এই মিলিয়ন এবং বিলিয়ন এর হিসাব নিয়ে অনেকের অজানা রয়েছে। তবে আপনি যদি বিলিয়নের হিসাবটি সহজ ভাবে বুঝতে চান তাহলে এই পোস্ট শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় আপনার অজানা হিসাবগুলো সহজ হয়ে গিয়েছে। তাই ইতিমধ্যে অনলাইনে এসে যারা ১ বিলিয়ন সমান কত টাকা জানতে চাচ্ছেন তারা অবশ্যই এই পোস্ট একদম শেষ পর্যন্ত দেখুন। সহজ ভাবে বললে ১০০ কোটি কে ১ বিলিয়ন বলা হয়।
১ বিলিয়ন সমান কত টাকা
বাংলাদেশের টাকা অনুযায়ী এই এক বিলিয়ন সমান হিসাব করলে এর সংখ্যা দ্বারায় ১০০ কোটি টাকা। অর্থাৎ ১ বিলিয়ন সমান বাংলাদেশের ১০০ কোটি টাকা। তবে এই একই হিসাব অন্যান্য দেশের ক্ষেত্রে টাকার পরিমান ভিন্ন হয়ে থাকে। তবে বাংলাদেশে এই ১ বিলিয়ন সমান ১০০ কোটি টাকাই নির্ধারিত হয়।
এছাড়া অনেকেই অনলাইনে এসে অনুসন্ধান করে থাকেন এক বিলিয়ন ডলার অর্থাৎ এক বিলিয়ন মার্কিন ডলার সমান বাংলাদেশের কত টাকা। তবে এর পূর্বে আপনাকে জানতে হবে এক মার্কিন ডলার সমান বাংলাদেশের কত টাকা। তাহলেই এক Billion Doller সমান কত টাকা হয় তা জানতে পারবেন। অতএব একটু নিচে প্রবেশ করুন।
১ বিলিয়ন ডলার সমান কত টাকা
যদি ডলারের মূল্য সম্পর্কে জেনে থাকেন, তাহলে এক Billion Doller সমান কত টাকা তা জানতে পারবেন। অতএব আজকে সর্বশেষ তথ্য অনুযায়ী এক মার্কিন ডলার সমান বাংলাদেশের ১০৯ টাকা ৭৬ পয়সা। আর আমরা জানি এক Billion = ১০০ কোটি টাকা। অতএব ১০০ কোটি টাকার সাথে ১ মার্কিন ডলারের গুণ করলে এক Billion Doller সমান কত টাকা তা বের হয়ে যাবে। যেমনঃ
- ১ বিলিয়ন = ১০০ কোটি টাকা
- ১ মার্কিন ডলার = ১০৯.৭৬ টাকা
- অতএব ১ বিলিয়ন ডলার*১ মার্কিন ডলার
- ১০০০০০০০০০ × ১০৯.৭৬=১০৯,৭৬০,০০০,০০০ টাকা।
অতএব এক বিলিয়ন ডলার সমান ১০৯,৭৬০,০০০,০০০ টাকা।
১ বিলিয়ন সমান কত কোটি টাকা
ইতিমধ্যে উপরের প্যারাটিতে বিস্তারিত আলোচনা উল্লেখ করা হয়েছে। সেখানে এক বিলিয়ন ডলার সমান বাংলাদেশের কত টাকা হয় তা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের এক বিলিয়ন সমান 100 কোটি টাকা। আর ওই ১০০ কোটি ডলার সমান হিসাব করলে বাংলাদেশের মুদ্রা অনুযায়ী এর পরিমাণ ধারায় ১০৯,৭৬০,০০০,০০০ টাকা। অর্থাৎ এক বিলিয়ন ডলার সমান বাংলাদেশের ১০৯,৭৬০,০০০,০০০ টাকা।
শেষ কথা
আশা করতেছি ইতিমধ্যে আপনি আপনার অনুসন্ধান করার তথ্যটি জানতে পেরেছেন সঠিকভাবে। ১ বিলিয়ন সমান কত টাকা এই তথ্যটি জানার জন্য অনলাইনে অনেকেই অনুসন্ধান করে থাকেন। এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হলে অন্যদের মাঝে শেয়ার করুন। এবং আমাদের সাথেই বরাবরের মতো থাকুন। ধন্যবাদ