আপনাদের সঠিক তথ্য জানতে পেরেছেন। ১ পাউন্ড সমান কত টাকা এই পোস্ট বেশি বেশি আপনার আশেপাশে বসবাসকারী ব্যক্তিদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ